মোবাইলের জন্য সেরা ব্যাটেল রয়েল গেমস
মোবাইলের জন্য সেরা ব্যাটেল রয়েল গেমস
ব্যাটেল রয়েল গেম সাধারণত যুদ্ধ, খোঁজ ও বেচেঁ থাকা বা সার্ভাইভাল গেম – এই তিন ধরনের গেম এর সংমিশ্রণ। নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়কে একটি দ্বীপে ছেড়ে দেওয়া হয় এবং দ্বীপে থাকা বিভিন্ন সরঞ্জাম, যানবাহন এমনকি ঘরবাড়ির সাহায্য নিয়ে যে খেলোয়াড় শেষ পর্যন্ত বেচেঁ থাকে |
সে-ই বিজয়ী হয় ব্যাটেল রয়েল গেম এ। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম ক্যাটাগরিতে পরিণত হয়েছে ব্যাটেল রয়েল গেম। চলুন জেনে নেয়া যাক, মোবাইলের জন্য সেরা ৫টি ব্যাটেল রয়েল গেম সম্পর্কে।
পাবজি মোবাইল – PUBG MOBILE
PUBG MOBILE |
ব্যাটেল রয়েল গেম এর কথা হচ্ছে, অথচ পাবজি মোবাইল এর নাম আসবে না – তা কি হতে পারে? এই ব্যাটেল রয়েল গেম ক্যাটাগরিকে গেমারদের মাঝে জনপ্রিয় করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে পাবজি মোবাইল।
কম্পিউটারের জন্য জনপ্রিয় পাবজি গেমটি কিনে খেলতে হলেও, এর মোবাইল ভার্সন, পাবজি মোবাইল সম্পূর্ণ বিনামূল্যে খেলা যায়।
টেনসেন্ট গেম দ্বারা চালিত এই গেমটিতে রয়েছে মোট ৫টি ম্যাপ, যেখানে খেলোয়াড়গণ শেষ পর্যন্ত বেচেঁ থাকার যুদ্ধে নামে। এছাড়াও রয়েছে ডেথম্যাচ, জোম্বি মোড এর মত আকর্ষণীয় সব গেম মোড।
নিয়মিত আপডেট প্রদান করার মাধ্যমে গেমে প্লেয়ার ধরে রাখতে দারুণভাবে সক্ষম হয়েছে পাবজি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। গেমটি ডাউনলোড করতে হলে স্মার্টফোনে কমপক্ষে ২ জিবি র্যাম এবং ২ জিবি স্টোরেজ খালি থাকা প্রয়োজন।
ফ্রি ফায়ার ব্যাটেল রয়্যাল – Free Fire
Free Fire |
পাবজি মোবাইলের পরপরই যে গেমটির নাম আসে, সেটি হল ফ্রি ফায়ার। যেকোনো ধরনের মোবাইল ডিভাইসে খেলা সম্ভব বলে, এই গেমটি অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। গারিনা ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত এই গেমটিতে রয়েছে তিনটি ম্যাপ এবং অসংখ্য গেম মোড।
ফ্রি ফায়ার গেমটির অন্যতম একটি বৈশিষ্ট্য হল এই গেমটিতে ক্যারেক্টার বাছাই করে নেওয়া যায়। একেকটি ক্যারেক্টার একেক ধরনের ক্ষমতার অধিকারী। ফ্রি ফায়ার গেমটিতে ৫০ জন খেলোয়াড় ২০ মিনিট ধরে সেরার খেতার পেতে লড়াই করেন।
কল অফ ডিউটি মোবাইল – Call of Duty Mobile
কম্পিউটার এবং কনসোল গেমিং এ এক অনন্য নাম, কল অফ ডিউটি সিরিজ। মোবাইল এ অনেকদিন ধরেই একটি হাই গ্রাফিক্স এবং অসাধারণ মেকানিক্সযুক্ত ব্যাটেল রয়েল গেম এর অভাব ছিল। সেই অভাব বুঝতে পেরে এক্টিভিশন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি দেয় তাদের বহুল জনপ্রিয় কল অফ ডিউটি গেম এর মোবাইল ভার্সন, কল অফ ডিউটি মোবাইল।
কল অফ ডিউটি মোবাইল গেমটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর মাল্টিপ্লেয়ার মোড, যা একাধিক ম্যাপে খেলা সম্ভব । এছাড়াও তালিকার অন্যসব গেম এর মত এই গেমটিতেও ব্যাটেল রয়েল মোড তো থাকছেই।
ফোর্টনাইট – Fortnite
ফ্রি ব্যাটেল রয়েল গেম |
ফ্রি ব্যাটেল রয়েল গেম হিসেবে কম্পিউটার এবং কনসোল গেমারদের মধ্যে দারুণভাবে সফলতা অর্জনের পর গেমটির মোবাইল ভার্সন নিয়ে হাজির হয়েছে নির্মাতা প্রতিষ্ঠান, এপিক গেমস।
গেমটি অন্যান্য ব্যাটেল রয়েল গেম থেকে কিছুটা আলাদা। এই গেমটিতে বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে আবার সেগুলো ব্যবহার করেই নিজের সুরক্ষা নিশ্চিত করে এগিয়ে যেতে হয়। গেমটিতে শোভা পেয়েছে কার্টুনরুপি গ্রাফিক্স। উল্লেখ্য যে, গেমটি সব স্মার্টফোনের জন্য নয়। শুধুমাত্র নির্দিষ্ট কিছু মোবাইল ডিভাইসে গেমটি খেলা সম্ভব।
সাইবার হান্টার – Cyber Hunter
Cyber Hunter |
তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করা সাইবার হান্টার নামের এই গেমটিও নেটইজ গেমস দ্বারা নির্মিত। চিরাচরিত ব্যাটেল রয়েল গেম এ নতুনত্ব যোগ করার লক্ষ্যে নির্মিত এই গেমটি তালিকার অন্যান্য গেমগুলোর তুলনায় তেমন একটা সফলতা অর্জন করতে পারেনি।
গেমটিতে রয়েছে অসাধারণ গ্রাফিক্স এবং অনন্য গেমপ্লে। এছাড়াও থাকছে ক্যারেক্টার সিস্টেম, যা গেমটিতে আরো উত্তেজনা যোগ করেছে।
আরো পড়ুন: