প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে এর প্রকারভেদ ও উপাদানসমূহ ?

Deal Score+2
Deal Score+2

প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে বৈজ্ঞানিক গবেষণা সম্পাদনে ব্যবহৃত একটি পদ্ধতি, স্কীল এবং টেকনিক এর সমষ্টি হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি বলতে সাধারণত কতিপয় কৌশল ও প্রক্রিয়ার সমন্বয় গঠিত জ্ঞানকে বেশী করে বুঝিয়া থাকে।প্রযুক্তি বলতে এটি কোন কম্পিউটারিং, মেশিন বা সংশ্লিষ্ট ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে থাকা কোন বিষয়কে বোঝা যার মাধ্যমে কোন ব্যক্তি এর সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে না পারলেও ব্যবহার করতে সক্ষম হয়।

প্রযুক্তি কি ?

চাঁদে মানুষের ঘরবাড়ি নির্মাণ করবে নাসা, খরচ ৫ কোটি ৭২ লাখ ডলার

প্রযুক্তি হলো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এবং কৌশল গুলির সমষ্টি যার মাধ্যমে মানুষ পরিবেশ অর্থাৎ বর্তমান সময়ে কে পরিবর্তন করার জন্য এমন সরঞ্জাম, মেশিন, পণ্য এবং পরিষেবা তৈরি করে যা আমাদের চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করে।
বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার, স্মার্টফোন, এপ্লিকেশন ইফতারের সাহায্যে মানুষ যে কোন কাজ খুব সহজে করতে পারে, আর এটি একমাত্র প্রযুক্তির দ্বারা সম্ভবপ্র ।

প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে |

একই প্রযুক্তি দেকে ভিন্ন ভিন্ন পার্স দিয়ে তইরি করে একই জিনিস বা একাধিক জিনিস আধুনিক প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে প্রযুক্তি বলে।

কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন রকমের প্রযুক্তি আবিষ্কার করেছি এবং এই সকল প্রযুক্তির বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। প্রযুক্তির প্রকারভেদ হিসেবে আমরা প্রযুক্তিকে প্রধানত আটটি ভাগে ভাগ যথাঃ

প্রযুক্তির প্রকারভেদ ?

১। তথ্য প্রযুক্তি
২ । জৈব প্রযুক্তি
৩ । পারমানবিক প্রযুক্তি
৪ । ইলেকট্রনিক্স প্রযুক্তি
৫ । চিকিৎসা প্রযুক্তি
৬ । যান্ত্রিক প্রযুক্তি
৭ । উপকরণ প্রযুক্তি
৪। কৃষি প্রযুক্তি
৯ । পরিবহন প্রযুক্তি
১০। নির্মাণ প্রযুক্তি
১১ । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি

প্রযুক্তির উপাদান সমূহঃ


১ । তথ্য প্রযুক্তিঃ কম্পিউটার, কম্পিউটারিং, রেডিও, টেলিভিশন, অডিও, ভিডিও, স্যাটেলাইট, কম্পিউটার, ইন্টারনেট, আধুনিক টেকনোলজি এবং মডেম ইত্যাদি।
২। জৈব প্রযুক্তিঃ জেনেটিক্যাল মডিফাইড অর্গানাইজম, ট্রান্সজেনিক উদ্ভিদ, টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি এবং বিভিন্ন রকমের সার্জারিতে ব্যবহৃত প্রযুক্তি ইত্যাদি।
৩। পারমানবিক প্রযুক্তিঃ তড়িৎ চুম্বকীয় বিকিরণ সনাক্তকরণ, নিউক্লিয়াস রেডিয়েশন সনাক্তকরণ, তেজস্ক্রিয় আইসোটোপ শনাক্তকরণ প্রযুক্তি ইত্যাদি।
যোগাযোগ প্রযুক্তিঃ মোবাইল ফোন, স্মার্টফোন, রেডিও, কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইত্যাদি।
৪ ।ইলেকট্রনিক্স প্রযুক্তিঃ ইলেকট্রিক যানবাহন, রেলগাড়ি, বাস, উড়োজাহাজ, জাহাজ এবং রকেট ইত্যাদি।
৫ । চিকিৎসা প্রযুক্তিঃ রোগ শনাক্তকারী প্রযুক্তি, এক্সরে প্রযুক্তি, আলট্রাসনোগ্রাম করা প্রযুক্তি এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি ইত্যাদি।


৬ । যান্ত্রিক প্রযুক্তিঃ মোটরসাইকেল, বাস, ট্রেন, রেলগাড়ি, রকেট, উড়োজাহাজ, এরোপ্লেন, হেলিকপ্টার এবং জাহাজ ইত্যাদি।
৭ । উপকরণ প্রযুক্তিঃ উপকরণ প্রযুক্তি বলতে সকল প্রকার প্রযুক্তিকেই বোঝানো হয়, আর সকল প্রযুক্তি হচ্ছে উপকরণ প্রযুক্তির উদাহরণ।

৪. কৃষি প্রযুক্তি
কৃষি প্র-যুক্তি ব্যবহার করে আমরা পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে পারি। কৃষি প্রযুক্তি বলতে কৃষিতে সাহায্য করার জন্য ব্যবহৃত মেশিন তৈরির প্রযুক্তিকে বোঝায়।
বর্তমানে কৃষি ক্ষেত্রে আধুনিক কৃষি প্র-যুক্তি ব্যবহার করি যেমন রোবট, এবং আর্দ্রতা সেন্সর, বিভিন্ন ধরনের মেশিন। এইসব প্রযুক্তি ব্যবহার করে আমরা কম সময়ে অনেক কাজ করতে পারি , কৃষির ফলন বৃদ্ধি করতে পারি ।

৯ । পরিবহন প্রযুক্তি
পরিবহন প্রযুক্তি বলতে বোঝায় একাধিক ধরনের অবকাঠামো এবং পরিবহন ব্যবহার করে মানুষ পশুপাখি পণ্য ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানের নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তিগত সরঞ্জামকে বোঝায়।
পরিবহন টেকনোলজির কারণে আজ আমরা খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি ।

ইরানে স্মার্ট পরিবহন নিয়ে কাজ করছে ৩৭০ বিজ্ঞানভিত্তিক কোম্পানি - Iran  Mirror

১০। নির্মাণ প্রযুক্তি
নির্মাণ প্রযুক্তি একটি প্রকল্প নির্মাণ পর্যায়ে ব্যবহৃত উদ্ভাবনী সরঞ্জাম, যন্ত্রপাতি, পরিবর্তন, সফ্টওয়্যার ইত্যাদির সংগ্রহকে বোঝায় ।
বর্তমানে নির্মাণ প্রযুক্তির মাধ্যমে উচু উঁচু বিল্ডিং তৈরি করা হচ্ছে, এছাড়া এ প্রযুক্তির সাহায্যে বিল্ডিংয়ের নকশা তৈরি করা যায়।

১১ । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিযুক্ত নির্ভর করে অনেক ডিভাইস এবং সফটওয়্যার তৈরি করা হয়েছে যা মানুষের মত করে চিন্তা ভাবনা করে কাজ করতে সক্ষম হয়। প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে এই প্রযুক্তি মানুষের সাহায্য ছাড়া স্বয়ংক্রিয় ভাবে নিজের ইচ্ছামত কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে ।

AI যেমন চাকরি কাড়বে, তেমন কর্মসংস্থানও তৈরি করবে, আর্টিফিশিয়াল  ইন্টেলিজেন্স নির্ভর লোভনীয় 4 কাজ - Bengali News | AI Related Job Roles And  Emerging Careers To Watch Out For According To World Economic Forum | TV9  Bangla News

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে


প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে তাতে ক্ষুদ্রতম কাঁচামাল বা একক হল উপাত্ত। যে প্রক্রিয়া বিভিন্ন ধরনের তথ্য প্রক্রিয়াকরণ, আদান প্রদান, বিপণন ব্যবস্থা, পরিবহন,ফোন কাল ব্যাবস্তা পথের আধুনিকতা যাচাই এবং বৈধতা যাচাই ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলেপ্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে ।
বর্তমান যুগকে তথ্যপ্রযুক্তির যুগ বলা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান যুগ অনেক আধুনিকায়ন যুগ হিসেবে পরিচিতি লাভ পেয়েছে প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে ।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account