৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩

Deal Score0
Deal Score0

 

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ সালে এসে খুঁজে পাওয়া একটু কঠিনই বটে। তবে অনেকেই শুধু নরমাল কাজের জন্য 8000 price mobile in Bangladesh ও দশ হাজার টাকার মধ্যে ফোন সার্চ করে থাকেন। তাই গ্রাহকের চাহিদা মাথায় রেখে বিভিন্ন ব্র্যান্ড নিয়মিত কম দামে ভালো ফোন রিলিজ করে যাচ্ছে। আপনিও যদি ৮০০০ টাকার মধ্যে ভালো ফোন কিনতে চান তবে এই তালিকাটি আপনার জন্যই।

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন তালিকায় ২০২৩ সালে বাজারে আসা সেরা ফোনগুলোকে একসাথে তুলে ধরেছি। ৭ হাজার থেকে ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন তালিকায় থাকা ফোনগুলো শুধুমাত্র নরমাল ইউজারদের জন্য। Best Phone Under 8000 in Bangladesh তালিকা করার সময় ব্রান্ড, হিটিং ইস্যু, ডিসপ্লে এবং ইউজার এক্সপেরিয়েন্সকেই শুধু গুরুত্ব দিয়ে দেখেছি।

তাই, আপনি যদি ফোনে হেভী গেমিং ও মাল্টিটাস্কিং করতে চান তবে আপনার বাজেট একটু বাড়িয়ে ২০-২৫ হাজার টাকার বাজেটের ফোন কিনতে হবে।

এবার তাহলে চলুন ৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ তালিকায় স্থান পাওয়া ফোনগুলোর মূল্য এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

1. Walton Primo GH10i

৮ হাজার টাকার মধ্যে ওয়ালটন ফোন


৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ তালিকায় প্রথমেই রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের তৈরি প্রিমিও GH10i ফোনটি। ফোনটির ব্যাকসাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে।

ফোনটিতে ২জিবি RAM এবং ৩২জিবি ROM রয়েছে। স্টোরেজ কম থাকার কারনে একসাথে ৩/৪টি অ্যাপ রান করালে পারফর্মেন্স কমে যেতে পারে। তবে নরমাল ব্যবহার করলে এই ফোনটি থেকেও ভালো পারফর্মেন্স পাবেন।

ফোনে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh এর একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে। যেহেতু ফোনের প্রসেসরটি কম পরিমাণে পাওয়ার বার্ণ করে তাই অনায়াসে ১ দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন।

ওয়াল্টনের এই ফোনটি Royal Blue, Emerald Green দুটি আকর্ষণীয় কালারে মার্কেটে পাওয়া যাবে।

Walton Primo GH10i মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : Unisoc Tiger T310 SoC, Quad-Core
  • ডিসপ্লে : 6.52 inches IPS INCELL
  • ব্যাক ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ১০৮০ পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 4000 mAh
  • স্টোরেজ : ২/৩২ জিবি
  • কালার : Royal Blue, Emerald Green
  • মোবাইলের দাম ৭৯৯৯ টাকা।

2. Walton Primo GH11

৮০০০ টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২৩ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালটন প্রিমো সিরিজের GH11 স্মার্টফোনটি। ব্যাকপার্ট প্লাস্টিকের তৈরি এবং টেক্সচার ডিজাইন দেওয়া হয়েছে। ফোনের  বাড়তি সিকিউরিটির জন্য মাঝামাঝি স্থানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্থাপন করা আছে যেন সহজে আনলক করা যায়।

ফোনের প্রসেসরটি যেহেতু পুরনো মডেলের তাই এই ফোন দিয়ে হেভী মাল্টিটাস্কিং করা যাবে না। গেমিং এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে। এটাতে সাধারন গেমগুলো ভালোভাবেই খেলতে পারবেন তবে ভারী গেমগুলো রান করালে সমস্যা ফেস করতে হতে পারে।

ব্যাটারি সেকশনে 4200 mAh এর একটি ব্যাটারি রয়েছে। নরমালভাবে ইউজ করলে এর মাধ্যমে ১দিনের বেশি সময় ব্যাকআপ পাওয়া যাবে।

Walton Primo GH11 মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : MediaTek Helio A22 (12 nm)
  • ডিসপ্লে : 6.52 inches IPS INCELL
  • ব্যাক ক্যামেরা : ১৩+০.৩+০.৩ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ১০৮০ পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 4200 mAh
  • স্টোরেজ : ২/৩২ জিবি, ৪/৩২ জিবি
  • কালার : Grass Green, Night Blue, Grey Blue

3. Nokia C2 2nd Edition


৮০০০ টাকার মধ্যে নোকিয়া ফোন

ডিসপ্লে হিসেবে পুরনো মডেলের ৫.৭ ইঞ্চি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি ৪৮০ x ৯৬০ পিক্সেল রেজ্যুলেশন এবং 188 ppi Density সম্পন্ন। তাই ডিসপ্লের ব্রাইটনেস, কালার ও আনুষঙ্গিক বিষয়গুলো বাজেটের তুলনায় আশানুরূপ পাওয়া যাবে।

ফোনের ব্যাকসাইডে ৫ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। ক্যামেরাটি কিছুটা ছোট হলেও প্রোপার লাইটিংয়ে কাজ চলার মতো ছবি দিতে পারে। ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও এভারেজ মানের ছবি পাওয়া যাবে। আর ভিডিওগ্রাফি করা যাবে সর্বোচ্চ ৭২০ পিক্সেলে।

Nokia C2 2nd Edition মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : Quad-core, 1.5 GHz
  • ডিসপ্লে : 5.7 inches IPS LCD
  • ব্যাক ক্যামেরা : ৫ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ৭২০  পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ২ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 2400 mAh
  • স্টোরেজ : ১/৩২ জিবি, ২/৩২ জিবি
  • কালার : Dark Blue, Warm Gray
  • ফোনটি বিক্রয়মূল্য রয়েছে ৮,৪৯৯ টাকা।

4. Symphony i73


৮০০০ টাকার মধ্যে সিম্ফনি ফোন

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ তালিকার ৪নং এ আছে Symphony i73. কম দামে ভালো ফোনের জন্য দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সিম্ফোনি এবার নিয়ে এসেছে Symphony i73 স্মার্টফোন। ফোনটি নভেম্বর মাসেই লঞ্চ হয়েছে Aqua Green, Forest Green, Cobalt Blue এই তিনটি ভিন্ন কালারে।

ফোনের সামনের অংশে ১৪৪০x৭২০ পিক্সেল রেজ্যুলেশন সম্পন্ন ৬ ইঞ্চি IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে রয়েছে। 262 ppi ডেনসিটি থাকায় ভিডিও কনটেন্ট দেখার সময় বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই ফোনের একটি আকর্ষণীয় দিক হলো এর “ফেইস লক” ফিচারটি! সাধারণত, এই বাজেটের ফোনে এই ফিচার পাওয়া যায় না। তাছাড়া, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।

ফোনের পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য ৩১৫০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা প্রায় ৮ ঘন্টার মতো স্ক্রিন টাইম ব্যাকআপ দিতে পারে।

Symphony i73 মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : UNISOC SC9832E (28 nm)
  • ডিসপ্লে : 6 inches IPS LCD
  • ব্যাক ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ১০৮০  পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 3150 mAh
  • স্টোরেজ : ২/৩২ জিবি
  • কালার : Aqua Green, Forest Green, Cobalt Blue
  • ফোন এর বর্তমা মূল্য ৭৪৯৯ টাকা।


শেষ কথা,

কম দামে ভালো ফোন এর উক্ত তালিকা থেকে আপনার পছন্দের স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে। ধন্যবাদ ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ ২০২৩
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account