ওয়ানপ্লাস ফোনের দাম ২০২২ | OnePlus phone price 2022

Deal Score0
Deal Score0

স্মার্টফোন ব্র‍্যান্ড হিসেবে ওয়ানপ্লাস’কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কখনো কখনো “অ্যান্ড্রয়েড দুনিয়ায় অ্যাপল” নামে পরিচিত এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ও নজরকাড়া অনন্য ডিজাইনের মাধ্যমে গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় ওয়ানপ্লাস এর ফোন। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ওয়ানপ্লাস ফোন এর দাম সম্পর্কে বিস্তারিত।

উল্লেখ্য যে প্রদত্ত ওয়ানপ্লাস মোবাইলের দাম বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। দেশের বাজারে সময় ও স্থানভেদে ওয়ানপ্লাস ফোনের দাম কম বা বেশিও হতে পারে।

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি – OnePlus Nord 2 5G

ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটি ব্লাস্ট হওয়ার গুঞ্জন শোনা গেলেও জনপ্রিয়তা একটুও কমেনি ফোনটির। ৫০হাজার টাকা দামের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি এর দামঃ ৪৯,৯৯৯টাকা

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি – OnePlus Nord CE 5G

৪০হাজার টাকা বাজেটের মধ্যে যারা ওয়ানপ্লাস ফোন খুঁজছেন, তাদের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই একটি আদর্শ পছন্দ হতে পারে। ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ম্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি এর দামঃ ৩৭,৯৯০টাকা 

ওয়ানপ্লাস নর্ড এন১০০ – OnePlus Nord N100

২০হাজার টাকার মধ্যে ওয়ানপ্লাস ফোন নিতে চাইলে ওয়ানপ্লাস নর্ড এন১০০ ফোনটি বিবেচনা করতে পারেন। ২০হাজার টাকা দামের ফোন হওয়া স্বত্বেও ফোনটিতে মাত্র ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ রয়েছে, যা এই দামে সম্পূর্ণ বেমানান। দামের তুলনায় অসাধারণ কোনো ফিচার না থাকায় অনেকেই ২০ হাজার টাকা দামে অন্য ব্র‍্যান্ডের ফোন পছন্দ করেন।

ওয়ানপ্লাস নর্ড এন১০০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড এন১০০ এর দামঃ ১৯,৯৯০টাকা

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি – OnePlus Nord N10 5G

৩৫হাজার টাকার মধ্যে ওয়ানপ্লাস নর্ড এন১০ ফোনটি বেশ জনপ্রিয় একটি স্মার্টফোনে পরিণত হয়েছে। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০, যা একটি ৫জি প্রসেসর। অর্থাৎ ৩৫হাজার টাকার মধ্যে এই ওয়ানপ্লাস ফোনটি ৫জি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় ফিচার অফার করছে, যা অসাধারণ বলা চলে।

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৪৯ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি এর দামঃ ৩৪,৯৯০টাকা 

ওয়ানপ্লাস নর্ড – OnePlus Nord

বাজেট ওয়ানপ্লাস ফোন যারা খুঁজছেন, তাদের জন্য নর্ড সিরিজ চালু করেছিলো ওয়ানপ্লাস। এই সিরিজের প্রথম ফোন, ওয়ানপ্লাস নর্ড বেশ সাড়া ফেলে দিতে সক্ষম হয়। ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের সাথে স্ন্যাপড্রাগন ৭৬৫জি এর শক্তিশালী পারফরম্যান্স মিলিয়ে গ্রাহকের প্রিয় ফোনে পরিণত হয়েছে ওয়ানপ্লাস নর্ড ফোনটি।

ওয়ানপ্লাস নর্ড এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৪৪ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪১১৫মিলিএম্প

ওয়ানপ্লাস নর্ড এর দামঃ ৪৯,৯৯০টাকা

ওয়ানপ্লাস ৯ 

ওয়ানপ্লাস ৯ ফোনটি দাম বিবেচনায় বেশ অসাধারণ একটি ফোন বলা চলে। ৫০হাজার টাকার মধ্যে স্ন্যাপড্রাগন ৮৮৮ এর মত শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা দিয়ে ফোনটি বাজেট স্মার্টফোন সেকশনে ভাল ফিচার অফার করছে বলতে হবে।

OnePlus 9 – ওয়ানপ্লাস ৯

 ওয়ানপ্লাস ৯ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ৮ জিবি / ১২ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি / ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ  ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

 ওয়ানপ্লাস ৯ এর দামঃ

  •  ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৪৩,০০০টাকা
  • ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৪৭,০০০টাকা

ওয়ানপ্লাস ৯ প্রো

ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটিতে রয়েছে ওয়ানপ্লাস ৯ এর ন্যায় একই স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন, ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটি ওয়ানপ্লাস এর ২০২১সালের টপ লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিলো।

ওয়ানপ্লাস ৯ প্রো

ওয়ানপ্লাস ৯ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৮৮
  • র‍্যামঃ ৮ জিবি / ১২ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮ জিবি / ১২ জিবি
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ৯ প্রো এর দামঃ 

  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৫৯,০০০টাকা
  • ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৬৩,০০০টাকা 

ওয়ানপ্লাস ৯আর

ওয়ানপ্লাস ৯আর ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। দামে ওয়ানপ্লাস ৯ এর চেয়ে কিছুটা কম হলেও কোনো ফিচারে ছাড় দেওয়া হয়নি ওয়ানপ্লাস ৯আর এর ক্ষেত্রে। ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার পাশাপাশি সর্বোচ্চ ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৯আর।

OnePlus 9R – ওয়ানপ্লাস ৯আর

ওয়ানপ্লাস ৯আর এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
  • র‍্যামঃ ৮ জিবি / ১২ জিবি
  • স্টোরেজঃ ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প

 ওয়ানপ্লাস ৯আর এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৩৭,৫০০টাকা
  • ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৪৩,০০০টাকা

ওয়ানপ্লাস ৮ প্রো – OnePlus 8 Pro

ওয়ানপ্লাস ৮ প্রো ফোনটিতে রয়েছে ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ। আবার শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যার কল্যানে অসাধারণ পারফরম্যান্স প্রদানে সক্ষম ওয়ানপ্লাস এর এই আগের টপ লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

ওয়ানপ্লাস ৮ প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫
  • র‍্যামঃ ১২জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫১০মিলিএম্প

ওয়ানপ্লাস ৮ প্রো এর দামঃ

  • অফিসিয়ালঃ ৯৪,৯৯০টাকা 
  • আনঅফিসিয়ালঃ ৫৯,০০০টাকা

ওয়ানপ্লাস ৮ – OnePlus 8

ওয়ানপ্লাস ৮ ফোনটি বর্তমানে দেশের বাজারে আনঅফিসিয়াল বেশ অসাধারণ দামে পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়াল দাম বিবেচনা করলে ফোনটি অসাধারণ ভ্যালু প্রদান করছে। ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপের পাশাপাশি ফোনটির শক্তিশালী ৮৬৫ প্রসেসর ফোনটিকে ৩৫থেকে ৪০হাজার টাকা দামের ফোনের তালিকায় অসাধারণ একটি স্মার্টফোনে পরিণত করেছে।

ওয়ানপ্লাস ৮ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৮ এর দামঃ 

  • অফিসিয়ালঃ ৫৯,৯০০টাকা
  • আনঅফিসিয়ালঃ ৩৫,৫০০টাকা

ওয়ানপ্লাস ৭টি প্রো – OnePlus 7T Pro

ওয়ানপ্লাস এর আইকনিক একটি স্মার্টফোন হলো ওয়ানপ্লাস ৭টি প্রো ফোনটি। অসাধারণ ডিজাইনের এই ফোনটিতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর। এছাড়াও ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ওয়ানপ্লাস ৭টি প্রো ফোনটিতে।

ওয়ানপ্লাস ৭টি প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪০৮৫মিলিএম্প

ওয়ানপ্লাস ৭টি প্রো এর দামঃ ৪৭,০০০টাকা 

ওয়ানপ্লাস ৭টি – OnePlus 7T

ওয়ানপ্লাস ৭টি ফোনটির আনঅফিসিয়াল দাম বিবেচনা করলে অসাধারণ একটি ডিল বলা চলে এই ফোনটিকে। স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এছাড়াও ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ওয়ানপ্লাস ৭টি ফোনটিতে।

ওয়ানপ্লাস ৭টি এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৮০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৭টি এর দামঃ

  • অফিসিয়ালঃ ৫৪,৯৯০টাকা
  • আনঅফিসিয়ালঃ ৪০,০০০টাকা

ওয়ানপ্লাস ৭ – OnePlus 7

ওয়ানপ্লাস ৭ ফোনটির প্রাণশক্তি স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরটি বেশ শক্তিশালী একটি চিপসেট। ৪৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি ফোনটির অন্যান্য ফিচার খুবই ব্যালেন্সড বলা চলে।

ওয়ানপ্লাস ৭ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫
  • র‍্যামঃ ৮জিবি/১২জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৭০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৭ এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৪৮,৫০০টাকা
  • ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৫২,৫০০টাকা 

ওয়ানপ্লাস ৭ প্রো – OnePlus 7 Pro

এখন পর্যন্ত ওয়ানপ্লাস এর সবচেয়ে জনপ্রিয় ফোন এর নাম বললে, ওয়ানপ্লাস ৭ প্রো ফোনটি এগিয়ে থাকবে। ফোনটির সুন্দর ডিজাইনের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন দেখলেই বুঝা যায় ফোনটি কেনো এতো জনপ্রিয়। ফোনটির শোভা আরো বাড়িয়ে তুলেছে পপ-আপ ফ্রন্ট ক্যামেরা।

ওয়ানপ্লাস ৭ প্রো এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫
  • র‍্যামঃ ৬জিবি/৮জিবি/১২জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা
  • ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৭ প্রো এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৬৮,৯৯০টাকা
  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৭২,৯৯০টাকা
  • ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৭৯,৯০০টাকা
  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ আনঅফিসিয়ালঃ ৪৬,৯৯৯টাকা

ওয়ানপ্লাস ৬টি – OnePlus 6T

ওয়ানপ্লাস ৬টি ফোনটি দাম বিবেচনায় অসাধারণ তেমন কোনো ফিচার অফার করছেনা। এছাড়াও এই ফোনটির দামে ওয়ানপ্লাস ৯আর ফোনটি রয়েছে, যা সবদিক দিয়ে এই ফোনটি থেকে ভালো তাই উল্লেখিত দামে ওয়ানপ্লাস ৬টি ফোনটি না কেনাই শ্রেয়।

ওয়ানপ্লাস ৬টি এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.৪১ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৭০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৬টি এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩৮,৯৯০টাকা
  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৪২,৯৯৯টাকা

ওয়ানপ্লাস ৬ – OnePlus 6

ওয়ানপ্লাস ৬ ফোনটিতে রয়েছে শক্তিশালী ৮৪৫ প্রসেসর। ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার ফোন ওয়ানপ্লাস ৬ ফোনটি বাংলাদেশের বাজারে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এই ফোনের বাজেটে এর চেয়ে বেটার ফিচারসমৃদ্ধ ফোন দেশের বাজারে পেয়ে যাবেন।

ওয়ানপ্লাস ৬ এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.২৮ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি/২৫৬জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৩০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৬ এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৪৪,৯৯০টাকা
  • ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজঃ ৬৯,৯৯৯টাকা

ওয়ানপ্লাস ৫টি – OnePlus 5T

২০১৭ সালে বাজারে আসা ওয়ানপ্লাস ৫টি ফোনটি এখনো বেশ জনপ্রিয় এর অসাধারণ পারফরম্যান্স এর জন্য। নতুন ওয়ানপ্লাস ৫টি এর দাম প্রায় ৩৫হাজার টাকা হলেও দেশের বাজারে ২০হাজার থেকে ৩০হাজার টাকার মধ্যে রিফাব্রিশড ভার্সন পাওয়া যায়। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এর কল্যাণে মুক্তি পাওয়ার এতো সময় পরেও ফোনটি থেকে অসাধারণ গেমিং পারফরম্যান্স পাওয়া যায়।

ওয়ানপ্লাস ৫টি এর স্পেসিফিকেশনঃ
  • ডিসপ্লেঃ ৬.০১ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৩০০মিলিএম্প

ওয়ানপ্লাস ৫টি এর দামঃ ৩৪,৯৯০টাকা

আপনার পছন্দের ওয়ানপ্লাস ব্র‍্যান্ডের স্মার্টফোন কোনটি? আপনার পছন্দের ওয়ানপ্লাস ফোন সম্পর্কে আমাদের জানান কমেন্ট সেকশনে।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account