Filmora দিয়ে ভিডিও এডিটিং করুন সহজেই
Filmora দিয়ে ভিডিও এডিটিং : ভিডিওগ্রাফির চাহিদা বাড়ার সাথে সাথে, দিন দিন বাড়ছে ক্রিয়েটরদের সংখ্যা। সেই সাথে প্রয়োজন নতুন ক্রিয়েটর বা নির্মাতাদের ভিডিও ইডিটিং সম্পর্কে সহজ ও সঠিক গাইডলাইন। আমার এই চ্যানেল থেকে ভিডিও এডিটিং নিয়ে এর আগেও অনেক সফল ভিডিও আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে; যেগুলোর লিংক ইন দ্যা ডেসক্রিপশন।
তবে আজকের এই ভিডিওতে, আমি ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে সহজতর ভিডিও এডিটিং সফট্ওয়্যার “ওয়্যান্ডারশেয়ার ফিলমোরার” ফুল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি শতভাগ বিশ্বাস করি আজকের এই ভিডিওটি পুরো দেখার পর ভিডিও এডিটিং নিয়ে আপনাকে আর পিছনে তাকাতে হবেনা।
কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা বা কাজ জানার ঝামেলা ছাড়াই, ফিলমোরা দিয়ে আপনি কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে প্রফেশনাল ভিডিও তৈরী করতে পারেন সেটাই স্টেপ বাই স্টেপ আজকে আপনারা শিখতে চলেছেন so আমাদের সাথে থাকেন Filmora দিয়ে ভিডিও এডিটিং।
ফিলোমোরা কি ? Filmora দিয়ে ভিডিও এডিটিং করুন সহজেই
ফিলোমোরা এমন একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সরঞ্জাম যা ব্যবহারকারীদের জন্য উচ্চতর মানের ভিডিওগুলি সম্পাদনা এবং তৈরিতে সহযোগিতা করে। সফটওয়্যারটি 4K ভিডিও সম্পাদনা করাও সম্ভব (তবে সেক্ষেত্রে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের কনফিগারেশন ভালো হতে হবে)। ভিডিও এবং অডিও উভয় দিক দিয়েই নিজেস্ব ফিচার্স দিয়ে সজ্জিত।
এটি ব্যবহারকারীদের স্টাইলিং, এফেক্টস ব্যবহার এবং ভিডিও কাস্টমাইজ করার ক্ষেত্রে বিকল্পগুলির আধিক্য দেয়। এই সফ্টওয়্যারটি ব্যবহারকারীদের জন্য ওভারলে ইফেক্টস্, অ্যানিমেশন এবং ট্রানজিশন, অডিও যুক্ত করা এবং টাইটেল, ইন্ট্রো ভিডিও সহ আরও অনেক কিছু করা সম্ভব। বিশেষত যারা তাদের ভিডিওতে সহজে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা বা কাজ জানার ঝামেলা ছাড়াই এডিটিং করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সফ্টওয়্যার।
ভয়েস ওভারগুলিও যে কোনও ভিডিওতে অন্তর্ভুক্ত করা যায় এই সফ্টওয়্যার ব্যবহার করে। ফিল্মোড়া ভিডিও ক্রপ করতে, ভিডিও আকারে বাড়াতে বা হ্রাস করতে বা এগুলি নির্দিষ্ট সময়ে পুরোপুরি ফিট রাখতে সহায়তা করে।
স্লোমশন, ফাস্ট মোশন ও রিভার্জ অপশনসহ সবই রয়েছে এই সফট্ওয়্যারটিতে ভিডিওর কিছু অংশ ঝাপসা/ব্লার করার জন্য ফিল্টার ইউজ করা যেতে পারে যাতে কোনও একটি নির্দিষ্ট অবজেক্টের উপর ঘোলাটে হয়ে সেটি গোপন থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক নির্মাতাদের প্রয়োজন পড়ে। অডিও এবং ভিডিও ঘোরানো বা উল্টানো মাধ্যমে সামঞ্জস্য করা যেতে পারে। ভিডিও “শব্দ” অপসারণের জন্য একটি বিকল্পও উপলব্ধ।
ফিলোমোরাতে যা যা শিখতে পারবেন:
- Introduction of Video
- Sponsor Announcement
- Tutorial Start
- How to Import Media and Videos on Dashboard of Filmora
- Video Trimming
- Green Screen (Chroma Key) Editing
- How to use background under Green Screen (Chroma Key) video
- Slow-motion + Fast motion & Reverse video
- Transition (Animation) Effects & Use Video Fed in/out
- Use Text / Lower Thirds / Titles on Video
- Introducing Features of Wondershare Filmora
- Color Filter, Color Editing, Brightness & Contrast
- Edit Split Screen Effects on Filmora (Multiple videos on-screen)
- Audio Extract and Editing
- How to Add Photo over video
- How to Add B-Roll footage over video
- How to Use Subscribe Animation
- Export/Render
ফিলমোরার ফিচার্স সমূহ:
- Audio Equalizer
- 4K Resolution Editing Support
- GIF Support
- Split Screen
- Video And Audio Controls
- Layer Multiple Video. Clips Video Stabilization
- Color Grading Presets
- Advanced Text Editing
- Tilt-Shift
- Mosaic (Blurring)
- Noise Removal
- Video Stabilization
- Color Grading Presets
- Advanced Text Editing
- Tilt-Shift
- Mosaic (Blurring)
- Noise Removal
- Social Import
- Frame By Frame Preview
- Speed Control
- Audio-Mixer
- Chroma Key Backgrounds
- Screen Recording
- Audio Separation
- Scene Detection
আসুন কিছু বেসিক রুলস জেনে নেই।
Filmora দিয়ে ভিডিও এডিটিং আপনি যেই এডিটরই ব্যাবহার করুন না কেনো, আপনাকে কিছু রুলস/ট্রিক্স/টিপ্স জানতে হবে। আমি আপনাকে একটা ধারনা দিচ্ছি।
১… প্ল্যান তৈরী করুন এবং প্ল্যান মাফিক এগুতে থাকুন। আপনাকে যদি ডিরেক্টর স্ক্রিপ্ট দিয়ে দেয় তাহলে আপনি জানেন আপনি কি করতে যাচ্ছেন। কিন্তু যদি নিজের কাজ হয় তাহলে আপনার স্ক্রিপ্ট আপনার কাজে আসবে। তাছাড়া, আপনি ঠিক করে ফেলতে পারেন আপনার প্রোজেক্ট টাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। কোথায় কোথায় কাট করবেন, কোথায় কি ট্রাঞ্জিশন দিবেন, কতটুকু লেংথ হবে।
২… কখনোই পজিটিভ কোন কারন ছাড়া ক্লিপ কাটবেন না। আপনার কাট এর কারনে যেনো পরের শটের শুরুটা অর্থবহ হয়ে দাঁড়ায়। আপনাকে বুঝতে হবে আপনি কি কাট করছেন। আপনি কি কোন একশন সিকোয়েন্স কাট করছেন? তাহলে কাটা ক্লিপ গুলো হবে ছোট ছোট। আবার ড্রামা সিকোয়েন্স ডিমান্ড করে একটু লং কাট।
৩…আপনি যদি un-decided থাকেন যে আপনার ক্লিপ টা কতটুকু করা উচিত তাহলে একটু বড় করে কাটুন, তাহলে পরবর্তিতে ছোট করতে পারবেন। বড় ছোট দুটো ক্লিপ কেই আপনি প্রিভিউ করে দেখতে পারবেন কোনটা যায় পরের শটের সাথে।
৪… দুটো শটের মাঝে কি কোন কাট-এওয়ে শট ব্যাবহার করা যায় যেটা ওই সিকোয়েন্স টাকে আরও অর্থবহ করে তুলবে? তাহলে সেটা করুন। বুঝে দেখুন কোথায় কোথায় কাট এওয়ে (বা ইন্সার্ট শট) ব্যাবহার করা যায়। কখনো ওভার-ইউজ করবেন না।
৫… ৩০ ডিগ্রী রুলের কথা বলেছিলাম একটা পোস্টে। আপনি এডিটর হিসেবে এটাকে আরো ১৫ ডিগ্রী বাড়িয়ে দিন। আপনি খেয়াল রাখবেন দুটো শটের এঙ্গেলের মাঝে যেনো অন্ততঃ ৪৫ ডিগ্রী পার্থক্য থাকে।
৬… চেষ্টা করুন মুভমেন্ট বা মোশনের মাঝে কাট করতে। ধরুন আপনি শোয়া থেকে উঠে বসার একটা শট এ দুইটা এঙ্গেল থেকে কাটবেন। আপনি হয়তো এভাবে কাটতে পারেন – এঙ্গেল ১ থেকে কবির শোয়া থেকে উঠে বসলো। এঙ্গেল ২ থেকে কবিরা বসে থাকা অবস্থায় মুখে হাত দিলো। এখন দেখুন, এভাবে কাটলে মনে হতে পারে আপনি শট কেটেছেন। Filmora দিয়ে ভিডিও এডিটিং মানে দর্শক ব্যাপারটা চোখ দিয়েই ধরতে পারবে। তো, আপনি যদি খাট থেকে উঠে বসার মাঝে এঙ্গেল টা পরিবর্তন করেন, তাহলে আপনি একটা মোশনে কেটেছেন। আর দর্শক তখন ঘটনার সাথে একাত্ম হয়ে থাকবে।
৭… যখন আপনার হাতে অনেক গুলো এঙ্গেল থেকে শুট করা ক্লিপ থাকবে তখন চেষ্টা করবেন খুব বেশী সময় একই এঙ্গেলে না থাকতে।
৮… ধরুন, আপনি একটা বিয়ের অনুষ্ঠান এডিট করবেন। চেষ্টা করবেন একটা শতের সাথে পরের শটে একটা রিলেশন রাখতে। তো, ফুলের শট থেকে খাওয়ার শট টা রিলেট না করলেও কেকের শট কিন্তু করে।
৯… কন্টিনিউটি রাখুন। প্রপস কন্টিনিউটি যদি মেইন্টেইন করতে পারেন তাহলে খুব ভালো যদিও এটা আপনার দায়িত্ব না। এটার জন্য আলাদা লোক আছে যার কাছ শুটিং এর দিন এই কাজ করা। কিন্তু আপনি মুভমেন্ট বা মোশন কন্টিনিউটি রাখবেন। ধরুন, কবিরের ওভার দ্যা শোল্ডারে পিয়াস হাত দিয়ে মাথা চুলকাচ্ছে। এর মধ্যে আপনি কাট করলেন। পরের শট ফেললেন পিয়াসের পেছন থেকে। আর দর্শকজ দেখতে পেলো যে পিয়াসের হাত আসলে মাথায় নেই, অন্য যায়গায় আছে। আপনাকজে এটা মেইনটেইন করতে হবে।
১০… সীন শুরু করুন কোন একশন দিয়ে। মানে বুঝিয়ে বলি। Filmora দিয়ে ভিডিও এডিটিং, সিকোয়েন্সের শুরু হলো আকাশ দিয়ে। তারপরের শট টা হলো নায়িকা প্লেট ধুচ্ছে। এখন পরের শট আপনি কাটবেন ধোয়ার মাঝামাঝি থেকে। শুরু থেকে নয়। সীনের শেষ টাও করবেন কোন কন্টিনিউ একশন দিয়ে।
পরিশেষে বলতে চাইঃ
আশা করি আপনাদের বুজতে কোনো problem হয়নি । কোনো ঝামেলা ছাড়াই ভালো ভিডিও এডিটিং করতে পারবেন । আপনাদের কোনো ভাবে বুজতে প্রবলেম হলে কমেন্ট করবেন ।
আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। আগামী আবার নতুন কনটেন্ট দেখার আমন্ত্রন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি- আল্লাহ্-হাফেজ।