মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ (App)

Deal Score0
Deal Score0

মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস নিয়ে আমাদের এ ব্লগ। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু অ্যাপ যে গুলো দিয়ে আপনি লাইভ টিভিতে চলা সব প্রগ্যাম উপভোগ করতে পারবেন যে কোনো জায়গায়। মনোযোগ দিয়ে পড়ুন আর বাছাই করে নিন আপনার পছন্দের অ্যাপটি।

গুগলে সার্চ দিলে হাজার হাজার অ্যাপ পেয়ে যাবেন। যেগুলোর মধ্যে বেশীর ভাগই নকল আর ডাউনলোড পাবার উদ্দেশে তৈরি। তবে আমাদের এ ব্লগের ম্যাধ্যমে আজ আমরা কথা বলবো এমন কিছু মোবাইলে লাইভ টিভি দেখার সেরা এসন সব অ্যাপ নিয়ে যেগুলো না লোড হতে সময় নেয় না চ্যানেল খুলতে।

আশাকরি আপনারা সবাই ভালো আছেন। অবশ্য ভালো থাকবেনই না কেন? এখন টেকনোলোজির যুগ যা দরকার তাই হতের কাছে। একটা সময় ছিল যখন আমরা ব্যাক্তি মাধ্যম ছারা যোগাযোগ এর কথা কল্পনাই করতে পারতাম না। কিন্তু পরবর্তিতে এ ভাবনাকে মিথ্যে করে দিয়ে চলে এল ওয়ার্ড টেলিফোন।

যুদিও অতি মূল্যের কারণে এটা সবার নাগালে ছিন না। তবে তখনও সীমা বদ্বতা ছিল কারণ ব্যাক্তি মাধ্যম ছারা কাজ হলেও বস্তু মাধ্যাম ছিল আর এটাই ছিল সীমাবদ্বতা।

যাইহোক তার পরে আরও কয়েক বছর পরে আরও কয়েক হাজার গবেষণার পরে বেরিয়ে আসল ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা। অথ্যাৎ সেল ফোন। আর ধিরে ধিরে টেকনোলোজি আরও উন্নত হলো আর আমাদের উপহার দিল একের পর এক অবাক করা সব ডিভাইস।

আমাদের মধ্যে অনেকে আছেন, যারা গুগলে বা ইউটিউবে সার্চ করেন মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস লিখে। কিন্তু সঠিক তথ্য খুঁজে পান না? চিন্তার কোন কারণ নেই, আমাদের আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে জানতে পারবেন ফ্রি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস গুলো সম্পর্কে। এখন আধুনিক যুগ। এই যুগে সবকিছুই ধীরে ধীরে আধুনিক হচ্ছে। এখন এর সাথে তাল মিলিয়ে ইন্টারনেট-এর স্পীড-ও বেড়ে চলেছে। বাড়ছে সুযোগ সুবিধা,তাই এখন মোবাইলে-ও দেখা যায় ফ্রী লাইভ টিভি। তবে এর জন্য আপনার কিছু অ্যাপ এর দরকার পড়বে। চলুন শুরু করা যাক-

টফি (Toffee)


মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস এর মধ্যে টফি-কে বলা যায় সেরার সেরা। প্রায় অধিকাংশ মানুষই এখন টফি ব্যবহার করেন। এই অ্যাপটি বাংলালিংক এর অধীনে রয়েছে। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার খেয়াল খুশি মতো যেকোনো কিছু দেখতে পারবেন। বলতে গলে প্রায় সব রকমের কনটেন্ট দিয়ে পূর্ণ “টফি”। এটিতে লাইভ স্ট্রিমিং সিস্টেম রয়েছে।

এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-

বিভিন্ন ধরনের খেলার চ্যানেল-গুলো। এগুলোর মধ্যে দেশী (যেমন- G TV) ও বিদেশী (যেমন Sony) দুই ধরনের খেলার চ্যানেলই দেখতে পাবেন। তা-ও আবার সরাসরি অর্থাৎ লাইভ স্ট্রিমিং এ।
বিভিন্ন ধরণের সংবাদ প্রচার করার চ্যানেল-গুলো। এগুলোর মধ্যে অন্যতম হলোঃ সময় সংবাদ, আর টিভি (R TV), দেশ টিভি।
বিদেশী চ্যালেনগুলো উপভোগ করা যায় টফির মাধ্যমে। এগুলোর মধ্যে আছে এম টিভি, ভি. এইচ. ওয়ান। একই সাথে আছে জি বাংলা।
লাইভ টিভি দেখার অ্যাপ ডাউনলোড |

তবে টফি অ্যাপ দিন দিন ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ, প্রতিটি কন্টেন্ট লাইভে ফ্রি-তে উপভোগ করা যায় টফি-তে। টফি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা অ্যাপ। আর বর্তমানে এর জনপ্রিয়তা শীর্ষে উঠছে। মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে এটি এখন সবচেয়ে সেরা। কারণ, এটি এখন ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ-ও ফ্রি তে স্ট্রিম করছে। তাই ঘরে বসে শুধুমাত্র মোবাইল ফোনেই উপভোগ করা যাচ্ছে সব ধরনের টিভি কন্টেন্ট-গুলো। প্লে স্টোর থেকে টফি অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ১০ মিলিয়ন মানুষ।

বায়োস্কোপ (Bioscope)

Bioscope LIVE TV for PC - How to Install on Windows PC, Mac

বায়োস্কোপ-ও এখন দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে। বায়োস্কোপ বর্তমানে গ্রামীণফোন এর অধীনে রয়েছে। এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সব ধরনের টিভি কনটেন্ট গুলো চাইলেই উপভোগ করতে পারবেন। এর জন্য আপনি আপনার ডিভাইসে অ্যাপ-ও ব্যবহার করতে পারেন। অথবা আপনি ওয়েবসাইট থেকেও কন্টেন্ট-গুলো দেখতে পারেন।

মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস বায়োস্কোপ-এ আপনি লাইভ স্ট্রিম করা সব কন্টেন্ট গুলো দেখতে পারবেন। একই সাথে এখানে অন্যান্য আরো অনেক ধরনের ভিডিও কালেকশন করা থাকে। যার ফলে সে ভিডিও গুলো-ও উপভোগ করতে পারবেন।

এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-

খেলার চ্যানেল। এখানে বিদেশী খেলার চ্যানেল গুলো খেলা প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। মূলত, সনি স্পোর্টস এর কিছু চ্যানেল খুবই ফেমাস।
সংবাদ প্রচার করার চ্যানেল-গুলো। এর মধ্যে আছে সময় সংবাদ, N TV, ৭১ টিভি।
বিনোদন অঙ্গনের যেকোনো কনটেন্ট-ও পেয়ে যাবেন বায়োস্কোপ এ।
লাইভ টিভি দেখার অ্যাপ বায়োস্কোপ

আরো বিদেশী কিছু চ্যানেল আছে। এগুলোর মধ্যে সংবাদ, বিনোদন, স্পোর্টস সহ সব ধরনের কনটেন্ট পাওয়া যায়। আছে-

  • জি বাংলা
  • Sony Sub
  • BBC Earth
  • Sony আট
  • Nickelodeon
  • M TV


বলতে গেলে এক কথায় সব ধরনের কন্টেন্ট দিয়ে পরিপূর্ণ বায়োস্কোপ। তাই আপনি যদি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস খুঁজে থাকেন, তাহলে অবশ্যই বায়োস্কোপ ব্যবহার করতে পারেন। এটি আপনাকে সব ধরনের কনটেন্ট প্রোভাইড করবে। প্লে স্টোর থেকে বায়োস্কোপ অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ৫ মিলিয়ন মানুষ।

Jagobd – Bangla TV(Official)

Jagobd - Bangla TV (Official) - YouTube

Jagobd – Bangla TV(Official) হলো একটি ১০০% অফিসিয়াল এন্ড্রোয়েড অ্যাপ যা ডেবোলপ করেছে Jagobd.com. Jagobd হলো বিশাল একটি বাংলাদেশী টিভি চ্যানেলের উৎস। Jagobd অ্যাপটির মাধ্যমে যেমন আপনার টিভি চ্যানেল দেখতে পারবে ঠিক তার সাতে বিভিন্ন খরবের কাগজও পড়তে পারবেন।

এখানে আপনার একটা টাকাও খরচ করতে হবে না। আর এখানে আপনি লাইভ টিভি চ্যানেল ইনজয় করতে পারবে তাতো হবেই আবার যেকোনো জাযগায় থেকে লাইভ খেলা ইনজয় করতে পারনে আর প্রত্যেকটি নতুন স্করের সাথে আপডেট থাকেতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি নিচে এর ফিচারগুলো আপডেট করে দিলাম।

Jagobd – Bangla TV(Official) অ্যাপটির ফিচার গুলো হলো:

  • বাংলা টিভি চ্যানেল
  • ইসলামিক টিভি চ্যানেল
  • বাংলা নিউজ পেপার
  • বিষেশ ইভেন্ট
  • এডোবি ফ্লেস প্লেয়ার এর কোনো প্রয়োজন নেই নিউজ ভিউতে
  • স্টং স্টিমিং প্লেয়ার
  • সাইন আপ এর কোনো প্রয়োজন নেই
  • নতুন চ্যানেল অটমেইলি আপডেট করে
  • ১০০% কার্যকরি
  • ১০০% ফ্রি নো সাবসক্রিপশন নিডেড


যেকোনো সমস্য হলে Jagobd – Bangla TV(Official) এর ২৪/৭ এক্টিভ সাপোর্ট কমিউনিটির সাথে যেগাযোগ করতে পারবেন। তাদের ইমেইল করার ঠিকানা support@Jagodb.com. যে কোনো ধরণের সমস্য যেমন আপনা ফোনে কাজ করছে না, চলছে না, বা ক্রাস করছে আপনি একটি স্কিনসট সমেত তাদের এই মেইল এ ইমেইল করে দিলেই হবে। তারা আপনার সমস্যা ঠিক করে দিবে।

Bongo

BONGO TV - Gampaha, Western Province, Sri Lanka | Professional Profile |  LinkedIn

Bongo হলো ওয়াল্ডের বিশাল বাংলা এন্টারটেইনমেন্ট লাইব্রেরী। Bongo অ্যাপটিতে আপনি একদম ফ্রিতে এক্সেস করতে পারবেন ব্লকবাস্টার মুভি, লেটেস্ট সো, নাটক, লাইভ নিউজ এবং স্পটস এবং আরও অনেক কিছু। আপনি Bongo অ্যাপটি তে দেখারজন্য রোজি নতুন কিছু পেয়ে যাবেন।

তবে একটা সমস্য হলো Bongo অ্যাপটিতে অ্যাড দেখায়। আর এ অ্যাড ‍গুলো কাটতে গেলে আপনাকে তাদের প্লেন কিনতে হবে। অ্যাড ততটাও বেশী দেখায় না। এমনিতে এতে আপনার কোনো প্রিমিয়াম প্লেন কিনতে হবে না। আপনি একদম ফ্রিতে Bongo অ্যাপটির প্রত্যেকটি চ্যানেল কন্টেন্ট এক্সেস করতে পারবেন।

অ্যাড বলতে ইউটিউভ এর মতো এক কি দুইটি অ্যাড সো করে। তবে ভিডিও সার্ভিস অফার করে ত সত্যিই খুব ভালো।

Bongo অ্যাপটির ফিচার গুলো হলো:

  • এক্সেস করুন ১৫,০০০ এরও বেশী ফুল মুভি, নাটক, টিভি সো, এবং Bongo ওরিজিনালস
  • দেখুন যেকোনো ইন্টারনেট কনেক্টেড ডিভাইসে কোনো এক্টা কস্ট নেই
  • নতুন কন্টেন্ট প্রতি নিয়ত যোগ হতে থাকে তালিকায়
  • ডাউনলোড করার অপশন এভেলাভল
  • ফুুন থেকে ভিডিও কেস্ট করে বড় স্ক্রিনে দেখার সুযোগ
  • সাবস্ক্রাইভ করে উপভোগ করুন ডাউনলোড করা, এড ফ্রি, আর নতুন সোর ফাস্ট এক্সেস
  • Bongo অ্যাপটিতে সাবসক্রােইবের যে আপশন টা আছে তা নিয়ে চিন্তিত হয়ে পরার কোনো কারণ নেই। কারণ এ অপশন রাখাহয়েছে শুধু মাত্র কিছু এক্সটা ফিচার এড করার ব্যাপারে। এখানে কোনো প্রিমিয়াম চ্যানেল এর ঝামেলা নেই।

Banglaflix

Banglaflix - Bangla Video App in Bangladesh | Banglalink

Banglaflix সম্পর্কে আমি তেমন কিছু বলবো না। কারণ আমার তেমন একটা ভালো লাগেনি Banglaflix অ্যাপটি। এটিও একটি অ্যাপ যেটি দ্বারা টিভি দেখা যায় তবে লাইভ টিভি দেখার কোনো অপশন এতে নেই। আপনি এতে বিভিন্ন ড্রামা, সিনেমা, ডকুমেন্টরি আরও অনেক কিছু ইনজয় করতে পারবেন।

Banglaflix অ্যাপটির ফিচার গুলি হলো:

  • Banglaflix থেকে মুভি, ড্রামা, ডকুমেন্টরি ইনজয় করতে পারবে ট্যাবলট, টিভিতে এবং আপনার স্মার্টফুন এ
  • ভিডিও রাখতে পারবেন আপনার লিস্টে এবং পুশ করে রেখে দিতে পারবেন আর যে কোনো সময় দেখা শুরু করে দিতে পারবেন
  • Banglaflix অ্যাপ আপনাকে সাজেস্ট করবে সিমিলার বিষয়ে যা আপান দেখেছেন
  • Banglaflix এ আছে এমন সব অ্যাপ যেগুলো আপনি আগে কখনও দেখেন নি আর সেগুলো হলো Banglaflix এক্সক্লুসিভ
  • Banglaflix সম্পর্কে আমি বেশী বলিনি করণ আমার এর কিনে দেখার অপশনটা ভালো লাগেনি। এর মেক্সিমাম কন্টেন্টই প্রিমিয়াম। ফ্রিতে দেখার মতো কন্টেন্ট এর সংখ্যা খুবি কম।

তবে আমার Banglaflix এর মধ্যে ভালো লাগার ফিচারটা হলে সাজেস্ট। এটি আপনার রিসেন্টলি দেখা কন্টেন্ট গুলো থেকে আপনাকে সিমিলার কন্টেন্ট এর সাজেশন দিবে।

এই পোস্ট নিয়ে যদি আপনাদের কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাই আজ থেকে আপনার স্মার্ট মোবাইল ফোন দিয়ে লাইভ টিভি দেখুন। নিত্যনতুন এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ!

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account