এডোবি ফটোশপ কি? ফটোশপের কাজ কি ?
এডোবি ফটোশপ কি? ফটোশপের কাজ কি ?
Adobe Photoshop কাজ করার নিয়ম বা ফটোশপে ছবির কাজ করার নিয়ম সম্পর্কে আমাদের সবাইকে পরিপূর্ণভাবে জানার প্রয়োজন না হলেও বেসিক বিষয়ে জ্ঞান রাখতে হয়।
বিশেষকরে যারা অনলাইনে ব্লগিং করছে, তাদের জন্য ফটোশপ বিষয়ে বেসিক ধারনা থাকা খুব প্রয়োজন। তাছাড়া যারা ইউটিউবে কাজ করছে, তাদের ক্ষেত্রেও ইউটিউব ভিডিও এর আকর্ষণীয় Thumbnail তৈরি করার জন্য ফটোশপে ফটো এ্যাডিটিং সম্পর্কে মোটামুটি ধারনা থাকতে হয়।
অডোবি ফটোশপ হলো জনপ্রিয় গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এডোবি সিস্টেম ইনকর্পোরেট এর একটি অসাধারণ ইমেজ এডিটিং গ্রাফিক্স সফওয়্যার। অডোবি ফটোশপ ব্যবহার করে যেকোন ইমেজ এডিটিং করে একটি ছবিকে মনেরমত করে তুলা যায়।
এই সফটওয়্যার এর কাজের পরিধি অনেক বিশাল। আজ পর্যন্ত কোন গ্রাফিক্স ডিজাইনার বলতে পারেনি যে, আমি এডোবি ফটোশপ শতভাগ জানি। কারণ ফটোশপ এর কাজের কোন শেষ নেই।
এডোবি ফটোশপ টিউটোরিয়াল
এই পোস্ট থেকে আপনি এডোবি ফটোশপ সম্পর্কে শতভাগ শিখতে পারবেন না। কারণ আমি আগেও বলেছি, এডোবি ফটোশপ এর কাজের পরিধি বিশাল।
আপনি এই পোস্ট থেকে এডোবি ফটোশপ এর বেসিক কাজগুলো জেনে নিতে পারবেন। আপনি যদি একজন ব্লগার বা ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই পোস্টটি থেকে আপনার ব্লগিং ও ইউটিউব এর ছবি সংক্রান্ত যাবতীয় কাজ সেরে নিতে পারবেন।
সাধারণত একজন ব্লগারকে ব্লগে আর্টিকেল লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি শেয়ার করতে হয়। ব্লগ পোস্টের ছবিগুলো এ্যাডিট করে আংশিক পরিবর্তন করতে পারলে একজন ব্লগারের ছবি সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে যায়। সেই সাথে ইউটিউবারদের ভিডিও এ্যাডিটিং সহ ভিডিও থাম্বনিল এর জন্য ছবি অবশ্যই প্রয়োজন হয়।
আপনি যদি এডোবি ফটোশপ সম্পর্কে বেসিক বিষয় না জানেন, তাহলে আপনার ভিডিওতে ভালো ছবি যুক্ত করতে পারবেন না। সে জন্য একজন ব্লগার ও ইউটিউবারকে মিনিমাম হলেও এডোবি ফটোশপ এর বেসিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।
কিভাবে ফটোশপের কাজ শিখবেন?
আপনি ফটোশপের কাজ শিখতে চাইলে বা ফটোশপে ছবির কাজ করতে চাইলে, এই পোস্টটি একটু ধৈর্য্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। সেই সাথে Adobe Photoshop 7 সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে।
কারণ এটি প্রেকটিক্যালি না করলে, শুধুমাত্র পড়ে কোন লাভ হবে না। সেই জন্য পোস্টটি পড়া শুরু করার পূর্বে Adobe Photoshop 7 অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল করে নিবেন।
ফটোশপ শেখার পর কি কি করতে পারবেন ?
- Offline photo editing services প্রদান করে টাকা ইনকাম করতে পারবেন।
- একটি YouTube channel শুরু করে সেখানে photoshop শিখিয়ে প্রচুর ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন graphics design তৈরি করে সেগুলোকে নিজের website এর মাধ্যমে বিক্রি করতে পারবেন।
- Freelancer হিসেবে কাজ করতে পারবেন এবং অনলাইনে graphics editing এবং designing এর কাজ গুলো করে প্রচুর ইনকাম করতে পারবেন।
- Photoshop এর চাহিদা থাকা বিভিন্ন offline jobs গুলোতে apply করতে পারবেন।
- Social media marketing বা digital marketing এর ক্ষেত্রে নিজের design তৈরি করতে পারবেন এবং প্রয়োজন হলে সেগুলো বিক্রি করতে পারবেন।
- নিজের একটি photoshop tutorial blog তৈরি করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
ফটোশপে নতুন ফাইল খোলা
অডোবি ফটোশপ থেকে সরাসরি নতুন কোন ফাইল বা পৃষ্ঠা খুলতে চাইলে ফটোশপের ম্যানুবার হতে File > New এ ক্লিক করুন, অথবা কিবোর্ড হতে Ctrl+N প্রেস করুন।
ফটোশপে নতুন ফাইল খোলা
উপরের দুটি পদ্ধতির মধ্যে যেকোন উপায়ে একটি নতুন ফাইল বা ছবি ফটোশপে অপেন করার সাথে সাথে অডোবি ফটোশপের বাম পাশে থাকা টুলস একটিভ হয়ে যাবে
ফটোশপের খুঁটিনাটি
অনেকের কাছেই মনে হতে পারে যে, ফটোশপ বোধহয় খুব কঠিন কোনো সফটওয়্যার এবং এটি শিখতে অনেকদিন লেগে যায়। তবে সত্যিটা হলো, অ্যাডবির যতগুলো সফটওয়্যার রয়েছে, তার মধ্যে সবচেয়ে সহজ একটি সফটওয়্যার হলো এই ফটোশপ।
ছোটখাট কয়েকটি বিষয় মাথায় রাখলেই অল্প কিছু দিনের মধ্যে হয়ে ওঠা যায় খুব দক্ষ একজন গ্রাফিকস এডিটর। এর জন্য সর্বপ্রথমেই ফটোশপের বিভিন্ন টুল ও তাদের ব্যবহার শিখে নেয়া উচিত। ফটোশপের হাতেখড়ির শুরুতে যে বিষয়গুলো না জানলেই নয়, সেগুলো হচ্ছে-
- মেনু বার
- টুলস
- অপশন বার
- মূল উইন্ডো বা ডকুমেন্ট উইন্ডো
- প্যানেলস
মেনু বার (Menu Bar):
ফটোশপের সবচেয়ে উপরে যে বারটি দেখা যায়, তা হচ্ছে মেনু বার। মেনু বার দিয়ে ফটোশপের মূল মেনুর কাজগুলো করা হয়। যেকোনো ফাইল তৈরি অথবা ফাইল ওপেন করা, সেভ করা থেকে শুরু করে অনেক কাজ এই মেনু বার দিয়ে করতে হয়। মেনু বারের আবার কয়েকটি সাব-বার থাকে। কিছু কিছু মেনু বার কোনো ডকুমেন্ট ওপেন করলেই সক্রিয় হয় নতুবা হয় না।
মেনু বারের ঠিক নিচের অংশটির নামই হচ্ছে অপশন বার। অপশন বার আর টুলস একসাথে কাজ করে। টুলস সিলেক্ট করার পর তার বিভিন্ন কাজের রূপের ধরণ এই অপশন বারে প্রদর্শিত হয়। যেমন, টুলস বার থেকে যদি পেইন্টব্রাশ সিলেক্ট করা হয়, তাহলে অপশন বার থেকে পেইন্টব্রাশের বিভিন্ন ধরণ, কালার, সাইজ ইত্যাদি ঠিক করে নেয়া যায়।
ফটোশপের ঠিক বামদিকে লম্বালম্বিভাবে যেই বার রয়েছে, তার নাম হচ্ছে টুল বার। বলা যায়, ফটোশপের প্রাণ হচ্ছে এই টুল বার।
ফটোশপের প্রায় প্রতিটি কাজেই কোনো না কোনো টুল ব্যবহার করতেই হয়। মাউস বা কীবোর্ডের সাহায্যে এই টুল সিলেক্ট করে বিভিন্ন কাজ করা যায়। টুল বক্সে বিভিন্ন ধরণের টুল রয়েছে, যেমন- ক্রপ টুল, সিলেকশন টুল, ব্রাশ টুল, ইরেজ টুল, ব্লার টুল, টাইপ টুল, জুম টুল ইত্যাদি।
ফটোশপের যেই পার্শ্বে টুলবার রয়েছে, তার ঠিক বিপরীত অংশে অর্থাৎ ঠিক ডানদিকেই অবস্থান এই প্যানেলস এর। প্যানেল এর বিভিন্ন অংশ রয়েছে, তন্মধ্যে রয়েছে সোয়াচেস (Swatches), নেভিগেটর (Navigator), ব্রাশ প্রিসেটস (Brush Presets) এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লেয়ারস (Layers) । লেয়ার-নেভিগেটর প্যালেটগুলো সাধারণত দুটি প্যানেল জুড়ে থাকে। এসব প্যানেলগুলো কাজের সময় ম্যাক্সিমাইজ ও দরকার হলে মিনিমাইজ করেও রাখা যায়।
ফটোশপের বিভিন্ন ছবি এডিটিং এর সময় কিংবা ছবির প্রজেক্টে কয়েকটি স্তরের ডিজাইন যুক্ত করার মত আরো অসংখ্য কাজের জন্য প্যানেলসই ভরসা।
মূল যেই অংশে তোমার বিভিন্ন প্রজেক্ট নিয়ে তুমি কাজ করবে, সেই অংশটিকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। অনেকে এই অংশটিকে ক্যানভাস ও বলে থাকেন। ফটোশপের মেনু বার থেকে যেকোনো ফাইল ওপেন করলে ঐ ফাইলটি এই ক্যানভাসে চলে আসবে। অপশন বার, ফিল্টার, টুলের সাহায্যে ছবির যেকোনো পরিবর্তন এই ডকুমেন্ট উইন্ডোতেই প্রদর্শিত হবে।
শেষ কথা,
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম, Adobe photoshop কি (what is photoshop in Bengali), ফটোশপ এর কাজ কি, কিভাবে ফটোশপ ডাউনলোড করব এবং অন্যান্য সম্পর্কিত তথ্য গুলো বাংলাতে।
আশা করছি ফটোশপ নিয়ে লিখা বিস্তারিত আর্টিকেলটি আপনাদের অবশই ভালো লেগেছে। যদি আমাদের আজকের আর্টিকলে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
আরো পড়ুন: