ওয়ানপ্লাস ফোনের দাম ২০২৩

Deal Score0
Deal Score0

 

ওয়ানপ্লাস ফোনের দাম ২০২৩

স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে ওয়ানপ্লাস’কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কখনো কখনো “অ্যান্ড্রয়েড দুনিয়ায় অ্যাপল” নামে পরিচিত এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজরকাড়া অনন্য ডিজাইনের মাধ্যমে গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় ওয়ানপ্লাস এর ফোন। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ওয়ানপ্লাস ফোন এর দাম সম্পর্কে বিস্তারিত।

উল্লেখ্য যে প্রদত্ত ওয়ানপ্লাস মোবাইলের দাম বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। দেশের বাজারে সময় ও স্থানভেদে ওয়ানপ্লাস ফোনের দাম কম বা বেশিও হতে পারে।


ওয়ানপ্লাস ১০ প্রো – OnePlus 10 Pro

২০২২ সালে ওয়ানপ্লাসের সবথেকে দামী ও ফ্ল্যাগশিপ প্রিমিয়াম মডেল এটি। আর তাই এতে কোনো ফিচারের কমতি নেই। আধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এর ৪ ন্যানোমিটারের চিপটি বাজারের সেরা। যেকোনো কাজ ও গেম সামলাতে পারে এই ফোন। 

ডিসপ্লে তে একদম নতুন প্রজন্মের এলটিপিও২ অ্যামোলেড ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ১ বিলিয়ন কালার দেখাতে পারে। অর্থাৎ একদম লেটেস্ট টেকনোলজির ফ্ল্যাগশিপ ডিসপ্লে থাকছে এখানে যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে।

শুধু তাই নয় ক্যামেরার ক্ষেত্রেও প্রিমিয়াম কোয়ালিটি বজার রাখা হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপে মেইন ৪৮ মেগাপিক্সেলের ওএইএস যুক্ত ক্যামেরার সাথে আছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। 

সেলফি তুলতে আছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫০০০ মিলিএম্প ব্যাটারি চার্জ করতে দেয়া আছে ৮০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সুবিধা যা ফোনটিকে মাত্র ৩২ মিনিটে পুরো চার্জ করে ফেলতে পারে। এছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, গরিলা গ্লাস ভিকটাসের প্রটেকশন, ওয়্যারলেস চার্জিং, এনএফসির মতো সকল ফ্ল্যাগশিপ ফিচারও পেয়ে যাবেন।

ওয়ানপ্লাস ১০ প্রো এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮ জেন ১
  • র‍্যামঃ ৮/১২ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬/৫১২ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৪৮+৫০+৮ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ১০ প্রো অফিসিয়াল দাম:
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৮৪,৯৯০ টাকা
  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ৯৪,৯৯০ টাকা

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি – OnePlus Nord CE 2 Lite 5G

ওয়ানপ্লাসের ভারসাম্যপূর্ণ বাজেট ফোনগুলোর মধ্যে এটি ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। ফোনটিতে ৬59 ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকলেও ১২০ হার্টজ হয় রিফ্রেশ রেটের সুবিধা আছে। সেই সাথে স্ন্যাপড্রাগনের ৬৯৫ ৫জি চিপসেট থাকায় ফোনটি বেশ স্মুথ পারফর্মেন্স দিতে পারে।

গেমিং এর সাথে ভারী কাজগুলো সামলাতে পারে ফোনটি। ক্যামেরার দিকেও কোনো কমতি রাখা হয় নি এই ফোনে। ট্রিপল ক্যামেরা সেটাপের ফোনে মেইন লেন্সটি ৬৪ মেগাপিক্সেলের যা ভালো ছবি তুলতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। 

তাছাড়াও ৫০০০ মিলিএম্পের ব্যাটারি থাকায় ফোনটি সারাদিন ধরে ব্যাকাপ দিতে পারবে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং আছে ফোনের সাথেই। ফোনটির ডিজাইনও বেশ নজরকাড়া। দাম অনুযায়ী ফোনটি খুব ভালো ফিচার নিয়ে বাজারে এসেছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৯ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
  • র‍্যামঃ ৬/৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৬৪+২+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি অফিসিয়াল দাম

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ২৯,৯৯০ টাকা

ওয়ানপ্লাস ৯আরটি – OnePlus 9RT

ওয়ানপ্লাস তাদের ২০২১ সালের প্রিমিয়াম ওয়ানপ্লাস ৯ সিরিজের ফ্ল্যাগশিপ ফিচারগুলো কম বাজেটে বাজারে নিয়ে আসতে এই ফোনটি এনেছে। ওয়ানপ্লাস ৯ ফোনের অনেক ফ্ল্যাগশিপ ফিচার এখানে পেয়ে যাবেন। 

এতে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ১২০ হার্টজের অ্যামোলেড প্যানেল। পারফরমেন্স দিতে আছে এক বছরের পুরানো স্ন্যাপড্রাগনের ৮৮৮ ৫জি ৫ ন্যানোমিটারের খুবই শক্তিশালী প্রসেসর যা সকল কাজ এখনও অনায়াসে সামলাতে পারবে।

আছে ইউএফএস ৩.১ স্টোরেজ যা সব কাজ দ্রুতগতিতে করতে সাহায্য করবে। এছাড়া কোয়াড ক্যামেরাও আছে পিছনে যা ফ্ল্যাগশিপ ক্যামেরার মতোই ছবি তুলতে পারে ৫০ মেগাপিক্সেলের লেন্স দিয়ে। ব্যাটারি দেয়া হয়েছে ৪৫০০ মিলিএম্প যা মাত্র ২৯ মিনিটে ফুল চার্জ হতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে। এছাড়া স্টেরিও শক্তিশালী স্পিকার, গরিলা গ্লাসের প্রটেকশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এনএফসির মতো অসাধারণ সব প্রিমিয়াম ফিচারও পেয়ে যাবেন।

ওয়ানপ্লাস ৯আরটি এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬২ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ৮/১২ জিবি
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ( ৫০+১৬+২ মেগাপিক্সেল )
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ৯আরটি এর দাম (আনঅফিসিয়াল)

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ৪৫,০০০ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৪৭,০০০ টাকা
  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ৪৮,৫০০ টাকা

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি – OnePlus Nord N10 5G


৩৫হাজার টাকার মধ্যে ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনটি বেশ জনপ্রিয় একটি স্মার্টফোনে পরিণত হয়েছে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০, যা একটি ৫জি প্রসেসর। অর্থাৎ ৩৫হাজার টাকার মধ্যে এই ওয়ানপ্লাস ফোনটি ৫জি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় ফিচার অফার করছে, যা অসাধারণ বলা চলে।

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি – OnePlus Nord N10 5G

  • ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৪৯ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প
  • ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি এর দামঃ ৩৪,৯৯০টাকা 

শেষ কথা,

আপনার পছন্দের ওয়ানপ্লাস ব্র‍্যান্ডের স্মার্টফোন কোনটি? আপনার পছন্দের ওয়ানপ্লাস ফোন সম্পর্কে আমাদের জানান কমেন্ট সেকশনে।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ ২০২৩
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

coban
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account