কম দামি আইফোন গুলোর দাম ২০২৩

Deal Score0
Deal Score0

 

কম দামি আইফোন গুলোর দাম ২০২৩


বাংলাদেশে আইফোন ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে অ্যাপল নিজে স্টোর সেটআপ করে সরাসরি কার্যক্রম না চালালেও দেশে তাদের অথরাইজড স্টোর রয়েছে। এছাড়া বিভিন্ন আনঅফিসিয়াল বিক্রেতা তো রয়েছেই। এই পোস্টে উল্লেখিত আইফোন এর দাম বিভিন্ন ট্রাস্টেড সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। 

উল্লেখ্য যে এখানে আমরা প্রতিটি ফোনের মূল মডেলের দাম উল্লেখ করেছি। মডেল, সময় ও স্থান ভেদে আইফোনের দাম কম বা বেশি হতে পারে। স্টক থাকা, ডলারের দাম, প্রভৃতির জন্য দাম পরিবর্তিত হতে পারে। তবে এই পোস্ট থেকে আপনি একটি ধারণা পাবেন কোন মডেলের দাম কী রকম হতে পারে।

আইফোন ৫


১০বছর আগে মুক্তি পাওয়া আইফোন ৫ বর্তমানে পাওয়া যাচ্ছে পানির দামে। দামে কম হলেও এই ফোন বর্তমানে প্রায় ব্যবহারের অযোগ্য বলা চলে। বেশ ছোট স্ক্রিন ও স্বল্প ব্যাটারির কারণে ফোনটি কেনার যুক্তিযুক্ত তেমন কোনো কারণ নেই। আইফোন ৫ এর স্পেসিফিকেশন নিচে দেওয়া হল।

  • ডিসপ্লেঃ ৪ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৬
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১.২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৪৪০মিলিএম্প
  • আইফোন ৫ এর দাম ৫,০০০টাকা

আইফোন ৬


কম দামের মধ্যে ব্যবহারযোগ্য আইফোন হলো আইফোন ৬। অ্যাপল এর স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল হলো এই আইফোন ৬। ফোনটি বেশ ছোটোখাটো হওয়ার পাশাপাশি বর্তমান সময়ের বিচারে মোটামুটি মানের ব্যাটারি ব্যাকাপ প্রদান করে। দেশের বাজারে ফোনটির রিফার্বিশড বা পুরোনো মডেল পেয়ে যাবেন বেশ কম দামের মধ্যে।

আইফোন ৬ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৮
  • র‍্যামঃ ১জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি / ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ১.২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৮১০মিলিএম্প
  • আইফোন ৬ এর দাম ১০,০০০টাকা


আইফোন ৬এস

আইফোন ৬ এর আপগ্রেডেড ভার্সন হলো আইফোন ৬এস। ফোনটিতে আইফোন ৬ এর চেয়ে বেশি র‍্যাম ও অপেক্ষাকৃত উন্নত প্রসেসর রয়েছে, যার ফলে এটির পারফরম্যান্স আইফোন ৬ এর চেয়ে কিছুটা বেটার। এছাড়া আইফোন ৬ এর চেয়ে আইফোন ৬এস ক্যামেরা অনেক উন্নত।

আইফোন ৬এস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৯
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি / ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৭১৫ ১৭১৫মিলিএম্প
  • আইফোন ৬এস এর দাম ১২,০০০টাকা 


আইফোন ৬এস প্লাস

আইফোন ৬ সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ৬এস প্লাস ফোনটিতে। আইফোন ৬ এসপ্লাস ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি রয়েছে ৫.৫ইঞ্চির স্ক্রিন যা আইফোন হিসেবে বেশ বড় বলা চলে। আইফোন ৬এস এর মত একই ক্যামেরা থাকছে আইফোন ৬এস প্লাস ফোনটিতেও।

আইফোন ৬এস প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ৯
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ১৬জিবি / ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৭৫০মিলিএম্প
  • আইফোন ৬এস প্লাস এর দাম ১৫,০০০টাকা 

আইফোন ৭


আইফোন এর তালিকায় আরেকটি জনপ্রিয় মডেল হলো আইফোন ৭। বেশ ছোটোখাটো এই ফোনটিতে অসাধারণ এ১০ ফিউশান প্রসেসর রয়েছে। তবে ফোনটির ব্যাটারি বেশ ছোট হওয়ার কারণে ব্যাটারি ব্যাকাপ নিয়ে ভোগান্তি পোহাতে হয় অধিকাংশ ব্যবহারকারীর।

আইফোন ৭ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৪.৭ইঞ্চি
  • প্রসেসরঃ  অ্যাপল এ১০ ফিউশান
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ১৯৬০মিলিএম্প
  • আইফোন ৭ এর দাম ১৮,০০০টাকা


আইফোন ৭ প্লাস

আইফোন ৭ এর ব্যাটারি ব্যাকাপের সমস্যা দূর করার পাশাপাশি ক্যামেরা সেকশনে বাড়তি চমক রয়েছে আইফোন ৭ প্লাস ফোনটিতে। বড়সড় ৫.৫ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি এই ফোনে দুইটি ১২মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে যা সাহায্যে ফোনটিতে অসাধারণ পোর্ট্রেইট ছবি তোলা যায়।

আইফোন ৭ প্লাস এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৫.৫ইঞ্চি
  • প্রসেসরঃ অ্যাপল এ১০ ফিউশান
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ  ৩২জিবি / ৬৪জিবি / ১২৮জিবি / ২৫৬জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৭মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ২৯০০মিলিএম্প
  • আইফোন ৭ প্লাস এর দাম ২৫,০০০টাকা

শেষ কথা,

আজকের আর্টিকেলে আমরা জানলাম কম দামের আইফোন গুলো। কেমন পারফমেস কত দাম এর ব্যাপারে। প্রতিদিন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিয়মিত আমাদের এই cobangla.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ ।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account