২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ বাংলাদেশে

Deal Score+1
Deal Score+1

বাংলাদেশের অধিকাংশ মানুষ ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ব্যবহার করে থাকেন। দেশের বাজারে স্মার্টফোনের এই বিপুল চাহিদার কথা বিবেচনা করে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে অসাধারণ কিছু ফোন অফার করছে শাওমি, ওয়াল্টন, ভিভো, অপ্পো এবং রিয়েলমির মত চাইনিজ স্মার্টফোন নির্মাতাগণ।

আর তাই সকলের চাহিদা বিবেচনা করে আজ নিয়ে এসেছি ২০ হাজার টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন আর হ্যাঁ ফোনগুলো বাংলাদেশ বাজারে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে- তো চলুন জেনে নেওয়া যাক।

অপ্পো এ৫৭ – ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

Oppo A57 2022 Launched In India With Dual Rear Cameras, MediaTek Helio G35  SoC: Know All Details | Oppo A57 2022 Launch: ভারতে হাজির ওপ্পোর নতুন ৪জি  ফোন, দেখে নিন দাম ও ফিচার

অপ্পো স্মার্টফোনগুলোর মধ্যে এটি অন্যতম একটি লো- বাজেট কিং ফোন। এই স্মার্টফোনটির যেমন লুক তেমনি এর পারফর্মেন্সও যথেষ্টই ভালো। এই ফোনটি ব্যবহার করে অনেক ক্রতা ও এনালাইসিসরা এই ফোনটিকে ১০/৭ রেটিং দিয়েছে।

তো বুঝতেই পারচ্ছেন ফোনটি কেমন হবে। বিল্ড কোয়ালিটি বেশ ভালো, লম্বা সময় ফোনটি আপনাকে সেবা দিতে পারবে। হেলিও জি৩৫ চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনে। যা একটি এন্ট্রিলেভেলের চিপসেট।

আপনি যদি গেমিং ব্যাক্তি হয়ে থাকেন তবে এই ফোনটি বাচাই না করাই ভালো। আর যদি টুকটাক গেমিং করতে চান তবে অনায়াসে চালিয়ে নিতে পারবেন। তবে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে ছবি তোলার জন্য সেরা একটি ফোন এটি।

১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকলেও এটি খুব ভালো ছবি তুলতে পারে। অপ্পো এ৫৭ ফোনটিতে থাকছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।

যা দিয়ে ৫০% চার্জ হতে ৩০ মিনিট সময় লাগে। ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এছাড়া ফোনটিতে র‍্যাম হিসেবে আছে ৪ জিবি ও স্টোরেজ ৬৪ জিবি।

অপ্পো এ৫৭ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি ৩৫ ( ১২ ন্যানোমিটার)
  • মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • চার্জারঃ ৩৩ ওয়াট ( ৫০% ইন ৩০ মিনিট)
  • অপ্পো এ৫৭ এর বাংলাদেশ দামঃ ১৭,৯৯০ টাকা

টেকনো পোভা নিও ২ – ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

Tecno Pova Neo 2 Price in USA July 2023 - Mobileinto USA

২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল : টেকনো কোম্পানি সবসময় বাজারে কম বাজেটের স্মার্টফোন নিয়ে এসে থাকে। তাদের মধ্যে এটি একটি অন্যতম স্মার্টফোন। এই ফোনটিকে বলা যেতে পারে, কিং অফ পাওয়ার লাইফ ব্যাটারি। এই ফোনটিতে দেওয়া হয়েছে ৭০০০ মিলিএম্প এর মেসিভ ব্যাটারি।

তবে ফোনটিকে চার্জ করার জন্য এতে দেওয়া হয়েছে মাত্র ১৮ ওয়াটের চার্জার। তবে বলাই যেতে পারে ২০ হাজার টাকার ফোন এ তো সব কিছু পারফেক্ট হবে না। যেখানে লক্ষাধিক টাকার স্মার্টফোনগুলোই পারফেক্ট হই না সেখান থেকে তুলনা করলে এই ফোনটি খারাপ নই।

তাছাড়া ফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৮৫ চিপ থাকায় পারফর্মেন্সেও পিছিয়ে নেই এই ফোন। টুকটাক গেমিং ও ভারী কাজও করা যাবেএই ফোনটি দিয়ে। সেই সাথে ৯০ হার্টজের এলসিডি ডিসপ্লে থাকায় ফোনের স্মুথনেসও বেশ ভালো।

এছাড়া ফোনটিতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কম্পাসসহ প্রয়োজনীয় বেশ কিছু ফিচারও আছে এই ফোনে। ২০ হাজার টাকা বাজেটে খুব ভালো ফোন এটি।

টেকনো পোভা নিও ২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি ৮৫ (১২ ন্যানোমিটার)
  • মেইন ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৭০০০ মিলিএম্প
  • চার্জারঃ ১৮ ওয়াট
  • টেকনো পোভা নিও ২ এর বাংলাদেশ দামঃ ১৮,৯৯০ টাকা

ইনফিনিক্স হট ২০এস – ২০ হাজার টাকার মধ্যে ভালো ইনফিনিক্স মোবাইল

ইনফিনিক্স হট ২০এস: নতুন প্রজন্মের গেমিং স্মার্টফোন

২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল নতুন স্মার্টফোনগুলোর মধ্যে ইনফিনিক্স হট ২০এস ফোনটি বেশ সারা ফেলেছে – ২০ হাজার টাকা বাজেটে বেশ কিছু প্রিমিয়াম ফিচার নিয়ে আসার জন্য। এই ফোনটি গেমারদের বেশ পছন্দের কেননা এখানে দেয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৯৬ প্রসেসর।

এই প্রসেসর থাকায় গেম খেলার জন্য বেশ ভালো এবং শক্তিশালী। তাই পারফর্মেন্স নিয়েও কোন চিন্তা নেই। এছাড়া ফোনটিতে থাকছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। তাছাড়া ফোনটির অন্যতম ফিচার হচ্ছে এতে দেওয়া হয়েছে ১২০ হার্টজের এলসিডি ডিসপ্লে যা পুরো ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ফোনটির ক্যামেরা সেকশনও বিশাল পরিবর্তন নিয়ে এসেছে ইনফিনিক্স কোম্পানি। এতে আছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। তাছাড়া ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি বিভিন্ন ফিচার এই ফোনকে করেছে ২০ হাজার টাকা বাজেটের অন্যতম সেরা একটি ফোন।

ইনফিনিক্স হট ২০এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চি
  • র‍্যামঃ ৮ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি ৯৬
  • মেইন ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • চার্জারঃ ১৮ ওয়াট
  • ইনফিনিক্স হট ২০ এস এর বাংলাদেশ দামঃ ১৮,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম১২ – ২০ হাজার টাকার মধ্যে ভালো স্যামসাং মোবাইল

গ্যালাক্সি এম১২ ফোন উন্মোচন করলো স্যামসাং

আপনি যদি ব্যান্ডের স্মার্টফোন ব্যবহার করতে চান তবে বলা যেতে পারে এটিই অন্যতম। বাজেটের মধ্যে ভালো স্যামসাং ফোন এর খোঁজে থাকলে, দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনটি।

খুবই সুন্দর দেখতে ৬.৫ইঞ্চির ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের ফোন, স্যামসাং গ্যালাক্সি এম১২ এ ব্যবহৃত হয়েছে স্যামসাং এর নিজস্ব এক্সিনোজ ৮৫০ চিপসেট। যা ৮ ন্যানোমিটার টেকনোলজির উপর বৃত্তি করে তৈরি।

এই ফোনটি দিয়ে আপনি অনায়াসে গেমিং করতে পারবেন এবং সহজেই কাজগুলো করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি এম২১ এ ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল।

ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর এক্সিনোজ ৯৬১১ প্রসেসর। ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটাপ। ফিংগারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি ফোনটিতে থাকছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।

এছাড়া আপনি এই ফোনটি একাধিক ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন তো যেহেতু ২০ হাজার টাকার বাজেট। তাই এই ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ এর দাম ১৭,৯৯৯ টাকা থেকে ১৮,৯৯৯ টাকা ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল।

স্যামসাং গ্যালাক্সি এম১২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • র‍্যামঃ ৩/৪/৬ জিবি
  • স্টোরেজঃ ৩২/৬৪/১২৮ জিবি
  • মেইন ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প
  • চার্জারঃ ১৫ ওয়াট এর ফাস্ট চার্জিং
  • স্যামসাং গ্যালাক্সি এম১২ এর দামঃ
  • ৩/৩২ জিবি ~ ১৪,৭৫০ টাকা (সম্ভাব্য)।
  • ৪/৬৪ জিবি ~ ১৫,৯৯৯ টাকা (সম্ভাব্য)।
  • ৪/১২৮ জিবি ~ ১৭,৯৯৯ টাকা (সম্ভাব্য)।
  • ৬/১২৮ জিবি ~ ২৩,৪৯৯ টাকা।

শেষ কথাঃ ২০ হাজার টাকার মধ্যে সেরা এই ৫টি স্মার্টফোনগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রকম টেকনোলজির যাবতীয় খবরা-খবর পেতে বাংলা cobangla এর সাথেই থাকুন। ধন্যবাদ

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account