কী-ওয়ার্ড কি, কত প্রকার, কী-ওয়ার্ড রিসার্চ কিভাবে করে ?
Deal Score0
কী-ওয়ার্ড কি, কত প্রকার, কী-ওয়ার্ড রিসার্চ কিভাবে করে ?
কী ওয়ার্ড কি ?
আপনি যদি একজন ব্লগার অথবা একজন ভিজিটর মার্কেটের হয়ে থাকেন তাহলে কিওয়ার্ড কথাতি আপনি কমবেশি শুনে থাকবেন।
এই ডিজিটাল সেক্টরে কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। কিওয়ার্ড হল একটি শব্দ যেটির ওপর নির্ভর করে একটি সার্চ ইঞ্জিন তার SERP তে বিভিন্ন ওয়েব পেজকে প্রদর্শন করে।
এই ডিজিটাল যুগে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে শব শব্দ লিখে সার্চ করি সেই শব্দ গুলোকেই কিওয়ার্ড বলা হয়।
সহজ ভাষায় আমি যদি SEO সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে আমাকে যে কোন সার্চ ইঞ্জিনে SEO লিখে সার্চ করতে হবে।
এখানে কিওয়ার্ড হল – “SEO” আশাকরি বুঝতে পেরেছেন। এছাড়াও SEO ক্ষেত্রে কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কারণ আপনার ওয়েবপেজ কে SERP তে রেংক করতে সঠিক কিওয়ার্ড খোজা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । যেটিকে আমরা কিওয়ার্ড রিসার্চ বলে থাকি।
কী ওয়ার্ড কিভাবে খুঁজে পাবেন
কী ওয়ার্ড খুঁজে পাবার প্রক্রিয়াকে বলে কী ওয়ার্ড রিসার্চ। কিভাবে কী ওয়ার্ড রিসার্চ করবেন? এজন্য আপনি কিছু ফ্রি কিংবা পেইড টুল ব্যবহার করতে পারেন!! গুগলের টুলগুলো ফ্রি এবং আমার মতে সবচেয়ে কাজের। গুগলের টুল্গুলর মধ্যে অন্যতম হল-
- গুগল কী ওয়ার্ড প্লানার
- গুগল সার্চ কন্সোল
- গুগল ট্রেন্ড
আর পেইড টুলের মধ্যে www.keywordseverywhere.com ব্যবহার করে দেখতে পারেন। শুধু রেজিস্ট্রেশন করে ফ্রি কিছু সুবিধা আপনি পাবেন। এই টুলের এক্সটেনশন আপনার গুগল ক্রোমে যোগ করে নিন।
কী ওয়ার্ড কত প্রকার ?
কী ওয়ার্ড প্রধানত দুই প্রকার;
- সর্ট টেইল কী ওয়ার্ড
- লং টেইল কী ওয়ার্ড
তিন কিংবা তার চেয়ে কম শব্দের কী ওয়ার্ডগুলোকে সর্ট টেইল কী ওয়ার্ড বলে। যেমন কেও যদি শুধু “Mobile Phone” লিখে সার্চ দেয় তাহলে সার্চ ইঞ্জিন Mobile Phone নিয়ে অনেক কিছুই তার সার্চ রেজাল্টে দেখাবে। সর্ট টেইল কী ওয়ার্ড এর সার্চ ভলিউম বেশি হলেও কম্পিটিশন খুব হাই হয়।
তিন শব্দের বেশি কী ওয়ার্ডগুলোকে বলে লং টেইল কী ওয়ার্ড। যেমন কেও যদি “Best Huawei Mobile Phone” লিখে সার্চ দেয় তাহলে অনেক বেশি স্পেসিফিক সার্চ হয়। এই কী ওয়ার্ডের সার্চ ভলিউম তুলনামূলক কম হলেও কম্পিটিশন কম হয়ে থাকে।
প্রাথমিক ভিত্তিতে কী-ওয়ার্ডগুলো
সাধারনভাবে কিওয়ার্ডগুলোকে সার্চের অভিপ্রায়ের উপর নির্ভর করে নিচের মতো করে ভাগ করা যায় –
- মার্কেটিং বেসড কিওয়ার্ড
- ব্রান্ড বেসড কিওয়ার্ড
- লোকেশন বেসড কিওয়ার্ড
- প্রোডাক্ট বেসড কিওয়ার্ড
- কম্পিটিশন বেসড কিওয়ার্ড
- কাস্টমার বেসড কিওয়ার্ড
১. মার্কেটিং কিওয়ার্ড
এই ধরনের কিওয়ার্ড যেকোনো ধরনের মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয় সেটা হতে পারে কোন ব্রান্ড এর উপর বা কোনো প্রোডাক্ট এর উপর
উদাহরন – wordpress hosting , dress, keyword research tool এই ধরনের কিওয়ার্ড গুলো যেকোনো প্রোডাক্টকে নির্দেশ করে ।
২. ব্রান্ড বেসড কিওয়ার্ড
Brand based keywords গুলো মূলত কোনো নির্দিষ্ট কোম্পানি বা ব্রান্ড এর উপর হয়ে থাকে।
উদাহরন – আপনি যদি সার্চ করেন ” bluehost hosting plans ” , ” digitalocean hosting plans “এর মানে আপনি bluehost, digitalocean কোম্পানির hosting plan এর ব্যাপারে সার্চ করে জানতে চাইছেন
কিংবা ধরুন ” semrush keyword research tool ” একটি Brand based keyword কারন semrush একটি ব্রান্ড keyword research এর জন্য।
৩. লোকেশন বেসড কিওয়ার্ড
যেসব কিওয়ার্ডগুলো বিভিন্ন লোকেশান এর উপর নির্ভর করে সার্চ করা হয় তাদের মুলত Geo-targeted keywords বা লোকেশন বেসড কিওয়ার্ড বলা হয়।
উদাহরন – ” hosting in usa ” ,” hosting in uk “,” hosting in india ” কিওয়ার্ডগুলো সার্চ এর মাধ্যমে লোকজন বিভিন্ন লোকেশান যেমন USA , UK, India তে hosting এর ব্যাপারে জানতে চাইছে সুতরাং এগুলো সবই geographical location নির্ভর keywords.
৪. প্রোডাক্ট বেসড কিওয়ার্ড
এতদুর পড়ার পর নিশ্চয় এটি কি আপনি বুঝতে পারছেন। এই ধরনের কিওয়ার্ডগুলো যেকোনো প্রোডাক্টকে টার্গেট করে করা হয়ে থাকে।
উদাহরন – ” boat headphone ” মানে আপনি হেডফোন প্রোডাক্টের এর উপর সার্চ করছেন সুতরাং এটি একটি Product নির্ভর keywords।
৫. কম্পিটিশন বেসড কিওয়ার্ড
কম্পিটিশন বেসড কিওয়ার্ডগুলো মুলত সেই ধরনের কিওয়ার্ড যেগুলো একই প্রোডাক্টের এর উপর বিভিন্ন কোম্পানি কম্পিটিশন করে থাকে ।
উদাহরণ – ” best phone under 10000 “এই কিওয়ার্ডটির মধ্যে বিভিন্ন কোম্পানি আসে কারন ১০ হাজার দামে বিভিন্ন কোম্পানি ভালো ভালো ফোন বিক্রি করে থাকে।
৬. কাস্টমার বেসড কিওয়ার্ড
এই ধরনের কিওয়ার্ডগুলোর সার্চ মুলত কোনো প্রোডাক্টের একটি নির্দিষ্ট কাস্টমারকে ধরে হয়ে থাকে।
উদাহরণ – ” Saree for women ” এই ধরনের কিওয়ার্ড নির্দিষ্ট কাস্টমার (যেমন – এখানে মেয়েদের জন্য ) হয়ে থাকে।
কী ওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (Search Engine Optimization) ক্ষেত্রে বিগত এক দশকে কী ধরনের পরিবর্তন এসেছে সে সম্পর্কে আমাদের অনেকেরই কম বেশি ধারণা রয়েছে। এতে মার্কেটে প্রতিযোগিতার মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এ ঝড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ।
কিওয়ার্ড রিসার্চে যদি ভুল থাকে তাহলে আপনার সাইটটি গুগল সার্চে র্যাংক পাবে না। তাই সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই তথ্য কাজে লাগাতে পারলেই গুগল সার্চে পাওয়া যাবে সঠিক র্যাংক।
গুগল, ইয়াহু বা অন্যান্য সার্চ ইঞ্জিনের রয়েছে নিজেস্ব অ্যালগারিদম। সেই অ্যালগারিদমেও আসে পরিবর্তন। এই অ্যালগারিদমের সাথে মিল রাখলেই কেবল যে র্যাংক পাওয়া যাবে তা কিন্তু নয়। পাশাপাশি আপনার লেখা কনটেন্টটি কতটা সামঞ্জস্যপূর্ণ সেটিও গুরুত্বপূর্ণ।
আবার বেশি বেশি সার্চ করা হচ্ছে এমন কিওয়ার্ড ব্যবহার করলেই যে আপনি সার্চ ইঞ্জিনের প্রথম দিকে জায়গা করে নিবেন সেটিও নয়। বেশি বেশি সার্চ হচ্ছে এমন কিওয়ার্ডের পাশাপাশি একই টপিকে কম সার্চ হচ্ছে এমন কিওয়ার্ডগুলোতেও যদি মনোযোগ দেওয়া হয়, তাহলে সার্চ-ইঞ্জিনগুলোতে তা একটা আলাদাভাবে প্রাধান্য পায়।
আর এই বিষয়গুলো সুনিশ্চিত করতে প্রয়োজন কিওয়ার্ড রিসার্চের। সুতরাং, বুঝতেই পারছেন কেন কিওয়ার্ড রিসার্চ এত গুরুত্বপূর্ণ।
শেষ কথা,,
আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে প্রয়োজনের অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার হচ্ছে কিনা সেদিকে। ধরা যাক, আপনি আই ফোনের রিভিউ দিয়ে একটি কনটেন্ট লিখছেন। কনটেন্টটিতে ‘আইফোন’ কথাটি বার বার আসতেই পারে। এটা স্বাভাবিক। কিন্তু যদি ‘আইফোনের রিভিউ’ কথাটা আপনার লেখা কনটেন্টে মাত্রাতিরিক্ত পরিমাণে আসে বা বার বার আপনি ‘আইফোনের রিভিউ’ কথাটি লিখতে থাকেন তাহলে নিশ্চয় তা স্বাভাবিক হবে না।
আরো পড়ুন: