কিভাবে whatsapp একাউন্ট খুলবো

Deal Score0
Deal Score0

 

কিভাবে whatsapp একাউন্ট খুলবো

বর্তমানে আমাদের দেশে দিন দিন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। এমন অনেকে আগে যারা বিভিন্ন আনসিকিউর মেসেঞ্জিং প্লাটফর্ম ব্যবহার করত, এখন তারা বিশ্বের সবচেয়ে সিকিউর মেসেঞ্জিং প্ল্যাটফর্ম whatsapp ব্যবহার করছে। 

আপনাকে যদি বলা হয় বর্তমানে সবচেয়ে সিকিউর মেসেজিং প্ল্যাটফর্ম কোনটি! তাহলে প্রথমেই বলবেন whatsapp-এর কথা। আমরা সবাই হোয়াটসঅ্যাপের নিরাপত্তা কতটা নিরাপদ সে সম্পর্কে ভালো করে জানি বলেই এটা ব্যবহার করি। 

বর্তমানে খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মেসেজিং প্ল্যাটফর্ম হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা প্রায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে যদিও হোয়াটসঅ্যাপ সবার জন্য ফ্রিতে সহজলভ্য ছিল না। তবে বর্তমানে এটা ফ্রিতে সহজলভ্য হওয়ায় এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বহু গুনে বেড়ে চলছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর ব্যবহারকারীরসংখ্যাও বেড়েছে। কিন্তু এমন অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানে না। তাদের জন্য মূলত এই ব্লগ পোস্টে whatsapp অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানানো হবে। এই পোষ্টের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায়।

WhatsApp কি? 

Whatsapp হলো একটি অনলাইন ফ্রি কল এন্ড ম্যাসেজিং প্ল্যাটফর্ম। whatsapp ব্যবহার করে ফ্রিতে ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্টস, ফাইল এবং আনলিমিটেড মেসেজ আদান-প্রদান করা যায়।

এছাড়া হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন চালু করে পরিবারের আত্মীয়-স্বজন এমনকি বন্ধুবান্ধবদের সাথে যেকোনো সময় যেকোনো মুহূর্তে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যায়।

Whatsapp এর একটি মজার তথ্য হলো যে, যদি আপনি আগে whatsapp ব্যবহার করতে চাইতেন, তাহলে এজন্য প্রথম দুই বছর কোন টাকা না দিলেও পরবর্তী বছরে আপনাকে $০.৯৯ সেন্ট করে প্রদান করতে হবে। 

তবে বর্তমানে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপে কিনে নেওয়ায় একেবারে সবার জন্য ফ্রি বা উন্মুক্ত করে দিয়েছে। এখন আর কারো কোন টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় না।

 হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলার নিয়ম

শুরুর দিকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সাইন-আপ এর প্রথম দুই বছর ফ্রি ছিলো ও পরের বছর থেকে প্রতি বছর ০.৯৯ ডলার প্রদান করতে হতো। তবে পরে ফেসবুক কিনে নেয় হোয়াটসঅ্যাপকে ও সম্পূর্ণরুপে ফ্রি করে দেওয়া হয় অ্যাপটি।


হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলতে কিছু সাধারণ বিষয় থাকা জরুরি, যথাঃ

  • স্মার্টফোন বা যেকোনো মোবাইল ডিভাইস, যেমনঃ ট্যাবলেট
  • মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন
  • ফোনে যথেষ্ট স্টোরেজ স্পেস, কমপক্ষে ৭০এমবি
  • মোবাইল নাম্বার

এবার জানা যাক হোয়াটসঅ্যাপ একাউন্ট কিভাবে খুলতে হয়। উল্লেখ্য যে একটি ফোনে একটি মোবাইল নাম্বার ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলা যাবে। হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলতেঃ


হোয়াটসঅ্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন ও আপনার ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন

  • হোয়াটসঅ্যাপ ইন্সটল করুন
  •  হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন ও “Agree & Continue” তে ট্যাপ করুন
  • এরপর আপনার কান্ট্রি কোড সিলেক্ট করুন ও যে নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান সেটি লিখুন
  • এরপর প্রদত্ত মোবাইল নাম্বারের এসএমএসে একটি ৬-ডিজিটের পিন পাবেন
  • উক্ত পিন নিজ থেকে ভেরিফাই হয়ে যাবে। অটোমেটিক ভেরিফাই না হলে এসএমএস থেকে কোড হোয়াটসঅ্যাপে প্রদান করুন
  • আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকলে ব্যাকাপ রিস্টোর করার অপশন পাবেন। ব্যাকাপ রিস্টোর করতে চাইলে “RESTORE” এ ট্যাপ করুন, আর ব্যাকাপ রিস্টোর করতে না চাইলে “Skip” এ ট্যাপ করুন
  • এরপর হোয়াটসঅ্যাপে প্রদর্শনের জন্য নাম প্রদান করুন
  • এরপর চাইলে হোয়াটসঅ্যাপ এর প্রোফাইল পিকচার সেট করতে পারেন বা Skip ও করতে পারবেন
  • উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার হোয়াটসঅ্যাপ একাউন্ট চালু হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ এর ফিচারসমূহ

হোয়াটসঅ্যাপ একটি সাধারণ মেসেজিং অ্যাপ মনে হলে আসলে হোয়াটসঅ্যাপ অসংখ্য চমৎকার ফিচারে ভরা। ব্যক্তিগত মেসেজিং এর পাশাপাশি ব্যবসায়িক কাজে পর্যন্ত বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হচ্ছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ এর ফিচারসমূহ সম্পর্কে।


  • হোয়াটসঅ্যাপ অ্যাপ
  • ফ্রিঃ হোয়াটসঅ্যাপ এর সবচেয়ে সেরা বিষয় হতে হবে এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়
  • আনলিমিটেড মেসেজিংঃ বিশ্বের যেকোনো প্রান্তে আনলিমিটেড টেক্সট, ছবি, ভিডিও, অডিও মেসেজ পাঠানো যায়
  • ফ্রি কলঃ হোয়াটসঅ্যাপে বিনামূল্যে অডিও ও ভিডিও কল এর সুবিধা রয়েছে
  • গ্রুপ চ্যাটঃ বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা যায়
  • হোয়াটসঅ্যাপ ওয়েবঃ কিউআর কোড স্ক্যান করে ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহজেই কম্পিউটারে ব্যবহার করা যায়

শেষ কথা,,,

যদি কেউ কোনো কারণে এরপরে ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে সমস্যা নেই আমাদের কে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনার সমস্যাটি সমাধান করে দিব। যাতে করে আপনি নিজে নিজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন |

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account