সেরা ক্যামেরা ফোন ২০২২ | The best camera phone 2022

Deal Score0
Deal Score0

 

সেরা ক্যামেরা ফোন ২০২২





স্মার্টফোনের অন্যান্য ফিচারের সাথে পাল্লা দিয়ে ক্যামেরাও আগের থেকে অসাধারণ হয়ে উঠছে। বর্তমানে স্মার্টফোনগুলোর ক্যামেরা এতোটাই শক্তিশালী হয়ে উঠেছে যে রীতিমত ডিএসএলআর এর সাথে তুলনা করে চলে। চলুন জেনে নেয়া যাক বিশ্বের ৯টি সেরা ক্যামেরা ফোন সম্পর্কে যেগুলো অভাবনীয় চমৎকার সব ছবি ও ভিডিও ধারণে সক্ষম। 

সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ – Sony Xperia 1 III

ডিজিটাল ও ডিএসএলআর ক্যামেরা নির্মাণকারী কোম্পানি হিসেবে এতোদিন সনির নামডাক থাকলেও স্মার্টফোন এর ক্যামেরা ডিপার্টমেন্টেও তাদের দক্ষতা দেখাতে সক্ষম হয়েছে স্বনামধন্য এই ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি।

কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ এর ক্যামেরাকে আলাদা মাত্রা দিতে যোগ হয়েছে জাইস অপটিকস (Zeiss Optics), জাইস টি* লেন্স কোটিং ও ০.৩ মেগাপিক্সেল ৩ডি টাইম-অফ-ফ্লাইট (TOF) সেন্সর, এইচডিআর, ইত্যাদি প্রযুক্তি। ফোনটির কিছুটা অদ্ভুত দেখতে ২১ঃ৯ স্ক্রিন রেশিও মূলত ক্যামেরা ফোন এর প্রতিকস্বরুপ।

অসাধারণ ডিএসএলআর কোয়ালিটির সেন্সরে তোলা ছবির পাশাপাশি ফোনটির অসাধারণ পারফরম্যান্স ও ব্যাটারি ব্যাকাপ, সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ ফোনটিকে সেরা ক্যামেরা ফোন এর তালিকায় স্থান করে দিয়েছে।

সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ - Sony Xperia 1 III - সেরা ক্যামেরা ফোন ২০২১

সনি এক্সপেরিয়া ১ মার্ক ৩ এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬.৫ইঞ্চি / ওলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮
র‍্যাম ১২জিবি
স্টোরেজ ২৫৬জিবি / ৫১২জিবি
মেইন ক্যামেরা ১২মেগাপিক্সেল মেইন শুটার
১২মেগাপিক্সেল টেলিফটো
১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড
ফ্রন্ট ক্যামেরা ৮মেগাপিক্সেল
ব্যাটারি ৪৫০০এমএএইচ
সফটওয়্যার অ্যান্ড্রয়েড ১১
দাম ১,১৫,০০০টাকা

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা – Samsung Galaxy Note 20 Ultra

স্যামসাং এর গ্যালাক্সি নোট সিরিজে সবচেয়ে বড় ব্লাস্ট ছিলো স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটি। ২০২১ সালে এসেও স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটির জৌলুস এতটুকুও কমেনি।

৫এক্স টেলিফটো, ৫০এক্স হাইব্রিড জুম বা ৮কে ভিডিও নিয়ে সব ক্যামেরা ডিপার্টমেন্টে ২০২০ সালের স্ট্যান্ডার্ডে তো বটেই, এমনকি ২০২১ সালের অনেক ফোনকেও হারিয়ে দিতে কোনো সমস্যাই হবেনা স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ফোনটির। ফোনটির অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আর স্টিরিও সাউন্ড রেকর্ড এর অপশন ফোনটিকে একটি কমপ্লিট ক্যামেরা প্যাকেজে পরিণত করেছে।

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা - Samsung Galaxy Note 20 Ultra

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬.৯ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫
র‍্যাম ৮জিবি / ১২জিবি
স্টোরেজ ১২৮জিবি / ২৫৬জিবি / ৫১২জিবি
মেইন ক্যামেরা ১০৮মেগাপিক্সেল মেইন শুটার
১২মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো
১২মেগাপিক্সেল আলট্রাওয়াইড
ফ্রন্ট ক্যামেরা ১০মেগাপিক্সেল
ব্যাটারি ৪৫০০মিলিএম্প
সফটওয়্যার ওয়ান ইউআই ৩
দাম ১,৩৪,৯৯৯টাকা

অপো ফাইন্ড এক্স৩ প্রো – Oppo Find X3 Pro

ক্যামেরা ফোনই যাদের ব্র‍্যান্ড ট্যাগলাইন, সেই কোম্পনির ফোন বিশ্বের সেরা ক্যামেরা স্মার্টফোন এর তালিকায় থাকবেনা, সেটা কি হতে পারে? কথা বলছি অপো কে নিয়ে। অপো’র লেটেস্ট ফ্ল্যাগশিপ, অপো ফাইন্ড এক্স৩ প্রো এর প্রতিটি ক্যামেরাই এক কথায় অসাধারণ।

তিনটি মেইন ক্যামেরা লেন্সের পাশাপাশি অপো ফাইন্ড এক্স৩ প্রো এর ক্যামেরাতে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট ও ফ্লিকার ডিটেকশন সিস্টেম যা এর ক্যামেরাকে করেছে দিন বা রাত, যেকোনো সময়ে অসাধারণ ছবি তোলার উপযোগী। ফটোর পাশাপাশি অপো ফাইন্ড এক্স ৩ প্রো ফোনটির ক্যামেরা অসাধারণ স্ট্যাবিলাইজেশন ও ফাস্ট অটো ফোকাস এর কারণে ভিডিও ডিপার্টমেন্টেও চমৎকার ফলাফল দিতে সক্ষম।

অপো ফাইন্ড এক্স৩ প্রো - সেরা ক্যামেরা ফোন ২০২১

অপো ফাইন্ড এক্স৩ প্রো এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬.৭ইঞ্চি / অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮
র‍্যাম ৮জিবি / ১২জিবি / ১৬জিবি
স্টোরেজ ২৫৬জিবি / ৫১২জিবি
মেইন ক্যামেরা ৫০মেগাপিক্সেল মেইন শুটার
১৩মেগাপিক্সেল টেলিফটো
৫০মেগাপিক্সেল আলট্রাওয়াইড
৩মেগাপিক্সেল মাইক্রোস্কোপিক
ফ্রন্ট ক্যামেরা ৩২মেগাপিক্সেল
ব্যাটারি ৪৫০০মিলিএম্প
সফটওয়্যার কালার ওএস ১১
দাম ১,০৯,০০০টাকা

ওয়ানপ্লাস ৯ প্রো – Oneplus 9 Pro

ওয়ানপ্লাস ৯ প্রো

হ্যাসেলব্লেড ব্রান্ডেড নতুন ক্যামেরা সেন্সর নিয়ে আমাদের তালিকায় স্থান করে নিয়েছে ওয়ানপ্লাস ব্র্যান্ড এর ফ্ল্যাশশিপ স্মার্টফোন, ওয়ানপ্লাস ৯ প্রো। অসাধারণ সফটওয়্যার এক্সপেরিয়েস এর জন্য পরিচিত ওয়ানপ্লাস ব্র্যান্ডের এই বছরের ক্যামেরা সেকশনে নতুনত্ব এসেছে। সকল দিক বিবেচনায় ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটি বিশ্বের সেরা ক্যামেরা ফোনের তালিকায় খুব সহজেই জায়গা করে নিয়েছে।

ওয়ানপ্লাস ৯ প্রো এর স্পেসিকেশনঃ

ডিসপ্লে ৬.৭ইঞ্চি
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি
র‍্যাম ৮জিবি/১২জিবি
স্টোরেজ ১২৮জিবি/১২৮জিবি
মেইন ক্যামেরা ৫০মেগাপিক্সেল মেইন সেন্সর৮মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা৫০মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা২মেগাপিক্সেল মনোক্রম সেন্সর
ফ্রন্ট ক্যামেরা ১৬মেগাপিক্সেল
ব্যাটারি ৪৫০০মিলিএম্প
সফটওয়্যার অ্যান্ড্রয়েড ১১
দাম ৬৬৯ডলার

গুগল পিক্সেল ৫ – Google Pixel 5

গুগল এর পিক্সেল স্মার্টফোন লাইন-আপের মূল আকর্ষণই ছিলো এর নজরকাড়া ক্যামেরা কোয়ালিটি। বিগত বছরগুলোতেই অপেক্ষাকৃত দূর্বল ফিচার ও স্পেসিফিকেশন থাকার পরেও শুধুমাত্র “মাথনষ্ট করে দেওয়ার মতো” ক্যামেরা কোয়ালিটি দিয়েই বেশ করে বিক্রি হয়েছে গুগল এর পিক্সেল লাইন-আপ এর ফোনগুলি। এই ধারা অব্যহত রেখে আমাদের সেরা ক্যামেরা স্মার্টফোন এর তালিকায় জায়গা করে নিয়েছে গুগল পিক্সেল ৫ ফোনটি৷

ফটো হোক বা ভিডিও, প্রতিবারই ব্রাইট ও ভিভিড দেখতে অসাধারণ রেজাল্ট এর দেখা মিলবে গুগল পিক্সেল ৫ ফোনটিতে। অ্যাকুরেট হোয়াইট ব্যালেন্স ও ব্যালেন্সড এক্সপোজার এর সমন্বয়ে সুন্দর দেখতে সব ছবি ও ভিডিও আউটপুট দিতে সক্ষম ফোনটি৷ আলাদা করে পিক্সেল ৫ ফোনটির ইমেজ স্ট্যাবিলাইজেশন এর কথা না বললেই নয়, যা ফটোর পাশাপাশি ভিডিওতে অনন্য মাত্রা যোগ করেছে।

গুগল পিক্সেল ৫ - Google Pixel 5

গুগল পিক্সেল ৫ এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬ইঞ্চি / ওলেড
প্রসেসর স্ন্যাপড্রাগুন ৭৬৫জি
র‍্যাম ৮জিবি
স্টোরেজ ১২৮জিবি
মেইন ক্যামেরা ১২.২মেগাপিক্সেল মেইন শুটার
১৬মেগাপিক্সেল আলট্রাওয়াইড
ফ্রন্ট ক্যামেরা ৮মেগাপিক্সেল
ব্যাটারি ৪০৮০এমএএইচ
সফটওয়্যার অ্যান্ড্রয়েড
দাম ৬৯,০০০টাকা

ভিভো এক্স৬০ প্রো প্লাস – Vivo X60 Pro Plus

গিম্বল-কোয়ালিটি ভিডিও এক্সপেরিয়েন্স নিয়ে আমাদের সবচেয়ে ভালো ক্যামেরা ফোন তালিকাতে স্থান করে নিয়েছে ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোনটি৷ এমন অসাধারণ ভিডিও স্ট্যাবিলাইজেশন সিস্টেম এই তালিকার অন্য কোনো ফোনেই নেই। স্মার্টফোন এর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই ফোনটি।

ভিডিওর পাশাপাশি স্টিল ক্যামেরা ডিপার্টমেন্টেও দারুণ দক্ষতা ভিভো এক্স৬০ প্রো প্লাস ফোনটির। প্রায় সকল ছবিতে ওয়াইড ডায়নামিক রেঞ্জ আর অ্যাকুরেট হোয়াইট ব্যালেন্স প্রদান করে ফোনটি। এছাড়াও ফটো ও ভিডিও, উভয় ক্ষেত্রেই ভালো ডিটেইল রেজাল্ট দেয় ফোনটি। ভিভো এক্স৬০ প্রো প্লাস এর ক্যামেরা অ্যাপেও রয়েছে ফটো ও ভিডিও করার অসংখ্য মোড যা ব্যবহার করে ক্রিয়েটিভ হওয়ার সীমাহিন সুযোগ রয়েছে।

ভিভো এক্স৬০ প্রো প্লাস - Vivo X60 Pro Plus

ভিভো এক্স৬০ প্রো প্লাস এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬.৫৬ইঞ্চি / সুপার অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮
র‍্যাম ৮জিবি / ১২জিবি
স্টোরেজ ১২৮জিবি / ২৫৬জিবি
মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ওয়াইড
৮মেগাপিক্সেল পেরিস্কোপ
৩২মেগাপিক্সেল টেলিফটো
৪৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড
ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল
ব্যাটারি ৪২০০ এমএএইচ
সফটওয়্যার ফানটাচ ওএস ১১ / অরিজিন ওএস ১
দাম ৫৮,০০০টাকা

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account