প্রয়োজনীয় এবং সেরা কিছু সফটওয়্যার

Deal Score0
Deal Score0

প্রয়োজনীয় এবং সেরা কিছু সফটওয়্যার আপনার কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার এর মধ্য মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন একান্ত প্রয়োজন । কারণ এই সফটওয়্যার মাধ্যে প্যাকেজ আকারে অনেকগুলো সফটওয়্যার এক সাথে থাকে যেগুলো আমরা প্রতিদিনে কাজে ব্যবহার করে থাকি । এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এক্সেল, ডকুমেন্ট, এই সব কাজ করতে পারবেন ।

আজকে আমরা জানব নতুন কম্পিউটার কিনলে কি কি সফটওয়্যার সাধারণত ইন্সটল করার দরকার হয়েই থাকে সে গুলো কি কি? অথবা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কি কি প্রয়োজনীয় সফটওয়্যার সাধারণত দরকার হয়ে থাকে (Computers usually need software)। নিম্নে আজকে ডিটেলস আলোচনা করব। লেখাটি সম্পূর্ণ পড়লে জানতে পারবেন আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার দরকার হয়ে থাকে ও কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার গুলো কি এবং সফটওয়্যার কিভাবে পাব।

আমরা যখন নতুন কোন কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করি তখন অনেকেই এটা জানে না কম্পিউটার/ল্যাপটপে সাধারণত কি কি সফটওয়্যার ইন্সটল করতে হয়।যারা কম্পিউটার বিক্রি করে বা যাদের কাছ থেকে কম্পিউটার ক্রয় করি তারা তাদের মন মত যেসব সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করে দেয় সেগুলোই থাকে আমাদের কম্পিউটারে। যারা দীর্ঘদিন যাবত কম্পিউটার চালিয়ে থাকে তিনিরা ঠিকই জানে কি কি সফটওয়্যার ইন্সটল করতে হয়। আমরা যখন নতুন কোন কম্পিউটার কোন শপ থেকে ক্রয় করি তখন যদি তাদেরকে বলে দেই কি কি সফটওয়্যার ইন্সটল করতে হবে তখন তাদের সংগ্রহে যদি সফটওয়্যার গুলো থাকে তখন সেগুলো ইন্সটল করে দেয়। তবে জানা মানুষও অনেক সময় বলার ভুলে সফটওয়্যার গুলো ইন্সটল করিয়ে নিতে ভুলে যায়। তবে পরে অবশ্য নিজে নিজে ইন্সটল করে নেওয়া যায় যেসব সফটওয়্যার গুলো প্রয়োজন।

Antivirus Software (এন্টিভাইরাস সফটওয়্যার)

এন্টিভাইরাস সফটওয়্যার আমরা যখনই কম্পিউটার ক্রয় করব যদি আমরা আমাদের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি তাহলে অবশ্যই যেকোন একটি ভাল এন্টিভাইরাস কিনে কম্পিউটারে একটিভ করে নিব। কারণ ভাইরাস সাধারণত বেশি ইন্টারনেট এর মাধ্যমেই এসে থাকে। আর আপনার কম্পিউটারে যদি ভাইরাস আক্রমন করে তাহলে আপনার প্রয়োজনীয় ফাইল নষ্ট হয়ে যেতে পারে বা হ্যাকিং এর শিকার হতে পারেন অথবা কম্পিউটারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। মোট কথা হল নিজের সেফটির জন্য ও কম্পিউটারের সেফটির জন্য ভাল এন্টিভাইরাস কম্পিউটারে একটিভ করার প্রয়োজন হয়ে থাকে।

এন্টিভাইরাস যদি কিনে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ক্যাসপারসকি এন্টিভাইরাসটি (Kaspersky) ভাল কাজ করে, তাছাড়াও Norton, ESET, Bitdefender এসব এন্টিভাইরাসও ভাল হয়ে থাকে। আর যদি কিনতে না চান ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার(free antivirus software) ব্যবহার করতে চান, তাহলে ফ্রিতে Avast ও Avira ব্যবহার করতে পারেন, ইন্টারনেটে এই নাম গুলো লিখে সার্চ করলেই এসে পরবে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন অথবা লিখুন এভাস্ট ফ্রি এন্টিভাইরাস (avast free antivirus) বা আবিরা ফ্রি এন্টিভাইরাস (avira free antivirus) ।

Internet Download Manager (ডাউনলোড ম্যানেজার)

আমরা এখন কম বেশি সবাই ইন্টারনেট ব্যবহার করি। আর এই ইন্টারনেট ব্যবহার করে অনেক সময় ভিডিও অডিও বা বিভিন্ন ফাইল ডাউনলোড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কম্পিউটারে একটি ডাউনলোডার এর দরকার হয় যার মাধ্যমে যেকোন কিছু ডাউনলোড করতে পারবেন। ইন্টারনেট ডাউনলোডার এর মধ্যে আইডিএম (IDM) সফটওয়্যারটি অনেক জনপ্রিয় বা অনেক ভাল কাজ করে। আপনি কারো কাছ থেকে IDM Internet Download Manager সংগ্রহ করে নিন বা পারসেস করুন অথবা যেকোন ভাবে IDM ডাউনলোডারটি ইন্সটল করে নিলে আপনার সুবিধা হবে যেকোন কিছু ডাউনলোড করতে। যাদের কাছ থেকে কম্পিউটার কিনবেন তাদের বললেও তাদের সংগ্রহে থাকলে ইন্সটল করে দিবে। তবে ফ্রিতে যদি IDM এর মত ডাউনলোডার চান তাহলে গুগলে গিয়ে ফ্রি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (free download manager) লিখুন দেখবেন অনেক ধরনের লিংক আসবে সেখান থেকে ডাউনলোডার ইন্সটল করে নিতে পারেন অথবা Free Download Manager (FDM) সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এটিও IDM এর মতই কাজ করে।

তাছাড়াও ওয়ান ক্লিক ডাউনলোড নামের একটি এক্সটেনশন আছে এটির মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। One-click Downloader ব্রাউজারে লিখলে এক্সটেনশনে নিয়ে যাবে অথবা এক্সটেনশনে গিয়ে লিখতে পারেন One-click Downloader তাহলেও এক্সটেনশনটি এসে পরবে তারপর ইন্সটল করে নিলেই ইউটিউব ভিডিওর নিচে ডাউনলোড আইকন যোগ হয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Winrar (উইনরার, ফাইল জিপ আনজিপ করার সফটওয়্যার)

আমরা যখন ইমেইল থেকে একত্রে কোন ফাইল ডাউনলোড করি তখন সেটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয় বা ইন্টারনেট এর থেকে সফটওয়্যার ডাউনলোড করলেও জিপ ফাইল আকারে ডাউনলোড হয় আবার অনেক ফাইল ডাউনলোড করলেও জিপ ফাইল আকারে ডাউনলোড হয়, যাই হোক অনেক কাজে দরকারে জিপ সফটওয়্যারটি প্রয়োজন পরবেই আপনার কম্পিউটারে। তাই কম্পিউটারে জিপ ফাইল এক্সট্রাক করার জন্য বা জিপ করার জন্য এই WinRAR সফটওয়্যারটিও ইন্সটল করার প্রয়োজন হয়। গুগলে WinRAR লিখে সার্চ করলেই সফটওয়্যারটি এসে পরবে বা WinRAR download free and support বা winrar download লিখলে লিংক এসে পরবে তারপর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন।

Microsoft office 2007 | কম্পিউটার সফটওয়্যার ২০২৩

বর্তমানে যারা অফিসিয়াল বা ব্যাক্তিগত কাজ করেন তাদের প্রয়োজন পরে মাইক্রোসফট অফিস ২০০৭। আপনার প্রশ্ন হতে পারে যে, মাইক্রোসফট অফিস ২০০৭ কি? হ্যাঁ বন্ধুরা মাইক্রোসফট অফিস হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার। যার মাধ্যমে অফিসিয়াল অনেক কাজ করা হয়। যেমন: মাইক্রোসফট অফিস 2007 এ চারটি কাজ করতে হয়।

(ক) মাইক্রোসফট অফিস ওয়ার্ড

(খ) মাইক্রোসফট অফিস এক্সেল

(গ) মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট

(ঘ) মাইক্রোসফট অফিস এসে্স।

মাইক্রোসফট অফিস ওয়ার্ড : এমএস ওয়ার্ড এর মাধ্যমে অফিস বা কম্পিউটার দোকানের কাজ করা হয়। যেমন: ইংরেজি বা বাংলা টাইপিং, স্কুল, কলেজ এর প্রশ্ন তৈরির, চিঠি পত্র, জীবন বৃত্তান্ত, দলিল লেখার মতো ইত্যাদি কাজ। যা উক্ত মাইক্রোসট অফিস ওয়ার্ড এর মাধ্যমে সম্পাদন করা হয়।

মাইক্রোসফট অফিস এক্সেল : এক্সেল হলো কম্পিউটারের হিসাব নিকাশ করার একটি সফটওয়ার। যার মাধ্যমে যে কোন হিসাব এর কাজ করা যায়।

যেমন: আপনি যদি একটি কম্পিউটারের দোকানে কাজ করেন তবে সেখানে অনেক কাস্টমার থাকে। তাদের অনেক বিষয়ে কাজ করে টাকার হিসাব করতে হয়। সেই সকল হিসাব চোখের পলকেই করা যায় মাইক্রোসফট অফিস এক্সেল এর মাধ্যমে।

মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট : পাওয়ার পয়েন্ট হলো কোন বিষয় নিয়ে মানুষের সমানে উপস্থাপন করার একটি মাধ্যম। যেমন ধরুন আপনি একটি অফিস কাজ করেন। সেখানে প্রতি বছর প্রজেক্টরের মাধ্যমে হেড অফিসে কিছু উপস্থাপনা করতে হয়। সেটি হতে পারে আপনার অফিসের উন্নয়ন মুলক কাজের উপস্থাপনা। সেই সকল কাজ আপনি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে করতে পারবেন।

মাইক্রোসফট অফিস এসেস্ : এসেস্ এর কাজ মূলত কম্পিউটারের কোন তথ্য যদি সংরক্ষিত করার প্রয়োজন হয়। সেই সকল কাজ সম্পাদন করা হয়। যেমন: কোন অফিসে ২০০ জন কর্মচারী রয়েছে। তাদের নাম অনুসারে বেতনশীট তৈরি করে সংরক্ষন করা। মোট কথা এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি কোন তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন।

Adobe Photoshop | কম্পিউটার সফটওয়্যার ২০২৩

বর্তমানে কম্পিউটার কাজ করার জন্য অনেক প্রয়োজন হয় Adobe Photoshop সফটওয়্যারের। আমরা সবাই জানি যে এই সফটওয়্যারের মাধ্যমে কি কাজ করা হয়। তবুও আমরা বলছি একটি হলো কম্পিউটারের জন্য ছবি এডিটিং করার একটি সফটওয়্যার।

এর মাধ্যমে ছবি এডিটিং করা ছাড়াও আরো অনেক কাজ করা যায়। যেমন: আপনি যদি অফিসিয়াল কাজ করেন তাহলে আপনার অনেক সময় কিছু প্রয়োজনীয় পেপার স্কেন করতে হয়। শুধু মাত্র স্কেনার মেশিন থাকলেই স্কেন করা যাবে না। তার জন্য আপনার প্রয়োজন হবে একটি Adobe Photoshop সফটওয়্যার।

আপনি যদি এটি ডাউনলোড করতে চান তবে একদম ফ্রিতেই নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন তা আমরা এখানে একটি লিংক দিয়ে দিবো। সেখানে একটি ক্লিক করেই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account