মাদারবোর্ড কি ? কত প্রকার ও কি কি ? বিস্তারিত জেনে নিন

Deal Score0
Deal Score0

মাদারবোর্ড কি বা মাদারবোর্ড কাকে বলে, মাদারবোর্ড এর কাজ কি এবং এর কয়টি অংশ থাকে এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আজকে। তো চলুন শুরু করি –

বর্তমানে কম্পিউটারের মতো অধিকাংশ ইলেক্ট্রনিক যন্ত্রগুলো বিদ্যুৎ শক্তির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চলাচল করে।

আর এ কথা আমরা সবাই জানি যে কম্পিউটারের মাদারবোর্ড নষ্ট হয়ে গেলে কম্পিউটার সাময়িকভাবে নষ্ট হয়ে থাকে।

বৈদ্যুতিক শক্তি নির্ভর, এই যন্ত্র গুলোতে যে বৈদ্যুতিক শক্তি সরবরাহকারী ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা প্রথমে পরবর্তী তড়িৎ প্রবাহকে কম ভোল্টজের সমতড়িৎ প্রবাহে পরিণত করে কম্পিউটারের মাদারবোর্ডে পাঠায়।

এই বৈদ্যুতিক শক্তি মাদারবোর্ড গ্রহণ করে কম্পিউটারের সমস্ত অংশকে এক সাথে যুক্ত করে একটি একক প্লাটফর্ম তৈরি করে।

মাদারবোর্ড কি ?

যে প্লাটফর্মটি কম্পিউটারের মেমোরি, হার্ড ড্রাইভ, সিপিইউ, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, অপটিক্যাল ড্রাইভ ও অন্যান্য কার্ডকে সরাসরি বা তারের মাধ্যমে যুক্ত রাখে।

আজকের আর্টিকেলে আমি মূলত আলোচনা করবো মাদারবোর্ড কি এবং মাদারবোর্ড এর কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত।

মাদারবোর্ড কি?

Motherboard কি | মাদারবোর্ড এ সাধারণত কি কি থাকে | মাদারবোর্ড এর প্রকারভেদ  | মাদারবোর্ডের দাম | Kivabe.in

মাদারবোর্ড কি : মাদারবোর্ড হচ্ছে মুল সার্কিট বোর্ড যা সিপিইউ, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড সহ কম্পিউটারের যাবতীয় হোম বেইজ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এর মুল কাজ হচ্ছে বিভিন্ন যন্ত্রত্রাংশের মধ্যে ইলেকট্রনিক যোগাযোগ স্থাপন করে ।

আর একটা ভালো মাদারবোর্ড, রিয়াল টাইম এই সংযোগের কাজটি খুবই ভালো ভাবেই সম্পন্ন করে। মাদারবোর্ডের কোন একটা কাজ ব্যাহত হলে আপনার কম্পিউটার সঠিক ভাবে কাজ করা সামিয়ক বন্ধ করে দিবে। কারন এটাই হচ্ছে পুরো কম্পিউটারের মাথা।

মাদারবোর্ড এর কাজ গুলো নিম্নরূপঃ

কম্পিউটারের মাদারবোর্ড কেনার আগে যে বিষয়গুলো লক্ষ করবেন | Techtunes |  টেকটিউনস

১. এটা একটা component হাব – এখানে সব ধরনের এক্সটার্নাল হার্ডওয়ার সংযুক্ত থাকে, যেমন র্যাম, হার্ডডিস্ক, সিডি ড্রাইভ ইত্যাদি। এই জন্য এটাকে Component Hub বলা হয়ে থাকে।

২.Power Distribution করা – পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডে পাওয়ার আসে, এবং মাদারবোর্ড সেটা সঠিক ভাবে বিভিন্ন হার্ডওয়ারের ডিস্ট্রিবিউট করে দিয়ে থাকে।

৩. বিভিন্ন স্লটস – এখানে অনেক গুলো স্লট থাকে, যাতে আমরা অনেকগুলো ডিভাইস বা ইন্টারফেস ইন্সটল করতে পারি। আমাদের প্রয়োজন অনুসারে, নানা সময় নানা ডিভাইস ইন্সটল করা লাগে কম্পিউটারে। মাদারবোর্ডে সব গুলোর স্লটই থাকে।

৪. BIOS – মাদারবোর্ডে ROM বা BIOS থাকে, যা আমাদের কম্পিউটার বুট করার কাজের জন্য খুবই জরুরি।
এছাড়া ও আরো অনেক খুঁটিনাটি এবং নিখুঁত কাজ করে থাকে মাদারবোর্ড।

মাদারবোর্ডে এ কি কি যন্ত্রাংশ থাকে?

  • capacitor
  • inductor
  • Northbridge
  • Heat sink
  • screw hole
  • South Bridge
  • CPU socket
  • Raid
  • USB Hoarder
  • CD-in
  • Memory Sludge
  • Jumpers
  • FW H
  • Back pen connect
  • System panel connector
  • Three pin case pen connector
  • ATA/IDE disk drive primary connection
  • Serial port connector
  • Expansion slots etc.

মাদারবোর্ড কত প্রকার ও কি কি?

কম্পিউটার হার্ডওয়্যার কি, মাদারবোর্ড এর কয়টি অংশ কি কি - eMakerBD

মাদারবোর্ড কি এর প্রকারভেদ এবং কম্পিউটার মাদারবোর্ড ৫ প্রকার হয়ে থাকে। এই প্রকারভেদ গুলো তাদের ব্যবহার, আকার, ক্ষমতা, লেভেল, উৎপাদনের উপর নির্ভর করা হয়েছে।

পাঁচ প্রকারের মাদারবোর্ড হলো –

  1. মাইক্রো এটিএক্স মাদারবোর্ড (Micro ATX motherboard)
  2. স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড (Standard ATX motherboard)
  3. ন্যানো এটিএক্স মাদারবোর্ড (Nano ATX motherboard)
  4. পিকো এটিএক্স মাদারবোর্ড (Pico ATX motherboard)
  5. মিনি এটিএক্স মাদারবোর্ড (Mimi ATX motherboard)

মাদারবোর্ড এর কাজ

কম্পিউটারের প্রধান অংশ হলো মাদারবোর্ড, তাই এটার অনেক গুলো কাজ রয়েছে । নিচে উল্লেখযোগ্য কিছু কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

  1. কম্পিউটারের বিভিন্ন উপাদানে বৈদ্যুতিক সংকেত পাঠায় মাদারবোর্ড।
  2. মাদারবোর্ড কম্পিউটারের বিভিন্ন ডিভাইস গুলোর মধ্যে সমন্বয় করতে সাহায্য করে ও তাদের মধ্যে একটি ইন্টারফেস তৈরি করে।
  3. মাদারবোর্ডের যন্ত্র অংশ গুলো বিভিন্ন আকারের হয়ে থাকে। যেমন মাইক্রো এটিএক্স, মিনি এটিএক্স ইত্যাদি।
  4. কম্পিউটারে মাদারবোর্ড কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে কাজ করে। তাছাড়া, মাদারবোর্ডে হার্ডডিস্ক, রেম (RAM), সিপিইউ গুলোর মতো যন্ত্র গুলো কাছাকাছি ইনস্টল করা থাকে।
  5. Motherboard এক রকমের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যার উপর নানা ধরনের এক্সপেনশন বা বিস্তারকারী শ্লটস থাকে।

মাদারবোর্ড এর দাম

জেনে নিন Motherboard এর খুটি-নাটি কিছু বিষয়। | Techtunes | টেকটিউনস

মাদারবোর্ড কি বাজারে আপনি অনেক ধরনের মাদারবোর্ড পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মাদারবোর্ড এর দাম নিচে উল্লেখ করা হলো।

  • Asus Expedition EX-B560M-V5 Intel M-ATX Motherboard ১০,৫০০ টাকা।
  • Gigabyte GA-H61M-DS2 3rd / 2nd Gen Micro ATX PC Mainboard ৫,১০০ টাকা।
  • Gigabyte GA-H61M-DS2 Desktop Motherboard (Used) ২,৬০০ টাকা।
  • MSI B450M Mortar Max Gaming Motherboard ৯,৫০০ টাকা।
  • Gigabyte GA-B85M-D3V-A Intel 4th Gen Motherboard ৪,৫০০ টাকা।
  • Gigabyte B550 Aorus Elite AX V2 Motherboard ১১,৬০০ টাকা।
  • Gigabyte GA-G41MT-D3 DDR3 Motherboard ৩,২০০ টাকা।
  • Esonic H61FFL Desktop Motherboard ৩,৫০০ টাকা।
  • Asus Prime B450M-A AMD Motherboard ৮,৫০০ টাকা।
  • Asus P5KPL-AM Motherboard with Intel G31 Chipset ২,১০০ টাকা।

মাদারবোর্ড কি ঠিক করা যায়?

মাদারবোর্ড ঠিক করার বিষয় আপনাকে ছোট একটি পরামর্শ দেই। মনে করুন, আপনার কম্পিউটার বা মোবাইলের মাদারবোর্ডের দাম ২০ হাজার টাকা।

এখন আপনি যখন নষ্ট মাদারবোর্ড ঠিক করার জন্য কোনো মেকানিকের কাছে যাবেন, তখন হয়তো সেটা ঠিক করার জন্য ১৫ হাজার টাকা চাইতে পারে। আমার এক ছোট ভাই ঠিক করার জন্য গিয়েছিলো তার কাছে এমন দাম চেয়েছিলো।

যদিও মাদারবোর্ড ঠিক করা যায় কিন্ত আপনি ঠিক করতে যত টাকা লাগবে তার সাথে আর কিছু টাকা দিয়ে নতুন একটি মাদারবোর্ড ক্রয় করুন।

মাদারবোর্ড এর বিভিন্ন অংশের বর্ণনা :

এখানে আমরা মাদারবোর্ডের মুল কিছু অংশ নিয়ে কথা বলবো, যা না থাকলে একটা পিসি সম্পুর্ন অচল হয়ে যাবে। এই অংশ গুলো মাদারবোর্ডের সাথে ইনগ্রেটেড থাকে অথবা এক্সটার্নাল হিসেবে ও কিনতে হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক মাদারবোর্ডের বিভিন্ন অংশ সম্পর্কে-

  1. CPU – Central Processing Unit

CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে একটা মাইক্রো-প্রসেসর বা প্রসেসর যা কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত। এটাই মুলত কম্পিউটারের সমস্ত লজিক্যাল ক্যালকুলেশন যেমন ফেচিং, ডিকোডিং কিংবা প্রোগ্রাম এক্সিকিউটিং করে থাকে। এর প্রসেসর চিপের ধরন নির্ভর করে আপনি কি ব্র্যান্ড এবং কি টাইপের মাদারবোর্ড কিনলেন তার উপর। একেক ধরনের মাদারবোর্ডের গঠন পদ্ধতি এবং সকেটগুলোর লোকেশন ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

  1. RAM – Random Access Memory

মাদারবোর্ড কি RAM বা Random এক্সেস মেমোরি কম্পিউটারের এমন একটি ডায়নামিক মেমোরি যা আমাদের কাজকে সাময়িকভাবে স্টোর করে এবং কাজের গতি বৃদ্ধি সহ ইউজিং এক্সপেরিয়েন্সকে উন্নত করে। এটাই মুলত কম্পিউটারের মুল মেমোরি যেখানে চালু হওয়া প্রোগ্রাম গুলো নিজেদের ডাটা জমা রেখে একটিভেট থাকে।

কম্পিউটার একবার অন অফ করলে RAM এ থাকা সমস্ত তথ্য মুছে যায় এবং এটা আবার নতুনভাবে কাজ করা শুরু করে। এই জন্য এটাকে volatile মেমোরি ও বলা হয়ে থাকে।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account