ভালো কম্পিউটার চেনার উপায় ২০২৩

Deal Score0
Deal Score0

 

ভালো কম্পিউটার চেনার উপায় ২০২৩

আধুনিক বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসের মধ্যে সর্বোত্তম হচ্ছে কম্পিউটার

কম্পিউটার যে সবথেকে বেশি প্রয়োজনীয় সেটা অনেকটা স্বীকার্যের মত।আর সেই চাহিদার উপর নির্ভর করে কমবেশি সকলেই চায় একটি কম্পিউটার নিজের করে নিতে।

আর সেই প্রয়োজনীয় জিনিসটি নিতে প্রথমে অজ্ঞাত কারণে ভুল ভাবে নির্বাচন করে ফেলে।

তাই আজকে আমরা জানবো ভালো কম্পিউটার চেনার জন্য মোটামুটি কি কি বিষয় জানা জরুরি।

কম্পিউটার মূলত প্রয়োজন পড়ে ব্যবহার এর উপর নির্ভর করে৷ আগে নিজেকে দেখতে হবে যে ঠিক কোন ধরনের কাজের জন্য কম্পিউটার নেবো।অত:পর যা আসে সেটা হলো বাজেট। 

নিজের প্রয়োজন এর ধাপ পেরিয়ে বাজেটের বিষয় আসে এবং সেই বাজেটে বেস্ট কম্বিনেশন সমৃদ্ধ কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করতে হবে।

আবার ব্যবহার এর উপর নির্ভর করে ডেক্সটপ বা ল্যাপটপ সিলেকশন করতে হবে।অবশ্যই একই বাজেটের ভেতর ল্যাপটপের চাইতে ডেক্সটপ সেরা।ল্যাপটপের ক্ষেত্রে সবথেকে উপাদেয় বিষয় হচ্ছে সেটা বহনযোগ্য। 

বাকি বিষয় গুলো  মোটামুটি একই ভাবে পরিলক্ষিত হয়।

এখন একটা কম্পিউটার নির্বাচনের জন্য প্রধান বিষয় গুলো নিচে আলোচনা করা হলো :

প্রসেসর এর প্রকারভেদ

মূলত প্রসেসর ই কম্পিউটারের প্রধান জিনিস। এটিই কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই CPU (Central Processing Unit) বলে। 

প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Intel এবং AMD.

প্রসেসর নির্বাচনের ক্ষেত্রে লক্ষনীয় পয়েন্ট গুলো হল:

১.প্রসেসরের ক্লক স্পীড কত, সেটা লক্ষ্য করতে হবে। ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে।যেমন 2.5Hz থেকে 3.5Hz। এইটা মুলত বাজেট এবং চাহিদার উপর নির্ভর করে

২. প্রসেসরের সিরিজ কী, সেটা খেয়াল করতে হবে। সিরিজ যত উন্নত হবে, স্পিড তত প্রসেসর সিরিজ গুলোর মধ্যে, কোর ২ কোয়াড, কোর ২ডুয়েল কোর । আবার কোর প্রসেসর গুলোর মধ্যে উন্নত প্রসেসর হল কোর i7, কোর i5, কোর i3, আই সিরিজ এর প্রসেসর খুব ভাল তবে এগুলি বেশ দামি প্রসেসর।

প্রতিটি চিপ লাইনের মধ্যেই, ইন্টেল সংখ্যার এবং অক্ষরের ক্রিপ্টিক স্ট্রিং ব্যবহার করে যা আপনাকে সেই চিপের সামর্থ্য এবং কখন এটি প্রকাশিত হয় সে সম্পর্কে আরও তথ্য দেয়। এটি বোঝা শিখতে আপনাকে আরও ভাল কেনার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। (এটির মডেল নামকরণের জন্য এখানে ইন্টেলের গাইড রয়েছে))

ইন্টেল কোর i7-03510U কীভাবে কোনও ল্যাপটপ প্রস্তুতকারকের ওয়েবসাইটগুলি প্রসেসরের ধরণের তালিকা থাকতে পারে।

এখানে প্রথম সংখ্যা (“03”) প্রজন্মকে বোঝায়;অর্থাৎ এটি একটি ৩য়-প্রজন্মের চিপ।

পরবর্তী দুটি বা তিনটি সংখ্যা (“510”) পারফরম্যান্সের সাথে সম্পর্কিত। এই সংখ্যাগুলি যত বেশি হবে, চিপটি তত বেশি শক্তিশালী। যদিও এটি চিপ লাইনের মধ্যেই সত্য। ইন্টেল কোর i7-10510U ইন্টেল কোর i7-10210U এর তুলনায় কিছুটা বেশি শক্তিশালী। আই 7 চিপ সর্বদা আই 5 এর চেয়ে বেশি শক্তিশালী এবং একই চিপ লাইনের কোনও দুটি চিপের মধ্যে পার্থক্যের চেয়ে পার্থক্য বেশি ।

চিপের নামের শেষে থাকা চিঠিটি (আমাদের উদাহরণে “ইউ”) চিপের উদ্দেশ্য হিসাবে ইন্টেলের পদবি

র‍্যাম(RAM):

র‍্যাম ও কম্পিউটারের স্পিড বৃদ্ধিতে সাহায্য করে। র‍্যাম এর জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে: ট্রান্সকাণ্ড,টুইনমাস । র‍্যাম কেনার সময় মনে রাখবেন:

১. র‍্যাম যত বেশি হবে কম্পিউটার তত সাবলীল ভাবে রান করবে।র‍্যাম এর মান বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বাড়ে।যেমন  2GB র‍্যামএর চেয়ে  4GB র‍্যাম এর স্পিড বেশি হবে।

২. র‍্যাম এর বাস ফ্রিকোয়েন্সি বেশি হলে র‍্যাম এর ক্ষমতা বাড়বে।

ভিডিও কার্ড:

আপনি যদি গেম  না চালান বা 3D বিকাশ করছেন না, সম্ভবত আপনার গ্রাফিক্স কার্ড সম্পর্কে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি যদি গেমিং উৎসাহি হন তবে ভিডিও কার্ডটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

হার্ডডিস্ক:

কম্পিউটারের তথ্য এতে জমা থাকে।  আপনার কম্পিউটার এর যত তথ্য, অডিও,ভিডিও, সবকিছু হার্ডডিস্ক এ সঞ্চিত থাকবে।

সুতরাং আপনার সঞ্চয় অনুযায়ী আপনি হার্ডডিস্ক কে বাড়াতে পারেন।হার্ডডিস্ক এর ভালো ব্র্যান্ড হচ্ছে, সামসাং, Transcend ওয়েস্টার্ন ডিজিটাল ইত্যাদি। হার্ডডিস্ক কেনার সময় কতোগুলো বিষয় লক্ষ্য রাখবেন:

১. আগেই জানিযে  হার্ডডিস্ক এর স্টোরেজ ক্ষমতা বেশি হলে বেশি তথ্য জমা রাখা যাবে। বাজারে ১৬০গিগাবাইট থেকে শুরু করে ৩ ট্যারাবাইট হার্ডডিস্ক পাওয়া যায়।

২. হার্ডডিস্ক এর RPM বেশি হলে দ্রুত কাজ করবে ফাইল ট্রান্সফার ততো তাড়াতাড়ি হবে।

মোট কথা “যত বেশি স্টোরেজ তত ভাল”

তবে আপনি চাইলে একটি এস.এস.ডি কিনে তাতে অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে পারেন এবং সাথে একটি হার্ড ডিস্ক কিনতে পারেন আপনার বাড়তি ফাইল সংরক্ষণ করার জন্য।

মাউসকম্পিউটারের প্রধান জিনিস। এটিই কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই CPU (Central Processing Unit) বলে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Intel এবং AMD.

মাউস: 

কম্পিউটার কিনতে গেলে মাউস নামক ছোটো জিনিসটা সবথেকে নগন্য মনে করা হয়। কিন্তু কম্পিউটার এর সবথেকে বেশি ব্যাবহৃত জিনিস হচ্ছে মাউস।

আর অবশ্যই ব্যাবহার এর উপর নির্ভর করে মাউস সিলেক্ট করতে হবে।যেন তার কার্যক্ষমতা বেশি হয়,এবং ব্যবহার ও আরামদায়ক হয়।

তাই সাধারণ কাজের জন্য মোটামুটি বাজেটের মাউস হলেই হয় কিন্তু গেমারদের জন্য সঠিক মাউস সিলেক্ট করা অবশ্যই গুরুত্বপূর্ণ । তাছাড়া দীর্ঘক্ষণ ব্যবহার এর ফলে আংগুল, কব্জি ব্যাথা হতে পারে।এখন ব্যবহার এর সুবিধার্থে তারবিহীন বা তার সব মাউস ব্যাবহার করা যেতে পারে।

মাউস কেনার সময় সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় মাউসের ডিপিআই এর উপর। ডিপিআই যত ভালো হবে মাউস তত সূক্ষ্মভাবে কাজ করবে।

Monitor (মনিটর):

এটাই কম্পিউটারের প্রধান আউটপুট। মনিটরের জন্য ভালো ব্র্যান্ড গুলো হচ্ছে: Samsung, LG, Asus, HPইত্যাদি। মনিটর কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন:

LCD (Liquid Crystal Display) /LED (Light Emitting Diode) Monitor এর ক্ষেত্রে:

১.  LCD মনিটর গুলো স্কয়ার এবং ওয়াইড স্ক্রিন এই দুই ধরনের হয়।আপনার প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজ সিলেক্ট করবেন।

২. LCD এবং LED মনিটর এর পার্থক্য হল: LED মনিটর হল উন্নত প্রকারের LCD মনিটর। তুলনামূলক ভাবে LED মনিটরে ভালো ছবি দেখা যায়। তাছাড়া, LED মনিটরে দেখতেও সাচ্ছন্দ্য বোধ হয়

৩.বর্তমানে অনেক মনিটরেই TV Tuner থাকে। একই সাথে কম্পিউটারের মনিটর এবং টিভির কাজ করবে এগুলো। TV Tuner না থাকলে প্রয়োজন হলে আপনি পৃথকভাবে TV Tuner কিনতে পারবেন।

৪. Response Time কম হলে ভালো হয়।

কী-বোর্ড:

কীবোর্ড ও কম্পিউটার এর অন্যতম বেশি ব্যাবহৃত জিনিসের একটা। 

সাধারণ ব্যবহারকারীদের জন্য যেকোনো মানের কীবোর্ড হলেই হয় কিন্তু গেমার দের জন্য গেম কে আরো আকর্ষণীয় করার জন্য গেমিং কী-বোর্ড ব্যবহার করার পরামর্শ দেয়া হয়। 

সিপিউ কেসিং:

কেসিং হল সিপিও সাজিয়ে রাখার জন্য বক্স। কেসিং এর জন্য ব্র্যান্ড অতটা গুরুত্বপূর্ণ নয়। নিচের বিষয়টি লক্ষ্য করবেন:

কেসিং এর দাম মোটামুটি কম হয়। পাওয়ার সাপ্লাই এর ইউনিট এর ওয়াট বেশি হলে কেসিং এর দাম একটু বেশি হয় ।যে কোন পাওয়ার সাপ্লাই কিনতে পারেন,তবে বেশি পাওয়ার ওয়ালা কিনলে ভালো হয় কারন বেশি পাওয়ারের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড, বড় স্ক্রিনের মনিটর ব্যবহার করার জন্য বেশি মানের এর পাওয়ার সাপ্লাই লাগে।

সিডি/ডিভিডি প্লেয়ার:

সিডি/ডিভিডি প্লেয়ার/রাইটার এর জন্য ভালো ব্র্যান্ড হল: Samsung,আসুস

মোট কথা আপনি কোন ধরনের কাজের জন্য বা ব্যবহার এর জন্য আপনার অতিপ্রয়োজনীয় কম্পিউটার টি চাচ্ছেন সেটা আগে ঠিক করতে হবে।আপনার চাহিদা এবং বাজেটের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারিত বাজেটের সেরা কম্বিনেশন সমৃদ্ধ কম্পিউটার ক্রয় করুন।

শেষ কথা,

আজকে আমরা জানলাম ভালো কম্পিউটার চেনার উপায় গুলো সম্পর্কে। আপনি যদি একটি কম্পিউটার কিনতে চান, তাহলে কম্পিউটার কেনার আগে উপরের বিষয় গুলো জেনে নেওয়া উচিত।

আজকের আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

coban
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account