সেরা ৪টি ক্যামেরা মোবাইল ফোন কম দামে। Best 4 Camera Mobile Phones at Low Prices

Deal Score+2
Deal Score+2

 

সেরা ৪টি ক্যামেরা মোবাইল ফোন কম দামে। Best 4 Camera Mobile Phones at Low Prices

এক এক জনের এক এক চাহিদা। কারো প্রসেসর আর কারো ক্যামেরা এর উপর প্রায়োরিটি বেশি। তাই ক্যামেরার দিক ফোকাস রেখে করা হচ্ছে ক্যামেরা ফোন এর রিভিউ।

বর্তমানে বিভিন্ন রকমের স্মার্টফোন রয়েছে বাজারে। এসব ফোনে রয়েছে নানা ধরনের ফিচারস। কোন ফোনের প্রসেসর বেশি হল আবার কোন ফোনের চার্জিং ক্যাপাবিলিটি বেশি ভালো।

কোন ফোনের আবার ক্যামেরা অন্যান্য ফিচার চেয়ে বেশি ভালো। ‌ যারা সাধারণত ক্যামেরা দিয়ে বিভিন্ন দরকারি কাজ করেন তাদের জন্য কোন গুলো ভালো ক্যামেরা মোবাইল ফোন সেগুলো জানাটা জরুরী।


XIAOMI REDMI NOTE 11


গত কয়েক বছরে Xiaomi তার স্মার্টফোনের সম্ভারে মন কেড়ে নিয়েছে ক্রেতাদের। বিশেষত Redmi Note সিরিজ। গত কয়েক বছরে Redmi Note একাধিকবার নিজেকে বদলেছে। প্রতিবারই আগের থেকে অনেক বেশি আধুনিকতায় সাজিয়ে তুলেছে নিজেকে। অথচ, আপনার পকেটে তেমন খোঁচা দেয়নি।

এই সিরিজের সর্বশেষ সংযোজন Redmi Note 11 যা কিনা mid-range স্মার্টফোনের দুনিয়ায় নিয়ে আসছে একগুচ্ছ নতুন ফিচার। গুণমান, কার্যকারিতা এবং মূল্যমানের সাজুয্য রাখার চেষ্টা করছে সংস্থাটি। যা সাধারণ সব ক্রেতাই চাইবেন।

ফোনের বিবরণ-

  • Display : 6.43″  AMOLED (FULL HD+)
  • Display Refresh Rate:  90HZ
  • Real Camera : 50+8+2+2 MP
  • Front Camera : 13 MP
  • Ram : 6 GB (LPDDR4x)
  • Rom : 128 GB (eMMC 5.1)
  • Processor : Qualcomm Snapdragon 680 4G (6 nm)
  • Battery : 5000 mAh
  • Charging : Fast Charging 33W (100% in 60 min)
  • Official Price :  16490 BDT (4/64 GB) ; 17500 BDT (4/128); 18,999  BDT (6/128)

REALMME NARZO 50

Realme Narzo 50 এর ডিজাইন সবাইকে মুগ্ধ করতে বাধ্য। ফোনের পিছনের দিকে কিছুটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। পিছনে কেভলার স্পিড টেক্সচার ব্যবহার করা হয়েছে, যাতে ফোনের পিছনের আলো প্রতিফলিত হতে দেখা যায়। সব দিক বিবেচনা করে এই ডিজাইনটি বেশ দারুণ বলা চলে।

দাম অনুসারে, এই ফোনটিতে একটি ৬,৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে যার সাথে ফুল HD প্লাস রেজোলিউশন রয়েছে। তবে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ডিসপ্লের 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট। Realme এই দামে প্রথম 120 Hz রিফ্রেশ রেট নিয়ে এসেছে। ফোনটি গেমারদের জন্য তৈরি করা হয়েছে, তাই এই বৈশিষ্ট্যটি এই ফোনের প্রধান বিক্রয় পয়েন্ট হতে চলেছে।

আমি আগেই বলেছি, Realme Narzo 50 একটি গেমিং ফোন। ফোনটিতে MediaTek Helio G96 প্রসেসর এবং 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফোনে গেমিং পারফরম্যান্স হবে অসাধারণ। ফোনটি দুটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। আবার SD কার্ড ব্যবহার করে স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো যাবে।

এটি ঠিক RealMe Narjo 50 একটি অলরাউন্ডার ফোন নয়। তবে এই বাজেটে অনেক সুবিধা পাওয়া যায়। ফোনটি মূলত গেমারদের জন্য তৈরি করা হয়েছিল। ফোনটির সমস্ত বৈশিষ্ট্য ইঙ্গিত করে যে এটি একটি বাজেট গেমিং ফোন।

ফোনের বিবরণ-

  • Display : 6.6″ IPS LCD (FULL HD+)
  • Display Refresh Rate:  120HZ
  • Real Camera : 50+2+2 MP
  • Front Camera : 16 MP
  • Ram : 4 GB
  • Rom : 64 GB (eMMC 5.1)
  • Processor : MEDIATEK HELIO G96 (12 nm)
  • Battery : 5000 mAh
  • Charging : 33W Fast Charging
  • Official Price : 16,499 BDT (4/64 GB)

MOTOROLA MOTO G31

চলতি বছরেই বাজারে এসেছিল Moto G30। কম দামে এই ফোনে ছিল ভালো ক্যামেরা ও দুর্দান্ত পারফর্মেন্স। সঙ্গে 90Hz ডিসপ্লে এই ফোনকে প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে দিয়েছিল। নতুন Moto G31 ফোনে খুব বেশি পরিবর্তন দেখা না গেলেও G30 এর থেকে কী কী পরিবর্তন হল? দেখে নিন।

Moto G31 এর ডিজাইন খুব বেশি পরিবর্তন হয়নি। থাকছে পলিকার্বোনেট ইউনিবডি ডিজাইন। ফোনের পিছনে টেক্সচার ব্যবহারের জন্য সহজেই এই হাতে ধরা যাবে এই ফোন। 8.54 মিলিমিটার চওড়া এই ফোনে রয়েছে IPX2 সার্টিফিকেশন। Moto G30 তে ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকলেও Moto G31 ফোনে শুধুমাত্র ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন দিয়েছে Motorola।

ফোনের পিছনে টেক্সচার ফিনিশ হওয়ার কারণে আঙুলের ছাপ দেখা যাবে না। রিভিউয়ের সময় ডিসপ্লের উপরেও আঙুলের ছাপ দেখা যায়নি। ফোনের নীচে রয়েছে এই ফোনের একমাত্র স্পিকার। এর পাশেই রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, ও USB – C পোর্ট। Moto G31 এ রয়েছে একটি AMOLED ডিসপ্লে। যা এই ফোনকে আধুনিক লুক দেয়। ডিসপ্লের উপরে ও দুই পাশে তুলনামূলক পাতলা বেজেল থাকলেও ডিসপ্লের নীচে থাকছে চওড়া বেজেল।

তবে এই ফোনের বাটনগুলি অনেকটা উপরে থাকার কারণে এক হাতে এই ফোন ব্যবহার খুব কঠিন হয়ে যায়। প্রায় ডান দিকে উপরের কোনায় রয়েছে Google Assistant বাটন, যেখানে হাত পৌঁছতে খুব সমস্যা হবে। এত উপরে থাকার কারণে খুব কম মানুষ এই বাটন ব্যবহার করবেন।

ফোনের বিবরণ-

  • Display : 6.82″ OLED (FHD+)
  • Real Camera :50+8+2 MP
  • Front Camera : 13 MP
  • Ram : 6 GB (LPDDR4x)
  • Rom : 128 GB (eMMC 5.1)
  • Processor : MEDIATEK HELIO G85 (12 nm)
  • Battery : 5000 mAh
  • Charging : 20W Fast Charging
  • Official Price :  16,999 BDT (4/64 GB)
  •                           19,699 BDT (6/128 GB)

REDMI 10 (2022)

গ্লোবাল মার্কেটে রেডমি ১০ ২০২২ ফোন লঞ্চের হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হতে পারে বা আদৌ হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

গ্লোবাল মার্কেটে (global market) লঞ্চ হয়েছে রেডমি (Redmi) সংস্থার নতুন ফোন রেডমি ১০ ২০২২ (Redmi 10 2022)। শোনা যাচ্ছে, মিড-রেঞ্জ বা মাঝামাঝি দামের এই ফোনে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং একটি বড় ব্যাটারি। এছাড়াও বলা হচ্ছে যে এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যার উপর হোল-পাঞ্চ কাট আউট আছে। আর এই কাট আউটে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেসোলিউশন। আর নিরাপত্তার জন্য ডিসপ্লের উপর আছে গোরিলা গ্লাস ৩।

এছাড়াও জানা গিয়েছে যে, রেডমি ১০ ২০২২ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৪ জিবি LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত eMMC স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট। 

ওই মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। জানা গিয়েছে, অ্যানড্রয়েড ১১ এবং MIUI 12.5- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি ১০ ২০২২ ফোন। তিনটি রঙ যেমন- কার্বন গ্রে, পিবল হোয়াইট এবং সিব্লু, এই তিন রঙে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রেডমি ১০ ২০২২ ফোন।

ফোনের বিবরণ-

  • Display : 6.5″ IPS LCD (FHD+)
  • Display Refresh Rate:  90HZ
  • Real Camera : 50+8+2+2 MP
  • Front Camera : 8 MP
  • Ram : 6 GB
  • Rom : 128 GB (eMMC 5.1)
  • Processor : MEDIATEK HELIO G88 (12 nm)
  • Battery : 5000 mAh
  • Charging : 18W Fast Charging
  • Official Price : 14,990 BDT (4/64 GB)
  • 15,990 BDT (6/128 GB)

শেষ কথা,

উপরোক্ত যে ৪টি ফোনের রিভিউ দেয়া হয়েছে, তা কম দামে ভাল ক্যামেরা কে টার্গেট করে দেয়া হয়েছে। তবে ক্যামেরা পারফরম্যান্স এর পাশাপাশি সাধারণ ইউজের জন্যও ফোনগুলো উপযোগী।

স্মার্টফোন এর দাম সাধারণত পরিবর্তন হয়। তাই দামে পার্থক্য থাকতেও পারে সময়ের তারতম্যের কারণে। আনঅফিসিয়াল ফোনের দাম অফিসিয়াল ফোনের চেয়ে কিছুটা কম হয়ে থাকে। তবে আপনার বাজেট কিছু বাড়িয়ে অফিসিয়াল ফোন নেয়াটাকেই রেকমেন্ড করছি।

যারা কম দামে ভাল ক্যামেরা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এ আর্টিকেলটি উপকারি হবে ইনশা আল্লাহ্। তাই আপনার পছন্দানুযায়ী সংগ্রহ করে নিন ক্যামেরা ফোনটি।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ ২০২৩
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account