ব্লগে ক্যাটাগরি এড করবো কিভাবে ?

Deal Score0
Deal Score0

 

ব্লগে ক্যাটাগরি এড করবো কিভাবে ?

হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আজ আমরা জানবো Blogger ব্লগের জন্য Category Widget Menu কিভাবে তৈরি বা যুক্ত করে। আমাদের ব্লগের ভিজিটর বাড়ানোর জন্য ব্লগে ক্যাটাগরি অবশ্যই থাকা জরুরি। 

যদি আমাদের ব্লগে Category widget থাকে তবে আমাদের ভিজিটর সহজেই আমাদের ব্লগের পোস্ট খুজে পেতে পারে। যদি আপনার ব্লগে Category  না থাকে তবে আজকেই আপনার ব্লগের জন্য Category মেনু তৈরি করেনিন যাতে আপনার ভিজিটরের সুবিধা হয়। 

blogger Category Widget Menu কিভাবে তৈরি বা যুক্ত করবেন ?

Step:1-

  • প্রথমে blogger.com এ গিয়ে লগইন করুন। 
  • এবার Layout ক্লিক করুন।
  • এবার যোখানে আপনি ক্যাটাগরি দেখাতে চান সেখান থেকে Add a widget ক্লিক করুন। 
  • এবার নতুন যে পেজটা খুলবে এখান থেকে Link List ক্লিক করুন।  

step:2-

  • এখানে Category টাইপ করুন। 
  • এটাকে খালি রেখেদিন।
  • এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরি Abc মতো পড়পড় সাজানো থাকবে না যেমন আপনি তৈরি করবেন তেমন থাকবে।
  • এখানে আপনার Category /Label/Tag এর নাম দিতে হবে যেমন আমি রেখেছি Blogger, Seo, Adsense ইত্যাদি। 
  • এখানে আপনার পোস্টের Tag বা Label লিংক দিন।
  • লিংক (url) আর নাম দেওয়ার পরে Add Link ক্লিক করে সেভ করবেন।
  • এখানে যত খুশি ক্যাটাগরি দিতে পারেন এবং আপনার ব্লগের ক্যাটাগরি কেমন সাজানো হচ্ছে পরপর দেখতে পাবেন কোন ভুল হলে Edit বা Delete করতে পারেন। 
  • ফাইনাল সবকিছু ঠিকঠাক হয়ে গেলে Save করে দিন। 

step:3- এখন আপনার ক্যাটাগরি তৈরি হয়ে গেছে আপনার ওয়েবসাইট ব্লগে গিয়ে দেখেনিন কেমন লাগছে। 

শেষ কথা :
বন্ধুরা এইভাবে আমরা সহজেই ব্লগার ব্লগে ক্যাটাগরি মেনু তৈরি করতে পারি। আপনি  চাইলে একই ভাবে আপনার পেজের জন্যও ক্যাটাগরি মেনুবার তৈরি করতে পারেন যেখানে পরপর About Us, Contact Us Privacy Policy, Sitemap, Disclaimer, Terms and condition ইত্যাদি পেজ সাজাতে পারেন যদি আপনার ব্লগে এই সব পেজ না থাকে তবে Blogger জরুরি পেজ গুলো অবশ্যই তৈরি করে নিন।

আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account