জিপি নতুন সিম অফার 2022
জিপি নতুন সিম অফার
অনেকেই GP নতুন সিমের অফার 2022 লিখে অনুসন্ধান করেন। আপনাদের জন্য এখানে সকল নতুন সিমের অফার দেয়া হয়েছে। আশা করি নিচে উল্লেখিত অফার গুলো আপনাদের অনেক ভালো লাগবে। এবং অবশ্যই সবার সাথে জিপি নতুন সিমের অফার গুলো শেয়ার করবেন।
জিপি নতুন সিমে ১৭ টাকায় ১ জিবি (gp new sim offer 17 tk 1gb)
- জিপি 1gb 17 tk অফারটি পূর্বে ৯ টাকা ছিল ( সকল চার্জ সহ )।
- যেহেতু ১৭ টাকা ১ জিবি অফারটি সর্বমোট ১০ মাস পর্যন্ত চলে,
- তাই, এখনও অনেকে ৯ টাকা ১ জিবি অফারটি পাচ্ছেন।
জিপি নতুন সিমে ১৭ টাকায় ২ জিবি অফার – GP New Sim 17 TK @ 2 GB Offer
MyGP অ্যাপ থেকে ১৭ টাকায় পাওয়া যাবে ২ জিবি ইন্টারনেট। এই ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন। অফারটি সিম এক্টিভেশন থেকে ৯ মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে নেওয়া যাবে। অফারটি পাওয়া যাবে কিনা তা জানা যাবে *121*1111# ডায়াল করে।
নতুন সিমের অফার তথ্য
- নতুন জিপি সংযোগে আপনি ৫ টাকা থাকবে, সিমের দামের সাথে অন্তর্ভুক্ত,
- কিন্তু, উপরক্ত দামে সিম ক্রয় করলে দামের সাথে অন্তর্ভুক্ত করে, আপনার নতুন জিপি সিমের মূল অ্যাকাউন্ট এ ৩৯ টাকা থাকবে, ১২ টি এমএমএস ।
- সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি , মেয়াদ ৭ দিন ।
- ১ পয়সা/সেকেন্ড কল রেট দেশের যে কোন নম্বরে , মেয়াদ ৩০ দিন ।
- ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট পাবেন পরবর্তী ৯ মাস পর্যন্ত ।
- নতুন সিম অফারের মেয়াদ ও বোনাস জানতে *১২১*১*২# ডায়াল করুন।
৩৪ টাকা প্রথম রিচার্জ করলেই ,এই Gp sim offer থেকে আপনি পাচ্ছেনঃ
- ১ পয়সা/সেকেন্ড রেট এ কথা বলতে পারবেন দেশের যে কোন অপারেটর নম্বরে।
- ৩০ দিন পর্যন্ত ১ পয়সা/সেকেন্ড কল রেট অফার টি উপভোগ করতে পারবেন।
- আরও, পাবেন ১ জিবি ইন্টারনেট , ৭ দিনের জন্য ।
- মূল একাউন্টে মোট ৩৯ টাকা থাকবে
স্কিটো নতুন সিমের অফার ২০২২ – Skitto New Sim Offer 2022
গ্রামীণফোন এর মালিকানাধীন হলেও স্কিটো নতুন সিম এর অফারগুলোতে বেশ ভিন্নতা রয়েছে। নতুন স্কিটো সিম কিনলে পাওয়া যাবে নিম্নোক্ত অফারসমুহঃ
- ৭দিন মেয়াদের ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা
- ৩০ দিন মেয়াদের ১০০ ফ্রি এসএমএস
- ৩০ দিন মেয়াদের ১০ টাকা মোবাইল ব্যালেন্স
- ৩০ দিন মেয়াদের ৫০ এম্বি বোনাস ডাটা
- প্রোমো কোড এন্টার করলে ৭ দিন মেয়াদের ১ জিবি ইন্টারনেট ডাটা।
স্কিটো সিম অর্ডার করে কেনা যাবে স্কিটো এর ওয়েবসাইট হতে। স্কিটো সিম এর দাম ২০০ টাকা।
শেষ কথা,,
তো বন্ধুরা আজ এই পর্যন্ত । এই খানে গ্রামীণ নতুন সিম অফার গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম । পোস্টটি ভালো লাগলে অব্যশই শেয়ার করবেন ।
আরো পড়ুন: