২০২৩ সালের সেরা মোবাইল ফোন

Deal Score0
Deal Score0

সেরা মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর স্মার্টফোন মোবাইলের জগতে এনে দিয়েছে বিপ্লবী এক পরিবর্তন। তাই আমরা অনেকে ফোন কেনার সময় ভালো-মন্দের দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই। বর্তমান বিশ্বে কোন ফোন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট দিয়ে মার্কেট দখল করে রয়েছে, সেসব বিষয়ে অনুসন্ধানের সেভাবে সুযোগ হয়ে উঠে না। তাই এই ফিচারে আমরা চেষ্টা করেছি ২০২৩ সালে বিশ্বের সেরা ১০ মোবাইল ফোনের কথা।

স্মার্টফোনের বিকাশমান এই বাজারে ২০২২ সালের শেষের দিকেই ৫০শতাংশের অধিক ফোনে ভাইভজি (৫জি) ফিচার চালু হওয়ার কথা ছিল। সরবরাহ ও মার্কেট শেয়ার অনুসারে শীর্ষ কোম্পানিরগুলোর মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, ভিভো, অপ্পো, শাওমি। এছাড়া মার্কেটে প্রভাব বিস্তার করছে রিয়েলমি, মটরোলা ও অনার।ফোনগুলো ডিসপ্লে, পারফরম্যান্স, ফটোগ্রাফি, ব্যাটারিসহ যেকোনো দিক বিচারে অন্যসব ফোনের চেয়ে বেশ এগিয়ে থাকবে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে।

আসুস জেনফোন ৯/Asus Zenfone 9 সেরা মোবাইল ফোন

Weekly poll: is the Asus Zenfone 9 the perfect phone for you? -  GSMArena.com news

বর্তমানের স্মার্টফোনগুলো যেখানে স্ক্রিনের সাইজ বাড়ানো নিয়ে যুদ্ধে মেতে উঠেছে সেখানে মাত্র ৫.৯ইঞ্চি ডিসপ্লের এই ছোটোখাটো দেখতে ফোনটি যে আড়ালে চমক রেখেছে তা বুঝা বেশ মুশকিল। ফোনের পেছনে অযথা ক্যামেরা সেন্সরের বাগান তৈরি না করে বরং দুইটি কাজের সেন্সর আসুস জেনফোন ৯ ফোনটিতে যোগ করেছে আসুস সেরা মোবাইল ফোন। সেরা মোবাইল ফোন এই দুইটি লেন্স ব্যবহার করে যেকোনো ধরনের স্মার্টফোন ক্যামেরা লেন্সের সুবিধা কিন্তু ঠিকই প্রদান করছে এই ফোন। আবার এদিকে পারফরম্যান্স এর দিক দিয়েও কোনো কমতি থাকছেনা স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এর কল্যাণে। বর্তমান স্মার্টফোন বাজারে যেখানে কমপ্যাক্ট ফোনের আনাগোনা নেই বললেই চলে, সেখানে আসুস জেনফোন ৯ ফোনটি কমপ্যাক্ট ফোন লাভারদের জন্য এক স্বস্থির নিঃশ্বাস বটে।

  • একনজরে আসুস জেনফোন ৯ এর স্পেসিফিকশন
  • ডিসপ্লে: ৫.৯ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ১২মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৪৩০০মিলিএম্প
  • চার্জিং: ৩০ওয়াট

শাওমি ১২টি প্রো/Xiaomi 12T Pro সেরা মোবাইল ফোন

Xiaomi 12T Pro In-depth Hands-on » YugaTech | Philippines Tech News &  Reviews

বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শাওমি ১২টি প্রো স্থান করে নিয়েছে এর অসাধারণ মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স ও পারফর্মেন্স এর কারণে। কোয়াড-স্পিকার এর সাথে শাওমি ১২টি প্রো এর অসাধারণ ডিসপ্লে প্রদান করবে টপ ক্লাস মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স। ফোনটির ক্যামেরা ভালো হলেও তালিকার অন্যান্য ফোনের মত শীর্ষে নেই। স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত এই ফোনের ফিচারের অভাব নেই কিন্তু। আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট থেকে শুরু করে ১২০ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে শাওমি ১২টি প্রো ফোনটিতে। ৭৫০ইউরো দামের এই ফোনটিতে রয়েছে ভ্যাপর চেম্বার যা ফোনটিকে লম্বা গেমিং সেশনেও হিট থেকে রক্ষা করবে। এই ফোনের হেডলাইনিং ফিচার কিন্তু ২০০মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনের যে কয়টি চমৎকার ফিচার না হলেই নয়, তার প্রতিটি এই ফোনে উপস্থিত। এসব কারণে বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় শাওমি ১২টি প্রো ফোনটিকে স্থান দেওয়া হয়েছে।

  • একনজরে শাওমি ১২টি প্রো এর স্পেসিফিকশন
  • ডিসপ্লে: ৬.৬৭ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ২০০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ২০মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প
  • চার্জিং: ১২০ওয়াট

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪/Samsung Galaxy Z Flip 4 সেরা মোবাইল ফোন

Samsung Galaxy Z Flip 4 5G | Specs & Camera | Samsung UK

বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় একটি ফোল্ডেবল ফোন না থাকলে কি হয়? সেরা মোবাইল ফোন এখানে আমরা রেখেছি স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ ফোনটিকে। স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৩ এর সমস্যা ছিলো এর খারাপ ব্যাটারি ও মুটামুটি মানের ক্যামেরা। আর এসব বিষয়ের সমাধান এর সাথে আরো নতুন প্রযুক্তি নিয়ে বাজারে এসেছিলো স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪।

বাজারে আসার পরপর গ্রাহক ও রিভিউয়ারদের প্রশংসায় পঞ্চমুখ এই ফোল্ডেবল ডিভাইসটি। দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী একটি ফোল্ডেবল ফোন যে এতো দ্রুত সবার হাতে পৌছে যাবে, এই ফোনটি আসার আগে তা ভাবাই অসম্ভব ছিলো স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর ভালো বিষয় হলো আকাশছোঁয়া ফোল্ডেবল ফোনের দাম বাদ দিয়ে আগ্রহীদের কেনার সাধ্যের মধ্যে ফোনটির দাম রেখেছে স্যামসাং। ২লক্ষ ওপেন ও ক্লোজ মোশন আরামসে সহ্য করতে পারবে এই ফোন যা ৫বছর মত নিশ্চিন্তে ব্যবহারের সমান। স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এর পাওয়ার এফিসিয়েন্ট পারফরম্যান্স ও ইম্প্রুভড ব্যাটারি এর কল্যাণে গ্যালাক্সি জি ফ্লিপ ৪ সম্পূর্ণ একদিন ব্যাটারি ব্যাকাপ দিতে সক্ষম। ফোনটিতে বেশ সুন্দরভাবে স্থান পেয়েছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর।

সহজ ভাষায় বলতে গেলে গ্যালাক্সি এস২২ এর চেয়ে উত্তম প্রসেসর রয়েছে এই ফোনে, তার উপর আবার আকর্ষণীয় ফোল্ডিং মেকানিজম তো থাকছেই।

  • একনজরে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৪ এর স্পেসিফিকশন
  • ডিসপ্লে: ৬.৭ইঞ্চি
  • প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ১০মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩৭০০মিলিএম্প
  • চার্জিং: ২৫ওয়াট

আইফোন ১৩ / iPhone 13 সেরা মোবাইল ফোন

বিশ্বের সেরা মোবাইল ফোন এর তালিকায় আমরা আইফোন ১৩ কে রেখেছি। বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় সবচেয়ে পুরোনো ফোন হলেও এই ফোনটিকে সেরা বলার অসংখ্য কারণ রয়েছে। সুলভ মূল্যে বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে যার ফিচার নতুন আইফোন ১৪ এর সমতুল্য প্রায়।

এ১৫ বায়োনিক চিপ, সিনেমাটিক মোড এর মত লেটেস্ট ক্যামেরা ফিচারের কারণে এই ফোনটি পুরোনো হওয়া স্বত্বেও এখনো অসাধারণ। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এর এই ক্যামেরা সেটাপ মুক্তির এক বছর পরও এখনো ইন্ডাস্ট্রি-লিডিং ক্যামেরা পারফরম্যান্স প্রদান করে। হাই রিফ্রেশ রেট না থাকলেও ৬.১ইঞ্চির ওলেড ডিসপ্লেকে কোনো দিক দিয়ে কমতি হিসেবে গণ্য করা বোকামি হবে। আবার অ্যাপল এর ডিভাইস হওয়ায় বেশ অনেক বছর ধরে এই ফোনে সফটওয়্যার আপডেটও পাওয়া যাবে, যে কথা সবার জানা।
একনজরে আইফোন ১৩ এর স্পেসিফিকশন

  • ডিসপ্লে: ৬.১ইঞ্চি
  • প্রসেসর: এ১৫ বায়োনিক
  • ব্যাক ক্যামেরা: ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ১২মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৩২৪০মিলিএম্প

স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা / Samsung Galaxy S22 Ultra সেরা মোবাইল ফোন

Samsung Galaxy S22 Ultra Price in Bangladesh | Diamu.com.bd

সেরা মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রাতে গ্যালাক্সি নোট এর ফিচারগুলোর পাশাপাশি রয়েছে দুনিয়ার শতশত সব ফিচার। মানে এই ফোনে কি নেই তা খুঁজতেই আপনার সমস্ত সময় কেটে যাবে। দামে বেশি হলেও সব দিক দিয়ে “আলট্রা” স্যামসাং এর এই ফোনটি। স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের অন্য ফোনগুলোর চেয়ে ডিজাইনের দিক দিয়ে দেখতে বেশ আলাদা এই ফোন। এছাড়া রয়েছে এস পেন স্টাইলাস সাপোর্ট, যা গ্যালাক্সি নোট এর ফিচারগুলো এই ফোনে প্রদান করবে।

আবার এদিকে ১০৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে আরো রয়েছে আলট্রাওয়াইড ক্যামেরা। বিশেষ করে আলাদা জুম ফিচার এর দুইটি টেলিফটো লেস্ন এর কথা উল্লেখ না করলেই নয়। মোট কথায় এই ফোনটি আপনার হাতে থাকা মানে পকেটে একটি কমপ্লিট ক্যামেরা প্যাকেজ নিয়ে ঘুরা। ৬.৮ইঞ্চির ১২০হার্জ রিফ্রেশ রেটের এমোলেড ডিসপ্লের রেজ্যুলেশন WQHD+ যা বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকার অন্যান্য ফোনের চেয়ে সবচেয়ে এগিয়ে থাকবে। এদিকে আবার সফটওয়্যার আপডেট এর দিক দিয়ে ৫বছর সফটওয়্যার সাপোর্ট প্রদানের অঙ্গিকার করে গুগল এর চেয়েও এগিয়ে থাকছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা।
একনজরে স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এর স্পেসিফিকশন

  • ডিসপ্লে: ৬.৮ইঞ্চি
  • প্রসেসর: এক্সিনোস ২২০০ / স্ন্যাপড্রাগন ৮ জেন ১
  • ব্যাক ক্যামেরা: ১০৮মেগাপিক্সেল্ল কোয়াড ক্যামেরা
  • সেলফি ক্যামেরা: ৪০মেগাপিক্সেল
  • ব্যাটারি: ৫০০০মিলিএম্প
  • চার্জিং: ৪৫ওয়াট

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account