কম দামে ভালো ফোন 2023

Deal Score+1
Deal Score+1

আপনি কি কম দামে ভালো ফোন খুঁজছেন? তথ্য প্রযুক্তির এই যুগে একটি স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রয়োজন হয় মোবাইল ফোনের। মোবাইল ফোনের চাহিদা বাড়ার সাথে সাথে মোবাইল ফোন প্রতিষ্ঠান গুলোর মধ্যেও প্রতিযোগিতা বেড়েছে। এর ফলে সাধারণ ক্রেতাগণ কম দামে ভালো ফোন পাওয়া সম্ভব হচ্ছে। 15000 টাকার মধ্যেও ভালো মোবাইল বাংলাদেশ এর বাজারে এখনো পাওয়া যাচ্ছে।

ফোনের বিষয়ে একেক জনের থাকে একেক রকম পছন্দ। কেউ চায় ভালো ক্যামেরা, কেউ ভালো ব্যাটারি ব্যাকাপ, আবার কারো পছন্দ ফোন যেমনই হোক ফোন ফোনটি হওয়া চাই স্টাইলিশ লুকের। অনেকেই আছেন বাজেটের মধ্যে কম দামে ভালো ফোন কিনতে চান।

কিন্তু, কম দামে ভালো ফোন কিনতে গেলেই বাধে যতো বিপত্তি। দেখা যায় ফোন পছন্দ হলে দামে মিলছে না, দাম ঠিক তো ফোন পছন্দ হয় না। তাই, এসব সমস্যাকে পাশ কাটিয়ে আপনার জন্য 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2023 বাছাই করে দিতেই আমাদের আজকের আয়োজনে থাকছে সেরা ১০টি কম দামে ভালো ফোন এর তালিকা।

Infinix Hot 20s | কম দামে ভালো ফোন

Infinix Hot 20s 8GB/128GB


কম দামে ভালো মোবাইল
কম দামের মধ্যে ভালো ফোন দিচ্ছে ইনফিনিক্স। যাদের কম দামে ভালো ক্যামেরা ফোন আর ভালো স্টোরেজের বাজেট ফ্রেন্ডলি মোবাইল দরকার, তাদের জন্য Infimix Hot 20s একটি সেরা অপশন। এতে আছে ৬.৭৮ ইঞ্চির বড় স্ক্রিন, ৮/১২৮ জিবির স্টোরেজ। আলাদা মেমোরি কার্ড ব্যাবহার করার সুযোগও রয়েছে। ব্যাকআপের জন্য ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াটের চার্জার।

ফোনটিতে Android 12 (XOS 12) অপারেটিং সিস্টেম আর চিপসেট আছে MediaTek Helio G96 (12 nm) ব্যবহার করা হয়েছে। ভালো স্টরেজ, ক্যামেরা, ব্যাটারি সব দিক বিবেচনায় এটি একটি সেরা ফোন।

Infinix Hot 20s ফোনের স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে : 6.78″
  • র‍্যাম : 8 Gb
  • প্রসেসর : Octa-core, up to 2.05 GZs
  • GPU : Mali-G57 MC2
  • স্টোরেজ : 128 Gb
  • মেইন ক্যামেরা : 50 Megapixel
  • ফ্রন্ট ক্যামেরা : 8 Megapixel
  • ব্যাটারি : 5000 mAH

Infinix Hot 20s ফোনের বর্তমান মূল্য : 18,999 টাকা।

Xiaomi Redmi A1+ | কম দামে ভালো ফোন 2023

Xiaomi Redmi A1+ pictures, official photos

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন খুঁজলে প্রথমেই যে কোম্পানির নাম মাথায় আসে তা হলো শাওমি। শাওমি বাজার ধরে রাখার জন্য কম দামে দারুণ সব ফোন প্রতিনিয়ত বাজারে আনছে। তাই, যারা কম দামে ভালো ফোন খুঁজছেন, যাদের বাজেট একটু কম তারা নিয়ে নিতে পারেন Xiaomi Redmi A1+ ফোনটি।

৬. ৫২ ইঞ্চির বড় একটি ডিসপ্লে। সেই সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জার, ফেস আনলক, ফিংগার প্রিন্ট সেন্সর তো আছেই।

ফোনটিতে Android 12 Go Edition (MIUI 12) অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে। চিপসেট হিসেবে আছে Mediatek helio A22 (12nm)।

পাওয়ার ব্যাকাপ এর জন্য পাচ্ছেন ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। র‍্যাম ও স্টোরেজ তুলনামূলক কম, তবে প্রাইজ ও অন্যান্য দিক বিবেচনা করলে ঠিক বলা চলে।

দেশের বাজারে Xiaomi Redmi A1+ ফোনটি ৩ টি কালার ভেরিয়েশনে (লাইট গ্রিন, লাইট ব্লু এবং ব্লাক) পাওয়া যাচ্ছে।

Xiaomi Redmi A1+ ফোনটির ফিচার সমূহ:

  • ডিসপ্লে : 6.52″
  • প্রসেসর : Quad-core, 2.0 GHz।
  • র‍্যাম : 2/3 Gb
  • স্টোরেজ : 32 Gb
  • মেইন ক্যামেরা : Dual 8+0.8 Megapixel
  • ফ্রন্ট ক্যামেরা : 5 Megapixel
  • ব্যাটারি : 5000 mAH

Xiaomi Redmi A1+ ফোনটির বর্তমান মূল্য: 11,999 টাকা

Realme c33

রিয়েলমি কোম্পানি কম দামে নতুন নতুন মডেলের ভালো ফোন ২০২৩ সালে বাজারে এনেছে, যেগুলো ক্রেতাদের মন কেড়েছে। তাই, বাজেট ফ্রেন্ডলি ফোন আর সাথে ভালো ক্যামেরার কথা চিন্তা করলে ক্রেতাগণের মাথার আসে প্রথমেই রিয়েলমির কথা। যারা রিয়েলমি পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটি একটি সেরা মোবাইল ফোন। ১৮৭ গ্রামের এই ফোনে আছে ৬.৫” বড় একটি ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যকাপ।

Octa core প্রসেসর সমৃদ্ধ ফোনটির অপারেটিং সিস্টেম Android 12 (Realme UI S) ব্যবহার করা হয়েছে। সাথে সিপসেট হিসেবে আছে Unisoc Tiger T612 (12 nm)। 15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এর বাজারে প্রাপ্ত ফোনগুলোর মাঝে অন্যতম জনপ্রিয় এই Realme c33 ফোন।

Realme c33 ফোনটির স্পেসিফিকেশন সমূহ:

  • ডিসপ্লে : 6.5″
  • র‍্যাম : 3/4 Gb
  • GPU : Mali-G57
  • স্টোরেজ : 32/64/128 Gb
  • মেইন ক্যামেরা : Dual 50+0.3 Megapixel
  • ফ্রন্ট ক্যামেরা : 5 Megapixel
  • ব্যাটারি : 5000 মিলি অ্যাম্পিয়ার
  • Realme c33 ফোনের বর্তমা প্রাইস: 13,999 টাকা (3/32 GB), 14,999 টাকা (4/64 GB)।

Vivo Y02a

Vivo Y02A Price in Bangladesh — Source Of Product

Low Price Mobile মার্কেটে ভিভো কোম্পানি আরেকটি জনপ্রিয় নাম। কম দামে প্রতিনিয়ত তারা নতুন নতুন ফিচার সমৃদ্ধ মোবাইল মার্কেটে এনে ক্রেতাদের আকর্ষন করছে। দামে কম মানে ভালো কথাটি ভিভোর সাথে যেন ভালোভাবে যায়। তাই, আপনার জন্য আকর্ষনীয় দেখতে সবচেয়ে কম দামে ভালো ফোন হতে পারে Vivo Y02a.

Vivo Y02a তে আছে HD+ IPS LCD এর ৬.৫১ ইঞ্চির বড় একটি ডিসপ্লে। ফোনটিতে Android 12 Go Edition (Funtouch 12) এর অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে। অন্যদিকে, চিপসেট হিসেবে আছে Mediatek Helio P35 (12 nm), ৩ জিবি র‍্যাম।

বড় ডিসপ্লের সাথে যারা বেশি ব্যাটারি ব্যাকাপ চান তাদের জন্য Vivo Y02a ফোনটি একটি ভালো ফোন হতে পারে। তবে ক্যামেরার দিক থেকে এই ফোনটি পিছিয়ে আছে।

Vivo Y02a ফোনের ফিচার সমূহ:

  • ডিসপ্লে : 6.51″
  • র‍্যাম : 3 Gb
  • স্টোরেজ : 32Gb
  • মেইন ক্যামেরা : 8 Megapixel
  • ফ্রন্ট ক্যামেরা : 5 Megapixel
  • ব্যাটারি : 5000 mAH
  • Vivo Y02a ফোনের বর্তমান দাম: 11,999 টাকা।
cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account