২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৩

Deal Score0
Deal Score0

২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ সালে জনপ্রিয় ব্র্যান্ডগুলো থেকে রিলিজ হওয়া ফোনগুলো যারা কিনতে চান এই ২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন তালিকাটি দেখতে পারেন।

আপনি হয়তো ১০ হাজার টাকার মধ্যেও ভালো ফোন পাবেন কিন্তু, হেভি ইউজারদের জন্য তা যথেষ্ট না। ২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ তালিকাটি তৈরি করার জন্য আমরা আকর্ষণীয় ডিজাইন, প্রয়োজনীয় ফিচার, লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, হাই রেজ্যুলেশনের ক্যামেরা সেটাআপ, পারফর্মেন্স ইত্যাদি বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি।

২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ তালিকায় স্যামসাং, রিয়েলমি, ওয়ানপ্লাস, রেডমি ও শাউমির ফোনগুলো স্থান পেয়েছে। ২৫ হাজার টাকা বাজেটের ব্র্যান্ড ফোনগুলো সম্পর্কে আপনি এখানে একসাথে জানতে পারবেন।

তাহলে চলুন, ২৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ তালিকা, মূল্য ও বিস্তারিত বিষয়ে জেনে নেই।

01. Realme Narzo 50 Pro (২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন)

Realme Narzo 50 Pro Price In Bangladesh

Best Phone under 25000 in BD(২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন) তালিকার প্রথমেই রয়েছে রিয়েলমি নারজো সিরিজের 50 Pro ফোনের ব্যাকসাইড প্লাস্টিকের সাথে গ্লাসি ফিনিশ দেয়া হয়েছে। ছবি তুলার জন্য এলইডি ফ্ল্যাশ ফিচার সম্পন্ন ট্রিপল ক্যামেরা পাওয়া যাবে।

৬.৪ ইঞ্চির Super AMOLED ডিসপ্লেটি বেশ বড় এবং 120Hz এর হাই রিফ্রেশ রেট থাকায় যেকোনো কনটেন্ট সুন্দরভাবে দেখা যাবে। ডিসপ্লেটিকে প্রটেকশন দেওয়ার জন্য Corning Gorilla Glass 5 ব্যবহার করা হয়েছে। ফোনের প্রসেসরটি গেমিংয়ের জন্য বেশ উপযোগী। তাই মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো স্মুথলিই খেলা যাবে।

মিডিয়াটেকের Dimensity 920 প্রসেসরটি যথেষ্ট ভালো মানের প্রসেসর। ফলে এতে হিটিং ইস্যু প্রায় হবে না বললেই চলে।

Realme Narzo 50 Pro মোবাইলের ব্যাকসাইডের ৪৮ + ৮ + ২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোপার লাইটিংয়ে যথেষ্ট ভালো ছবি তুলতে সক্ষম।

বরাবরের মতই লিথিয়াম পলিমারের ৫০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে Realme Narzo 50 Pro ফোনে পাওয়ার সাপ্লাই করা হয়। চার্জ করার জন্য ৩৩ ওয়াটের শক্তিশালী চার্জার রয়েছে যা দিয়ে ৫০% চার্জ করা যাবে মাত্র ৩১ মিনিটে!

Realme Narzo 50 Pro মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : MediaTek Dimensity 920, Octa core 6nm
  • ডিসপ্লে : 6.4 inches Super AMOLED
  • ব্যাক ক্যামেরা : ৪৮+৮+২ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ১০৮০ পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 5000 mAh, 33W Fast Charging
  • স্টোরেজ : ৪/১২৮ জিবি, ৬/১২৮ জিবি
  • Realme Narzo 50 Pro মোবাইলের বর্তমান দাম ২৫,৯৯০ টাকা

02. Realme 10 5G (২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন)

Realme 10 5G brings Dimensity 700 and 50MP camera - GSMArena.com news

25 হাজার টাকার মধ্যে ভালো ফোন তালিকার ২ নং এ আছে Realme 10 5G মোবাইল। কালো এবং সোনালী দুটি কালার ভ্যারিয়েন্টেই ফোনের ব্যাকসাইডে চমৎকার গ্লাসি ইফেক্ট দেখা যায়। এর ফলে প্রিমিয়াম একটি লুক পাওয়া যাবে।

ফোনটিতে ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লের ৮৫.০% স্ক্রিন হিসেবে ব্যবহৃত হয়। ফোনটিতে ১০৮০ x ২৪০৮ পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লে থেকে ৪০০ ppi ডেনসিটি এবং ৯০ Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করা Realme 10 5G ফোনটিতে মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা শক্তিশালী 5G সাপোর্ট করবে এবং শক্তিশালী প্রসেসর হওয়ায় সহজেই গেমিং এবং মাল্টিটাস্কিং করা যাবে।

২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন

৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ২ + ২ মেগাপিক্সেলের লেন্স ও ম্যাক্রো শ্যূটারের সমন্বয়ে প্রোপার লাইটিংয়ে ন্যাচারাল কালারে ছবি তুলতে পারবেন। ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও একই রকম সুবিধা দিবে। Realme 10 5G ফোনটিতে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারন করা যাবে।

৮/১২৮ জিবি, ৮/২৫৬ জিবি এই দুইটি ভ্যারিয়েন্ট মার্কেটে আনা হয়েছে। যারা ভারী গেম খেলতে ও প্রচুর মাল্টিটাস্কিং করতে চান তাদের জন্য অবশ্যই ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বেশী ইউজার ফ্রেন্ডলী হবে।

Realme 10 5G ফোনে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে। চার্জ করার জন্য রয়েছে 33W চার্জার থাকবে, যা দিয়ে মাত্র ৩০ মিনিটে ৫০% চার্জ করা যাবে!

Realme 10 5G মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : MediaTek MT6833 Dimensity 700, Octa core 7nm
  • ডিসপ্লে : 6.6 inches IPS LCD ডিসপ্লে, 85.0% screen-to-body ratio
  • ব্যাক ক্যামেরা : ৫০+২+২ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ১০৮০ পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 5000 mAh, 33W Fast Charging
  • স্টোরেজ : ৮/১২৮ জিবি, ৮/২৫৬ জিবি
  • Realme 10 5G ফোনের বর্তমান দাম ২২,০০০ টাকা

Realme 10 Pro (২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন)

Realme 10 Pro is unleashed as a new Android 13 smartphone with ultra-narrow  display bezels, a 108MP main camera and a 5,000mAh battery -  NotebookCheck.net News

২৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ তালিকার ৩ নং এ আছে রিয়েলমি ১০ প্রো মোবাইল। ফোনটিতে Qualcomm Snapdragon 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যান্য রিয়েলমি মোবাইল এর মতো এটিও একটি বিগ স্ক্রিণ মোবাইল। ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করলেও 120 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। Realme 10 Pro ৮/২৫৬ জিবি, ১২/২৫৬ জিবি দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে।

ব্যাক ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের অনেক পাওয়ারফুল মেইন শ্যূটার রয়েছে। তবে সাথে থাকা ক্যামেরাটি মাত্র ২ মেগাপিক্সেলের। যা ১০৮ মেগাপিক্সেলের পাশে খুবই অসামঞ্জস্যপূর্ণ। ফোনটি ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর লিথিয়াম ব্যাটারি এবং 33W এর চার্জার রয়েছে।

Realme 10 Pro মোবাইল স্পেসিফিকেশন:

প্রসেসর : Qualcomm SM6375 Snapdragon 695 5G, Octa core 6nm
ডিসপ্লে : 6.72 inches IPS LCD ডিসপ্লে, 89.2% screen-to-body ratio
ব্যাক ক্যামেরা : ১০৮ + ২ মেগাপিক্সেল
ভিডিও রেজ্যুলেশন : ১০৮০ পিক্সেল
সেলফি ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল
ব্যাটারি : Lithium Polymer 5000 mAh, 33W Fast Charging
স্টোরেজ : ৮/২৫৬ জিবি, ১২/২৫৬ জিবি
মোবাইলের বর্তমান দাম ২৫,০০০ টাকা।

04. Samsung Galaxy F13

Best phone under 25000 in BD তালিকায় ৪নং এ আছে স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজ এর F13 ফোন। এবছরের জুন মাসে Watarfall Blue, Sunrise Copper, Nightsky Green এই তিনটি কালার ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে এসেছে। ফোনের ব্যাকপার্টের আকর্ষণীয় কালার ও ডিজাইন প্রিমিয়াম একটি ফীল দেওয়ার জন্য যথেষ্ট।

Samsung Galaxy F13 ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইক রয়েছে যা এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে পাওয়া যায় না।

Samsung Galaxy F13 ফোনে 400 ppi ডেনসিটির একটি ৬.৬ ইঞ্চি PLS LCD ফুল এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা পুরোপুরি ক্লিয়ার ছবি ও ভিডিও দেখতে সহায়ক হবে। ডিসপ্লে প্রটেকশন দেওয়ার জন্য রয়েছে Corning Gorilla Glass 5.

ফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব অপটিমাইজ করা প্রসেসর Exynos 850 ব্যবহার করা হয়েছে। যা ব্যাটারির চার্জ কম বার্ণ করে থাকে।

স্যামসাংয়ের F13 ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর 6000 mAh এর ব্যাটারি। যারা লম্বা সময় ব্যাটারি ব্যাকআপকে অধিক গুরুত্ব দেন তাদেরকে ফোনটি ১০০% আকর্ষণ করবে।

স্টোরেজের বিবেচনায় ২টি ভ্যারিয়েন্ট রয়েছে। ৪/৬৪ জিবি, এবং ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্ট। যেহেতু RAM মাত্র ৪ জিবি তাই হেভি ইউজ করার মতো ফোন এটি না। এবং গেমিংয়ের ক্ষেত্রে মিডিয়াম গ্রাফিক্সে নরমাল গেমগুলো ভালোভাবে খেলা যাবে।

Samsung Galaxy F13 মোবাইল স্পেসিফিকেশন:

  • প্রসেসর : Exynos 850, Octa core 8nm
  • ডিসপ্লে : 6.6 inches PLS LCD ডিসপ্লে, 82.5% screen-to-body ratio
  • ব্যাক ক্যামেরা : ৫০+৫+২ মেগাপিক্সেল
  • ভিডিও রেজ্যুলেশন : ১০৮০ পিক্সেল
  • সেলফি ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি : Lithium Polymer 6000 mAh, Fast Charging 15W
  • স্টোরেজ : ৪ / ৬৪ জিবি, ৪ / ১২৮ জিবি
  • মোবাইলের বর্তমান মূল্য ২৩,৩৯৯ টাকা।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account