গুগল সম্পর্কে কিছু ধারনা | Some ideas about Google
গুগল সম্পর্কে কিছু ধারনা
গুগল কে আবিষ্কার করেন ? গুগল এর জনক কে ?
গুগলের মালিক কে
গুগলের মালিক আসলে নির্দিষ্ট কেউই না। Google যুক্তরাষ্ট্র সরকারের একটি রেজিস্টার্ড publicly traded company। এ ধরনের কোম্পানি গুলো শেয়ারবাজারে কোম্পানির শেয়ার বিক্রি করে মালিকানা নির্ধারণ করে। সে হিসেবে যারা যারা শেয়ারবাজারে গুগলের শেয়ার কিনেছেন তারা সবাই গুগলের মালিক। ফোর্বসের তথ্যমতে, এসব শেয়ার হোল্ডারদের মধ্য থেকে গুগল কোম্পানিতে সবথেকে বেশি শেয়ার রয়েছে –
- Larry page – ২৭.৪ % শেয়ার।
- Sergey Brin – ২৬.৯ % শেয়ার।
- Eric Schmidt – ৫.৫ % শেয়ার।
Google এর ফুল ফর্ম কি?
Google এর ফুল ফর্ম হলো Global Organisation of Oriented Group Language of Earth. অফিশিয়ালি গুগলের কোন ফুল ফর্ম নেই। Google শব্দটি Googol শব্দ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো “অনেক বড় সংখ্যা”।
গুগলের ইতিহাস / কত সালে Google প্রতিষ্ঠা করা হয়?
গুগল সার্চকে প্রচার করার জন্য Larry Page ও Sergey Brin এর দ্বারা ১৯৯৮ সালে Google Company চালু করা হয়েছিল। পরে খুব অল্প সময়ের মাঝেই এটি সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ওয়েব সার্চ ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছে।
Larry Page ও Sergey Brin দুজনেই Ph.D ছাত্র ছিলেন। দুজনে একসাথে একটি Search Algorithm তৈরি করলেন। যার নাম ছিল BackRub. আর পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন করে রাখা হয় Google.
Google নামের ইতিহাস
রিসার্চ করার সময় গুগলের নাম ছিল BackRub। প্রজেক্ট সফল হওয়ার পর এর নাম রাখা হয় Google. এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে Google নামের অর্থ কি? কেন এর নাম গুগল দেওয়া হয়েছে?
Google নামটি Google শব্দটির বর্ণাশুদ্ধি থেকে নেওয়া হয়েছে । অংকে Google শব্দটির অনেক গুরুত্ব রয়েছে। এর মানে হলো 1 এর পেছনে 100 টি 0 (শূন্য)। এ নামটি দেওয়ার কারণ হলো এই সার্চ ইঞ্জিনটি আমাদের খোঁজা তথ্যের সমাধান দিতে সক্ষম হবে। অর্থাৎ, সার্চ ইঞ্জিনটি আমাদের অনেক বড় সংখ্যায় তথ্য প্রদান করবে।
Larry Page 1998 সালে গুগল লগোর বা লেটারের একটি Computerized Version তৈরি করেছিলেন একটি ফ্রি Graphic Software ব্যবহার করে। সফটওয়্যারটির নাম হলো GIMP.
গুগল সম্পর্কে এই ছিল আমাদের আজকের এই লেখা। লেখাটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে গুগল কি? গুগলের জনক কে? গুগল কিভাবে আয় করে? এসব বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবেনা আশা করি। লেখাটি ভালো লেগে থাকলে সোসাল মিডিয়াতে শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানান।