কম দামে ভালো স্মার্টফোন,২০ হাজার টাকার মধ্যে
২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩। আপনি যদি ২০০০০ হাজার টাকার মধ্যে একটি ভাল ফোন কিনতে চান তাহলে বর্তমান বাংলাদেশের বাজারে অনেকগুলো কোম্পানির ফোন পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। ফোন কেনার জন্য আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয়ে থাকে এবং দুর্দান্ত পারফরম্যান্স সাথে গেমিং করতে ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো গেমিং ফোন ২০২৩ খুজে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
বর্তমানে স্মার্টফোনের বাজারে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার বাজেটের ফোন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশী বাজারে এই মূল্যের স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া ।
যখন থেকে এই বাজেটের স্মার্টফোন অনেক বেশি মানুষ ব্যবহার করছে বা করে চলেছে তখন আমরা দেখতে পেলাম বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এই ফোন গুলিতে উন্নত মানের ক্যামেরা, সুন্দর মডেল, দ্রুত গতিসম্পন্ন প্রসেসর, এইচডি , সুপার এমোলেড ডিসপ্লে , ভালো ব্যাটারি দিয়ে আমাদের আকর্ষণ করে চলেছে ।
ভালো ক্যামেরা প্রযুক্তিও এই বাজেটের মধ্যে নেমে এসেছে যেটা কিছু বছর আগে দামি স্মার্টফোন পাওয়া যেত ।
সুতরাং এই বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন তৈরি করার জন্য বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা গুলির মধ্যে হিড়িক পড়ে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন যেগুলি ২০২২ সালে ব্যাপক সাড়া ফেলেছে ।
1. Samsung Galaxy F22 কম দামে ভালো স্মার্টফোন
আমাদের আজকের লিস্টে স্মার্টফোনটি হলো Samsung Galaxy F22 মোবাইল ফোন কম দামে ভালো স্মার্টফোন। এই ফোনটি সিলেক্ট করার কারণ জানার আগে চলুন এর স্পেসিফিকেশন গুলো জেনে নেওয়া যাক।
- Display 6.4″ Super Amoled HD+
- Processor MediaTek Helio G80
- Camera Back: 64MP+8MP+2MP+2MP
- Front: 13MP
- RAM 6 GB
- Type: LPDDR4x
- Storage 128 GB
- Type: EMMC 5.1
- Battery 6000 mAh 18 watt.
- Official Price 19199 Taka
সিলেক্ট করার কারনঃ এই স্মার্টফোনটি সিলেক্ট করার অন্যতম কারন এর ব্রান্ড ভ্যলু। আমরা যারা মোটামুটি সাধারণ ভাবে ফোন ব্যবহার করি তেমন গেমিং করি না কিংবা টুকটাক ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করে থাকি তাদের জন্য Samsung Galaxy F22 স্মার্টফোনটি একটি ভালো চয়েজ হবে বলে আশা করছি।
কনফিগারেশন খুব বেশি না থাকলেও এই স্মার্টফোনটি লং টাইম ব্যবহারের জন্য উপযুক্ত। সাথে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো। এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মূলত একটু Samsung লাভার। তাদের জন্য ২০ হাজার টাকা বাজেটের মধ্যে Samsung Galaxy F22 মোবাইল ফোনটি ভালো হবে বলে আশা করছি।
Tecno Camon 17P কম দামে ভালো স্মার্টফোন
- (6/128 GB)
- মূল্যঃ ১৮,৯৯০ টাকা।
Tecno Camon 17P ফোনটিতে আছে 6.8 ইঞ্চির Full HD+ IPS LCD স্ক্রিন। এটিতে আছে center punch-hole ডিসপ্লে ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরায় কোয়াড 64+2+2 MP + AI Lens সাথে আছে PDAF, quad-LED flash, depth sensor, macro lens ইত্যাদি সুবিধা।
এ মোবাইলে Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে। সামনের সেলফি ক্যামেরাটি 16 MP।
Tecno Camon 17P ফোনটিতে আছে 5000 mAh এর ব্যাটারি কম দামে ভালো স্মার্টফোন। এবং 18W এর ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে আছে 6GB RAM। এবং 2 GHz এর octa-core প্রসেসর এবং Mali-G52 MC2 GPU।
এটি Mediatek Helio G85 (12nm) chipset দ্বারা পরিচালিত। ২০,০০০ টাকার বাজেটে এ ধরনের প্রসেসর আশা করি নি। এ ডিভাইসে আছে 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। এবং dedicated MicroSD slot। ফোনটিতে আছে back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।
- ভালো দিকঃ
✔ 6.8″ এর বড় Full HD+ স্ক্রিন।
✔ 90Hz রিফ্রেস রেট।
✔ সামনের ও পিছনের ক্যামেরা কোয়ালিটি ভালো।
✔ 5000 mAh এর battery। এবং 18W fast charging।
✔ Helio G85,পারফরম্যান্স ভালোই। আবার 6 GB র্যম। তবে সমান ক্ষমতা সম্পন্ন স্ন্যাপড্রাগন এর প্রসেসর হলে এটা ভালো ছিল৷ এ বাজেটে হেলিও G95 হলেও ভালো হত।
✔ 128 GB ROM, আরো আছে dedicated MicroSD slot ।
✔ Android 11 । - খারাপ দিকঃ
✘ কোনো display protection নেই।
✘ প্লাস্টিক বডি।
Vivo Y51 কম দামে ভালো স্মার্টফোন
(8/128 GB)
মূল্যঃ ১৯৯৯০ টাকা।
Vivo Y51 ফোনটিতে আছে 6.58 ইঞ্চির Full HD+ IPS LCD স্ক্রিন। এখানে আছে Full-View waterdrop ডিজাইন। ফোনটির পিছনে আছে ত্রিপল ক্যামেরা, 48+8+2 MP সাথে আছে PDAF, ultrawide, dedicated macro camera, LED flash ইত্যাদি সুবিধা। আরো পাচ্ছেন 4K তে video recording করার সুবিধা।
এ ফোনের সামনের সেলফি ক্যামেরাটি 16 MP। Vivo Y51 এ আছে 5000 mAh এর ব্যাটারি। এবং 18W এর ফার্স্ট চার্জিং। আরো আছে 8 GB RAM।
এ ফোনে আছে 2.0 GHz octa-core প্রসেসর। আর Adreno 610 GPU। ফোনটি একটি Qualcomm Snapdragon 662 (11 nm) চিপসেট দ্বারা পরিচালিত।
এ মডেলে পাবেন 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। আরো আছে একটি side-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ
FM Radio, Dual SIM, face unlock, USB Type-C ইত্যাদি।
- ভালো দিকঃ
✔ 5000 mAh এর বড় ব্যাটারি, 18W fast Charging।
✔ ভালো পারফরম্যান্স। Snapdragon 662 chipset
✔ 8 GB RAM
✔ ভালো কোয়ালিটি ক্যামেরা ও ভিডিও।
✔ দেখার মতো সুন্দর ডিজাইন।
✔ Android 11 । - খারাপ দিকঃ
✘ কোনো display protection নাই।
✘ কোনো Super AMOLED display নাই।
Motorola Moto G3 কম দামে ভালো স্মার্টফোন
(6/128 GB)
মূল্যঃ ১৯৯৯৯ টাকা।
Motorola Moto G30 ফোনটিতে আছে 6.5 ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনের আছে একটি Full-View waterdrop-notch ডিজাইন।
এ ফোনের পিছনে আছে 4টি ক্যামেরা, 64+8+2+2 MP সাথে আছে LED flash, PDAF, macro lens, depth sensor, ultrawide camera ইত্যাদি। Full HD মানে 1080p তে ভিডিও রেকর্ডিং করা যাবে।
ফোনের সামনের সেলফি ক্যামেরা 13 MP। Motorola Moto G30 ফোনটিতে আছে 5000 mAh এর দারুন ব্যাটারি। আরো আছে 20W ফাস্ট চার্জিং। ফোনটিতে আছে 6 GB RAM।
এখানে আছে 2.0 GHz octa-core প্রসেসর এবং Adreno 610 জিপিইউ। এটি একটি Qualcomm Snapdragon 662 (11 nm) প্রসেসর দ্বারা পরিচালিত। এ ডিভাইসে আছে 128 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং shared MicroSD slot। এখানে আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সুবিধাঃ
FM Radio সাথে আছে RDS এবং ecording, Dual SIM, face unlock, USB Type-C ইত্যাদি।
ভালো দিকঃ
✔ 6.5″ এর দীর্ঘ স্ক্রিন, splash-proof বডি।
✔ ক্যামেরা ভালো।
✔ 5000 mAh এর ব্যাটারি এবং 20W ফার্স্ট চার্জিং।
✔ ভালো পারফরম্যান্স ফোনের।
✔ 6 GB RAM ও 128 GB রম।
✔ Android 11
খারাপ দিকঃ
✘ কোনো ডিসপ্লে প্রোটেকশন নাই।
✘ কোনো dedicated MicroSD slot নাই।