
২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন (২০২১) | Best smartphone in 20 thousand taka (2021)
বাংলাদেশের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর মোবাইলের জন্য বাজেট সাধারণত ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে অসাধারণ কিছু ফোন অফার করছে শাওমি ও রিয়েলমির মত চাইনিজ স্মার্টফোন নির্মাতাগণ।
চলুন জেনে নেয়া যাক, ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে যেগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে।
২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২১
২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন যেগুলো ২০২১ সালে পাওয়া যাচ্ছে, সেগুলো হলোঃ
- রিয়েলমি সি৩,
- ওয়ালটন আরএক্স৮ মিনি,
- রিয়েলমি ৫আই,
- রিয়েলমি নারজো ৩০এ,
- ইনফিনিক্স হট ১০,
- রিয়েলমি নারজো ২০,
- টেকনো স্পার্ক ৬,
- টেকনো স্পার্ক ৭ প্রো,
- শাওমি রেডমি ৯,
- পোকো এম২,
- রিয়েলমি ৬আই,
- স্যামসাং গ্যালাক্সি এম১২,
- স্যামসাং গ্যালাক্সি এম২১,
- রিয়েলমি ৭আই,
- শাওমি রেডমি নোট ৯,
- শাওমি রেডমি নোট ১০।
উল্লেখিত ফোনসমুহ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখা পড়ুন।
রিয়েলমি সি৩ – Realme C3
কমদামেও যে ভালো গেমিং ফোন পাওয়া সম্ভব, এটা একটা সময় কল্পনা ছিলো। তবে রিয়েলমি সি৩ ফোনটি দিয়ে সবার এই ধারণাকে ভূল প্রমাণিত করেছে রিয়েলমি। মাত্র ১১ হাজার টাকার এই ফোনটি মূলত বাজেট গেমারদের কথা মাথায় রেখেই তৈরী।

৬.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে আর ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি মিলিয়ে ফোনটিতে থাকা মিডিয়াটেক হেলিও জি৭০ এর কল্যাণে গেমিং হবে অনবদ্য৷ রিয়েলমি সি৩ তে থাকছে ৩জিবি র্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। থ্রিপল ক্যামেরা সেটাপের ফোনটিতে থাকছে ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সর।
রিয়েলমি সি৩ এর দামঃ ১০,৯৯০ টাকা
ওয়ালটন আরএক্স৮ মিনি – Walton RX8 Mini
মাত্র ১২ হাজার টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসর, তাও আবার ৬.৩ ইঞ্চির ফুল এইচডডি ডিসপ্লের সাথে? না, অসম্ভব কিছু নয়। কথা বলছি দেশীয় ব্র্যান্ড, ওয়ালটন এর আরএক্স৮ মিনি ফোনটিকে নিয়ে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরের ফোন, ওয়ালটন আরএক্স৮ মিনি তে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

ত্রিপল ক্যামেরা সেটাপের ফোনটি চলবে ৩৬০০ মিলিএম্প এর ব্যাটারি দ্বারা। কম বাজেটে গেমিং এর জন্য যারা স্ন্যাপড্রাগন প্রসেসর এর ফোন খুঁজছেন, তাদের জন্য আদর্শ সমাধান হতে পারে ওয়ালটন আরএক্স৮ মিনি ফোনটি।
ওয়ালটন আরএক্স৮ মিনি এর দামঃ ১১,৯৯৯ টাকা
রিয়েলমি ৫আই – Realme 5i
১৩ হাজার টাকার মধ্যে ব্যবহার উপযোগী ভালো পারফরম্যান্স ও গেমিং ও করা যাবে এমন ফোন খুজছেন? তাহলে রিয়েলমি ৫আই হতে পারে আপনার জন্য আদর্শ সমাধান। রিয়েলমি ৫আই ফোনটির অসাধারণ পারফরম্যান্স এর পেছনে প্রধান ভূমিকা এর শক্তিশালী কোয়ালকম এর প্রসেসর, স্ন্যাপড্রাগন ৬৬৫।

১৩ হাজার টাকার ফোন, রিয়েলমি ৫আই তে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রিয়েলমি ৫আই তে থাকছে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি। এছাড়াও ফোনটির পেছনে থাকছে ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেস্নর।
রিয়েলমি ৫আই এর দামঃ ১২,৯৯০ টাকা
আরও জানুনঃ বিশ্বের সেরা স্মার্টফোন ২০২১
রিয়েলমি নারজো ৩০এ – Realme Narzo 30A
রিয়েলমি নারজো সিরিজের রিয়েলমি নারজো ৩০এ যেকোনো দামের স্মার্টফোন এর লিস্টেই সেরার কাতারে থাকবে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন এর জন্য। ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি ও মিডিয়াটেক এর হেলিও জি৮৫ প্রসেসর এর রিয়েলমি নারজো ৩০এ দেশের বাজেট গেমারদের প্রথম পছন্দ হতে পারে।

গেমিং-সেন্ট্রিক ফোন হওয়ায় ফোনটির প্রধান ফোকাস এর চিপসেটেই থাকছে। রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরার ফোন রিয়েলমি নারজো ৩০এ ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
রিয়েলমি নারজো ৩০এ এর দামঃ ১২,৯৯০ টাকা
ইনফিনিক্স হট ১০ – Inifinix Hot 10
সাশ্রয়ী মূল্যে অসাধারণ স্পেসিফিকেশন অফার করায় দেশের বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ইনিফিনিক্স এর স্মার্টফোনগুলো। তারই ধারাবাহিকতায় আমাদের তালিকায় স্থান পেয়েছে ইনফিনিক্স হট ১০ ফোনটি।

ইনফিনিক্স হট ১০ ফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি চলবে শক্তিশালী হেলিও জি৭০ প্রসেসর দ্বারা। ১৬ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ৫২০০ মিলিএম্প এর ব্যাটারি ব্যবহৃত হয়েছে ফোনটিতে।
ইনফিনিক্স হট ১০ এর দামঃ ১২,৯৯০ টাকা
রিয়েলমি নারজো ২০ – Realme Narzo 20
বাজেটের মধ্যে ৪৮ মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা সেটাপ, শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও বিশাল ৬০০০মিলিএম্প এর মত ফিচার দিয়ে আমাদের এই ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি নারজো ২০ ফোনটি।

রিয়েলমি নারজো ২০ তে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ফোনটিতে ফিজিক্যাল ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
রিয়েলমি নারজো ২০ এর দামঃ ১৩,৯৯০ টাকা
টেকনো স্পার্ক ৬ – Tecno Spark 6
১২ হাজার টাকার মধ্যে ৪ জিবি র্যাম এর সাথে ১২৮ জিবি বিশাল ইন্টারনাল স্টোরেজ অফার করার মাধ্যমে ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় স্থান করে নিয়েছে টেকনোর ফোন, টেকনো স্পার্ক ৬। যাদের বাজেটের মধ্যে বিশাল মাপের ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ভালো মানের পারফরম্যান্স প্রয়োজন, তাদের জন্য টেকনো স্পার্ক ৬ সবকয়টি প্রয়োজনই পূরণ করে।

থ্রিপল ক্যামেরার ফোন টেকনো স্পার্ক ৬ এ পাঞ্চহোল ডিসপ্লে থাকায় এটি অত্যন্ত আকর্ষণীয় দেখায়৷ টেকনো স্পার্ক ৬ ফোনটিতে থাকছে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি। ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৭০ প্রসেসর দ্বারা৷ এছাড়াও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ফিংগারপ্রিন্ট সেস্নর ইত্যাদি ফিচার ও রয়েছে ফোনটিতে।
টেকনো স্পার্ক ৬ এর দামঃ ১১,৯৯০ টাকা
আরও জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি স্মার্টফোন
টেকনো স্পার্ক ৭ প্রো – Tecno Spark 7 Pro
সাধ্যের মধ্যে সবটুকু সুখ এর অনন্য উদাহরণ টেকনো ব্র্যান্ড এর টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটি। অসাধারণ ডিজাইন এর সাথে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আর ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির ডিসপ্লে মিলিয়ে যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্য অসাধারণ একটি প্যাকেজ এই ফোনটি।

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে হেলিও জি৮০, যা বাজেটের মধ্যে অসাধারণ গেমিং পারফরম্যান্স দিতে সক্ষম। এছাড়াও ৫০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে ফোনটিতে। টেকনো স্পার্ক ৭ প্রো এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৩,৪৯০ টাকায়। অন্যদিকে ৬ জিবি র্যামের ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ১৪,৯৯০ টাকায়।
টেকনো স্পার্ক ৭ প্রো এর দামঃ ১৩,৪৯০ টাকা।
শাওমি রেডমি ৯ – Xiaomi Redmi 9
১৫ হাজার টাকা বাজেট আর ভাবছেন কোন ফোনটি কিনবেন? চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারেন শাওমির রেডমি ৯ ফোনটি। ১৫ হাজার টাকার মধ্যে পারফেক্ট স্মার্টফোন এই ফোনটি। মিডিয়াটেক এর হেলিও জি ৮০ প্রসেসর আর ৫০২০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে শাওমি রেডমি ৯ ফোনটিতে।

কোয়াড ক্যামেরার ফোন, রেডমি ৯ যেকোনো ধরনের ব্যবহারকারীর চাহিদা পুরণে সক্ষম। এছাড়াও রেডমি ৯ ফোনটির ডিজাইন আকর্ষণীয় ও চমৎকার। রেডমি ৯ এ র্যাম থাকছে ৪ জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৬৪জিবি। তালিকার অন্যসব ফোনের মতো এই ফোনটিতেও ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।
শাওমি রেডমি ৯ এর দামঃ ১৪,৯৯৯ টাকা
পোকো এম২ – Poco M2
১৬ হাজার টাকার মধ্যে ৬ জিবি র্যাম, কোয়াড ক্যামেরা সেটাপ, শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর এর মত ফিচার দিয়ে তালিকাতে স্থান করে নিয়েছে শাওমির পোকো এম২ ফোনটি। পোকো এম২ এর ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও ৬জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ১৬,৯৯৯ টাকা।

পোকো এম২ ফোনটিতে রয়েছে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি৷ এছাড়াও ফোনটির ৬.৫৩ইঞ্চির ডিসপ্লের রেজ্যুলিউশন ফুল এইচডি প্লাস।
পোকো এম২ এর দামঃ ১৫,৯৯৯ টাকা
রিয়েলমি ৬আই – Realme 6i
বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর রিয়েলমি ৬আই পাওয়া যাচ্ছে ১৬,৯৯০ টাকায়। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রিয়েলমি ৬আই ফোনটিতে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৮০ প্রসেসর। ৫০০০ মিলিএম্প ব্যাটারির ফোনটিতে রয়েছে রিয়ার মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর।

রিয়েলমি ৬আই এর দামঃ ১৬,৯৯০ টাকা
স্যামসাং গ্যালাক্সি এম১২ – Samsung Galaxy M12
বাজেটের মধ্যে ভালো স্যামসাং ফোন এর খোঁজে থাকলে, দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটি। খুবই সুন্দর দেখতে ৬.৫ইঞ্চির ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের ফোন, স্যামসাং গ্যালাক্সি এম১২ এ ব্যবহৃত হয়েছে স্যামসাং এর নিজস্ব এক্সিনোজ ৮৫০ চিপসেট।

৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে গ্যালাক্সি এম১২ ফোনটিতে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। এছাড়াও ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি এম১২ দামঃ ১৮,৪৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম২১ – Samsung Galaxy M21
২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর আমাদের এই তালিকাতে একমাত্র স্যামসাং এর ফোন, স্যামসাং গ্যালাক্সি এম২১। ফোনটি পাওয়া যাবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে, যার দাম ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি।

স্যামসাং গ্যালাক্সি এম২১ এ ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর এক্সিনোজ ৯৬১১ প্রসেসর। ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। ফিংগারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি ফোনটিতে থাকছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।
স্যামসাং গ্যালাক্সি এম২১ এর দামঃ ১৮,৯৯৯ টাকা
রিয়েলমি ৭আই – Realme 7i
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোন, রিয়েলমি ৭আই এর অফিসিয়াল দাম বাংলাদেশে ১৮,৯৯০ টাকা। ১৯ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি সর্বোচ্চ ফিচার অফার করছে।

৬.৫ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লের ফোন, রিয়েলমি ৭আই তে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর কোয়াড ক্যামেরা সেটাপ। ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিংগারপ্রিন্ট। রিয়েলমি ৭আই এর ব্যাটারি ৫০০০ মিলিএম্প। রিয়েলমি ৭আই তে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এই প্রসেসরটি এন্ট্রি-মিড রেঞ্জের হলেও ৮ জিবি র্যাম থাকায় ফোনটি হতে দারুণ পারফরম্যান্স পাওয়া যাবে।
রিয়েলমি ৭আই এর দামঃ ১৮,৯৯০ টাকা
শাওমি রেডমি নোট ৯ – Xiaomi Redmi Note 9
সেরা স্মার্টফোন এর তালিকায় শাওমির রেডমি নোট সিরিজ থাকবেনা, তা কি হতে পারে? আমাদের তালিকার এই ফোনটি হচ্ছে শাওমি রেডমি নোট ৯। বাংলাদেশে রেডমি নোট ৯ এর তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এর রেডমি নোট ৯ এর দাম ১৮,৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর রেডমি নোট ৯ এর দাম ১৯,৯৯৯ টাকা৷ অন্যদিকে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রেডমি নোট ৯ এর দাম ২১,৯৯৯ টাকা।

শাওমি রেডমি নোট ৯ এর আকর্ষণীয় ডিজাইনে মুগ্ধ হতে বাধ্য যেকেউ। ডিজাইনের পাশাপাশি ফোনটির ফিচারেও রয়েছে চমক। ৬.৫৩ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লের ফোন, রেডমি নোট ৯ রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ। ফোনটিতে রয়েছে রিয়ার মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর, যা ফোনটির ক্যামেরা কাটআউটের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়।
রেডমি নোট ৯ থাকছে ৫০২০ মিলিএম্প এর ব্যাটারি৷ ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর শক্তিশালি হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটি ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্টেড।
শাওমি রেডমি নোট ৯ এর দামঃ ১৮,৯৯৯ টাকা
রিয়েলমি নারজো ৩০ – Realme Narzo 30
২০হাজার টাকার মধ্যেই মিডিয়াটেক এর অত্যন্ত শক্তিশালী প্রসেসর, হেলিও জি৯৫ যুক্ত ফোন হলো রিয়েলমি নারজো ৩০। নারজো সিরিজের ফোনগুলো সাধারণত তরুণদের কেন্দ্র করেই তৈরি বলে এসব ফোন থেকে ভালো ক্যামেরা থেকে শুরু করে ডিসেন্ট গেমিংয়ের এক্সপেরিয়েন্স পাওয়া যায়। রিয়েলমি নারজো ৩০ ফোনটির বক্সেই দেওয়া আছে ৩০ ওয়াটের চার্জার যা ফোনটির ৫০০০মিলিএম্প ব্যাটারিকে এক ঘন্টার মধ্যেই ফুল চার্জ করতে সক্ষম।

রিয়েলমি নারজো ৩০ ফোনটিতে রয়েছে ৪৮মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ, যা দিয়ে ৪কে ভিডিও রেকর্ডিং সম্ভব। এছাড়াও ফোনটিতে স্টিরিও স্পিকার ও সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট এর মত আকর্ষণীয় সব ফিচার তো থাকছেই।
রিয়েলমি নারজো ৩০ এর দামঃ ১৯,৯৯০টাকা
শাওমি রেডমি নোট ১০ – Xiaomi Redmi Note 10
সম্প্রতি মুক্তি পাওয়া রেডমির নোট সিরিজের নোট ১০ ফোনটি দেশের বাজারে বেশ সাড়া ফেলে দিয়েছে। ২৯ হাজার টাকার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট দেওয়ার মাধ্যমে এই ফোনটি অতি সহজেই ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনের তালিকায় স্থান করে নিয়েছে।

রেডমি নোট ১০ ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ, যাতে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সেল্ফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। রেডমি নোট ১০ ফোনটিতেও রয়েছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর।
ফোনটির ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি বক্সে দেওয়া ৩৩ ওয়াটের চার্জার দিয়ে ৬৭% চার্জ করা যাবে মাত্র ৩০ মিনিটে। পাশাপাশি আইআর ব্ল্যাস্টার এবং ৩.৫ মিমি জ্যাক ও রয়েছে রেডমি নোট ১০ এ। ২০ হাজার টাকার মধ্যে ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে।
রেডমি নোট নোট ১০ এর দামঃ ১৯,৯৯৯ টাকা
বাংলাটেক ২৪ এর এই ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় মোটামুটি প্রত্যেকটি প্রাইস রেঞ্জকে গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখিত স্মার্টফোনগুলোর অফিসিয়াল দাম উল্লেখ করা হয়েছে এই তালিকায়। আনঅফিসিয়ালি ফোনগুলো উল্লেখিত দামের চেয়ে কম দামেও পাওয়া যেতে পারে।
১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে সেরা মনে হয়? এই ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন তালিকায় আপনি হলে কোন ফোনটি কিনবেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।