৫টি সেরা বাজেট গেমিং ল্যাপটপ (Gaming Laptop Under 50K)

Deal Score0
Deal Score0

 

Gaming Laptop Under 50K

৫টি সেরা বাজেট গেমিং ল্যাপটপ (Gaming Laptop Under 50K)


আজ আপনাদের বলবো ও দেখাবো ৫টি সেরা এবং বাজেট গেমিং ল্যাপটপ সম্পর্কে যা 50,000 এর মধ্যে।

স্বাভাবিক ভাবেই আমরা সবাই যখন নতুন কিছু গ্যাজেট ক্রয় করতে চাই যেরকম ল্যাপটপ, তখন অনলাইন রিসার্চ করি যে আমাদের বাজেট এর মধ্যে

নতুন এবং সম্প্রতি কোন ভালো কনভিগারেশন এর ল্যাপটপ গুলো উপলব্ধ আছে। যা বাজেট এর সাথে সাথে আমাদের

পছন্দের কম্পিউটার স্পেসিফিকেশন গুলিও পরিপূর্ণ করবে কাজের জন্য। আর যদি আপনি এই পোস্টটি পড়েন সেই ক্ষেত্রে |

বেশি সম্ভবনা আছে যে আপনিও ল্যাপটপ ক্রয় করার কথা ভাবছেন। আর কম budget এর মধ্যে ভালো Laptop খুঁজছেন।

সেই ক্ষেত্রে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি আপনার পছন্দের ল্যাপটপটি এখানে পেয়ে যাবেন। আর যা আপনার ল্যাপটপ এর কনফিগারেশন বা স্পেসিফিকেশনও ফুলফিল করবে।

তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমরা দেখেনি এরকম সেরা ৫টি কম দামে গেমিং ল্যাপটপ বা বাজেট গেমিং ল্যাপটপ সম্পর্কে।

১. Lenovo IdeaPad Gaming 3

Lenovo IdeaPad Gaming 3 গেমিং ল্যাপটপ

আমাদের লিস্টের প্রথম ল্যাপটপটি হল Lenovo এর IdeaPad Gaming 3 দারুন পারফরমেন্স এর একটি ল্যাপটপ।

এটি Amazon ও FlipKart উভয় সাইট এর উপলব্ধ আছে এবং যার দাম ৫৫,০০০ হাজার এর মধ্যেই। তবে বিভিন্ন

সময়ে দামের পরিবর্তনে এর ফলে আপনি অনেক কমে পেয়ে যাবেন। আর আপনাদের জানিয়ে রাখবো যে একই মডেল এর মধ্যে

আপনি Intel এবং AMD এর দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনার পছন্দের প্রসেসর বেছে নিতে পারবেন।

  • Processor: i5 11th Gen Processor or AMD Ryzen 5 5600H
  • RAM: 8GB
  • Storage: 512GB SSD
  • Display:  15.6″ FHD IPS Display, 120Hz
  • Graphics: 4GB NVIDIA GTX 1650
  • Others: Backlit Keyboard, Dolby Sound

2. ASUS TUF Gaming F15

আসুস গেমিং ল্যাপটপ

আমাদের লিস্টের দ্বিতীয় under 55K এর মধ্যে ল্যাপটপটি হলো ASUS TUF Gaming F15. ASUS PC গেমিং এর

জগতে সনাম-ধন্য একটি ব্র্যান্ড। তাই এই লিস্টটি একদমই সম্পূর্ণ হতো না আসুস গেমিং ল্যাপটপকে ছাড়া। আর এই যে ল্যাপটপটি

আপনাদের বললাম এখন এর FlipKart এর মধ্যে ৫০,০০০ এর মধ্যে যাচ্ছে Lenovo IdeaPad Gaming 3 এর মতো একই কনফিগারেশন দিয়েও।

৫০ হাজারের মধ্যে মধ্যে নিঃসন্দেহে বাজেট ল্যাপটপ এটি। আপনি এর একটি A15 ভার্সন বা মডেল ও পেয়ে যাবেন। যেখানে

Intel এর বদলে শুধু AMD প্রসেসর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি যদি Intel processor পছন্দের করেন সেই ক্ষেত্রে ASUS TUF Gaming F15.

আর যদি AMD প্রসেসর ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ASUS TUF Gaming A15 এর মধ্যে যেতে পারেন বাকি স্পেসিফিকেশন একই।

তবে উভয় Intel ও AMD আসুস গেমিং ল্যাপটপ এর হার্ডওয়্যার কম বেশির জন্য দামের ও কম বেশি হতে পারে।

  • Processor: i5 10th Gen Processor or AMD Ryzen 5 4600H
  • RAM: 8GB
  • Storage: 512GB SSD
  • Display:  15.6″ FHD IPS Display, 144Hz
  • Graphics: 4GB NVIDIA GTX 1650
  • Others: RGB Keyboard

3. MSI GF63 Thin & MSI Bravo 15

MSI ভালো গেমিং ল্যাপটপ 

MSI শুধু একটি ভালো এবং সেরা কোয়ালিটি ল্যাপটপ ব্র্যান্ড এর জন্যই জনপ্রিয় না। কারণ যখন গেমিং এর কথা আসে

সেই ক্ষেত্রে MSI বিশ্ব সেরা একটি লিডিং ব্র্যান্ড যার প্রোডাক্ট eSports community-ও স্পন্সর হিসাবে ব্যবহার করে।

তো এখানে আমি দুটি মডেল উল্লেখ করেছি MSI GF63 Thin যার মধ্যে আছে ইন্টেল এর প্রসেসর এবং MSI Bravo 15

এর মধ্যে আছে এএমডি প্রসেসর। আর এই দুটি মডেল এর মধ্যে স্পেসিফিকেশন ও দামেরও পার্থক্য আছে তবে আজকের বাজেট এর মধ্যেই।

  • Processor: Intel Core i5 11th Gen 11400H Processor
  • RAM: 8GB
  • Storage: 512GB SSD
  • Display:  15.6″ FHD IPS Display, 144Hz
  • Graphics: 4GB NVIDIA GeForce GTX 1650 MAX Q
  • Others: Single Backlight Keyboard (Red)

4. HP Victus Gaming

HP কম দামে ভালো গেমিং ল্যাপটপ

ল্যাপটপ ব্র্যান্ড এর ক্ষেত্রে HP নিঃসন্দেহে বহুদিন থেকেই সুনামধন্য একটি ব্র্যান্ড যার কাস্টমার সার্ভিস এর জন্য এরা আরও ক্ষেত।

তাই আজকের লিস্টে HP Victus Gaming মডেলটি আছে যার ডিসাইন সত্যিই অসাধারণ সুন্দর ও স্লিম বডি পাবেন।

তবে আমাদের লিস্টে আজকে এর AMD প্রোসেসসর এর মডেলটি থাকছে যা হল HP Victus Ryzen 5 Hexa Core 5600H

কারণ এই মডেল এর Intel বেসড প্রসেসর এর দামটি একটু বেশি যা আমাদের বাজেট বাইরে বেরিয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে

অবশ্যই রিসার্চ করতে পারেন HP Victus Gaming Intel লিখে সার্চ করে Amazon বা Flipkart এর মতো ই-কমার্স সাইটে।

HP Victus Gaming AMD:

  • Processor: AMD Ryzen 5 Hexa Core R5-5600H
  • RAM: 8GB
  • Storage: 512GB SSD
  • Display: 16.1-inch FHD IPS Level Display, 60Hz
  • Graphics: 4GB AMD Radeon RX 5500M
  • Others: Backlight Keyboard

আপনাদের এখানে এর আরো একটি বিকল্প দিচ্ছি যা বাজেট এর মধ্যেই এবং AMD বেসড প্রসেসর তবে গ্রাফিক্সটি আপনি NVIDIA পাবেন।

HP Pavilion Gaming Ryzen 5:

  • Processor: AMD Ryzen 5 Quad Core 3550H
  • RAM: 8GB
  • Storage: 1TB HDD
  • Display: 15.6-inch FHD IPS Display, 60Hz
  • Graphics: 4GB NVIDIA GeForce GTX 1650
  • Others: Backlight Keyboard

5. Acer Aspire 7

Acer Aspire 7 laptops

আমাদের লিস্টের শেষ কম দামে সেরা বাজেট ল্যাপটপ ব্র্যান্ডটি হল Acer. আর আজ আমরা জানবো এর Aspire 7 মডেলটি ।

আপনি এই বাজেট গেমিং ল্যাপটপটির Intel ও AMD উভয় প্রসেসরই পেয়ে যাবেন আর দুটোই বাজেট এর মধ্যে।

আপনার পছন্দের প্রসেসর অনুযায়ী আপনি পছন্দ করতে পারেন কারণ দুই ক্ষেত্রেই পারফরমেন্স অসাধারণ পাবেন।

  • Processor: Intel Core i5-10300H or AMD Ryzen 5 Hexa Core AMD R5-5500U
  • RAM: 8GB
  • Storage: 512 GB SSD
  • Display: 15.6-inch FHD IPS Display, 60Hz
  • Graphics: 4GB NVIDIA GeForce GTX 1650
  • Others: Backlight Keyboard

শেষ কথা,

অনেকেই ভাবতে পারেন যে আরে ভাই Dell এর ল্যাপটপ লিস্টে নেই কেন। তাহলে বলে রাখি যে লিস্টের বাকি সমস্ত

ল্যাপটপ এর স্পেসিফিকেশন অনুযায়ী ডেল এর ল্যাপটপ এর দাম অর্থাৎ বাজেট অনেকটাই ছাড়িয়ে যাচ্ছে তাই এই লিস্টে নেই।

যাই হোক, আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই দামের মধ্যে আপনি এই লিস্টের বাইরে এর থেকে ভালো ল্যাপটপ একদমই পাবেন না।

কন্টেন্টটি ভালো লাগলে শেয়ার করবেন ।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account