Intel 12TH Gen এখন দেশের বাজারে: price and availability

Deal Score0
Deal Score0

 

২৭ তারিখে এনাউন্সমেন্টের পর আজ ৪ই নভেম্বর থেকে বিশ্বব্যাপী এভেইলেবল হওয়ার কথা ছিল Intel 12th Gen Processors. আমাদের দেশের পিসি এন্থুসিয়াস্টদের জন্য আনন্দের খবর এই যে ইউরোপ আমেরিকার দেশগুলোর মত আমাদের দেশেও একই সাথে লঞ্চ হয়েছে ইন্টেল এর 12th gen desktop processors. চলুন দেখে নেওয়া যাক লঞ্চ হওয়া 12th gen processors এর price ও availability.

এক নজরেঃ

প্রাথমিকভাবে ইন্টেল লঞ্চ করেছিল ৬টি প্রসেসর। সেগুলোর প্রত্যেকটিই ছিল Unlocked. Core i5 12600K,12600KF Core i7 12700K,12700KF, ও Core i9 12900K,12900KF.

গ্লোবালি প্রসেসরগুলোর অফিশিয়াল price ছিল নিম্নরূপঃ

-Core i5 12600K 289$, 12600KF 264$

-Core i7 12700K 409$, 12700KF 384$

-Core i9 12900K 589$, 12900KF 564$

দেশের বাজারে এই ৬টি প্রসেসরের মধ্যে প্রাথমিকভাবে চারটি প্রসেসর এসেছে। Core i7 এর দুটি ভ্যারিয়েন্টের পাশাপাশি এসেছে Core i9,Core i5 এর একটি ভ্যারিয়েন্ট।

Intel Core i9 12900k Price in Bangladesh:

প্রথমেই এবারের লাইনআপের সবথেকে দামী ও সবথেকে শক্তিশালী প্রসেসরটি দিয়েই শুরু করা যাক। Internationally ৫৮৯ ডলারে লঞ্চ হওয়া এই প্রসেসরটির দাম বাংলাদেশে নির্ধারন করা হয়েছে ৬৪০০০ টাকা।

Core i7 12700k price in bd:

১২ কোর ২০ থ্রেডের এই প্রসেসরটি দেশের বাজারে লঞ্চ হয়েছে ৪৫০০০ টাকায়।

(Core i7 12700KF price)

12700k এর graphics-less ভ্যারিয়েন্ট 12700KF এর দাম 12700k থেকে সামান্য কম, এটির জন্য আপনাকে গুনতে হবে ৪৪০০০টাকা।

Core i5 12600K:

ধারণা করা হচ্ছিল Intel core i5 12600K হতে যাচ্ছে মিডরেঞ্জের সবথেকে শক্তিশালী প্রসেসর। প্রথমবারের মত ১০ কোরের সাথে আসা এই unlocked core i5 এর দাম প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে ৩১০০০ টাকা।

স্পেসিফিকেশনঃ

প্রথমবারের মত ইন্টেল তাদের ডেস্কটপ প্রসেসর লাইনআপে ব্যবহার করেছে 10nm architecture. Alder lake নামে পরিচিত এই লাইনআপের আনলকড প্রসেসরগুলোতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড আর্কিটেকচার। অর্থাৎ দুই ধরনের আর্কিটেকচারের দুই ধরনের কোর এর সমন্বয় ঘটানো হয়েছে এই প্রসেসরগুলোতে। P-cores নামে পরিচিত অপেক্ষাকৃত অধিক শক্তিশালী ও Power hungry Performance cores রয়েছে যেগুলো Golden Cove আর্কিটেকচারে তৈরী ও Efficient cores বা E-cores নামে পরিচিত। আর  বাকি কোর গুলোর ক্লক স্পিড তুলনামুলক কম ও সেগুলো কম পাওয়ার কনজিউম করে ;এগুলো gracemont cove আর্কিটেকচারে তৈরী।

ইন্টেলের এবারের 12th gen লাইনআপ সাপোর্ট করছে DDR5 RAM ও PCIE Gen 5 ।

Availability:

মোটামুটি আজকে থেকেই দেশের শীর্ষস্থানীয় শপগুলোতে কিনতে পাওয়া যাবে এই প্রসেসর গুলো।শপ থেকে সরাসরি অথবা অর্ডার করতে পারবেন শপগুলোর ওয়েবসাইট থেকেও। তবে প্রাথমিকভাবে সর্বমোট কতগুলো প্রসেসর এসেছে ও কোন শপে কত গুলো রয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।। প্রসেসরের পাশাপাশি আজকে থেকেই পাওয়া যাচ্ছে 12th gen এর জন্য Z-690 মাদারবোর্ড ও।

তবে কোনো শপে ফুল পিসি ব্যতীত শুধু প্রসেসর বা মাদারবোর্ড বিক্রি করা হবে কি না সে সম্পর্কেও নিশ্চিত করে কিছু বলা উপায় নেই

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account