ওয়ানপ্লাস ফোনের দাম ২০২৩ | OnePlus phone price 2023

Deal Score0
Deal Score0

 

ওয়ানপ্লাস ফোনের দাম ২০২৩ | OnePlus phone price 2023

স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে ওয়ানপ্লাস’কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কখনো কখনো “অ্যান্ড্রয়েড দুনিয়ায় অ্যাপল” নামে পরিচিত এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজরকাড়া অনন্য ডিজাইনের মাধ্যমে গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় ওয়ানপ্লাস এর ফোন। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ওয়ানপ্লাস ফোন এর দাম সম্পর্কে বিস্তারিত।

উল্লেখ্য যে প্রদত্ত ওয়ানপ্লাস মোবাইলের দাম বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। দেশের বাজারে সময় ও স্থানভেদে ওয়ানপ্লাস ফোনের দাম কম বা বেশিও হতে পারে।

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি – OnePlus Nord N300 5G


ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি ২০২২ সালে বাজারে আসা ওয়ানপ্লাসের জনপ্রিয় বাজেট ফোনের একটি। ফোনটি ওয়ানপ্লাস বেশ ফিচার রিচ করে ডিজাইন করেছে। প্রিমিয়াম ও সুন্দর দেখতে এই ফোনটির সবথেকে অসাধারন দিক এর পারফর্মেন্স। 

দেয়া আছে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৮১০ ৬ ন্যানোমিটার চিপ। ফলে ৫জি সুবিধা পাবার সাথে আপনি সকল কাজ অনায়াসে করে ফেলতে পারবেন। গেমিংও করতে পারবেন এই প্রসেসরের মাধ্যমে। তবে ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে যা বর্তমান সময়ের হিসেবে কিছুটা কম। 

ক্যামেরা সেকশনে ডুয়াল ক্যামেরা রয়েছে যার মূল লেন্স ৪৮ মেগাপিক্সেলের। যদিও ফোনে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তবে আছে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট সুবিধা। ৫০০০ মিলিএম্প ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় ব্যাকাপ নিয়েও চিন্তা করতে হবে না। বাজেটে বেশ ভালো একটি ৫জি ফোন এটি।

ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল ( ৪৮+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি (আনফিসিয়াল): ২৫,০০০ টাকা

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি – OnePlus Nord N200 5G

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি ২০২১ সালে বাজারে আসা ওয়ানপ্লাসের অন্যতম জনপ্রিয় বাজেট ফোন। সল্প দামে ৫জি সুবিধা দিতে ওয়ানপ্লাস এই ফোনে বেশ কিছু ভালো ফিচার যুক্ত করেছে। ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এই ফোনের পিছনে। 

১৩ মেগাপিক্সেলের বেশ ভালো ছবি তুলতে পারবেন মূল ক্যামেরায়। পারফর্মেন্সে কিছুটা পিছিয়ে থাকলেও দৈনন্দিন কাজ স্বাচ্ছন্দ্যে করে ফেলতে পারবেন স্ন্যাপড্রাগন ৪৮০ চিপ দিয়ে। ডিসপ্লে সেকশনে আছে ৯০ হার্টজের এলসিডি ডিসপ্লে যা কন্টেন্ট দেখতে ভালো অভিজ্ঞতা দেবে। 

ফোনে ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় অনায়াসে একদিন ব্যাকআপও দিতে পারবে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ৫জি এর মতো আধুনিক কিছু সুবিধাও এতে উপস্থিত।

ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৯ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৪৮০
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ১৩+২+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি (আনফিসিয়াল): ২২,০০০ টাকা

ওয়ানপ্লাস নর্ড ২টি – OnePlus Nord 2T

দেশের বাজারে ওয়ানপ্লাসের এই প্রিমিয়াম ফোনটি অফিসিয়াল্ভাবেই পাওয়া যায়। এই ফোনে বেশ কিছু প্রিমিয়াম ফিচার দিচ্ছে ওয়ানপ্লাস। পারফর্মেন্স, ক্যামেরা, চার্জিং সবদিকেই ফোনটি বেশ ভালো একটি ভারসাম্য রেখেছে। দেয়া হয়েছে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর যা ৬ ন্যানোমিটারের একটি প্রসেসর ও বেশ শক্তিশালী। 

গেমিং, দৈনন্দিন ভারী কিংবা হালকা কাজ বেশ সহজেই করে ফেলতে পারবেন। আছে ৬.৪৩ ইঞ্চির একটি প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। ক্যামেরা হিসেবে পিছনে আছে তিনটি ক্যামেরা যার মেইন লেন্সটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ফ্ল্যাগশিপ ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে অসাধারন সব সেলফিও তুলে ফেলতে পারবেন। 

ক্যামেরা ও পারফরমেন্স একসঙ্গে চাইলে এটি বেশ ভালো একটি পছন্দ হতে পারে। এতে ৪৫০০ মিলিএম্প ব্যাটারি আছে, তবে এই ফোনের মূল আকর্ষণ এর ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়াও গরিলা গ্লাসের প্রোটেকশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার ইত্যাদি বিভিন্ন ফিচারও রয়েছে।

ওয়ানপ্লাস নর্ড ২টি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৬৪+২+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড ২টি দাম

  • ৮জিবি র‍্যাম+১২৮জিবি স্টোরেজঃ ৪৯,৯৯০ টাকা
  • ১২জিবি র‍্যাম+২৫৬জিবি স্টোরেজঃ ৫৪,৯৯০ টাকা

ওয়ানপ্লাস ১০আর – OnePlus 10R


ওয়ানপ্লাস ১০টি এর থেকে কিছুটা পরিবর্তিত ভার্সন এটি। আছে আলাদা মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স নামের চিপ। এটি স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ চিপ থেকে কিছুটা কম শক্তিশালী হলেও সকল রকম ভারী কাজ ও গেমিং করতে পারবেন এই ফোনেও। 

এতেও ব্যবহার করা হয়েছে একই ২০ হার্টজ অ্যামোলেড ফ্ল্যাগশিপ ডিসপ্লে। সাথে আছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ যা ফ্ল্যাগশিপ ফোনের মতোই ছবি তুলতে পারে। বাজারে ফোনটির দুটি ভার্সন পাওয়া যায়। একটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জ আছে অন্যটিতে ১০টি এর মতোই ১৫০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। 

এই ফোনে ব্যাটারি কিছুটা বড়, ৫০০০ মিলিএম্প ব্যাটারি সারাদিন ব্যাকাপ দিতে পারবে এবং ৮০ ওয়াটের চারজার দিয়ে মাত্র ৩২ মিনিটে একে পূর্ণ চার্জ করা যাবে। স্টেরিও স্পিকার, এনএফসি, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচারগুলোও পেয়ে যাবেন এই ফোনে।

ওয়ানপ্লাস ১০আর এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • র‍্যামঃ ৮/১২/১৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৫০+৮+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৮০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ১০আর (৮০ ওয়াট আনফিসিয়াল) এর দাম:

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ৪৬,০০০ টাকা
  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৫২,৫০০ টাকা

শেষ কথা,

আপনার পছন্দের ওয়ানপ্লাস ব্যান্ডের স্মার্টফোন কোনটি? আপনার পছন্দের ওয়ানপ্লাস ফোন সম্পর্কে আমাদের জানান কমেন্ট সেকশনে। কন্টেন্টটি ভালো লাগলে শেয়ার করা পাশে থাকবেন ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 












cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account