সেরা ৫ টি বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ ডাউনলোড করুন একদম ফ্রি

Deal Score0
Deal Score0

বাংলা লেখালেখির জন্য সেরা বাংলা কিবোর্ড অ্যাপ খুঁজছেন ? বাংলা ভাষায় লেখালেখি করার জন্য অবশ্যই আপনার মোবাইলে বাংলা কীবোর্ড ডাউনলোড করে ইন্সটল করা থাকতে হবে, সেরা ৫ টি বাংলা কিবোর্ড অ্যাপ নইলে আপনি আপনার মোবাইলে বাংলায় লেখালেখি কর‍তে পারবেন না।

বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ কয়েক বছর আগেও মোবাইল দিয়ে বাংলাতে লেখালেখি করা যেত না, কিন্তু বর্তমানে দেশীয় সফটওয়্যার ডেভেলপারদের কল্যাণে মোবাইলে বাংলায় লেখা সম্ভব হচ্ছে। অর্থাৎ, মোবাইলে বাংলা কিবোর্ড ডাউনলোড করে ইন্সটল করা থাকলেই মোবাইলে বাংলা লেখালেখি করা যায়।

কিন্তু, সব বাংলা কিবোর্ড কি একইরকম ফিচার সমৃদ্ধ? কিংবা সব Bangla Keyboard দিয়ে লিখতে কি একই রকম অনুভূতি কাজ করবে? নিশ্চয়ই না।

একটা ভালো Bangla Keyboard আপনার লেখার স্পিড এবং লেখার আগ্রহ দুটোই বৃদ্ধি করবে। যদি আপনি একটা খারাপ কোয়ালিটির বাংলা কিবোর্ড ব্যবহারকারী হয়ে থাকেন, তবে নিশ্চিতভাবেই লেখার প্রতি আপনার বিরক্তি কাজ করবে, সেইসাথে লেখার স্পিড কমে যাবে।

ভালো বাংলা লেখার কিবোর্ড খুঁজে পেতে অনেকেই প্রশ্ন করেন, বাংলা কীবোর্ড ডাউনলোড করব, কোনটা ডাউনলোড করলে ভালো হবে? চিন্তার কোন কারণ নেই, আজকের আলোচনায় আমরা এন্ড্রয়েড এবং আইফোনের জন্য সেরা ৫ টি বাংলা কিবোর্ড সফটওয়্যার নিয়ে এসেছি, যেগুলো আপনাকে মোবাইলে বাংলা লেখার অনন্য অভিজ্ঞতা দিবে ইনশাআল্লাহ বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ।

১. বাংলা কিবোর্ড | Bangla Keyboard বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ

Bangla Keyboard (Bharat) – Apps on Google Play

বাংলা মোবাইল কিবোর্ড
বাংলা কীবোর্ড হলো ইংরেজি টু বাংলা কীবোর্ড অ্যাপ যা বাংলা টাইপিংকে আগের চেয়ে দ্রুত করে তোলে। এতে রয়েছে অসাধারণ সব ফিচার। যারা সহজ বাংলা কিবোর্ড খুঁজছেন, তাদের জন্য মোবাইলে বাংলা লেখালেখি করার জন্য নিঃসন্দেহে এটা দূর্দান্ত কিবোর্ড।

এই বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ দিয়ে আপনাকে কষ্ট করা বাংলায় টাইপিং কর‍তে হবে না। ইংরেজীতে টাইপিং করলেই অটোম্যাটিক বাংলাতে কনভার্ট হয়ে যাবে।

উদাহরণস্বরূপ, আপনি আপনার বন্ধুকে ইংরেজি অক্ষরে লিখলেন বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ “Apni Kemon Achen”, কিন্তু Bangla Keyboard আপনাকে বাংলা অক্ষরে কনভার্ট করে “আপনি কেমন আছেন” লেখায় রুপান্তরিত করে দিবে। বাংলা টাইপিং করার জন্য Bangla Keyboard সবচেয়ে সেরা হতে পারে ।

২. রিদ্মিক কিবোর্ড | Ridmik Keyboard
বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ

Ridmik Keyboard APK Download for Android, IOS, PC - All Result BD

বাংলাতে লেখালেখির জন্য সবচেয়ে জনপ্রিয় বাংলা কিবোর্ডে হচ্ছে রিদ্মিক কিবোর্ড (Ridmik Keyboard)। এটা শুধু বাংলা লেখার জন্য এত জনপ্রিয় হয় নি, রিদ্মিক কিবোর্ড এর অত্যধুনিক ফিচার এবং দারুনসব কালার সমৃদ্ধ থিম যুক্ত করা রয়েছে, যেটা মোবাইলে ইন্সটল করার পর লেখালেখি করার সময় অন্যরকম এক অনভুতির জন্ম দেয়।

আইফোনের জন্য সেরা মোবাইল কিবোর্ড কোনটি? এটার উত্তর নিঃসন্দেহে সকল আইফোন ইউজারদের কাছে রিদমিক নামই জানতে পারবেন।

রিদ্মিক কিবোর্ডের সাথে অভ্র বাংলা কিবোর্ড যুক্ত করা আছে, তাই ইংরেজী অক্ষরে কোন শব্দ লিখলে অটোমেটিক বাংলাতে কনভার্ট করতে পারে।

এছাড়াও রিদ্মিক কিবোর্ডের সাথে প্রভাত বাংলা যুক্ত করা আছে যার জন্য সহজেই বাংলা বর্ণ দিয়ে লেখা যায়। এছাড়াও ভয়েস টাইপিং এর ব্যবস্থা আছে, যার মাধ্যমে মুখ দিয়ে বলে লেখালেখি করা সম্ভব।

৩. জি-বোর্ড বাংলা কিবোর্ড | Gboard Bangla Keyboard

Google launches Gboard keyboard features on Android devices

বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ গুগল কোম্পানীর তৈরি জি-বোর্ডে অন্যান্য ভাষায় লেখার পাশাপাশি বাংলা লেখার সুবিধাও রয়েছে। জিবোর্ড এতটাই ফিচার সমৃদ্ধ যে, সব ফিচার হয়ত আপনার ব্যবহার করাই হয়ে উঠবেনা।

জিবোর্ডের মাধ্যমে আপনার কষ্ট করে হাত দিয়ে টাইপিং করতে হবে না, কারণ এই কিবোর্ডের সাথে ভয়েস টাইপিং এর ব্যবস্থা আছে যার জন্য শুধুমাত্র মুখ দিয়ে বললেই মোবাইল স্ক্রিনে আপনার বলা কথা বসে যাবে।

এছাড়াও, প্রায় সব ভাষায় লেখা কনভার্ট করে দিতে পারে। অর্থাৎ, আপনি চাইলে যেকোন ভাষায় যেকারো সাথে চ্যাট করতে পারবেন, কোন রকম সেই ভাষার উপর দক্ষতার না থাকার পরেও।

আপনার লেখা আরো চমৎকার করতে রয়েছে বিভিন্ন ধরনের থিম ও ইমোজি যা আপনার প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন।

বেশীরভাগ স্মার্ট ফোনে এই কি-বোর্ড ইন্সটল করা থাকে যার জন্য অতিরিক্ত কষ্ট করে ইন্সটল বা ডাউনলোড করতে হয় না। আপনার মোবাইলে ইন্সটল করা না থাকলে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

বাংলা ভাষায় লেখালেখি করার জন্য অ্যাপ ওপেন করে বাংলা ভাষাকে প্রথমে একটিভ করে নিতে হবে।

৪. গুগল ইন্ডিক বাংলা কিবোর্ড | Google Indic Keyboard

Google Hindi Keyboard gets support for ten Indic languages, now renamed to Google  Indic Keyboard | TelecomTalk

বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ Google Indic Keyboardগুগলের তৈরি আরো একটি বাংলা লেখার জন্য দারুন কিবোর্ড হচ্ছে গুগল ইন্ডিক বাংলা কিবোর্ড। সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ডাউনলোড এবং অধিক ব্যবহার করা জনপ্রিয় কীবোর্ড হচ্ছে গুগল ইন্ডিক কীবোর্ড।

আপনি যদি এক জন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন (বাংলা তে চ্যাট বা ম্যাসেজ করতে চান) তাহলে আপনি বিনা দ্বিধায় এই গুগল ইন্ডিক কীবোর্ড টি ইনস্টল করতে পারেন।

গুগল ইন্ডিক কীবোর্ড অনেক ফাস্ট, সিকিউর এবং ব্যবহার করা অনেক সহজ। Google indic কিবোর্ডের সাহায্যে বাংলা ভাষা ছাড়াও আরো অনেক ভাষা পাওয়া যায়। যেমন তামিল, তেলেগু, গুজরাটি আরও বিভিন্ন ভাষাতে টাইপ করতে পারবেন।

৫. বিজয় বাংলা কিবোর্ড | Bijoy Android Bangla Keyboard

বাংলা টাইপিং : বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম PDF

বাংলা মোবাইল কিবোর্ড অ্যাপ বিজয় বাংলা কিবোর্ডকম্পিউটারে যেমন বাংলা লেখলেখির জন্য বিজয় বাংলা কিবোর্ড বিখ্যাত তেমনই, মোবাইলেও বাংলা লেখার জন্য Bijoy Android Bangla Keyboard বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে।

এই কিবোর্ডের সাথে যুক্ত করা হয়েছে অনেক নতুন নতুন ফিচার যেটি ব্যবহার করার ফলে আপনার লেখার টাইপিং স্পিড আরো দুই গুণ বেশী হয়ে যেতে পারে।

এছাড়া, বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এর ব্যবস্থা করা আছে যার জন্য আপনার লেখায় প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে কম সময় প্রয়োজন হবে। এই কিবোর্ডে দিয়ে ইংরেজীতেও বেশ সাবলীলভাবে টাইপিং করা যায়।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account