যেভাবে দারাজ কালেকশন পয়েন্ট খুঁজে পাবেন খুব সহজে

Deal Score0
Deal Score0

 

যেভাবে দারাজ কালেকশন পয়েন্ট খুঁজে পাবেন খুব সহজে |

দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম ও জনপ্রিয় অনলাইন শপ দারাজ বাংলাদেশ(Daraz.com.bd) গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আবারো নিয়ে এলো প্রোডাক্ট পিক আপ পয়েন্ট/ কালেকশন পয়েন্ট। 

প্রাথমিকভাবে ঢাকা শহরের সকল হাব এবং সাভার, খুলনা, সিলেট ও চট্রগ্রাম হাবে এই সেবা শুরু হলেও অতি শীঘ্রই পুরো দেশ জুড়ে দারাজের প্রতিটি পয়েন্টে তা ছড়িয়ে দেওয়া হবে। জনপ্রিয় এই অনলাইন শপ এর কালেকশন পয়েন্ট চালু হওয়ার ফলে গ্রাহকরা কোনরকম শিপিং চার্জ ছাড়াই তাদের নিকটবর্তী দারাজ হাব থেকে অর্ডারকৃত পণ্যটি সংগ্রহ করতে পারবেন, যা শুধুমাত্র প্রি-পেইড অর্ডার ও নন-বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য।

আশা করছি আমাদের এই নতুন সেবার ফলে গ্রাহকরা আরো উপকৃত হবেন, আর আমরা অতি শীঘ্রই সমগ্র বাংলাদেশে এই সেবাটি পৌঁছে দিব”।

আপনি কি দারাজে অর্ডার কৃত যেকোন পণ্য সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে উপভোগ করতে চান? তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই চলে আসতে পারেন নিকটস্থ দারাজ কালেকশন পয়েন্টে। 

দারাজ ওয়েবসাইট বা অ্যাপ থেকে কালেকশন পয়েন্ট অ্যাড্রেস বাছাই করার পদ্ধতি খুবই সহজ, দারাজে পণ্য অর্ডার করার সময়েই আপনার কাঙ্খিত ও নির্ধারিত এলাকাভিত্তিক পিক আপ পয়েন্টটি ডেলিভারি অপশন থেকে বেছে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। 

তাছাড়া দারাজ কালেকশন পয়েন্টের বড় সুবিধা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন কোন ধরণের ডেলিভারি চার্জ ছাড়াই। এছাড়া দারাজে করা আপনার অর্ডারটির স্ট্যাটাস ট্র্যাক করতে (bd dex tracking) পারবেন এখন খুব সহজেই।

১। দারাজে পণ্য অর্ডার করার সময়ে কিভাবে কালেকশন পয়েন্ট বাছাই করবেন ?

>> আপনার বাছাইকৃত পণ্যের ধরণ, সাইজ ও ক্যাটাগোরি অনুসারে স্বয়ংক্রিয়ভাবেই দারাজে নির্দিষ্ট এলাকাভিত্তিক কালেকশন পয়েন্টের অপশন দেখানো হবে। তাই অর্ডার চেক আউটের সময় পছন্দানুসারে নির্দিষ্ট পিক আপ পয়েন্টটি নিশ্চিন্তে বেছে নিতে পারবেন।

২। দারাজ কালেকশন পয়েন্ট সপ্তাহে কয়দিন খোলা থাকে ?

>> দারাজ কালেকশন বা পিক আপ পয়েন্ট সপ্তাহে ৬ দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।

৩। কাস্টমারের পক্ষ থেকে অন্য কেও পারসেল গ্রহণ করতে পারবে ?

>> আপনার ম্যাসেজে পাঠানো ওটিপি সাথে থাকলে যে কেও পারসেলটি গ্রহণ করতে পারবে।


৪। দারাজ কালেকশন পয়েন্ট থেকে কিভাবে পণ্য সংগ্রহ করবেন ?

  1. স্টেশন এজেন্টের কাছে আপনার ট্র্যাকিং নাম্বারটি প্রদান করুন,
  2. প্যাকেজ ইনফরমেশন সতর্কতার সাথে চেক করুন,
  3. স্টেশন এজেন্টকে আপনাকে পাঠানো ওটিপি দেখান।

৫। দারাজে কিভাবে আমার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো? এবং কিভাবে নতুন ডেলিভারি অ্যাড্রেস যুক্ত করতে পারবো?

এখন ড্রপ ডাউন মেন্যু থেকে “ম্যানেজ মাই অ্যাকাউন্ট” -এ ক্লিক করুন

এরপর আপনার অ্যাকাউন্টের বাম দিকে “অ্যাড্রেস বুক” নামক একটি অপশন খুঁজে পাবেন

এখন “অ্যাড এ নিউ অ্যাড্রেস” বাটনে ক্লিক করুন, নতুন অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে enter চাপুন এবং “সেভ দিস অ্যাড্রেস”-এ ক্লিক করুন।

৬। প্যাকেজ গ্রহণ করার আগে কি চেক করা যাবে ?

>> না, শুধুমাত্র প্যাকেজটি গ্রহণ করার পর অর্থাৎ ইপিওডি (ইলেক্ট্রনিক প্রুফ অব ডেলিভারি) সাইন হওয়ার পরেই আপনার প্যাকেটটি খোলা সম্ভব।

৭। আমার জন্য উপযুক্ত শিপিং অ্যাড্রেস কি বেছে নিতে পারবো?

>> হ্যা, নিজস্ব এলাকার ভিত্তিতে যেখান থেকে প্যাকেজটি গ্রহণ করতে চান, ঠিক সেই শিপিং অ্যাড্রেসটিই আপনি বেছে নিতে পারবেন।

আপনার ফ্রি ডেলিভারি নিশ্চিত করতে এখানে ক্লিক করুন

ইউটিউব লিংক:

https://www.youtube.com/watch?v=RhspmX2NGec

শেষ কথাঃ

আশা করি কন্টেন্ট বুঝতে কোন অসুবিধা হয়নি । কন্টেন্ট বুঝতে কোন অসুবিধা হলে উপরের ভিডিও দেখতে পারেন । ধন্যবাদ ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account