মাউস কী ? মাউসের গুরুত্বপূর্ণ কাজ গুলো কি ?
মাউস কী ? মাউসের প্রকারভেদ গুলো হলো কী ?
আপনি যখন এই পোস্ট পড়ছেন তখনও হয়ত আপনার হাত আপনার কম্পিউটার এর মাউস এর উপরেই আছে,যার সাহায্যে আপনি এই পোস্ট স্ক্রল করে নিচের দিকে জাচ্ছেন।আচ্ছা কখনও কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে এই যন্ত্র কিভাবে সুধুমাত্র একটি তার এর মাধ্যমে আমাদের কম্পিউটার এর সাথে যুক্ত হয়ে কমান্ড গুলো কম্পিউটারে পাঠায় ?
আপনার মনের ভেতর এই প্রশ্ন আস্লেও আপনি কি জানতে পেড়েছেন যে কিভাবে আমাদের কম্পিউটার এর মাউস নামক যন্ত্রটি কাজ করে।যদি না জানতে পারেন তাহলে আজকের এই আর্টিকেল সুধুই আপনার জন্য।আমাদের কম্পিউটার এর মাউস কিভাবে কাজ করে তা জানতে হলে এই আর্টিকেল একেবারে শেষ পর্যন্ত পড়তে হবে।
মাউস (Mouse) কী ?
মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইঁদুরের মতো দেখতে একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস (Device)। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। এটি কী-বোর্ডের নির্দেশ প্রদান ছাড়াই একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৬৩ সালে ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন। ১৯৮৪ সালে মেকিন্টোশ কম্পিউটারে সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয়।
মাউস সমতলে নাড়ালে মনিটরের পর্দায় একটি তীর বা হাতের মতো চিহ্ন নড়াচড়া করতে দেখা যায়। একে কার্সর বলে। মাউস নড়াচড়া করে ইচ্ছামত কার্সরকে স্থানান্তর করা যায়। এছাড়াও মাউসের সাহায্যে পর্দায় লিখিত বিষয়, গ্রাফ, ছবি ইত্যাদি নিয়ন্ত্রণসহ আরাে নানা প্রকার কাজ করা যায়।
একটি স্ট্যান্ডার্ড মাউসে দুটি বা তিনটি বাটন থাকে। সাধারণ ভাবে বাম পাশের বাটন ব্যবহার করা হয়। তবে ডান পাশের বাটনে কিছু অতিরিক্ত অপশন রয়েছে যা কিছু কিছু প্রােগ্রামে কাজ করার সময় ব্যবহার করা হয়। স্ক্রল বাটনযুক্ত মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে মনিটরে প্রদর্শনযােগ্য পৃষ্ঠাকে উপরে বা নিচে করে সহজেই দেখা যায়।
মাউসের প্রকারভেদ গুলো হলো :
মেকানিজমের উপর ভিত্তি করে কম্পিউটার মাউসকে বেশ ক’টি ভাগে ভাগ করা যায়। এগুলাে হলােঃ
- মেকানিক্যাল মাউস
- অপটোমেকানিক্যাল মাউস
- অপটিক্যাল মাউস
- ইনফ্রারেড বা রেডিও ফ্রিকুয়েন্সি কর্ডলেস মাউস
- গেমিং মাউস
- ট্র্যাকবল মাউস
- স্টাইলাস মাউস
- কর্ডলেস থ্রিডি মাউস
- টাচপ্যাড
মেকানিক্যাল মাউস
স্ক্রীনে কার্সরকে ঘুরানাের জন্য মেকানিক্যাল মাউসে একটি রবারের বল থাকে। মাউসের ভেতরে একটি সেন্সর থাকে যেটি বলের নড়াচড়াকে সনাক্ত এবং সেটিকে তথ্যে রূপান্তর করে যা কম্পিউটার অনুবাদ করতে পারে।
অপটোমেকানিক্যাল মাউস
এ ধরণের মাউসে একটি বল ব্যবহার করে মাউসের নড়াচড়া সনাক্ত হয় অপটিক্যাল উপায়ে।
অপটিক্যাল মাউস
যে মাউসের বলের পরিবর্তে একটি অপটিক্যাল রশ্মি ব্যবহার করা হয় এবং মাউসটিকে কোন সমতলে নাড়ানাের ফলে স্ক্রীনে মাউস পয়েন্টার নড়াচড়া করে তাকে অপটিক্যাল মাউস বলে।
ইনফ্রারেড বা রেডিও ফ্রিকয়েন্সি কর্ডলেস মাউস (Infrared (IR) or Radio Frequency Cordless Mouse)
এ ধরণের মাউসের ক্ষেত্রে কম্পিউটারের মাউস পাের্টে লাগানাে একটি বেস স্টেশনে (ওয়্যারলেস হাব যা একটি কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করে) সিগন্যালকে রিলে করে থাকে।
গেমিং মাউস
এ ধরণের মাউসগুলােতে কাস্টোমাইজেবল বাটন থাকে। এতে প্রচুর ফিচার অন্তর্ভুক্ত থাকে।
ট্র্যাকবল মাউস
যে মাউসে একটি বল থাকে যা কোন সমতলের উপর নাড়ানাের ফলে স্ক্রীনে মাউস পয়েন্টার নড়া-চড়া করে তাকে ট্র্যাকবল মাউস বলে।
স্টাইলাস মাউস
এ ধরণের মাউস দেখতে কলমের মতাে এবং বিশেষ একটি প্যাডের উপর এটি চালনা করে কাজ করতে হয়।
কর্ডলেস থ্রি-ডি মাউস
এ ধরণের মাউসগুলাে দেখতে অনেকটা টিভি রিমােটের মতাে এবং কম্পিউটার স্ক্রীনকে রিমােটলি পয়েন্টেড করা যায়।
টাচপ্যাড
এগুলাে সাধারণত ল্যাপটপে পাওয়া যায় যা প্রচলিত মাউসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি স্পর্শকাতর প্যাড ও দুটি বাটন নিয়ে গঠিত। বাটন দুটি মাউসের বাটনের মতাে কাজ করে।
আপনার মনে এই প্রশ্ন গুলো থাকতে পারে ?
1. মাউস কোন ধরনের ডিভাইস ?
উত্তর : কম্পিউটার মাউস হলো ইনপুট ডিভাইস ।
2. মাউসের কয়টি অংশ ?
উত্তর : তিনটি অংশ right button, left button, wheel button ।
3. মাউস কি আউটপুট ডিভাইস ?
উত্তর : না ।
4. তারবিহীন মাউস কে কি বলে ?
উত্তর : wireless mouse ।
মাউসের গুরুত্বপূর্ণ কাজ গুলো কি ?
- মাউসের সাহায্যে কম সময়ের মধ্যে গ্রাফিক্স ড্রইং করা সম্ভব।
- মাউসের সাহায্যে অপারেটিং সিস্টেমের সকল কাজ সম্পন্ন করা যায়।
- মাউসের সাহায্যে Windows-এর ডেস্কটপ থেকে সরাসরি প্রোগ্রামে প্রবেশ করা যায়।
- দ্রুত টাইপ সেটিংয়ের কাজ মাউস দ্বারা সহজে করা যায়।
- মাউসের সাহায্যে ফর্ম্যাটিংয়ের কাজ অনেক দ্রুত করা যায়।
- যে কোন সমস্যার ফলাফল দ্রুত কাগজে ছাপানোর জন্য মাউস উত্তম মাধ্যম হিসাবে কাজ করে।
- মাউস হাতের সাহায্যে ঘোরানো যায় বলে মনিটরে ঘুরে ঘুরে এর দ্বারা কাজ করা যায়।
শেষ কথা,,
আশা করি আপনারা মাউস বলতে কি বুঝায়, মাউসের কয়টি বাটন থাকে, মাউস প্যাড এর দাম এ বিষয়গুলি আপনারা ভালোভাবে জানতে পারলেন।
মাউস কাকে বলে এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে এটি শেয়ার করতে পারেন। এবং আপনারা কোন ধরনের আর্টিকেল চান আপনার অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।
আরো পড়ুন: