বিশ্বের সেরা গেমিং ফোন ২০২৩
আমরা কে না গেম খেলতে ভালোবাসি। তাই তো আমরা গেমিং ফোন সমন্ধে খোজ-খবর রাখতে ভালোবাসি। তাদের মনে চায় ইশ! যদি স্মুথভাবে গেমিং করা যেতো এমন ফোন হাতে থাকতো। তাহলে তো আমরা মন মতো গেমিং করতে পারব।
এমন ফোন আমরা সচরাচর দেখতে পাই। তাদের মধ্যে কিছু ফোন কম বাজেটের আবার কিছু ফোন হাই বাজেটের হয়ে থাকে। তবে কিছু ফোন আবার কম বাজেট এ অস্থির পারফরম্যান্স দিয়ে থাকে আবার কিছু ফোন আছে যা পৃথিবীর সেরা গেমিং ফোন।
আজ আমরা এই আর্টিকেলে বিশ্বের সেরা গেমিং ফোন নিয়েই আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক, পৃথিবীর সবচেয়ে সেরা ১০টি গেমিং ফোন এর সমন্ধে বিশ্বের সেরা গেমিং ফোন।
Asus ROG Phone 6D বিশ্বের সেরা গেমিং ফোন
Asus ROG Phone 6D ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 6.78 ইঞ্চির বিশাল AMOLED ডিসপ্লে, 8K@24fps এ ভিডিও করার সুবিধা এবং 165 হার্জ এর রিফ্রেশ রেট। অসাধারণ গেমিং পারফরম্যান্স এবং 165 Hz রিফ্রেশ রেটের এই ফোনটি সারাদেশে Asus অথোরাইজড স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।
ফোনটির ডিজাইন বেশ সুন্দর এবং প্রিমিয়াম। ফোনটির ওজন 247 গ্রাম। এই ফোনটিতে আছে 6.78 inches এর AMOLED ডিসপ্লে। ডিস্লেটিতে 1B colors এর সাথে 165Hz এর রিফ্রেশ রেট রয়েছে। HDR10+ সাপোর্টেড ডিসপ্লেটির 1200 nits (peak) ব্রাইটনেস রয়েছে। ফোনটির পিছনে ও আছে একটি 2″ এর OLED ডিসপ্লে।
প্রোটেকশন হিসেবে ব্যাবহার করা হয়েছে Corning Gorilla Glass Victus। ডিসপ্লে রেজুলেশন হবে ১০৮০ × ২৪৪৮ পিক্সেল। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে MediaTek Dimensity 9000+ (4 nm) চিপসেট। একইসাথে রয়েছে 165Hz রিফ্রেশ রেট এবং Android 12 অপারেটিং সিস্টেম। গেমারদের জন্য রয়েছে Mali-G710 MC10 GPU এবং প্রেসার সেনসিটিভ জোন (Pressure sensitive zones, Gaming triggers) বিশ্বের সেরা গেমিং ফোন
Asus ROG Phone 6D ফোনটি পাওয়া যাবে ১২/৫১২ জিবি ভেরিয়েন্টে। ফোনটির পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরা দিয়ে আপনি 8K@24fps, 4K@30/60fps, 1080p@30/60/120/240fps ভিডিও করতে পারবেন।
আরও পড়ুনঃ বাজারে আসতে যাচ্ছে রেডমির নতুন ফোন রেডমি ১২ এক্সপ্লোরার, জানুন বাংলাদেশ দাম
তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে এতে আছে ১২মেগাপিক্সেল। ব্যাটারি হিসেবে এই ফোনে থাকছে Li-Po 6000 mAh, non-removable ব্যাটারি। সাথে আছে 65W এর ফাস্ট চার্জিং এবং 10W এর রিভার্স চার্জিং প্রযুক্তি। এই ফোনটির বাংলাদেশ বাজার দামঃ ৯৯,০০০ টাকা।
Black Shark 5 Pro
বিশ্বের সেরা গেমিং ফোন Black Shark 5 Pro ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। যার রেজুলেশন ১০৮০ × ২৪০০ পিক্সেল। ফোনটিতে থাকছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজি। Black Shark 5 pro ফোনে প্রসেসর হিসেবে আছে Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm)
সিপিইউ Octa-core (1×3.00 GHz Cortex-X2 & 3×2.40 GHz Cortex-A710 & 4×1.70 GHz Cortex-A510) এবং জিপিইউ Adreno 730 ব্যবহৃত হয়েছে এই ফোনে। ফোনটির র্যাম হিসেবে আছে 8GB/12GB/16GB আর স্টোরেজ হিসেবে 256GB/512GB।
ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে এতে আছে ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ৫ মেগাপিক্সেল টেলিফোটো মাক্রো। বিশ্বের সেরা গেমিং ফোন আর সেলফি ক্যামেরা হিসেবে এতে আছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা।
Black Shark 5 pro ফোনে ব্যাটারি হিসেবে Li-Po 4650 mAh, non-removable. ব্যবহার করা হয়েছে আর চার্জিং এর জন্য 120W এর চার্জার রয়েছে। Black Shark 5 pro ফোনটির বাংলাদেশ দামঃ ৬০,০০০ টাকা।
Asus ROG Phone 5 Ultimate
বিশ্বের সেরা গেমিং ফোন ফোনটিতে রয়েছে 5G, 4G LTE, WiFi 802 সাপোর্ট করবে। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm SM8350 Snapdragon 888 (5 nm)
Asus ROG Phone 5 এ র্যাম হিসেবে এতে আছে ১৮ GB এবং স্টোরেজ হিসেবে ৫১২ জিবি। Asus ROG Phone 5 এর ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি। Asus ROG Phone 5 ফোনে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপোল ক্যামেরা রয়েছে।
ফোনটিতে 6000mah এর নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ১০৮০×২৩৪০ পিক্সেল। গেমিং এ ভালো এক্সপেরিয়ান্স পাওয়ার জন্য এখানে নচ ডিসপ্লে ব্যবহার করা হয়নি। CPU হিসেবে রয়েছে (Octa-core Kryo 680)। GPU হিসেবে থাকছে Adreno 660, যা আপনাকে Best Gaming Phone এর অভিজ্ঞতা দিবে। ফোনটির দাম রাখা হয়েছে 79,999 টাকা।
Nubia Red Magic 7 Pro
নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো এর দুইটি মডেল রয়েছে। দুই মডেল এর দুই কালার ও ভিন্ন স্টোরেজ অপশন থাকছে। কালো কালারের অবসিডিয়ান মডেলটিতে ১৬জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকছে। অন্যদিকে সুপারনোভা মডেলটিতে থাকছে একই ১৬জিবি র্যাম এর পাশাপাশি ৫১২জিবি স্টোরেজ।
উভয় মডেলে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম এর লেটেস্ট ও গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ৪৫০০ মিলিএম্প এর ব্যাটারি দ্বারা চলবে ফোনটির উভয় ভ্যারিয়েন্ট। আর এই ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে পাওয়া যাবে ৬৫ওয়াট এর চার্জার। 8GB/128GB ভ্যারিয়েন্ট এর বাংলাদেশ দামঃ ৫৫,০০০ টাকা এবং 16GB/512GB ভ্যারিয়েন্টের বাংলাদেশ দামঃ ৮০,০০০ টাকা।
Xiaomi Black Shark 4 Pro
বিশ্বের সেরা গেমিং ফোন আমাদের লিস্টের ৫ নাম্বার এ আছে শাওমি কোম্পানির Black Shark 4 Pro ফোনটি। এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এর সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হবে ১০৮০ × ২৪০০ পিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে এতে আছে ৬৪ মেগাপিক্সেল আর রয়েছে ৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল এর থ্রিপল ক্যামেরা সেটাপ ফোন।
ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে এতে আছে ২০ মেগাপিক্সেল এর ক্যামেরা। Black Shark 4 Pro এর ওএস হিসেবে এতে আছে এন্ডোয়েড ১১। ফোনটির সিপিইউ হিসেবে ব্যবহৃত হয়েছে Octa-Core 2.84 GHz Kryo।
Shark 4 Pro এ র্যাম ও স্টোরেজ হিসেবে এই ফোনে রয়েছে 8/256, 12/256 & 16/512 GB। এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং প্রযুক্তি। এই ফোনটির বর্তমান বাংলাদেশ দাম ৮জিবি/২৫৬জিবি ৫৫,০০০ টাকা।
উপরে আপনাদের সাথে তুলে ধরেছি পৃথিবীর সবচেয়ে সেরা গেমিং ফোন। তবে এখন যে ফোন গুলো নিয়ে আলোচনা করব, সেই সব ফোনগুলো শুধু গেমিং নয় বরং পারফরম্যান্স, ভালো মানের ক্যামেরা ইত্যাদি রয়েছে। এই ফোনগুলোতে আপনার নিত্যদিনের সকল কাজ কর্ম করতে পারবেন সাথে বেস্ট গেমিংও করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেসব ফোন এর স্পেসিফিকেশন বিশ্বের সেরা গেমিং ফোন।