ভালো hp ল্যাপটপের দাম ২০২৩ । Best HP Laptop Price in Bengal 2023

Deal Score-1
Deal Score-1

 

ভালো hp ল্যাপটপের দাম ২০২৩ । Best HP Laptop Price in Bengal 2023

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা সেরা কিছু এইচপি ল্যাপটপ (HP laptops) এর মডেল (model), দাম (price) এবং specification গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। নিচে আমি যেগুলো মডেলের বিষয়ে বলবো সেগুলো এইচপির একেবারে নতুন মডেল। (HP laptop new model list 2021 with price in Bangla).

আপনাদের মধ্যে অনেকেই বর্তমানে একটি ভালো ল্যাপটপ কেনার কথা হয়তো ভাবছেন।

আর যখনি একটি ভালো ল্যাপটপ এর কথা বলা হয়, তখন আমাদের মাথায় কিছু ভালো ভালো ব্র্যান্ড গুলোর কথা চলে আসে।

যেমন, HP, Dell, Asus, Acer, Lenovo ইত্যাদি।

তবে, অন্যান্য প্রত্যেক ব্র্যান্ড এর ল্যাপটপ গুলোর দাম এবং মডেলের বিষয়ে আমরা অন্য সময় আলোচনা করবো।

তাই চলুন, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা এইচপি ল্যাপটপ এর নতুন মডেল গুলো তাদের দামের সাথে জেনেনেই।

১. HP 15s-du3528TU Intel Core i3

HP তরফ থেকে ২০২৩ সালে চলে আসা এই নতুন ল্যাপটপের মডেলে আপনারা style, comfort এবং features সবটাই পাচ্ছেন।

এই দারুন ল্যাপটপ টি দেখতে যতটা সুন্দর, সেভাবে এর কার্যক্ষমতাও কিন্তু দারুন।

ল্যাপটপ এর বিবরণ:

  • Intel Core i3-1115G4 Processor
  • 3.00 GHz up to 4.10 GHz
  • 8GB DDR4 (2 x 4GB) RAM
  • 1TB SATA HDD
  • 15.6″ FHD (1920 x 1080) IPS Display
  • 720p HD Web camera
  • 45 W Smart AC power adapter
  • Dual speakers

ল্যাপটপ এর মধ্যে যদিও 8 GB DDR4 RAM দেওয়া হয়েছে, তবে আপনি চাইলে ভবিষ্যতে 16 GB পর্যন্ত RAM upgrade করতে পারবেন।

এছাড়া, ল্যাপটপের মধ্যে থাকছে Intel UHD Graphics যেটার মাধ্যমে হালকা video editing এবং Gaming করা সম্ভব।

এছাড়া Laptop এর মধ্যে থাকছে, Windows 10 Home 64 OS এবং 2 years International Limited Warranty.

শেষে, ল্যাপটপের মধ্যে দেওয়া হয়েছে Standard Keyboard, মানে Non-Backlit keyboard আপনারা পাচ্ছেন।

Price: ৫৩,৫০০/-টাকা 

২. HP 14s-dq2095TU Core i3 11th Gen

আপনারা যদি নিজের ল্যাপটপ থেকে lag-free এবং fast experience চাইছেন, তাহলে কিছু টাকা অধিক দিয়ে HPর এই laptop model নিলেই লাভ হবে।

কেননা, এই মডেলে রয়েছে আধুনিক 512GB NVMe M.2 SSD স্টোরেজ যেটা সাধারণ HDD (Hard Disk) থেকে প্রচুর ফাস্ট কাজ করে এবং আপনার ল্যাপটপের performance দারুন ফাস্ট করে ফেলতে সাহায্য করে।

২০২১ সালে এইচপির তরফ থেকে চলে আসা এটাও একটি দারুন এবং শক্তিশালী ল্যাপটপ মডেল বললে আমি ভুল হবোনা।

ল্যাপটপ এর বিবরণ:

  • Intel Core i3-1115G4 Processor
  • 3.00 GHz up to 4.10 GHz
  • 8GB DDR4 2666Mhz RAM
  • 512GB NVMe M.2 SSD
  • 14″ (1920 x 1080) FHD Display
  • Dual speakers
  • HP True Vision 720p HD Web camera

তাহলে দেখতেই পারছেন, যে এইচপি ল্যাপটপ এর এই নতুন মডেলে কতটা দারুন configuration রয়েছে।

এছাড়া, special features হিসেবে Microsoft Office দিয়ে দেওয়া হয়েছে এই ল্যাপটপের মডেলের সাথে।

ল্যাপটপের মধ্যে থাকছে একটি 8 GB DDR4-2666 SDRAM (1 x 8 GB). Graphics হিসেবে আপারা পাচ্ছেন Intel UHD Graphics যেটার মাধ্যমে editing এবং হালকা গেমিং (gaming) করা যাবে।

তবে, High Graphic Latest Games গুলো এই ল্যাপটপে খেলতে পারবেননা।

Price: ৫৫,০০০/- টাকা।

৩. HP 250 G7 Core i3 10th Gen

HP তরফ থেকে থাকা এই ল্যাপটপের মডেলটি অন্য গুলোর থেকে কিছুটা পুরোনো কেননা এটা একটি 10th Generation laptop.

HP 250 G7 Laptop এর মধ্যে থাকছে Intel Core i3-1005 G1 Processor যেটার দ্রুততা হলো 1.20 GHz থেকে 3.40 GHz পর্যন্ত।

এছাড়া, যদি RAM এর কথা বলা হয় তাহলে এখানে থাকছে, 4 GB DDR4 RAM যেটাকে ভবিষ্যতে upgrade করে বাড়ানো সম্ভব।

এখানেও আলাদা ভাবে dedicated graphics card দেওয়া হয়নি এবং তাই দেওয়া হয়েছে Intel UHD Graphics যার মাধ্যমে সাধারণ এডিটিং এর কাজ এবং কিছু পুরোনো games গুলো খেলতে পারবেন।

Storage এর কথা বললে এখানে পেয়ে যাচ্ছেন 1TB HDD এবং OS এর কথা বললে আমরা পাচ্ছি Windows 10  operating system. 

Laptop এর display কিন্তু দারুন, কেননা আপনারা পাচ্ছেন anti-glare WLED-backlit, 220 cd/m², 67% sRGB (1366 x 768) display.

Keyboard এর দিকে নজর দিলে দেখবেন, এই মডেলে রয়েছে Full-size island-style keyboard.

এছাড়া, HP TrueVision HD camera এবং Dual speakers অবশই এখানে রয়েছে।

ল্যাপটপ এর বিবরণ:

  • Model: HP 250 G7
  • Intel Core i3-1005G1 Processor (1.20 GHz up to 3.40 GHz)
  • 4 GB DDR4 RAM
  • 1TB HDD
  • 15.6″ HD (1366 x 768) Display
  • Operating System: Windows 10
  • DVD-RW
  • HP TrueVision HD camera
  • Price: ৪৬,৫০০/- এর ভেতরে।

৪. HP OMEN 15-ek0100TX Core i7 10th Gen

যদি আপনি একটি গেমিং ল্যাপটপ কিনে নিতে চাইছেন, তাহলে HP OMEN 15-ek0100TX Core i7 laptop model টি আপনার জন্য সেরা ল্যাপটপ হিসেবে প্রমাণিত হতে পারে।

ল্যাপটপটিতে থাকছে  Intel Core i7-10750H Processor এবং 15.6”FHD ডিসপ্লে।

প্রসেসর এর দ্রুততা 2.60 GHz থেকে 5.00 GHz পর্যন্ত থাকছে।

এছাড়া, যখন কথা বলা হচ্ছে একটি গেমিং ল্যাপটপ এর, তখন কিন্তু অধিক RAM এর গুরুত্ব অনেকটাই বেশি। তাই, ল্যাপটপটিতে দেওয়া হয়েছে 16GB 2933 MHz DDR4 SDRAM এবং সাথে থাকছে 512GB PCIe NVMe M.2 SSD স্টোরেজ।

Gaming laptop এর ক্ষেত্রে সব থেকে অধিক গুরুত্বপূর্ণ জিনিসটি হলো একটি শক্তিশালী Graphics card, আর তাই এই ল্যাপটপে থাকছে NVIDIA GeForce GTX 1660 Ti (6 GB GDDR6 VRAM).

যদি অপারেটিং সিস্টেম এর কথা বলা হয়, তাহলে এখানে থাকছে 10 Home 64-bit Operating System.

Display নিয়ে নজর দিলে ল্যাপটপে দেখতে পাবেন, 15.6″ IPS Full HD Glossy with Anti-Reflective Coating ডিসপ্লে।

এছাড়া, Backlit Keyboard, HP TrueVision HD IR Camera, dual array digital microphone ইত্যাদি এখানে রয়েছে।

ল্যাপটপ এর বিবরণ:

    • Intel Core i7-10750H Processor
    • 16GB DDR4 SDRAM
    • 512GB M.2 SSD
    • GeForce GTX 1660Ti 6GB Graphics
    • 15.6″ IPS Full HD Display
    • Bang & Olufsen; quad speakers
    • HP TrueVision HD IR Camera
    • Dual array digital microphone
    • Price: প্রায় ১,৪২,০০০/- টাকা।

    ৫. HP Pavilion Gaming 16-a0091TX Core i7 10th Gen

    যখন এইচপি গেমিং ল্যাপটপ এর কথা বলাই হচ্ছে তখন এই সেরা ল্যাপটপ মডেলের বিষয়ে জানাটা আপনার জন্য অনেকটাই জরুরি। কেননা এই ল্যাপটপ আমি নিজেই ব্যবহার করেছি এবং সত্যি বললে এটা দারুন একটি ল্যাপটপ।

    বর্তমানের প্রায় প্রত্যেকটি লেটেস্ট গেম গুলোকে আপনারা 1080p resolution এর সাথে full HD settings সহ খেলতে পারবেন।

    Laptop এর display অনেক সুন্দর, কেননা এখানে দেওয়া হয়েছে 1080p (Full HD) resolution এবং Micro-edge bezel, 16.1 “diagonal, FHD (1920 x 1080), IPS 144hz display.

    Storage এর ক্ষেত্রে laptop এর মধ্যে থাকছে 1 TB HDD + 256 GB SSD এর dual storage option.

    যিহেতু গেমিং ল্যাপটপ হিসেবে একটি dedicated graphics card অনেক জরুরি, তাই এখানে দেওয়া হয়েছে NVIDIA GeForce GTX 1650Ti 4GB GDDR6 dedicated Graphics.

    Sound এর ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবেনা, কেননা HP Pavilion Gaming laptop এর মধ্যে থাকছে, “Dual speakers”.

    ল্যাপটপ এর বিবরণ:

    • Intel Core i7-10750H Processor.
    • Processor speed from 2.60 GHz up to 5.00 GHz.
    • 8 GB DDR4-2933 SDRAM (1 x 8 GB).
    • 1 TB HDD+256 GB M.2 SSD
    • NVIDIA GeForce GTX 1650Ti 4GB (Graphics card)
    • HP TrueVision HD camera এবং dual array digital microphone.
    • Windows 10 Home OS
    •  FHD (1920 x 1080), IPS 144hz Display
    • Price: ১,১৯,০০০/- এর মধ্যে।

    আরো পড়ুন:

    1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
    2. প্রসেসর কি 
    3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
    4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
    5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
    6. নতুন গেমিং ল্যাপটপ 2022
    7. নতুন গেমিং পিসি 2022 |
    8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
    9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
    10. 10000-এর নীচে সেরা ফোন |

    cobangla
    We will be happy to hear your thoughts

    Leave a reply

    Tech Topic Cobangla
    Logo
    Register New Account