৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন (২০২১) | Best smartphone out of 30 thousand rupees (2021)

Deal Score0
Deal Score0

 ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র‍্যান্ডের ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। স্যামসাং এর মত নামিদামি ব্র‍্যান্ডের পাশাপাশি শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এর মত জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেক ফোন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে। 

চলুন জেনে নেয়া যাক, ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে সেরা মোবাইল ফোনগুলো সম্পর্কে। তালিকার ফোনগুলো এদের বর্তমান বাজারমূল্যের অনুসারে সাজানো হয়েছে।

শাওমি রেডমি নোট ১০ – Xiaomi Redmi Note 10

আমাদের ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় ১৯,৯৯৯ টাকার শাওমি রেডমি নোট ১০ এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি স্থান পেয়েছে। ১ হাজার টাকা বাড়িয়ে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়াও ২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

রেডমি নোট ১০

রেডমি নোট ১০ ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ। আরো রয়েছে আকর্ষণীয় সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৬৭৮ চিপসেট দ্বারা। ৫০০০ মিলিএম্প ব্যাটারির ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

শাওমি রেডমি নোট ১০ এর দামঃ ২০,৯৯৯ টাকা

শাওমি রেডমি নোট ৯ – Xiaomi Redmi Note 9

শাওমি রেডমি নোট ৯ - Xiaomi Redmi Note 9
শাওমি রেডমি নোট ৯

আমাদের ৩০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকায় দ্বিতীয় নামটি শাওমির জনপ্রিয় নোট সিরিজের ফোন, শাওমি রেডমি নোট ৯ ফোনটি। উল্লেখ্য যে, ফোনটির শুধুমাত্র ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে তালিকায় রাখা হয়েছে। এছাড়াও আমাদের “২০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকা” তে জায়গা করে নিয়েছে ফোনটির অন্যান্য ভ্যারিয়েন্ট।

বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, দারুণ ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন অফার করার মাধ্যমে ফ্যান ফেভারিট হয়ে গিয়েছে ফোনটি। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রেডমি নোট ৯ ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা। ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউটের মধ্যে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ৫০২০ মিলিএম্প ব্যাটারির ফোন রেডমি নোট ৯ এর আকর্ষণীয় ৬.৫৩ ইঞ্চির পাঞ্চহোল কাটআউট এর ফুলএইচডি+ ডিসপ্লে নজর কাড়বে যে কারো।

শাওমি রেডমি নোট ৯ এর দামঃ ২১,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৩১ – Samsung Galaxy M31

স্যামসাং গ্যালাক্সি এম৩১ - Samsung Galaxy M31
স্যামসাং গ্যালাক্সি এম৩১

২২ হাজার টাকার মধ্যে স্যামসাং এর ভালো ফোন খুঁজছেন? নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম৩১। সম্প্রতি স্যামসাং এর বাজেট কেন্দ্রিক এম সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যারা চীনা স্মার্টফোন ব্র‍্যান্ডগুলোকে ভরসার খাতায় রাখতে ইতঃস্তত বোধ করেন, তাদের জন্য ২২ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন হিসেবে অন্যতম পছন্দ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনটি।

আরও জানুনঃ বর্তমানে বিশ্বের সেরা স্মার্টফোন তালিকা

২২ হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটিতে, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করবে। এক্সিনোজ ৯৬১১ চালিত ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের বাজারে। বেস ভ্যারিয়েন্ট ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ফোনটির। স্যামসাং গ্যালাক্সি এম৩১ এ রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দামঃ ২১,৯৯৯ টাকা

রিয়েলমি ৬ – Realme 6

রিয়েলমি ৬ - Realme 6
রিয়েলমি ৬

প্রতিযোগিতাপূর্ণ প্রাইসিং ও অপেক্ষাকৃত ভালো স্পেসিফিকেশন এর সমন্বয়ে দেশের বাজারে অল্প সময়ের মধ্যেই গ্রাহক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রিয়েলমি এর স্মার্টফোনগুলো। ২৩ হাজার টাকার মধ্যে একটি অল-ইন-ওয়ান প্যাকেজ রিয়েলমি ৬ ফোনটি। ফোনটির ডিজাইন ও অসাধারণ। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট ও পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা ফোনটির সৌন্দর্য নিয়ে গিয়েছে অন্য মাত্রায়। রিয়েলমি ৬ ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি র‍্যাম এর ফোন, রিয়েলমি ৬ এ প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর হেলিও জি৯০টি। রিয়েলমি ৬ এ থাকছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার যা ফোনটির ৪৩০০ মিলিএম্প এর ব্যাটারিকে ৫৫ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।

রিয়েলমি ৬ এর দামঃ ২২,৯৯০ টাকা

পোকো এম২ প্রো – Poco M2 Pro

পোকো এম২ প্রো - Poco M2 Pro
পোকো এম২ প্রো

আমাদের এই ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় রয়েছে পোকো’র পোকো এম২ প্রো ফোনটি। ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোন, পোকো এম২ প্রো তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এছাড়াও ফোনটির ৫০০০ মিলিএম্প ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। 

পোকো এম২ প্রো ফোনটিও তালিকার অন্যান্য সব ফোনের মত কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে, যা ৪৮ মেগাপক্সিলের ছবি আউটপুট দিতে পারে। ফোনটির ফিংগারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড ও থাকছে ১৬ মেগাপিক্সেল পাঞ্চহোল সেল্ফি ফ্রন্ট ক্যামেরা।

পোকো এম২ প্রো এর দামঃ ২২,৯৯৯ টাকা

ভিভো ভি২০ এসই – Vivo V20 SE

ভিভো ভি২০ এসই - Vivo V20 SE
ভিভো ভি২০ এসই

ভিভোর ফোন যাদের পছন্দ, তাদের জন্য আমাদের তালিকার এই অসাধারণ ফোনটি। বলছি ভিভো ভি২০ এসই ফোনটির কথা। এটি মুলত ভিভোর ভি২০ ফোনটির স্পেশাল এডিশন। ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে ভিভো ভি২০ এসই ফোনটিতে।

ভিভো ভি২০ এসই তে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ ও ৩২ মেগাপিক্সেলের অসাধারণ সেল্ফি ক্যামেরা। সেল্ফি লাভারদের জন্য ২৫ হাজার টাকার মধ্যে ভিভো ভি২০ এসই ফোনটি পারে সেরা পছন্দ।

ভিভো ভি২০ এসই এর ৪১০০ মিলিএম্প এর ব্যাটারি ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করা যায় ৩৩ ওয়াট এর ফ্ল্যাশচার্জার দ্বারা। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ তেমন শক্তিশালী না হলেও ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর কম্বো ফোনটির ইউজার এক্সপেরিয়েন্সে কোনো বাধার সৃষ্টি করবে না।

ভিভো ভি২০ এসই এর দামঃ ২৪,৯৯০ টাকা

রিয়েলমি ৮ ৪জি – Realme 8 5G

আমাদের এই তালিকার একমাত্র ৫জি কানেক্টিভিটি সাপোর্টেড স্মার্টফোন হলো রিয়েলমি ৮ ৫জি এডিশন। ফোনটির একটি ৪জি ভার্সন রয়েছে, যা মিডিয়াটেক এর হেলিও জি৯৫ প্রসেসর যুক্ত। তবে রিয়েলমি ৮ ৫জি এডিশনে নতুন প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ এর কল্যাণেই যুক্ত হয়েছে ৫জি সুবিধা।

realme 8 5g

রিয়েলমি ৮ ৫জি তে রয়েছে ৪৮মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা সেটাপ। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির ফোনটিতে থাকছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। এছাড়াও ফোনটির ৬.৫ইঞ্চির ডিসপ্লে ৯০হার্‌জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

রিয়েলমি ৮ ৫জি এর দামঃ ২৪,৯৯০টাকা

শাওমি রেডমি নোট ৯ প্রো – Xiaomi Redmi Note 9 Pro

শাওমি রেডমি নোট ৯ প্রো - Xiaomi Redmi Note 9 Pro
শাওমি রেডমি নোট ৯ প্রো

২৬ হাজার টাকা যদি হয় বাজেট, তবে রেডমি নোট ৯ প্রো হতে পারে যে কারো আদর্শ পছন্দ। ফোনটির ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি একটি ভ্যারিয়েন্ট ও রয়েছে, যা কিনতে হলে গুণতে হবে ২৭,৯৯৯ টাকা।

রেডমি নোট ৯ প্রো তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রেডমি নোট ৯ প্রো তে রয়েছে ৫০২০ এর বিশাল ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি।

শাওমি রেডমি নোট ৯ প্রো এর দামঃ ২৫,৯৯৯ টাকা

শাওমি রেডমি নোট ১০ প্রো – Xiaomi Redmi Note 10 Pro

শাওমি রেডমি নোট ১০ সিরিজের প্রো ভার্সনটি বাজেটের মধ্যে সকল প্রয়োজন মেটাতে সক্ষম। অসাধারণ ডিজাইন ও দারুণ সব ফিচারে ভরা রেডমি নোট ১০ প্রো।

redmi note 10 pro
শাওমি রেডমি নোট ১০ প্রো

কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটিতে রয়েছে ৫০২০ মিলিএম্প এর ব্যাটারি, যা নোট ১০ এর মতো ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এছাড়াও ফোনটির ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

মোট ৪টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে শাওমি রেডমি নোট ১০ প্রো। রেডমি নোট ১০ প্রো এর বিভিন্ন ভ্যারিয়েন্ট এর দামসমুহ হলোঃ

  • ৬৪মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ – ২৫,৯৯৯ টাকা
  • ৬৪মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা
  • ১০৮মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা
  • ১০৮মেগাপিক্সেল ক্যামেরা + ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ – ২৭,৯৯৯ টাকা।

পোকো এক্স৩ – Poco X3

পোকো এক্স৩ - Poco X3
পোকো এক্স৩

একই দামে পোকো এক্স৩ এর ৬ জিবি র‍্যাম ও ৬৪ স্টোরেজ ভ্যারিয়েন্টের দুইটি ভার্সন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে ৬০০০ মিলিএম্প ব্যাটারি ভার্সন, অন্যটি এনএফসি ভার্সন। পোকো এক্স৩ এনএফসি তে থাকছে ৫১৬০ মিলিএম্প এর ব্যাটারি। এছাড়াও ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ২৭,৯৯ টাকা।

পোকো এক্স৩ এর আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ৬.৬৭ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, পোকো এক্স৩ তে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৩২জি। ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর ও রয়েছে। 

পোকো এক্স৩ এর দামঃ ২৫,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৩২  – Samsung Galaxy A32

যারা স্যামসাং ফোন ভালোবাসেন, তাদের জন্য অসাধারণ একটি ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি ৩২। ফোনটির অসাধারণ ডিজাইন যে কারো নজর কাড়তে বাধ্য। ফোনটির ৬.৪ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড।

স্যামসাং গ্যালাক্সি এ৩২

স্যামসাং গ্যালাক্সি এ৩২ ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ। থাকছে ২০ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর দামঃ ২৬,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ৫১ – Samsung Galaxy A51

স্যামসাং গ্যালাক্সি এ৫১ - Samsung Galaxy A51
স্যামসাং গ্যালাক্সি এ৫১

৩০ হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৫১ ফোনটি বেশ কিছু অসাধারণ ফিচার অফার করছে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনটি ডলবি এটমোস অডিও সাপোর্টেড। স্যামসাং গ্যালাক্সি এ৫১ ফোনটিতে রয়েছে ৬জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্যামসাং এর নিজস্ব এক্সিনোজ ৯৬১১ চিপসেট। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপের ফোন স্যামসাং গ্যালাক্সি এ৫১ এর পাঞ্চহোল ডিসপ্লেতে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এ৩১ এ থাকছে ৪০০০ মিলিএম্প এর ব্যাটারি। ফোনটির আরো থাকছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর।

স্যামসাং গ্যালাক্সি এ৫১ এর দামঃ ২৭,৪৯৯ টাকা

অপো এফ১৭ প্রো – Oppo F17 Pro

অপো এফ১৭ প্রো - Oppo F17 Pro
অপো এফ১৭ প্রো

অপো এফ১৭ প্রো ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউট দেখে যেকেউ এটিকে আইফোন ১১ সিরিজের সাথে গুলিয়ে ফেলতে পারে। অপোর ফোনগুলো মুলত ক্যামেরা-কেন্দ্রিক হয়। এই ফোনটিও তার ব্যাতিক্রম নয়। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন, অপো এফ১৭ প্রো রয়েছে ডুয়াল সেল্ফি ক্যামেরা। 

অপো এফ১৭ প্রো এর ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লেটি একটি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন প্যানেল। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও পি৯৫ প্রসেসর। অপো এফ১৭ প্রো ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে র‍্যাম থাকছে ৮ জিবি ও স্টোরেজ থাকছে ১২৮ জিবি। ৪০০০ মিলিএম্প এর ব্যাটারির ফোন অপো এফ১৭ প্রো ফুল চার্জ করা যাবে ৫৩ মিনিটেই, এর ভুক ফাস্ট চার্জিং দ্বারা। 

অপো এফ১৭ প্রো এর দামঃ ২৭,৯৯০ টাকা

শাওমি মি ১১ লাইট – Mi 11 Lite

৩০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইলের তালিকায় সবচেয়ে নান্দনিক ডিজাইনের ফোন হলো শাওমির মি ১১ লাইট ফোনটি। মাত্র ১৫৭ গ্রাম ওজনের এই ফোনটি ইতিমধ্যেই এর দাম বিবেচনায় ডিজাইন ও স্পেসিফিকেশন দিয়ে অসংখ্য স্মার্টফোন প্রেমীর মন জয় করে নিয়েছে।

mi 11 lite

৬.৫৫ইঞ্চির ৯০হার্‌জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের এই অসাধারণ দেখতে ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৩২জি। ফোনটিতে রয়েছে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। ৮জিবি র‍্যাম এর একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম প্রায় ৩২হাজার টাকা।

মি ১১ লাইট ফোনটিতে রয়েছে ৬৪মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা সেটাপ, যার মধ্যে একটি ৮মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ৫মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। মি ১১ লাইটের ৪২৫০মিলিএম্প এর ব্যাটারি ছোট মনে হলেও এর ৩৩ওয়াট ফাস্ট চার্জিন এর বদোউলতে ব্যাটারি ব্যাকাপ নিয়ে কোনো সমস্যাই হবেনা।

মি ১১ লাইট এর দামঃ ২৯,৯৯৯টাকা

পোকো এক্স৩ প্রো – Poco X3 Pro

৩০ হাজার টাকা বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন পারফরম্যান্স দিতে পারে, এমন ফোন দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। কথা বলছি পোকো এক্স৩ প্রো ফোনটিকে নিয়ে।

পোকো এক্স৩ প্রো

মাত্র ২৯,৯৯০ টাকার ফোন, পোকো এক্স৩ প্রো এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ফোনটিতে কোয়ালকমের লেটেস্ট ও গ্রেটেস্ট চিপসেট, স্ন্যাপড্রাগন ৮৮৮ এর না থাকলেও, থাকছে শক্তিশালি স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর। স্ন্যাপড্রাগন ৮৮৮ এর মতো অনেক পাওয়ারফুল না হলেই যেকোনো ধরনের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে সন্তুষ্ট করতে সক্ষম পোকো এক্স৩ প্রো ফোনটির পারফরম্যান্স।

পোকো এক্স৩ প্রো ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটাপ। ফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ৫১৬০ মিলিএম্প ব্যাটারি ও ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের ফোন, পোকো এক্স৩ প্রো ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পোকো এক্স৩ প্রো এর দামঃ ২৯,৯৯৯ টাকা

উল্লেখ্য যে, ৩০ হাজার টাকার সেরা ফোনের এই তালিকার সকল ফোনের দাম নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহিত। সময়ের সাথে বদলাতে পারে স্মার্টফোনগুলোর দাম। ফোনগুলোর আপডেট প্রাইস জানতে ভিজিট করতে পারেন নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট।


আপনার জন্য আরোঃ

  1. ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন
  2. ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন (২০২১)
  3. ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
  4. Xiaomi Mi 11 Ultra full Specification Full Bangla Review
  5. Samsung Galaxy F22 Full Review Bangla ।। Samsung Galaxy F22 Orice in bd
  6. রিয়েলমি জিটি মাস্টার এডিশন সম্পূর্ণ আলোচনা বাংলায়
  7. Redmi 10 | Redmi 10 price in bd
  8. পোকো মোবাইল কেন এত জনপ্রিয়
  9. গুগল পিক্সেল ৬ সিরিজ – দাম, স্পেসিফিকেশন, ফিচার
  10. ভিভো মোবাইলের দাম ২০২১
  11. শাওমি ১১টি সিরিজঃ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০Hz ডিসপ্লে, আরো অনেক কিছু
  12. বিশ্বের সেরা স্মার্টফোন ২০২১

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account