১০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো মোবাইল

Deal Score0
Deal Score0

 

ভালো ৫টি মোবাইল ১০,০০০ টাকার মধ্যে 

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল খুঁজছেন? বর্তমান যুগ মোবাইলের যুগ। মোবাইল বা স্মার্টফোন ছাড়া এই যুগ যেনো কল্পনারও বাইরে। তাই কমদামেও ভালো ফিচার সহ ফোন এখন সচরাচরই পাওয়া যাচ্ছে। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ নিয়ে।

যারা নতুন স্মার্টফোন কিনতে যান, কিংবা পুরাতন মোবাইল পরিবর্তন করে নতুন একটি ভালো ফোন কিনতে চান, তারা অনেকেই না জানার কারণে দোকানদারের দেওয়া খারাপ কোয়ালিটির ফোন নিতে বাধ্য হন।

যেহেতু বাজারে 10 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর চাহিদা সবচেয়ে বেশি, তাই আমাদের আজকের আলোচনা সেসব গ্রাহকের জন্যই। আর দেরি কেন! চলুন জেনে নেই ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ।

১. রিয়েলমি সি ১১ – Realmi c11

রিয়েলমি সি ১১


১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল তালিকায় রয়েছে রিয়েলমি ব্র্যান্ডের মডেল রিয়েলমি সি ১১। 

৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বিশিষ্ট ফোনটির আছে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির ইন্টার্নাল স্পেস ৩২ জিবি এবং ৬৪ জিবি। র্যামের পরিমাণ ২ জিবি ও ৪ জিবি। অপারেটিং সিস্টেম হিসেবে এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১১।

রিয়েলমির ১০ হাজার টাকার মধ্যে ভালো এই মোবাইলটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। চিপসেট হিসেবে আছে Unisoc SC9863A, যার সাইজ 28 ন্যানোমিটার। 

অত্যন্ত আকর্ষণীয় ফিচার সহ এই মডেলটির ২/৩২ জিবি ভার্সনের দাম মাত্র ৯০৯০ টাকা। দামের তুলনায় ফোনটির সার্ভিস অনেক ভালো। চলুন, এক নজরে দেখে নেই রিয়েলমি সি ১১ এর খুঁটিনাটি সবকিছু:

ফোনের বিবরণ :

  • দাম: ৯০৯০ টাকা
  • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি, এলসিডি
  • ‌RAM / ROM: ২ জিবি / ৩২ জিবি, ৪ জিবি/ ৬৪ জিবি
  • ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্প
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১।
  • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল (ব্যাক), ৫ মেগাপিক্সেল (সেলফি)।
  • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট, ফেসলক।

২. জিওনি ম্যাক্স প্রো – Gionee Max Pro

জিওনি ম্যাক্স প্রো 


১০ হাজার টার মধ্যে জিওনি ম্যাক্স প্রো ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট এই মডেলটির ইন্টার্নাল স্পেস ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। এই ফোনে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। 

১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটির জনপ্রিয়তা বাড়িয়েছে। জিওনির এই সেটটিতে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।

এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১০। এতসব সুবিধার বদৌলতে ফোনটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৯০০০ টাকা। চলুন একনজরে দেখি নেই জিওনি ম্যাক্স প্রো এর যাবতীয় খুঁটিনাটি :

    ফোনের বিবরণ :

    • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি
    • র্যাম / রম: ৩ জিবি /৩২ জিবি
    •  ক্যামেরা: ১৩,৮ মেগাপিক্সেল।
    • নেটওয়ার্ক: ২/৩/৪ জেনারেশন।
    • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১০
    • দাম: ৯০০০ টাকা।

    ৩.সিম্ফনি জেড ৪০ – Symphony Z40

    Symphony Z40


    ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল | ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর মধ্যে সিম্ফনির এই মডেলটি ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

    ফোনটির ডিসপ্লে ৬.৫৫ ইঞ্চি, ব্যাক ক্যামেরা ১৩+২+৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। দীর্ঘ সময় ব্যাকআপ দিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার। ইন্টার্নাল স্টোরেজ হিসেবে আছে ৩ জিবির র্যাম এবং ৩২ জিবির রম।

    সিম্ফনি জেড ৪০ তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে এন্ড্রোয়েড টিএম ১০। ফিঙ্গারপ্রিন্টের সুবিধা সহ এই সেটটির দাম পড়বে মাত্র ৯৯৯০ টাকা। তো বুঝতেই পারছেন, দামের তুলনায় মান কিন্তু অনেক ভালো। এক নজরে চোখ বুলিয়ে নেই কি কি আছে এই সিম্ফনি জেড ৪০ এ :

      ফোনের বিবরণ :

      • ডিসপ্লে: ৬.৫৫ ইঞ্চি।
      • ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্প লিথিয়াম পলি।
      • ক্যামেরা: ১৩,২,৫ মেগাপিক্সেল (ব্যাক) ; ১৩ মেগাপিক্সেল (ফ্রন্ট)
      • র্যাম/ রম: ৩ জিবি/৩২ জিবি
      • অপারেটিং সিস্টেম: এন্ড্রেয়েড টিএম ১০
      • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
      • দাম: ৯৯৯০ টাকা।

      ৪. সিম্ফনি অ্যাটম ২ – Symphony Atom ii

      Symphony Atom ii

      ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর তালিকায় সিম্ফনির আরো একটি ফোন। 

      ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট সিম্ফনি অ্যাটম ২ মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১১ গো এডিশন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি মানের৷ ব্যাক ও ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

      ইন্টার্নাল স্পেস হিসেবে ফোনটিতে আছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবির রম। সিম্ফনির এই ফোনটিতে ২জি ,৩জি ও ৪ জি নেটওয়ার্ক স্বাচ্ছন্দ্যে চলতে পারে। বাংলাদেশে সিম্ফনির এই মডেলটি কিনতে আপনার খরচ হবে মাত্র ৭৭৯০ টাকা। একনজরে সিম্ফনি অ্যাটম ২ :

        ফোনের বিবরণ :

        • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি।
        • ইন্টার্নাল স্পেস: ২ জিবি/ ৩২ জিবি
        • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল (ব্যাক ও সেল্ফি)
        • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো এডিশন।
        • নেটওয়ার্ক: ২, ৩, ৪ জি।
        • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
        • দাম: ৭৭৯০ টাকা।

        ৫. ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো – Infinix Smart5 Pro

        ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো 

        10 হাজার টাকায় ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ এর তালিকায় রয়েছে ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো। 

        ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বিশিষ্ট এই মডেলটির ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো মানের। সেটটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স এবং সেলফি ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সিং। ইন্টার্নাল স্পেস হিসেবে আছে ২ জিবি সাইজের র্যাম এবং ৩২ জিবি আকারের রম।

        ইনফিনিক্সের এই মডেলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া আছে এন্ড্রোয়েড ১১ গো এডিশন ভার্সন। ফোনটির ডিসপ্লে ৬.৫২ ইঞ্চির। ফোনটির সাথে আপনি পাবেন টাইপ সি চার্জার যা ফাস্ট চার্জিং নিশ্চিত করবে। 

        এই সেটটিতে আপনি অনায়াসে ২,৩,৪ প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এত এত সুবিধা পেতে হলে আপনাকে খরচ করতে হবে ৮৯৯০ টাকা। এবার চলুন এক নজরে দেখে আসি ইনফিনিক্স স্মার্ট ৫ প্রো এর যাবতীয় তথ্যাদি:

          ফোনের বিবরণ :

          • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি
          • স্টোরেজ: ২ জিবি র্যাম এবং ৩২ জিবি রম।
          • ক্যামেরা: ব্যাক, সেলফি ; ১৩,৮ মেগাপিক্সেল
          • অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড ১১ গো এডিশন।
          • নেটওয়ার্ক: ২,৩ ও ৪ প্রজন্ম।
          • ব্যাটারি: ৬০০০ মিলিঅ্যাম্প।
          • চার্জিং: ফাস্ট চার্জিং
          • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট
          • দাম: ৮৯৯০ টাকা।

          শেষ কথা,

          আজকের আর্টিকেলে আমরা জানলাম নতুন ফোন ১০,০০০ টাকার মধ্যে । কেমন পারফমেস কত দাম এর ব্যাপারে। প্রতিদিন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিয়মিত আমাদের এই cobangla.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ ।


          আরো পড়ুন:

          1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
          2. প্রসেসর কি 
          3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
          4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
          5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
          6. নতুন গেমিং ল্যাপটপ 2022
          7. নতুন গেমিং পিসি 2022 |
          8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
          9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
          10. 10000-এর নীচে সেরা ফোন 

          cobangla
          We will be happy to hear your thoughts

          Leave a reply

          Tech Topic Cobangla
          Logo
          Register New Account