
অ্যাডোবি ফটোশপ কি এবং এডোবি ফটোশপের কাজ কি ?
অ্যাডোবি ফটোশপ কি এবং এডোবি ফটোশপের কাজ কি ?
এডোবি ফটোশপ হচ্ছে মূলত একটি ফটো বা ছবির গ্রাফিক্স সম্পাদনকারী আধুনিক সফটওয়্যার। সাধারণভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়ে থাকে। সফটওয়্যারটি তৈরি করেছে এডোবি সিস্টেমস। অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে ফটোশপ সবচেয়ে জনপ্রিয়। বর্তমানে এ সফটওয়্যারটির ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা যাচ্ছে।
এডোবি ফটোশপ সফটওয়্যারটির মূল আবিষ্কারক হলেন থমাস নল ও জন নল নামের দুই ভাই। যা ১৯৮৭ সালে এডোবি সিস্টেমেস তাদের কাছ থেকে ক্রয় করে বাজারজাত করে। শুরুতে শুধুমাত্র ফটোশপ নামে পরিচিত হলেও পরবর্তীতে এর নাম কোম্পানির নামানুসারে এডোবি ফটোশপ রাখা হয়।
ফটোশপ মূলত একটি রাস্টার ইমেজ সম্পাদনকারী সফটওয়্যার। ছবি বা ইমেজ সাধারনত দুই ধরনের হয়ে থাকে (১) রাস্টার (২) ভেক্টর। যে সকল ছবি পিক্সেল এককে তৈরি করা হয় এদেরকে রাস্টায় ইমেজ বলা হয়। কোন একটি রাস্টার ইমেজে একটি নির্দিষ্ট সংখ্যক পিক্সেল থাকে যা কয়েক মিলিয়ন পর্যন্ত হতে পারে।
প্রথমদিকে এডোবি ফটোশপের সাহায্যে শুধুমাত্র ছাপার ছবি সম্পাদনার কাজ করা যায় এমন ফিচারগুলো যুক্ত ছিল। তবে ইন্টারনেটের বিস্তার লাভের সাথে সাথে বর্তমানে ফটোশপ ইন্টারনেটে ছবি সম্পাদন করার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
এডোবি ফটোশপ শুধু শুধুই এডোবি সিস্টেমসের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেনি। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ফটোশপের সাথে অন্যান্য এডোবি সফটওয়্যার গুলোর শক্তিশালী সম্পর্ক রয়েছে। এজন্যই ফটোশপে সাধারণ যে কোন ফরমেট কোন ধরনের অসুবিধা ছাড়াই এডোবির অন্যান্য সফটওয়্যার যেমন- এডোবি ইলাস্ট্রেটর, এডোবি প্রিমিয়ার প্রো, এডোবি আফটার ইফেক্ট ইত্যাদিতে ব্যবহার করা যায়।
তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফটোশপকে যুক্ত করার জন্য বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে। ফটোশপ 2.5 কে সর্বপ্রথম ১৯৯০ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যুক্ত করার উপযোগী করে তৈরি করা হয়। এ পর্যন্ত ফটোশপের ২১ টি সংস্করণ বের হয়েছে, এর সর্বশেষ সংস্করণ টির নাম হলো ফটোশপ ২০২০।
ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায় –
যখনি আমরা নিজের কম্পিউটারে ফটোশপ ওপেন করে থাকি, তখন আমরা একটি sidebar দেখে থাকি যেখানে বিভিন্ন ধরণের variety of tools গুলো থেকে থাকে। আর এর সাথেই আমরা স্ক্রিনের left side এর মধ্যে multiple image-editing functions গুলো দেখতে পাই।
যখনি প্রশ্ন করা হয় যে, ফটোশপ এর কাজ ? বা ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায় ? তখন মূলত এই variety of tools এবং multiple image-editing functions গুলোর উল্লেখ জরুরি।
কারণ, এই tools গুলোর মাধ্যমেই আমরা প্রত্যেকটি image editing বা digital art creation এর কাজ গুলো করে থাকি।
প্রত্যেকটি tools গুলো কিছু specific categories এর মধ্যে থেকে থাকে যেমন, drawing; painting; measuring and navigation; selection; typing; এবং retouching.
চলুন, নিচে প্রত্যেকটি tools গুলোর বিষয়ে কিছুটা জেনেনেই।
Pen tool
Photoshop এর মধ্যে দেখতে গেলে Pen tool এর একাধিক version গুলো রয়েছে যেগুলোকে ব্যবহার করা যাবে। এই Pen tools এর মাধ্যমে user সহজে precise paths তৈরি করতে পারবেন যেগুলোকে পরে আবার manipulate করা যেতে পারে।
Clone Stamp Tool
Clone Stamp Tool, এর ব্যবহার করা হয় images এর parts গুলোকে duplicate করে ব্যবহার করার ক্ষেত্রে। এর মাধ্যমে user সম্পূর্ণ ইমেজ এর বা ইমেজ এর কিছু বিশেষ ভাগের ক্লোন তৈরি করতে পারেন। আর প্রত্যেক কাজ কেবল একটি মাত্র ক্লিক এর দ্বারা সম্পূর্ণ হয়ে যায়।
Shape Tools
এই সফটওয়্যার এর মধ্যে ইউসার প্রচুর আলাদা আলাদা ধরণের shape tools গুলো পেয়ে থাকেন যেখানে rectangles, rounded rectangles, ellipses, polygons এবং lines সংযুক্ত রয়েছে।
Selection Tools
Selection tools এর ব্যবহার করে images এর অংশ গুলোকে select করে সেগুলোকে cut, copy, edit বা বিভিন্ন retouching operations গুলো করা যেতে পারে।
Cropping
Cropping এর মাধ্যমে image এর একটি বিশেষ ভাগ (particular area) সিলেক্ট করা হয় এবং বাইরের প্রত্যেক অপ্রয়োজনীয় অংশ গুলোকে discard করে দেওয়া হয়। Cropping এর মাধ্যমে photo composition বাড়ানো এবং file size কমানো সম্ভব।
Slicing
এই “slice” এবং slice select tools আগে বলা crop tool এর মতোই কাজ করে থাকে যেখানে images গুলোকে isolate করা হয়। এই slice tool টিকে মূলত graphics গুলোকে বিভিন্ন আলাদা আলাদা ভাগে বিভাজিত (ভাগ) করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। গ্রাফিক্স এর প্রত্যেক ভাগ গুলোর আলাদা আলাদা ব্যবহার সম্ভব।
Eraser Tool
এই tools এর ব্যবহার করা হয় যেকোনো গ্রাফিক্স মুছে ফেলার ক্ষেত্রে। Graphics delete করার তুলনায় এই tool অধিক লাভজনক বা সুবিধাজনক, কারণ এর মাধ্যমে আপনি যেকোনো ইমেজ এর কিছু বিশেষ জায়গা গুলোকে সহজে মুছে ফেলতে পারবেন।
Background Eraser
সাধারণ eraser ছাড়া এখানে Background Eraser এবং Magic Eraser এর মতো tools রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা images থেকে তাদের background সম্পূর্ণ মুছে ফেলতে পারবেন।
Marquee
কিছু বিশেষ ধরণের selections গুলো করার ক্ষেত্রে এই marquee tool ব্যবহার করা হয়। যেমন, single row, single column, rectangular এবং elliptical. এর মাধ্যমে select করা area গুলোকেই কেবল এডিট করতে পারবেন তবে এতে অন্যান্য বাকি এরিয়া গুলোর ওপরে কোনো ধরণের প্রভাব পড়বেনা।
Magic Wand Tool
এই টুল ব্যবহার করে pixels এর ওপরে selections করা সম্ভব। এই tool এর মধ্যে বিভিন্ন ধরণের আলাদা আলাদা settings গুলো রয়েছে, তাই এই tool ব্যবহার করার আগে user দ্বারা প্রত্যেক জরুরি settings গুলো মিলিয়ে নেওয়াটা জরুরি।
Video Editing
Adobe এর CS5 Extended edition এর মধ্যে video editing এর option প্রদান করা হয়েছে। বিভিন্ন আলাদা আলাদা video file formats যেমন MOV, AVI বা MPEG-4 formats গুলোকে এখানে support করা হয়েছে।
3D Printing Tools
এই tool এর ব্যবহার করে user অনেক সহজে 3D printing এর designs গুলোকে create এবং edit করতে পারবেন।
Colour Replacement Tool
এই tool এর ব্যবহার করে user যেকোনো color পরিবর্তন করতে পারবেন।
Original image এর highlights এবং shadows গুলোকে কোনো ভাবে প্রভাবিত না করেই এই কাজ করা সম্ভব।
কম্পিউটারে ফটোশপ ব্যবহার কিভাবে করবেন ?
এখন, ফটোশপ এর বিষয়ে এতকিছু জানার পর হয়তো আপনারা এখন জানতে ইচ্ছুক যে, কিভাবে ফোটোশন ব্যবহার করব বা করতে হয় ?, তাই তো ?
এমনিতে ফটোশপ এর সম্পূর্ণ ব্যবহার জানার জন্য আপনাকে এই বিষয়ে সম্পূর্ণ ভালো করে শিখতে হবে।
তবে, নিচে আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে photoshop এর মধ্যে new file create করবেন এবং কিভাবে file open করবেন।
New document create কিভাবে করবেন ?
- সব থেকে আগে আপনাকে একেবারে ওপরের ভাগে থাকা system bar এর মধ্যে যেতে হবে।
- এবার সরাসরি click করুন “File” এবং এরপর “New” এর মধ্যে।
- এখন আপনাকে নিজের document এর একটি নাম রাখতে বলা হবে যেটা যেকোনো একটি নাম হতে পারে।
- শেষে, একটি Preset বা input custom dimensions এবং colour types পছন্দ বা সিলেক্ট করুন।
- Document কিভাবে open করবেন ?
- সব থেকে আগে আপনাকে একেবারে ওপরের ভাগে থাকা system bar টিতে যেতে হবে।
- এবার select করতে হবে, “File” > “Open” (Command + O Mac, Ctrl + O Windows)
- এখন যেই file আপনি open করতে চাইছেন সেটাকে select করুন।
- শেষে, “Open” এর মধ্যে click করলেই ফাইল ওপেন হয়ে যাবে।
Adobe Photoshop কেন শিখবেন ?
Adobe Photoshop এর মধ্যে প্রচুর আলাদা আলাদা ধরণের এবং উন্নত high-quality graphics designing options গুলো রয়েছে। আর এই প্রত্যেক graphics designing skills গুলোর চাহিদা সব সময় রয়েছে।
আপনি যদি photoshop এর প্রত্যেকটি tools গুলোর সঠিক ব্যবহার ভালো করে জেনেনিতে পারেন, তাহলে অবশই বিভিন্ন professional income opportunities গুলো আপনার পাশে থাকছে।
Photoshop এর কিছু high demanding skills গুলো হলো,
- Photo Restoration
- Product Retouch
- Watermark को add और remove करना
- Photo Masking
- Clipping Path
- Photo Editing
- Logo Design
- Enhanc
- ing
- Photo Composition
- Color Correction
- Banner Design
- T-Shirt Design
- UI Design
- iPhone Apps Design
- Box design 3d Views
- Flyer Design
- Website Header Design
- Website Mockup
- Business Card Design
- Image background removal
- eBook cover page design
এগুলো হলো, বর্তমানে প্রচুর চাহিদা থাকা কিছু কৌশল যেগুলো ফটোশপ এর দ্বারা আপনারা শিখতে ও করতে পারবেন।
এমনিতে এখনের সময়ে প্রচুর editing software গুলো রয়েছে যদিও, adobe photoshop এর মাধ্যমে আপনারা যেকোনো ধরণের editing গুলো করতে পারবেন।
Adobe photoshop এর skills গুলো হলো এমন best basic computer skill যেগুলো আপনার career এবং business profession এর ক্ষেত্রে প্রচুর লাভজনক।
শেষ কথা,
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম, Adobe photoshop কি (what is photoshop in Bengali), ফটোশপ এর কাজ কি, কিভাবে ফটোশপ ডাউনলোড করব এবং অন্যান্য সম্পর্কিত তথ্য গুলো বাংলাতে।
আশা করছি ফটোশপ নিয়ে লিখা বিস্তারিত আর্টিকেলটি আপনাদের অবশই ভালো লেগেছে। যদি আমাদের আজকের আর্টিকলে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।
আরো পড়ুন:
- আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো ?
- প্রসেসর কি ?
- বাংলাদেশে dslr ক্যামেরার দাম
- সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
- বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম।
- নতুন গেমিং ল্যাপটপ 2022
- নতুন গেমিং পিসি 2022 |
- ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন |
- কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
- 10000-এর নীচে সেরা ফোন |