জনপ্রিয় Samsung Galaxy ফোন গুলো 2023

Deal Score0
Deal Score0

আপনি কি জনপ্রিয় Samsung Galaxy ফোন খুঁজছেন ? তাহলে আর্টিকেলটিতে ক্লিক করুন এবং দেখে নিন ২০২৩ সালের সেরা ৬টি স্যামসাং মোবাইল ফোন সম্পর্কে। অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটের একটা বড় অংশ দখল করে আছে স্যামসাং ফোন।

ব্র্যান্ড ভ্যালু এবং স্মুথ সফটওয়্যার এক্সপেরিয়েন্স যাদের চাহিদা তাদের পছন্দের শীর্ষে থাকে Samsung Best Phone গুলো। স্যামসাং মোবাইল ফোনের দাম তুলনামূলক বেশি হলেও বর্তমানে গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে প্রায় সব ধরনের বাজেটেই এক বা একাধিক Samsung Phone রয়েছে।

ইউজার ফ্রেন্ডলি ও অসাধারণ সব ফিচারযুক্ত ইউজার ইন্টারফেস এবং অসাধারণ ডিসপ্লে স্যামসাং ফোনের অন্যতম বৈশিষ্ট্য। আপনিও কি Samsung Best Phone ক্রয় করার কথা ভাবছেন? তাহলে ২০২৩ সালের ৬টি সেরা স্যামসাং ফোন সম্পর্কে দেখে নিন।

01. জনপ্রিয় Samsung Galaxy ফোন এ৫২এস | Samsung galaxy A52s

সম্প্রতি বাংলাদেশে প্রিমিয়াম মিডরেঞ্জ বাজেট ক্যাটাগরিতে গ্যালাক্সি এ৫২এস ফোনটি লঞ্চ হয়। লঞ্চের পরপর বেশ আলোচনার সৃষ্টি করেছে ফোনটি। সবদিক মিলিয়ে একটি ভালো প্যাকেজ অফার করছে ফোনটি।

সাড়ে ছয় ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটির রেজোলিউশন ফুল এইচডি প্লাস। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত হলেও পেছনের দিকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তবে ফোনটি আইপি৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট। এই বাজেটে আইপি৬৭ অফার করে এমন ফোন নেই বললেই চলে।

পেছনের চারটি ক্যামেরার সেটআপের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের এবং আল্ট্রাওয়াইড ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। মেইন ক্যামেরায় ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্টয়াবিলাইজেশন আছে।

এছাড়াও ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ও একটি ডেপথ সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।

কোয়ালকমের ফাইভজি সমর্থিত স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার হয়েছে ফোনটিতে। নতুন এ চিপসেটটি ফ্ল্যাগশিপ ফোনের কাছাকাছি পারফরম্যান্স দিতে সক্ষম। ফোনটিতে দেওয়া হয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার আছে।

ফোনটি পাওয়া যাবে ৬ বা ৮ গিগাবাইট র‍্যামের সাথে ১২৮ বা ২৫৬ গিগাবাইট র‍্যাম ভ্যারিয়্যান্টে।

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটির ফিচারসমূহ:

  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি।
  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি অ্যামোলেড।
  • ডিসপ্লে রিফ্রেশ রেট: ১২০ হার্জ।
  • ডিসপ্লে রেজোলিউশন: ১০৮০ * ২৪০০।
  • ব্যাটারি: ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
  • রিয়ার ক্যামেরা: ৬৪+১২+৫+৫ মেগাপিক্সেল।
  • সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল।
  • সিকিউরিটি: আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আনলক।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১।
  • ডাইমেনশন: ১৫৯.৯ * ৭৫.১ * ৮.৪ মিলিমিটার।
  • ওজন: ১৮৯ গ্রাম।
  • স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটির ৮/১২৮ গিগাবাইটের ভ্যারিয়্যান্টটির বাংলাদেশে অফিসিয়াল দাম ৪৪,৯৯৯ টাকা।

02. জনপ্রিয় Samsung Galaxy ফোন জেড ফোল্ড থ্রি | Samsung GalaxyZ fold 3

Samsung Galaxy Z Fold3 5G Price in Bangladesh 2023, Full Specifications |  MobileDokan.com

Samsung Best Mobile Phone তালিকার দুই নম্বরে আছে Samsung GalaxyZ fold 3. এই ফোনে স্মার্টফোন আর ট্যাব, একের ভেতর দুইয়ের অভিজ্ঞতা পাবেন! ভাবতেই দারুণ লাগে না? ভাঁজ করলে সাধারণ স্মার্টফোনের মতোই কাজ করবে আবার ভাঁজ খুললে ট্যাবের মতো কাজ করবে।

এতদিন অসম্ভব হলেও স্যামসাং এই অসম্ভবকে সম্ভব করে নিয়ে এসেছে গ্যালাক্সি ফোল্ড সিরিজ। গ্যালাক্সি ফোল্ডের প্রথম দুই প্রজন্মের পরে তৃতীয় প্রজন্ম এসে ফোল্ড সিরিজ বেশ পরিণত হয়ছে।

বাইরের দিকে লম্বা একটি ডিসপ্লে আর ভেতরের দিকে ছোটখাট ট্যাবের মত বড় ডিসপ্লে। ভেতরের দিকের ডিসপ্লেটি কোমল গ্লাস দিয়ে তৈরি বলে ভাঁজ করা যায়।

বাইরের দিকের ডিসপ্লেটি বেশ সরু এবং লম্বাটে। ৬.২ ইঞ্চির এই ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। ভেতরের মূল ডিসপ্লেটি ৭.৬ ইঞ্চির। দুইটি ডিসপ্লের রিফ্রেশ রেটই ১২০ হার্জ।

পেছনের দিকে ওয়াইড, আল্ট্রাওয়াইড আর টেলিফটো- মোট তিনটি ক্যামেরার সেটআপ রয়েছে। তিনটি ক্যামেরার রেজোলিউশনই ১২ মেগাপিক্সেল।বাইরের ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেলের একটি পাঞ্চহোল ক্যামেরা আছে। অন্যদিকে সামনের দিকের ডিসপ্লেতে ৪ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে যেটি একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরা। ক্যামেরাটি ডিসপ্লের নিচে অবস্থিত বলে খুব একটা লক্ষণীয় নয়।

৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকলেও বক্সে নেই কোনো চার্জার। ফোনটি আইপিএক্স৮ ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ ১.৫ মিটার গভীর পানিতে ৩০ মিনিট পর্যন্ত কার্যক্ষম থাকতে সক্ষম।

২০২২ এর অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের মতোই এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে ১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ড থ্রি ফোনটির ফিচারসমূহ:

  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮।
  • ডিসপ্লে: ৬.২ ইঞ্চি ও ৭.৬ ইঞ্চির ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে।
  • ডিসপ্লে রিফ্রেশ রেট: ১২০ হার্জ।
  • ডিসপ্লে রেজোলিউশন: ২২৬৮৮৩২ ও ২২০৮১৭৬৮।
  • ব্যাটারি: ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
  • রিয়ার ক্যামেরা: ১২+১২+১২ মেগাপিক্সেল।
  • সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল ও ৪ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ক্যামেরা।
  • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আনলক।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১।
  • ডাইমেনশন: ১৫৮.২১২৮.১৬.৪ মিলিমিটার (খোলা) ও ১৫৮.২৬৭.১১৪.৪ মিলিমিটার (বন্ধ)।
  • ওজন: ২৭১ গ্রাম।
  • স্যামসাং গ্যালাক্সি ফোল্ড থ্রি ফোনটির ১২/২৫৬ গিগাবাইটের ভ্যারিয়্যান্টটির বাংলাদেশে অফিসিয়াল দাম ১,৮৪,৪৯৯ টাকা।

03. স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ থ্রি | Samsung Galaxy Z flip 3

Samsung Galaxy Z Flip3 5G Smartphone Sim Free Android Folding phone 128GB  Black (UK Version) : Amazon.co.uk: Electronics & Photo

Samsung Best Phone এর তিন নম্বরে আছে স্যামসাংয়ের ফোল্ডিং ফোনের ফ্লিপ সিরিজের একটি ফোন, এই সিরিজের তৃতীয় প্রজন্মের ফোন স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ থ্রি। এই ফোনটি আড়াআড়ি ভাঁজ করা যায়। ফোনটি দেখলে এক-দেড় দশক আগের ফোল্ডিং ফোনের কথা মনে হবে। একদম কমপ্যাক্ট ফোন বলতে যা বোঝায়, ফ্লিপ থ্রি ঠিক তা-ই!
ফোল্ড থ্রি এর মতো ফ্লিপ থ্রিতেও আছে ডুয়াল ডিসপ্লে। এর মধ্যে একটি ৬.৭ ইঞ্চির কোমল পাতলা গ্লাস নির্মিত ফোল্ডেবল ডিসপ্লে। আর অন্যটি ১.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ছোট ডিসপ্লেটিতে নোটিফিকেশন, সময় দেখা ও নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করা যাবে।

ফোনটির বাইরের দিকটা কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সাথে আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়াও এটি ১০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সমর্থন করে।

ফোনটির রিয়ারে থাকছে ১২ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা, যার একটি ওয়াইড ও অন্যটি আল্ট্রাওয়াইড। আর ফ্রন্ট ক্যামেরাটি ১০ মেগাপিক্সেলের।

ফোল্ড থ্রি’র মতো এই ফোনটিতেও আছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। কিন্তু র‍্যাম-রম কম। ৮ গিগাবাইট র‍্যামের সাথে ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইটের রম ভ্যারিয়ান্টে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ থ্রি ফোনটির ফিচারসমূহ:

  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮।
  • ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ও ১.৯ ইঞ্চির ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে।
  • ডিসপ্লে রিফ্রেশ রেট: ১২০ হার্জ।
  • ডিসপ্লে রেজোলিউশন: ১০৮০ * ২৬৪০ ও ২৬০ * ৫১২।
  • ব্যাটারি: ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।
  • রিয়ার ক্যামেরা: ১২+১২ মেগাপিক্সেল।
  • সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল।
  • সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আনলক।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১।
  • ডাইমেনশন: ১৬৬৭২.২৬.৯ মিলিমিটার (খোলা) ও ৮৬.৪৭২.২১৫.৯ মিলিমিটার (বন্ধ)।
  • ওজন: ১৮৩ গ্রাম।
  • স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ থ্রি ফোনটির ৮/১২৮ গিগাবাইটের ভ্যারিয়্যান্টটির বাংলাদেশে অফিসিয়াল দাম ১,০৯,৯৯৯ টাকা।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account