ইউটিউবের নতুন নিয়ম কানুন

Deal Score0
Deal Score0

 

ইউটিউবের নতুন নিয়ম কানুন


আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা আয় করার কথা চিন্তা করেন। তাহলে আপনার  ইউটিউব এর নিয়ম কানুন গুলো ভালো ভাবে জেনে নেওয়া উচিত বা জরুরী।

ইউটিউবের নিয়ম কানুন জানা ছাড়া আপনি কোন ভাবেই ইউটিউব থেকে আয় করতে পারবেন না। এবং সঠিক ভাবে ইউটিউব চ্যানেল পরিচালনা করতে পারবেন না।

আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার পরে মনে হতে পারে যে, সব কিছুই তো ঠিক আছে। আবার কিসের নিয়ম কানুন মানতে হবে।

বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আগের তুলনায় অনেক নিয়ম কানুন যুক্ত হয়েছে। যে গুলো আপনি ভঙ্গ করলে আপনার ইউটিউব চ্যানেল ডিজেবল বা সাড়া জীবনের জন্য ডিলিট হয়ে যেতে পারে।

তার জন্য এজন সফল ইউটিউবার হতে চাইলে। ইউটিউব এর নতুন ও আপডেট নিয়ম কানুন গুলোর বিষয়ে বিশেষ ভাবে নজর দিতে হবে।

আমাদের এই পোস্টে আপনাকে জানাব ইউটিউব এর নতুন নিয়ম কানুন ২০২২ সম্পর্কে। আপনি যদি উক্ত আলোচনা সঠিক ভাবে অনুসরণ করেন তাহলে স্থায়ী ভাবে ইউটউব থেকে আয় করতে পারবেন।

অন্যের অডিও,  ভিডিও, ছবি কপি করে ব্যবহার করবেন না ?

আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে সেখানে অবশ্যই, ভিডিও তৈরি করে আপলোড করতে হবে।

সেক্ষেত্রে আপনি অন্যের ভিডিও থেকে ধারণা নিতে পারবেন। কিন্তু কোন ভাবেই সেই ভিডিও গুলো, অডিও গুলো এবং ছবি গুলো কপি করে নিজের চ্যানেলে আপলোড করা যাবে না।

অন্যের চ্যানেল থেকে অডিও , ভিডিও বা ছবি আপনার চ্যানেলে ব্যবহার করলে আপনার ইউটিউব চ্যানেলটি কপিরাই স্ট্রাইক হয়ে যেতে পারে। যা থেকে আপনি আর আয় করতে পারবেন না।

আপনি যদি অন্যের অডিও, ভিডিও বা ছবি কপি করেন। সে চাইলে আপনাকে কপিরাইট স্টাইক দিতে পারবে তার ইউটিউব চ্যানেল থেকে, আর এটিই হলো কপি রাইট স্টাইক এর শাস্তি।

আপনি যে ভিডিও ইউটিউব এর জন্য তৈরি করবেন সেটি নিজের মেধা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তাহলে অনেক ভালো করতে পারবেন।


অশ্লীল-পর্নোগ্রাফি ভিডিও বা ছবি ব্যবহার করবেন না?

ইউটিউবে অশ্লীল-পর্নোগ্রাফি ভিডিও বা ছবি কোন ভাবেই প্রযোজ্য নয়। কারণ ইউটিউব এর শর্তে এ ধরণের ভিডিও আপলোড করার কোন নীতিমালা নেই।

যদিও আপনার নিজের তৈরি করা ইউটিউব ভিডিও হয় তারপরেও আপনি পর্নোগ্রাফি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না।

যদিও অশ্লীল-পর্নোগ্রাফি ভিডিও বা ছবি ইউটিউবে আপলোড করেন তাহলে Nudity and Sexual Content Policies এর আওতায় পড়ে যাবে।


ইউটিউবে অসম্পর্কিত ভিডিও টাইটেল বা ছবি ব্যবহার করবেন না?

ইউটিউবে অসম্পর্কিত ভিডিও টাইটেল বা ছবি ব্যবহার করলে স্প্যাম এর আওতায় পড়ে যাবে। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।

আপনি ইউটিউবে বেশে ভিউ পাওয়ার আশায় কোন ভাবেই আজেবাজে ভিডিও টাইটেল বা ছবি আপলোড করবেন না। এটি ইউটিউবের নীতিমালাতে নেই।

অসম্পর্কিত ইউটিউব ভিডিও টাইটেল বা ছবি বলতে আপনার ভিডিও হচ্ছে মনে করুনঃ অনলাইন ক্লাস নিয়ে, সেখানে যদি আপনি টাইটেল দেন, অনলাইন আয়ের বড় সুযোগ তাহলে কিন্তু কোন ভাবেই আপনার ভিডিও কনটেন্ট এর সাথে মিল থাকবে না।

তাই উক্ত বিষয়ে ভিডিও তৈরি করার সময় সঠিক টাইটেল এবং ভিডিও এর সাথে মিল রেখে ছবি ব্যবহার করার চেষ্টা করবেন।


হ্যাকিং সম্পর্কিত ভিডিও বানাবেন না?

আপনি যদি ইউটউব চ্যানেল তৈরি করেন? সেখানে ভালো ভালো ভিডিও আপলোড করবেন। সেখানে বেশি ভিউ পাওয়র জন্যে কোন মতেই হ্যাকিং সম্পর্কিত ভিডিও আপলোড করবেন না।হ্যাকিং বিষয়ে ভিডিও আপলোড করা ইউটিউবে একদম নিষিদ্ধ।

আপনাদের ইউটিউবে যদি আগে এই ধরণের ভিডিও আপলোড করে থাকেন, তাহলে সেটি আজই ডিলিট করে দিন। এর কারণে আপনার আইনগত শাস্তি হতে পারে।


ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত শেয়ার করবেন না?

বর্তমান সময়ে যারা, ইউটিউবিং করে তারা ভিডিও তে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য তাদের ভিডিও লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ভিউ নেওয়ার জন্য।

আপনি কোন সোশ্যাল মিডিয়াতে ভিডিও লিংক শেয়ার করবেন কিন্তু ইউটিউব এর নীতিমালা অনুযায়ী। অতিরিক্ত ভাবে কোন কিছু যেমন ভালো না।

ঠিক সেরকম ভাবে ইউটিউব এর ভিডিও লিংক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার ফলে আপনার ইউটিউব মনিটাইজেশন ডিজেবল হয়ে যেতে পারে। তাই আপনাকে বেশি বেশি ভিডিও লিংক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।


ইউটিউব মনিটাইজেশন করার নিয়ম –

ইউটিউব চ্যানেলে মোট 10000 হাজার সাবস্ক্রাইব এবং 40000 হাজার ওয়ার্চ টাইম হলেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার যোগ্য হবেন।

শেষ কথা,,

আমাদের এই পোস্টের মাধ্যমে জানতে পারলেন, ইউটিউবের নতুন নিয়ম কানুন ২০২২ সম্পর্কে। আর এই পোস্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। 

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 


cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account