ভালো ল্যাপটপ চেনার উপায়
ভালো ল্যাপটপ চেনার উপায়: বর্তমান অনেকে প্রশ্ন করে থাকে যে, ল্যাপটপ কেনার আগে একটি ভালো ল্যাপটপ চেনার উপায় কি?
এছাড়া ল্যাপটপের বৈশিষ্ট্য কি? তো আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে সঠিক একটি ওয়েবসাইটে চলে এসেছেন।
ভালো ল্যাপটপ চেনার উপায়
কারণ আপনি না জেনে শুনে যদি একটি ল্যাপটপ কিনেন। সে ক্ষেত্রে, আপনার উপার্জিত টাকা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালোভাবে জেনে একটি ভালো ল্যাপটপ কেনার চেষ্টা করুন।
আমাদের জানামতে বেশিরভাগ মানুষদের ল্যাপটপের বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না থাকায়। কম্পিউটারের দোকানে কম্পিউটার দোকানের সেলসম্যান এর দেওয়া তথ্য ভিত্তিতে ল্যাপটপ কিনা থাকে।
এই ক্ষেত্রে সেলসম্যান, আপনার সুবিধার বিষয়টি বিবেচনা না করে, তাদের ব্যবসা প্রসারের জন্য বা লাভের জন্য বিবেচনা করে।
আপনার কাছে ল্যাপটপ বিক্রি করে। এ ধরনের ল্যাপটপ কেনার পর, তখন ল্যাপটপের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
সে সময় ল্যাপটপ নিয়ে হতাশা এবং চিন্তার মধ্যে থাকতে হয় অনেকের। তো আপনি যদি নতুন ল্যাপটপ কিনতে চান? তবে সবার আগে যে সকল বিষয় জানা প্রয়োজন।
সে বিষয় গুলোর উপর পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করে, নিজে নিজে একটি ভাল উন্নত মানের ল্যাপটপ পছন্দ করে কিনতে পারেন।
এছাড়া এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে, তাহলে আপনি একটি পুরাতন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে ল্যাপটপের ভালো দিক গুলো নিজে নিজে বুঝতে পারবেন।
ভালো ল্যাপটপ কেনার উপায় কি? একটি ল্যাপটপ কেনার সময় এবং ডিসপ্লে ব্যাটারি ল্যাপটপের সব আনুষাঙ্গিক আরো বিষয় গুলো বিবেচনা করে, ভালো মানের ল্যাপটপ কিনতে পারবেন।
তো বন্ধুরা আপনারা যারা ভাল ল্যাপটপে জানার উপায় খুঁজে থাকেন। তারা নিম্নোক্ত বিষয় গুলোর ওপর নজর রেখে। একটি নতুন বা পুরাতন ল্যাপটপ কিনতে পারেন।
যেমন- প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক, ডিসপ্লে, ram, rom, cpu, laptop এর সাইজ, ল্যাপটপের ওজন, এবং ল্যাপটপের ডিজাইন অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং ল্যাপটপের ব্র্যান্ড ইত্যাদি।
একটি ভালো মানের ল্যাপটপের নিম্নবর্ণিত বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক:
ল্যাপটপের RAM: রেম একটি ল্যাপটপের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি ভালো মানের ল্যাপটপের কম করে হলেও ৮ জিবি RAM থাকা জরুরি। তবে একটি ল্যাপটপের আদর্শ রেম ৪ জিবি ধরা হয়। নতুবা ল্যাপটপ স্লো কাজ করবে।
প্রসেসর: প্রসেসর ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। মূলত ল্যাপটপের প্রায় সকল কিছুই মনিটরিং করে এই processor. একটি ভালো মানের ল্যাপটপের একটি অন্যতম প্রধান বিশিষ্ট্য হলো dual core processor এবং 2.5 GHz এর অধিক processor frequency. তবে আপনি যদি সর্বোচ্চ স্পিড পেতে চান তবে quad core processor সবচেয়ে ভালো চয়েস। তবে এর জন্য বাজেটও সেরকম ভালো থাকতে হবে।
জেনারেশন: একটি ভালো মানের ল্যাপটপের জেনারেশন অবশ্যই latest হতে হবে। সর্বাধুনিক এবং সর্বশেষ জেনারেশন এর প্রসেসরগুলোর কার্যক্ষমতা সবথেকে ভালো এবং দ্রুত।
ডিসপ্লে সাইজ: একটি ভালো মানের ল্যাপটপের ডিসপ্লে সাইজ কম পক্ষে 14 inches হয়ে থাকে এবং ডিসপ্লে অবশ্যই HD হতে হবে।
অপারেটিং সিস্টেম: ল্যাপটপ ক্রয়ের পূর্বে এর অপারেটিং সিস্টেম চেক করা জরুরি। ভালো মানের ল্যাপটপের ক্ষেত্রে অবশ্যই Windows 10 OS operating system install করা থাকবে।
ব্রান্ড: ল্যাপটপের মান মূলত নির্ভর করে এর features এবং configurations এর উপর। সুতরাং যেসব ব্রান্ড এসব বিষয়ে সবথেকে বেশি এগিয়ে সেখান থেকেই ল্যাপটপ চয়েস করা উচিত। তাছাড়া কোম্পানির warranty এবং service center এর দিকেও নজর রাখা উচিত।
গ্রাফিক্স কার্ড: ভালো মানের একটি ল্যাপটপে অবশ্যই গ্রাফিক কার্ড দেয়া থাকবে। বিশেষ করে গেমিং ল্যাপটপগুলোতে।
স্টোরেজ: ডিভাইস স্টোরেজ অনেক জরুরি একটি বিষয়। একটি ভালো মানের ল্যাপটপে কমপক্ষে ১২০ জিবি SSD থাকবে। কেননা হার্ড ড্রাইভের (HDD) তুলনায় SSD অনেক ভালো এবং দ্রুত কাজ করে।
কোন কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো ?
ভালো ল্যাপটপ চেনার উপায় ল্যাপটপের কোম্পানি বা ব্রান্ড নিয়ে জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। ল্যাপটপ কিনতে যাওয়ার পূর্বে কোম্পানি নিয়ে নানান প্রশ্ন থেকেই যায়। কেননা বর্তমান প্রযুক্তির রমরমা বাজারে বিভিন্ন অত্যাধুনিক ও সম্ভাবনাময় ব্রান্ড তাদের ল্যাপটপ নিয়ে হাজির হচ্ছে এবং এই প্রতিযোগিতার বাজারে একজন আরেকজনকে ছাপিয়ে এগিয়ে চলছ ।
তবে মনে রাখবেন ল্যাপটপের ব্রান্ড বা কোম্পানির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর কনফিগারেশন, ফিচার এবং ফ্রিকোয়েন্সি। মূলত এগুলোই ল্যাপটপের মান নির্ধারণ করে থাকে। তবে জনপ্রিয় ব্রান্ডগুলোর থেকে ল্যাপটপ কেনার মূল সম্ভাবনা হলো ভালো warranty এবং সার্ভিস সেন্টারের সুবিধা।ভালো ল্যাপটপ চেনার উপায় |
সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপের ব্রান্ডগুলো হলো :
- Asus
- MSI
- Dell
- Apple
- Acer
- HP
- Lenovo
এখানে প্রত্যেকটি ব্রান্ড খুবই আকর্ষণীয় মানের ফিচার সমৃদ্ধ ল্যাপটপ বাজারে সরবরাহ করে আসছে এবং গ্রাহকদের নিকট থেকে প্রতিনিয়ত প্রশংসা কুড়াচ্ছে।
তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের suggest করব Dell অথবা Asus, HP এর ল্যাপটপগুলো থেকে আপনার expectation এর সাথে যায় এরকম ল্যাপটপ কিনতে। কারণ এই কোম্পানিগুলো সত্যিই খুবই অসাধারণ। নিত্যনতুন আধুনিক ফিচার সমৃদ্ধ ল্যাপটপগুলো আপনার যেকোনো প্রয়োজনে কাজে আসবে। তাছাড়া বাজেট ফ্রেন্ডলি ভালো মানের ল্যাপটপ এই কোম্পানি ৩ টি থেকে আপনি সহজেই পেতে পারবেন।
তবে অন্যান্য কোম্পানিগুলোও তাদের নিজ নিজ জায়গা থেকে অত্যন্ত ভালো এবং অসাধারণ। HP এবং Lenovo কোম্পানিগুলো কম দামে ভালো মানের ল্যাপটপ সরবরাহের ক্ষেত্রে সর্বদা সচেষ্ট এবং অন্যান্যদের তুলনায় এগিয়ে।
অপরদিকে সাম্প্রতিককালে Apple কোম্পানির ল্যাপটপগুলোর জনপ্রিয়তা অনেক দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমান জেনারেশন এর কাছে Apple যেন আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু মনে রাখবেন যে ব্রান্ড থেকেই আপনি পণ্য ক্রয় করুন না কেন সেটি অবশ্যই আসল হতে হবে।
পণ্য আসল হলে আপনি দীর্ঘসময় এবং ভালো মানের সার্ভিস পেতে পারবেন। আসল পণ্য ক্রয় করতে হলে অবশ্যই নিকটস্থ শো রুম থেকে পণ্য কেনার চেষ্টা করুন। কেননা অন্যান্য জায়গা থেকে বিভিন্ন অফার ও কম দামে ল্যাপটপ কিনলেও তা আসল নাও হতে পারে।
পুরাতন ল্যাপটপ কেনার আগে যে বিষয় খেয়াল রাখবেন –
ব্যাটারি: ল্যাপটপের ব্যাটারি চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যাটারি চার্জ হতে কত টাইম নেয় বা এটি ঠিক কতক্ষণ সার্ভিস দিচ্ছে তাই অবশ্যই চেক করে নেয়া উচিত। কেননা অনেক সময় দেখা যায় ব্যাটারি অনেক দীর্ঘ সময় নিচ্ছে চার্জ নিতে বা চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এমনকি ব্যাটারি নষ্টও থাকতে পারে।
অপারেটিং সিস্টেম: ল্যাপটপে অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে কিনা তা দেখে নিতে হবে। থাকলেও তা কি প্রো না কি ফ্রি ক্রাক সেটাও জেনে নেয়া উচিত। কেননা একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর দাম হয় 10k-12k টাকা। যেখানে ফ্রি ক্রাকে খরচ পরবে মাত্র 40 টাকা। আর যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকে তবে অবশ্যই এর লাইসেন্স বুঝে নিতে হবে।
প্রসেসর চেক করা: প্রসেসর অনেক গুরুত্বপূর্ণ একটি হার্ডওয়্যার। তাই প্রয়োজনে সার্ভিসিং সেন্টারে যেয়ে প্রসেসর ও এর জেনারেশন চেক করে নেয়া উচিত।
নেটওয়ার্ক চেক করা: ল্যাপটপে যদি নেটওয়ার্কই না থাকে তবে সেই ল্যাপটপের আর কি কাজ বলেন তো। কিন্তু পুরাতন ল্যাপটপের এটি একটি কমন সমস্যা। ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট ইত্যাদি সিস্টেমগুলো অনেক ক্ষেত্রে ডিজেবলড থাকতে পারে। তাই কেনার পূর্বেই এগুলো চেক করে নেয়া উচিত যে এগুলো ঠিকমত কাজ করছে কি না।