কম দামে ভালো ফোন ২০২৩

Deal Score0
Deal Score0

 

কম দামে ভালো ফোন ২০২৩

প্রযুক্তির উন্নতির সাথে সাথে হাতের নাগালে চলে আসছে সকল পণ্য। এরই ধারাবাহিকতায় কম দামেই পাওয়া যাচ্ছে অসাধারণ সব কম দামে ভালো ফোন গুলো। প্রতিযোগিতা বেড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। ফলস্বরূপ পাওয়া যাচ্ছে অল্প দামে ভালো স্মার্টফোন। এগুলো থেকে বেশি উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতাগণ।
দেশের বাজারে অফিসিয়ালি বেশ কিছু কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে। এসব “ভ্যালু ফর মানি” ফোন এর ক্ষেত্রে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন এর দেখা মিলছে ডিভাইসগুলোতে। চলুন জেনে নেওয়া যাক সেরা কিছু কম দামে ভালো ফোন সম্পর্কে।

ওয়ালটন প্রিমো আরএক্স৭ মিনি

দেশের বাজারে দশ হাজার টাকা বাজেটের মধ্যে কোনো ফোন আজ পর্যন্ত হয়ত এতোটা জনপ্রিয় হতে পারেনি, যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলো দেশীয় ব্র‍্যান্ড ওয়ালটন এর ওয়ালটন প্রিমো আরএক্স৭ ফোনটি। এই ফোনটি সাশ্রয়ী দামে অসাধারণ স্পেসিফিকেশন অফার করার মাধ্যমে মুক্তির ২বছর পরও অসাধারণ “ভ্যালু ফর মানি” অফার করছে।
আরএক্স৭ মিনি ফোনটির প্রধান আকর্ষণ এর প্রসেসর, মিডিয়াটেক হেলিও পি৬০। এতো কম দামের ফোনে এই ধরনের শক্তিশালী প্রসেসরের দেখা মিলা প্রায় অসম্ভব। বাজেট গেমাররা চাইলে এই ফোনটি কিনতে পারেন কম দামের ফোনে স্বাচ্ছন্দে গেমিং করতে চাইলে।
একনজরে ওয়ালটন প্রিমো আরএক্স৭ মিনি এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
  • র‍্যামঃ ৩ জিবি
  • স্টোরেজঃ ৩২ জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩০০০ মিলিএম্প
  • দামঃ ৯,৪৯৯ টাকা

ইনফিনিক্স হট ৯ প্লে – কম দামে ভালো ফোন


ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটি মূলত সাধারণ ব্যবহারীদের কথা মাথায় রেখেই তৈরী। ফোনটির বিশাল ব্যাটারি যেকোনো ধরনের ব্যবহারকারীর পছন্দ হবে। বিশেষ করে বড় স্ক্রিনে যারা মাল্টিমিডিয়া কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি আদর্শ পছন্দ।

এছাড়াও ফোনটির ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি মাত্র ৭,৯৯০টাকায় পাওয়া যাচ্ছে। বাজেট বাড়ানো সম্ভব হলে ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ক্রয় করাই বুদ্ধিমানের কাজ হবে।


একনজরে ইনফিনিক্স হট ৯ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ২জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
  • দামঃ ৭,৯৯০টাকা / ৯,৯৯০টাকা

সিম্ফনি জেড৪০


ব্যবহারের ফোনটি সুন্দর দেখতে হওয়া চাই, সাথে পারফরম্যান্স ও হওয়া চাই ব্যবহারযোগ্য – এমন যদি হয় আপনার পছন্দ, তাহলে সিম্ফনি জেড৪০ ফোনটি আপনাকে হতাশ করবেনা। সিম্ফনি জেড৪০ ফোনটি নিঃসন্দেহে ১০হাজার টাকার মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ফোনগুলোর কাতারে এগিয়ে থাকবে।

তবে সৌন্দর্যের মধ্যেই শেষ নয় সিম্ফনি জেড৪০ এর গল্প। ফোনটিতে রয়েছে বিশাল ৫০০০মিলিএম্প ব্যাটারি। এছাড়াও স্টক অ্যান্ড্রয়েডে চালিত বলে ৩জিবি র‍্যামের ফোন হলেও সাধারণ ব্যবহারে সিম্ফনি জেড৪০ নিয়ে কোনো সমস্যা হওয়ার অবকাশ নেই।

একনজরে সিম্ফনি জেড৪০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ৯,৯৯০টাকা

টেকনো স্পার্ক ৬


১২হাজার টাকার ডিভাইসে ১২৮জিবি স্টোরেজ আবার সাথে ভালো প্রসেসর পেলে কেমন হয়? কথা বলছি টেকনো স্পার্ক ৬ ফোনটি সম্পর্কে। সবচেয়ে কম দামে ১২৮ জিবি স্টোরেজ প্রদান করার মাধ্যমে ফোনটি আমাদের কম দামে ভালো ফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।

তবে স্টোরেজ বেশি বলে অন্য ডিপার্টমেন্টে কমতি রাখেনি টেকনো। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারির পাশাপাশি ব্যবহারযোগ্য ক্যামেরা সেটাপ চোখে পড়বে। এছাড়াও ফোনটির প্রসেসর বর্তমানের যেকোনো অ্যাপ বা গেম চালাতে যথেষ্ট শক্তিশালী। টেকনো মোবাইলের দাম জেনে নিন।

একনজরে টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ১১,৯৯০টাকা

শেষ কথা,

কম দামে ভালো ফোন এর উক্ত তালিকা থেকে আপনার পছন্দের স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে। ধন্যবাদ ।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ ২০২৩
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account