মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস ২০২৩
আপনি কি আপনার নিজের মোবাইলে ভিডিও এডিটিং দিয়ে ভিডিও এডিট করতে চান, আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিও এডিট করতে চান, তাহলে আপনি অতি সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। যা কিছু এন্ড্রয়েড এপস ব্যবহার করে।
এখন বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ দেখা যায় বেশিরভাগ লোকেরা ইউটিউবের ভিডিও এডিট করার জন্য এইসব ভিডিও এডিটিং এপস গুলি ব্যবহার করে থাকেন।
এই অ্যাপস গুলি ব্যবহার করে আপনি এমন প্রফেশনাল (professional) ভাবে আপনার ভিডিও গুলি এডিট করতে পারবেন। যেমন ভিডিও এডিটিং কেবল ভালো ভালো কম্পিউটারের সফটওয়্যার করতে পারে। Edit videos in your mobile phone using android apps.
মোবাইলে ভিডিও এডিটিং
এখন বর্তমান সময়ে আপনি আপনার নিজের মোবাইলেই ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন, তাহলে আপনার বানানো সেই ভিডিও গুলি এডিট করার জন্য আপনার কোনো দামি দামি ভিডিও এডিটিং করার সফটওয়্যার কিনতে হবেনা। ভিডিও এডিটিং করার সফটওয়্যার আপনি ফ্রিতে গুগোল প্লে স্টোরে এমন অনেক ভালো ভালো ভিডিও এপস পেয়ে যাবেন।
যেগুলি অ্যাপস ব্যবহার করে আপনি নিজের ইউটিউব ভিডিও গুলি এডিট করে প্রফেশনাল (professional) এবং আকর্ষিত বানিয়ে নিতে পারবেন।
আপনার ইউটিউব ভিডিওতে টেক্সট (text) লিখা, background music দেয়া, thumbnail যোগ করা, headline যোগ করা, বিভিন্ন video effect ব্যবহার করা, ইউটিউব ভিডিওর অংশ কাটা এবং ভিডিও গুলির আলাদা আলাদা ভিডিও একসাথে যোগ করা ইত্যাদি।
এই সবগুলি আপনারা এই ভিডিও এডিটিং সফটওয়্যার গুলি ব্যবহার করে তা করতে পারবেন।
মোবাইলে এই ছোট্ট ছোট্ট video editing এপস গুলি আপনার অনেক বেশি কাজে আসবে, যদি আপনি একজন ইউটিউবার হন এবং একটি এন্ড্রয়েড মোবাইল থেকেই এগুলো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর সব কাজ করতে পারবেন।
চলুন আর দেরি না করে আপনাদের সেই ভিডিও এডিটিং করার সফটওয়্যার গুলির সাথে পরিচয় করিয়ে দেই:
FilmoraGo – Free Video Editor মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপস
FilmoraGo একটি সবচেয়ে ভালো এবং অনেক শক্তিশালী ভিডিও এডিটিং করা এবং ভিডিও বানানোর এপ্লিকেশন যা ব্যবহার করেন অনেক প্রফেশনাল ইউটিউবার রা। সকল ধরণের ভিডিও এডিটিং সাধারণ থেকে advanced functions যেমন, ভিডিওর সাথে music ও effects ভালোভাবে যোগ করা,
টাইটেল যোগ করা, ভিডিওর জন্য থিম বেঁচে নেয়া, ভিডিও কাটিং এবং trimming এর মতো আরো অনেক ধরণের editing options আপনারা পাবেন।
FilmoraGo এই সফটওয়্যারটি আপনারা ফ্রীতেই ব্যবহার করে করতে পারবেন। এবং, এর বেশির ভাগ ফিচারস আপনারা একদম ফ্রি ভার্শনে (মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপস) পেয়ে যাবেন।
একটা বিষয় ভালো হবে মনে রাখবেন, filmoraGo app এ ভিডিও তৈরি করে আপনি অনেক সহজে নিজের মোবাইলের গ্যালারিতে ভিডিও টি সেভ করতে পারবেন।
FilmoraGo কিছু special features
- আপনার ভিডিওনএডিট করা অবস্তাতে real-time ভিডিও টি প্লে করে আপনি দেখতে পারবেন।
- অনেক বড় সংখ্যাতে templates এবং video effects পাবেন।
- অনেক ধরণের প্রফেশনাল এডিটিং টুলস (professional editing tools) আপনারা পাবেন।
- এই অ্যাপস টিতে বেশির ভাগ ফ্রীতেই পেয়ে যাবেন।
- FilmoraGo app অনেক লোকেদের মধ্যে প্রচলিত এবং বেশির ভাগ ইউটিউবার এই application ব্যবহার করে থাকেন শুধুমাত্র মোবাইলে ভিডিও এডিট করার জন্য।
In-shot-Video Editor
মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপস : বর্তমানে সবার জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপস হল Inshot. এই অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রথম সারিতে রয়েছে। এটি বর্তমানে ডাউনলোড হয়েছে প্রায় 100,000,000+।
InShot ভিডিও এডিটিং অ্যাপটি অনেক ভালো ফিচার নিয়ে প্রথম গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে ২০০৪ সালে। বর্তমানে ২০২৩ সালে এই অ্যাপটির কারেন্ট ভার্সন চলছে 1.753.1333। এটি গুগল প্লে স্টোরে সর্বশেষ আপডেট করা হয়েছে ২৪ ডিসেম্বর ২০২১ সালে।
এই অ্যাপটি মূলত এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য তৈরি করার হয়ে। আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করেন তবে অনেক ভালো কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন।
- InShot-Video Editor মোবাইল অ্যাপস এর তথ্য সমূহ :
- অ্যাপস আপডেট তারিখ : ২৪ ডিসেম্বর ২০২১
- অ্যাপস সাইজ : ৬০M
- বর্তমানে অ্যাপস ইনস্টল হয়েছে : 100,000,000+
- কারেন্ট ভার্সন : 1.753.1333
- আরো বিস্তারিত জনতে InShot অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন।
আপনি যদি এই মোবাইল ভিডিও এডিটিং ডাউনলোড করতে চান? তাহলে এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আপনি উপরের তথ্য মতে জানতে পেরেছেন এই অ্যাপটি অনেক জনপ্রিয়। এর মাধ্যমে অনেক ভালো মোবাইল ভিডিও এডিটিং করতে পারবেন। তাই সময় নষ্ট না করে এই অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে কাজ শুরু করতে পারেন।
Kinemaster-Video Editor :
- অ্যাপস আপডেট তারিখ : ০৭ ডিসেম্বর ২০২১
- অ্যাপস সাইজ : ৯৩M
- বর্তমানে অ্যাপস ইনস্টল হয়েছে : 100,000,000+
- কারেন্ট ভার্সন : 5.2.4.23355.GP
- আরো বিস্তারিত জনতে Kinemaster-Video Editor মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন।
- আপনি যদি এই মোবাইল ভিডিও এডিটিং ডাউনলোড করতে চান? তাহলে এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আপনি উপরের তথ্য মতে জানতে পেরেছেন এই অ্যাপটি অনেক জনপ্রিয়।
এর মাধ্যমে অনেক ভালো মোবাইল ভিডিও এডিটিং করতে পারবেন। তাই সময় নষ্ট না করে এই অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে কাজ শুরু করতে পারেন।
Adobe Premiere Clip
Adobe prime clip যা আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে ভিডিও এডিট করার অনেক ভালো এবং quick service দেবে। এইটা অনেকটাই ফাস্ট এবং এই অ্যাপসটি ব্যবহার করে আপনার অনেক বেশি ভালো লাগবে।
Premiere clip editor সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি এবং এর দ্বারা আপনারা প্রফেশনাল কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন।
এর Automatic video creation ফাঙ্কশনের দ্বারা আপনি যেকোনো ধরনের ফটো বা ভিডিও ক্লিপ সিলেক্ট করে automatically ভিডিও এডিট করতে পারবেন।
তাছাড়া, এই অ্যাপসটির কিছু advanced এডিটিং টুলস ব্যবহার করে manually নিজের ভিডিও ভালোভাবে তৈরি করতে পারবেন। যেমন, Video cutting, trimming, transitions, adding music, filters, effects, photo motion আরো অনেক অনেক ধরণের অপশন আপনারা পাবেন।
এই অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্রি এবং আপনারা একে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। Download Adobe premiere clip
PowerDirector
ওপরে বলা অন্য অ্যাপস গুলির মতোই PowerDirector আপনার ভিডিও এডিটিং করার জন্য ভিডিওকে আকর্ষিত এবং প্রফেশনাল ভাবে পাওয়ার ডাইরেক্টর অ্যাপস ভিডিও কে ভালোভাবে তৈরি করতে পারে।
কিন্তু, পাওয়ার ডাইরেক্টর অ্যাপস এ আপনারা অনেক ধরণের আলাদা আলাদা কিছু advanced editing options পাবেন, যেগুলি আপনারা আর অন্য কোথাও পাবেননা মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপস ।
এর ফলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড (video background) বদলানো, এবং আপনার ভিডিও কাটা এবং ভিডিও ভালো ভাবে জোড়া লাগানো, ভিডিও স্লো মোশনে এডিট এছাড়া আরো বিভিন্ন ধরণের প্রফেশনাল টুল, বিভিন্ন ভিডিও এফেক্টস, ফটো দিয়ে ভিডিও বানানো এবং আরো অনেক ধরণের function এই এপসটি থেকে পেয়ে যাবেন।
ভিডিও এডিট করার পর আপনারা সেই ফাইল 720p, Full HD 1080p এবং 4k format এ নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে সেভ করতে পারবেন। আপনার মোবাইলে ভিডিও এডিটিং এর সেরা এপস হিসেবে আপনি PowerDirector কে সেরা বলতে পারেন।