বিকাশ বিল পেমেন্ট। বিকাশ দিয়ে কিভাবে বিল পে করব। বিকাশ দিয়ে কিভাবে সমস্ত বিল পে করব

Deal Score0
Deal Score0


বিকাশ বিল পেমেন্ট। বিকাশ দিয়ে কিভাবে বিল পে করব। বিকাশ দিয়ে কিভাবে সমস্ত বিল পে করব

বন্ধুরা আমাদের কাছে যে ধরনের প্রশ্ন এসে থাকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। এবং এ প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের এই পোস্ট করা। এবং এ প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রশ্ন গুলোর মধ্যে রয়েছে
  • মোবাইলে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায়
  • রকেট থেকে বিদ্যুৎ বিল
  • বিদ্যুৎ বিল নোটিশ
  • বিকাশ থেকে বিল
  • পল্লী বিদ্যুৎ বিল চেক
  • বিদ্যুৎ বিল কার্ড
  • ইলেকট্রিক বিল জমা
  • Palli Bidyut bill by bKash

পে বিল

বিকাশ অ্যাপ ব্যাংকের কার্যক্রমকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসার জন্যই লাইফ কে একদম সহজ করে তোলার জন্য যাত্রা শুরু করেছে বিকাশ অ্যাপ তারি  ধারাবাহিকতায় বিকাশ অ্যাপ এসেছে পে বিল সার্ভিস আপনার নিয়ে।  বিদ্যুৎ বিল ও অন্যান্য বিল পেমেন্ট করতে আর কষ্ট করতে হবে না কিংবা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে না। এখন বিশেষ সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই আপনি বিদ্যুৎ বিল অথবা অন্যান্য বিল বিকাশের মাধ্যমে পে করতে পারবেন এই সুবিধা বিকাশ অ্যাপ আপনাকে দিচ্ছেন এবং যে কোন সময় আপনি এ ধরনের বিল পেমেন্ট করতে পারবেন।

বিকাশ | ইউটিলিটি বিল পেমেন্ট: বিলার চার্জসমূহ

বিকাশ দিয়ে বিল পেমেন্ট করার জন্য বিকাশ কোম্পানি সামান্য পরিমাণ আপনাদের কাছ থেকে চার্জ নিয়ে থাকে এসার সমূহ সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের এই লিঙ্কে গিয়ে দেখে আসুন এবং জেনে আসুন বিকাশ আপনার বিল পেমেন্ট করার জন্য কত পার্সেন্ট ভ্যাট  নিয়ে থাকে

বিল করার জন্য যেকোনো তথ্যের জন্য নিচের যেকোনো মাধ্যমে  বিকাশ কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন

16247 নাম্বারে কল করুন

ইমেইল করুন: support@bkash.com

লাইভ চ্যাট : livechat

ফেসবুক ফ্যান পেজ: facebook

বিকাশ অ্যাপের মাধ্যমে সারাদেশের যেকোনো বিদ্যুৎ বিল বিকাশ করুন নিশ্চিন্তে  কোন ঝামেলা ছাড়াই 

বিকাশ অ্যাপ আপনাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছেন বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনি যেখানেই থাকুন না কেন ঘরে বসেই বিদ্যুৎ বিল খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন কোন ঝামেলা ছাড়াই এবং লাইনে দাঁড়ানো ছাড়াই আপনি আপনার  বিদ্যুৎ বিল অনায়াসে বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পে করতে পারবেন

এবং বিদ্যুৎ বিল পে করা সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে বিদ্যুৎ বিল টিপে হলো কিনা জানতে পারবেন অথবা বিকাশ অ্যাপ থেকে এবং *২৪৭#  ডায়েল করে বিল প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে 

আপনি বিকাশের মাধ্যমে যে কোম্পানির বিল গুলা পরিশোধ করতে পারবেন তা নিচের তালিকা দেওয়া হল

  • পল্লীবিদ্যুৎ
  • ডেসকো
  • নেসকো
  • ডিপিডিসি
  • বিপিডিবি
  • ওয়েস্ট জোন

আপনি বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে প্রিপেইড বিল বিকাশ করতে পারবেন 

১।  বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন 

২। বিদ্যুৎ ট্যাগ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন 

৩।  অ্যাকাউন্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিন 

৪।  রিচার্জ অ্যামাউন্ট দিয়ে আপনার ব্যাঙ্ক একাউন্টের পিন নাম্বার দিয়ে পে বিল সম্পন্ন করুন 

৫। বিকাশ অ্যাপে দেখে নিন ডিজিটাল রিসিট

৬।  বিকাশ অ্যাপের মাধ্যমে প্রিপেইড মিটার বিদ্যুৎ বিল দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস এর মাধ্যমে আপনাকে এটি এসএমএস এবং টোকেন নাম্বার দেওয়া হবে যদি আপনি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার  না পেয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ দিন 04445616247  ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার টোকেন নাম্বার পেয়ে যাবেন অথবা এখান থেকে সরাসরি টোকেন নাম্বার নিন টোকেন

৭। আপনি যে নাম্বারটি পেয়েছেন আটকের নাম্বার আপনার বিদ্যুতের বিলের প্রবেশ করালে বিদ্যুৎ বিল দেওয়া পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে এবং মিটার আপডেট হয়ে যাবে এবং পুনরায় আপনি মিটারের সুবিধা পেয়ে যাবেন

আপনার যদি বিকাশে এক না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করুন

বিকাশ অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পেমেন্ট করুন

বিকাশ আপনাদের জন্য আরেকটি অনেক সুন্দর সিস্টেম তৈরি করেছেন সেটা গ্যাসের বিল কিভাবে অ্যাপের মাধ্যমে

পরিশোধ করতে পারেন আপনারা চাইলে এখন বিকাশ অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পে করতে পারেন এটা সহজ

উপায় রয়েছে এটা আপনি এই লিংকে গিয়ে দেখে আসুন

দেশের যেখানেই থাকুন না কেন আপনার গ্যাস বিল নিয়ে আর কোন চিন্তা নেই বিকাশ অ্যাপ নিয়ে এসেছে এখন

গ্যাস বিল পেমেন্ট সিস্টেম। দেশের আপনি যেখানেই থাকুন না কেন আপনার গ্যাস বিলটি ঘরে বসে পেমেন্ট করতে

পারবেন। এবং নিশ্চিতভাবে। আপনার লাইনে দাঁড়িয়ে থাকা ঝামেলা পোহানোর কোন দরকার নেই বিকাশ অ্যাপটি

ডাউনলোড করুন এবং খুব সহজেই আপনার গ্যাস বিল বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করুন।


বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার পানির বিল টির পেমেন্ট করুন

পানির বিল পরিশোধ করতে চান খুব সহজেই বিকাশে দিচ্ছে আপনার এই সুবিধা। খুব সহজেই পানির বিল বিকাশ করুন অ্যাপের মাধ্যমে। আপনার কোন ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে পানির বিল পরিশোধ করতে। পারবেন এবং পরিশোধ করার পরে আপনি এসএমএস এর মাধ্যমে সরাসরি রিসিপটি পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে এবং *২৪৭# ডায়েল করে বিল প্রদানের ক্ষেত্রে যে কোন ইনভেস্ট অ্যামাউন্ট ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। খুলনা ওয়াসার ক্ষেত্রে নিচের হারে চার্জ প্রযোজ্য হবে

  • ১ থেকে ৪০০ টাকা বিলের জন্য ৫ টাকা
  • ৪০১ টাকা থেকে ১৫০০ টাকা বিলের জন্য ১০টাকা
  • ১৫০০ থেকে ৫ হাজার টাকা বিলের জন্য ১৫টাকা
  • ৫ হাজার ১ থেকে তার অধিক ২৫ টাকা

এবং আপনি কিভাবে বিকাশের মাধ্যমে পানির বিল পে করবেন তার বিস্তারিত আলোচনা আমার এই লিংকে গিয়ে দেখে আসুন


পানির বিল

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account