১০,০০০ টাকার মধ্যে ভালো ফোন

Deal Score0
Deal Score0

 

১০,০০০ টাকার মধ্যে ভালো ফোন |


স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি 10 হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কি মডেলের ফোন কিনবেন তা নিয়ে সংশয় রয়েছে। এ অবস্থায় আপনি অবশ্যই চাইবেন কম দামে ভালো ফোন কিনতে।

বাজারে সম্প্রতি স্মার্টফোনের দামে অনেক পরিবর্তন এসেছে। এখন আপনি খুব স্বল্প দামে 10000 টাকার মধ্যে এই দারুন ও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ মোবাইল ফোন পাবেন। আজকে আমরা আপনাদের দেখাবো 10000 টাকার মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় যেসকল ব্র্যান্ড রয়েছে তার নতুন মোবাইল দাম ফিচার বিস্তারিত সকল তথ্য।

প্রথমে আপনাদের সাথে ১০,০০০ টাকার মধ্যে যে অপ ফোনটি শেয়ার করব এই ফোনটি হল Oppo A1K। এই ফোনটি আপনারা ৯,৯৯০ টাকা দিয়ে কিনতে পারবেন। এই ফোনের কিছু তথ্য নিচে তুলে ধরব।

 1.  Oppo A1K


১০ হাজার টাকার মধ্যে oppo মোবাইল দাম ৯,৯৯০ টাকা

  • মডেল: Oppo A1K
  • র‍্যাম: 2 জিবি
  • রম: 32 জিবি
  • কোয়াড-কোর প্রসেসর: ২.০ GHz
  • ক্যামেরা:  (পিছনে) 8 এমপি + 5 এমপি (ফর্ন্ট)
  • ব্যাটারি: 4000 mAh

 2.  Realme C11

Realme C11 Price: 9,190 Tk

১০ হাজার টাকা দামের মধ্যে থাকছে রিয়েলমির ফোন, রিয়েলমি সি১১। বেশ কম্পিটিটিভ প্রাইসিং নিয়ে রেডমি ৯এ এর অধিকাংশ ফিচারই প্রদান করছে ফোনটি। মিডিয়াটেক হেলিও জি৩৫, ৫০০০মিলিএম্প ব্যাটারি,  ১৩ মেগাপিক্সেঅ ক্যামেরাসহ বেশিকিছু সাদৃশ্য রয়েছে রিয়েলমি সি১১ ও রেডমি ৯এ ফোন দুইটির মধ্যে। ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। এই দামে রিয়েলমি সি১১ ফোনটি অফার করছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। মোবাইলটির ক্যামেরাতে আরো রয়েছে নাইট মোড, যা এই দামে অনন্য।

 3.  ভিভো Y৯০ ( Vivo Y90 )

  • নেটওয়ার্ক
  • GSM/HSPA/LTE
  • 2G ব্যান্ড
  • জিএসএম 850 / 900 / 1800 / 1900 – সিম 1 এবং সিম 2
  • 3G ব্যান্ড
  • এইচএসডিপিএ 850/900/2100
  • 4G ব্যান্ড
  • LTE ব্যান্ড 1(2100), 3(1800), 5(850), 8(900), 38(2600), 40(2300), 41(2500)
  • দ্রুততা
  • HSPA 42.2/5.76 Mbps, LTE Cat4 150/50 Mbps


 4.  Samsung Galaxy M02

মাত্র 9,599 টাকা দিয়ে আপনি অসাধারণ ফিচারে মোবাইলটি কিনতে পারবেন।
হিসেবে 2 জিবি ইন্টারনাল স্টোরেজ 32 জিবি ব্যবহার করা হয়েছে। 6।5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা অন্যান্য ব্যাতিক্রম। 5000 এম্পিয়ার ব্যাটারী ব্যবহার করা হয়েছে যা আপনার ফোনকে অতিরিক্ত মাত্রায় নিয়ে গিয়েছে। 

স্যামসাংয়ের অন্যান্যের মধ্যে অসাধারণ ক্যামেরা ব্যবহার করা হয়েছে পেছনের অংশে 13 মেগাপিক্সেল এর একটি ও 2 মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনের অংশের 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।

  • ডিসপ্লে: PLS IPS ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, 16M কালার
  • আকার : 6.5 ইঞ্চি, 102.0 cm2 (~81.9% স্ক্রিন-টু-বডি অনুপাত)
  • রেজোলিউশন: 720 x 1600 পিক্সেল, 20:9 অনুপাত (~270 ppi ঘনত্ব)
  • ওএস: অ্যান্ড্রয়েড 10
  • অভ্যন্তরীণ: 32 GB eMMC 5.1
  • র‍্যাম: 2/3 জিবি


 5.  Symphony Z40

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর মধ্যে সিম্ফনির এই মডেলটি ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফোনটির ডিসপ্লে ৬.৫৫ ইঞ্চি, ব্যাক ক্যামেরা ১৩+২+৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। দীর্ঘ সময় ব্যাকআপ দিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার। ইন্টার্নাল স্টোরেজ হিসেবে আছে ৩ জিবির র্যাম এবং ৩২ জিবির রম।


সিম্ফনি জেড ৪০ তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে এন্ড্রোয়েড টিএম ১০। ফিঙ্গারপ্রিন্টের সুবিধা সহ এই সেটটির দাম পড়বে মাত্র ৯৯৯০ টাকা। তো বুঝতেই পারছেন, দামের তুলনায় মান কিন্তু অনেক ভালো। এক নজরে চোখ বুলিয়ে নেই কি কি আছে এই সিম্ফনি জেড ৪০ এ :


  • ডিসপ্লে: ৬.৫৫ ইঞ্চি।
  • ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্প লিথিয়াম পলি।
  • ক্যামেরা: ১৩,২,৫ মেগাপিক্সেল (ব্যাক) ; ১৩ মেগাপিক্সেল (ফ্রন্ট)
  • র্যাম/ রম: ৩ জিবি/৩২ জিবি
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রেয়েড টিএম ১০
  • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
  • দাম: ৯৯৯০ টাকা।

 6.  Symphony Atom ii


১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর তালিকায় সিম্ফনির আরো একটি ফোন। ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট সিম্ফনি অ্যাটম ২ মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১১ গো এডিশন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি মানের৷ ব্যাক ও ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ইন্টার্নাল স্পেস হিসেবে ফোনটিতে আছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবির রম। সিম্ফনির এই ফোনটিতে ২জি ,৩জি ও ৪ জি নেটওয়ার্ক স্বাচ্ছন্দ্যে চলতে পারে। বাংলাদেশে সিম্ফনির এই মডেলটি কিনতে আপনার খরচ হবে মাত্র ৭৭৯০ টাকা। একনজরে সিম্ফনি অ্যাটম ২ :

  • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি।
  • ইন্টার্নাল স্পেস: ২ জিবি/ ৩২ জিবি
  • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল (ব্যাক ও সেল্ফি)
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো এডিশন।
  • নেটওয়ার্ক: ২, ৩, ৪ জি।
  • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
  • দাম: ৭৭৯০ টাকা।

 7.  Tecno Spark Go 2022

১০ হাজার টাকার মধ্যে ভালো এই মোবাইলটির ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে এন্ড্রোয়েড ১১ গো। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা হিসেবে আপনি পাবেন ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স।টেকনো স্পার্ক গো ২০২২ এডিশনের ফোনটির ইন্টারনাল স্টোরেজ ২ জিবির র্যাম এবং ৩২ জিবির রম।

৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যবহার করা হয়েছে এই সেটটির ব্যাটারি হিসেবে। টেকনোর এই মডেলটিতে আপনি ২,৩ ও ৪ প্রজন্মের নেটওয়ার্ক অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডুয়াল সিমের সুবিধা বিশিষ্ট  এই ফোনটির দাম মাত্র ৯৯৯০ টাকায়। চলুন, একনজরে দেখে নেয়া যাক টেকনো স্পার্ক গো ২০২২ এর সমস্ত খুঁটিনাটি:


  • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি।
  • ক্যামেরা: ব্যাক ১৩, ফ্রন্ট ৮ মেগাপিক্সেল।
  • স্টোরেজ: ২ জিবি / ৩২ জিবি
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো।
  • নেটওয়ার্ক: ২,৩,৪ প্রজন্ম।
  • ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার
  • দাম: ৯৯৯০ টাকা।

 8.  Realme c20A


এই মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি ব্যবহার করেছে এন্ড্রোয়েড ১০ রিয়েলমি ইউ আই ভার্সন। ফোনটির ইন্টারনাল স্পেস ২ জিবি র্যামের সাথে ৩২ জিবি রম। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার দেয়া হয়েছে এই সেটটির ব্যাটারী হিসেবে।

ফিংগারপ্রিন্ট ও ফেসলক সহ আরো অনেক অসাধারণ ফিচারের এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেন্ডলি বাজেটে। দাম মাত্র ৮৯৯০ টাকা। এবারে একনজরে দেখে নিন রিয়েলমি সি ২০ এ এর যাবতীয় খুঁটিনাটি :


  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি।
  • ক্যামেরা: ব্যাক ৮, ফ্রন্ট ৫ মেগাপিক্সেল।
  • ব্যাটারী: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার।
  • স্টোরেজ: ২জিবি / ৩২জিবি
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১০ রিয়েলমি ইউ আই ভার্সন।
  • দাম: ৮৯৯০ টাকা মাত্র।

শেষ কথা,,

আপনি যদি এতক্ষণ আমাদের আর্টিকেলটি মন দিয়ে পড়ে থাকেন তবে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল নিয়ে আজকের আলোচনার দশটি মডেলের ফোন সম্পর্কে নিশ্চয়ই জানতে পেরেছেন। আশা করি, তথ্যগুলো আপনার পরবর্তীতে একটি ভালো ফোন কেনার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। আপনার বাজেট বৃদ্ধি সম্ভব হলে বার হাজার টাকার মধ্যে ভালো ফোনগুলোও দেখতে পারেন।

এবার বলুন তো, ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ লিস্ট থেকে আপনি কোন ফোনটি কিনতে যাচ্ছেন?


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account