ডিজিটাল মার্কেটিং কি ? কত প্রকার ও কি কি ?

Deal Score-1
Deal Score-1

ডিজিটাল মার্কেটিং কি অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট এডভার্টাইজিং,আপনি যাই বলে থাকেন না কেন আপনার কোম্পানি বা সংস্থাকে অনলাইনে মার্কেটিং বা পরিচিত করে তোলা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি(digital marketing) বিষয়।

কেননা বিগত এক দশকে ইন্টারনেটের ব্যবহার হার দ্বিগুণ হারে বেড়ে গেছে এবং এই পরিবর্তনটি ফলে লোকেরা কীভাবে পণ্য ক্রয়/বিক্রয় করতেছে এবং ব্যবসায়ের সাথে সংযুক্ত রয়েছে তা ব্যাপকভাবে প্রভাবিত করেছে।

ডিজিটাল মার্কেটিং(digital marketing) এর মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য ক্রেতা বা গ্রাহকদের সাথে খুব সহজে সংযোগ স্থাপন এবং তাদেরকে আপনার প্রোডাক্ট সম্পর্কে অবহিত করতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সেই গ্রাহকদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে তাদের সাথে খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন। এইর পরিপেক্ষিতে আপনাদের সাথে আজকে এই পোস্টে ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কত প্রকার এছাড়াও ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

ডিজিটাল মার্কেটিং এখন বর্তমান সময়ে আমরা অনেকেই এই নামটা কিন্তু কমবেশি প্রায় সকলেই শুনেছেন। এখন বর্তমান যুগে আমরা কিন্তু ডিজিটাল যুগে বসবাস করছি। আগেরকার দিনে ছিল কোন নতুন কোম্পানি বা প্রতিষ্ঠান খুললে তারা কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য তারা সব জায়গায় পোস্টার, ব্যানার লাগিয়ে থাকতো।

এছাড়া কোম্পানি গুলো বিভিন্ন জায়গায় তাদের কোম্পানি প্রচারের জন্য ক্যাম্প করতো।

কিন্তু এখন বর্তমান সময়ে এবং বর্তমানে এই digital marketing এর মাধ্যমে কোন বড় প্রতিষ্ঠান বা কোম্পানির প্রচারের জন্য অফলাইনের থেকে এখন সবচেয়ে বেশি অনলাইনে জোর দেয় ডিজিটাল মার্কেটিং কি।

ডিজিটাল মার্কেটিং কি । Digital marketing ki bangla

ডিজিটাল মার্কেটিং কি ? (What is digital marketing in bangla) -  DoridroTech.Com

এখন বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হল এমন একটি জনপ্রিয় ও আলোচিত মাধ্যম যার মাধ্যমে এখন আমরা অনলাইনে যেকোন পণ্যের (product) প্রচার বা ক্রয়-বিক্রয় করতে পারি ।

বর্তমানে এখন এই যুগে বা ডিজিটাল যুগে যে কোন একটি প্রোডাক্টকে অনলাইনে সুপরিকল্পিত ভাবে আপনি যত বেশি প্রচার করবেন সেই প্রোডাক্টটা তত বেশি সেল হয়।

অর্থাৎ আমরা সাধারণত বাজারের ধারে ও রাস্তার ধারে কোন একটি বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রোডাক্টের হোডিং, ব্যানার, পোস্টার এবং টিভি চ্যানেলে অ্যাড এর মাধ্যমে কোম্পানির প্রচার বা প্রমোশন দেখে থাকি ডিজিটাল মার্কেটিং কি।

কিন্তু এখন বর্তমান সময়ে দেখা গিয়েছে কোন প্রোডাক্টের প্রচারের সহজ ও সবথেকে বড় মাধ্যম হল ইন্টারনেট। গুগলে গিয়ে আপনি যখন কোন কিছু সার্চ করবেন তখন দেখবেন বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখতে পাবেন।

এছাড়াও আরো ব্লগ পোস্টে কোম্পানির বিভিন্ন রকম পণ্যের অ্যাড দেখানো হয়, আপনি যেমন এই আর্টিকেলটি পড়ার মাঝে দেখতে পারবেন এই আর্টিকেলের মধ্য বিভিন্ন রকম পণ্যের অ্যাড এটাও নিশ্চয়ই কিন্তু কোম্পানির প্রচার।

এছাড়া আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও প্ল্যাটফর্ম গুলোতে প্রচার যেমন আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি তখন ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওর ভিতরে বিভিন্ন রকম কোম্পানির অ্যাড দেখানো হয়ে থাকে।

ঠিক সেই একই রকম ভাবে টিকটক, vidmate, ফেসবুক, ইনস্টাগ্রাম, এছাড়াও টুইটারে প্রোডাক্টের অ্যাড দেখিয়ে কোম্পানির প্রচার বা প্রমোশন করা হয়।

আর এই সম্পূর্ণ প্রচারের সহজ মাধ্যম বা প্রসেস টি করা হয় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আশা করি ডিজিটাল মার্কেটিং কি আপনি এ বিষয়টি ভালভাবে বুঝতে পেরেছেন।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?

ডিজিটাল মার্কেটিং কি বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) জনপ্রিয় হলেও এর বাস্তবিক পরিসর অনেক বড়। এই সেক্টরে ভালো করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিজেদের দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি এবং এগুলো কেন গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করব।

ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে।তার মধ্যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এ যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেগুলো নিয়েই আজকে আমরা জানবো।

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ

  • এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
  • অনলাইন বিজ্ঞাপন
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • ইমেইল মার্কেটিং
  • এফিলিয়েট মার্কেটিং
  • কন্টাক্ট মারকেটিং
  • ইনবাউন্ড মার্কেটিং
  • অনলাইন প্রেস রিলিজ
  • এসইও(SEO):সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

ডিজিটাল মার্কেটিং এর একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এসইও।এসইও পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (search engine optimisation)। সংক্ষেপে এসইও(SEO) বলা হয় ডিজিটাল মার্কেটিং কি।

এসইও SEO কি?

ডিজিটাল মার্কেটিং কি এসইও হচ্ছে আমাদের অ্যাপস বা ওয়েবসাইট গুলোকে বিভিন্ন সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল বিনং ইয়াহু এই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তোলার যে প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করে থাকি তাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে পারি।

মনে করুন একটি গান ডাউনলোড করতে চান, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল google এ আমরা ঐ গানের লাইনটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ গানটি পেতে পারি। এভাবে google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়।

এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো – google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে?

নিশ্চয় প্রথম পেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল seo এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেলে আনতে পারলে এখান থেকে আপনি ফ্রিতে অনেক ভিজিটর পাবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আবার দুই প্রকার:

  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও

অন পেইজ: অনপেজ এসইও হল ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করতে হয় তাকে অন পেজ এসইও বলে। অনেকে একে টেকনিক্যাল এসিও বলে থাকে।

অফ পেজ: অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ। ওয়েবসাইটে পরিচিত লাভ করা বিভিন্ন লিঙ্ক বিল্ডআপ করাই হচ্ছে অন পেজ এসইও।

অনলাইন বিজ্ঞাপন

ই-কমার্সে বিজ্ঞাপন | ইকমার্স খবর

ডিজিটাল মার্কেটিং কি অনলাইন বিজ্ঞাপন হচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন পণ্য বা সেবা বিক্রি বা প্রচার-প্রচারণা করার উদ্দেশ্যে যে ধরনের বিজ্ঞাপন বা এডভার্টাইজিং ক্যাম্পেইন পরিচালনা করে থাকি সেটাই মূলত অনলাইন বিজ্ঞাপন বা এডভার্টাইজিং।

৩. কনটেন্ট মার্কেটিং (Content Marketing)

Content Marketing - Meaning, Importance, Types & Example | Marketing  Overview | MBA Skool

কনটেন্ট মার্কেটিং বলতে ভিডিও, অডিও, আর্টিকেল যে কোন কিছু হতে পারে। যেমন ইউটিউব বা টিকটকে ভিডিও ক্রিয়েশন এবং মার্কেটিং। অডিও এর ক্ষেত্রে পডকাস্ট বা অডিও বুক হতে পারে। আর্টিকেল যেমন এখন আপনি আমার আটিকেল পড়ছেন এছাড়া হ্যান্ডবুক বা পিডিএফ বুক এর মাধ্যমে হতে পারে ইত্যাদি এগুলোই কনটেন্ট মার্কেটিং।

৪. ই-মেইল মার্কেটিং (Email Marketing)

ইমেইল আমাদের দেশে গুরুত্বপূর্ণ না হলেও ইউরোপের দেশগুলোতে এনআইডির মতো ইমেইল আইডি সমান গুরুত্ব রাখে। মোটামুটি প্রায় সবাই ইমেইল ব্যবহারে অভ্যস্ত আর এ কারণেই ইমেইল মার্কেটিং গুরুত্বপূর্ণ একটা মেথর্ড কেননা এখানে সহজেই টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌছানো যায়।

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

সহজ কথায় অন্যর প্রোডাক্ট আপনি ডিজিটাল মার্কেটিং মেথর্ড ইউজ করে সেল করে দিলেন এবং সেখানে থেকে কিছু কমিশন নিলেন এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কি।

৬. অফলাইন মার্কেটিং

অফলাইন মার্কেটিং কয়েক বছর আগেও বেশ জনপ্রিয় এবং কার্যকারী মেথর্ড ছিলো কিন্তু ওয়েব ২.০ আসার পর এবং ডিজিটাল টান্সফরমেশন শুরু হবার পর এই মেথর্ডের কার্যকারীতা দিন দিন কমে যাচ্ছে, তবে এখনো ডেড হয়ে যায়নি। চলুন কয়েকটি জনপ্রিয় অফলাইন মার্কেটিং মেথর্ড সম্পর্কে জেনে নেয়া যাক।

৭. রেডিও মার্কেটিং (Radio Marketing)

আজ থেকে ১৫-২০ বছর আগেও আমাদের দেশে রেডিও মার্কেটিং অনেক জনপ্রিয় ছিলো কিন্তু ডিজিটাল টান্সফরমেশনের ফলে রেডিও এখন স্মার্টফোনে চলে এসেছে মজার ব্যপার হলো এখনো রেডিও তে ভালো পরিমাণ অডিয়েন্স আছে। তো সহজ কথায় রেডিও তে পণ্যের প্রচার প্রচারণা চালানোকেই রেডিও মার্কেটিং বলে ডিজিটাল মার্কেটিং কি।

৮. পিপিসি মার্কেটিং (ppc marketing) :

আগে আপনাদের একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবেন আপনি ওয়েবসাইটের কোন একটি আর্টিকেলকে গুগলের প্রথম সারিতে আনতে চাইছেন তাহলে আপনাকে ভালো করে এসিও করতে হবে এবং google এর প্রথম পেজে আসছে বেশ কিছুদিন সময় লাগবে অনেক সময় আসেও না

কিন্তু ppc marketing আপনার ওয়েবসাইটের আর্টিকেল কে খুব তাড়াতাড়ি গুগলের প্রথম পেজে আনতে পারবেন।

তো ppc পুরো নাম হচ্ছে pay per click অর্থাৎ টাকা দিয়ে অ্যাড দেখানো। পিপিসি মার্কেটিং করে গুগলকে টাকা দিয়ে খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটের আর্টিকেলকে গুগলের প্রথম পেজে আনতে পারবেন এটাই হচ্ছে ppc মার্কেটিং

৯. টেলিভিশন এডভার্টাইজিং (Television Advertising)

আমরা যারা ছোট বেলায় টিভিতে প্রচুর সময় কাটিয়েছি তাদের কাছে মার্কেটিং এর এই মেথর্ড টা অনেক পরিচিত। এখনো টিভিতে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন শো করা হয়, এটাই টেলিভিশন এডভার্টাইজিং।

১০. মোবাইল এডভার্টাইজিং (Mobile Advertising)

মোবাইলে আমরা বিভিন্ন কোম্পানী থেকে প্রমোশনাল এসএমএস পাই, কল পেয়ে থাকি এটাই মোবাইল এডভার্টাইজিং।

১১. ইলেকট্রনিক বিলবোর্ড মার্কেটিং (Billboard Marketing)

শহরের মেইন মেইন জায়গাতে আমরা বড় পর্দার এডভার্টাইজিং দেখতে পাই তাছাড়া দোকানের সামনে, স্কুল, কলেজ, অফিস ইত্যাদি বিভিন্ন স্থানে এখন ইলেকট্রনিক বিলবোর্ড দেখা যায় এটাকেই বিলবোর্ড মার্কেটিং বলে।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব

তাহলে কিভাবে শুরু করব digital marketing আপনারা অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটি করে থাকেন তাহলে আমি উত্তরে বলব এই ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে সব থেকে সহজ উত্তর হল ইউটিউব।

  • Digital marketing শেখার জন্য এখন বর্তমানে সবথেকে ভালো প্লাটফর্ম হলো ইউটিউব।
  • এই digital marketing শেখার জন্য আপনি যদি ইউটিউবে সার্চ করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন digital marketing free course বা digital marketing playlist হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন।
  • তো আপনারা যে কোন একটি youtube চ্যানেল ফলো করে চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে ইনকাম করতে পারবেন।
  • এছাড়া আপনি digital marketing শেখার জন্য বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে তা হল যেমন udemy, coursera ইত্যাদি প্লাটফর্ম থেকে আপনারা চাইলে এখান থেকেও digital marketing শিখতে পারবেন।
  • এখন বর্তমানে digital marketing শেখার জন্য এই দুটি প্লাটফর্মে ফ্রি এবং পেইড দুই ধরনের সিস্টেম রয়েছে।
  • এছাড়া digital marketing আপনারা টাকা দিয়ে অনলাইনে লাইভ ক্লাসে বা আরো অন্যান্য কোন প্রতিষ্ঠানে গিয়ে digital marketing ভালোভাবে শিখতে পারবেন।
  • এখন বাংলাদেশে হাজার হাজার ডিজিটাল মার্কেটিং কোর্স শেখার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। আপনি চাইলে সেই প্রতিষ্ঠানে গিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে পারেন।
  • যখন আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই করে ও ভেরিফাই করে তবেই কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং ক্লাসে ভর্তি হবেন।
  • আশা করি আপনি আজকের এই আর্টিকেল থেকে ডিজিটাল-মার্কেটিং শেখার উপায় বা digital marketing কিভাবে শিখবো এ বিষয়টি ভালোভাবে বুঝতে পারলেন।

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে

আসলে এখন বর্তমান সময়ে digital marketing শেখার কোন শেষ নাই। digital marketing এর কয়েকটি সেক্টর যদি আপনি জানেন ও ভালোভাবে শিখেন তাহলে বেশ ভালো ফল পাবেন এই ডিজিটাল মার্কেটিং থেকে।

digital marketing এর কয়েকটি সেক্টর শেখার জন্য আপনি যদি প্রত্যেকদিন পাঁচ থেকে ৭-৮ ঘন্টা সময় দেন তাহলে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতে প্রায় ৬/৭ মাস সময় লাগবে।

তারপর থেকে digital marketing নিয়ে আপনি যত বেশি ঘাটাঘাটি বা কাজ করবেন তত বেশি আপনি digital marketing এর দক্ষ হবেন এবং ডিজিটাল মার্কেটিং এ আপনি ধীরে ধীরে অ্যাডভান্স হয়ে যাবেন।

ডিজিটাল মার্কেটিং কেন শিখবো

কেন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন বা digital marketing কেন প্রয়োজন এর নিশ্চয় অবশ্য কতগুলো কারণ রয়েছে সেগুলো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হল:

আপনি যদি একজন ভালো উদ্যোক্তা হতে চান, আপনার যদি একটি বড় কোম্পানি বা ব্যবসা থেকে থাকে এবং আপনার সেই ব্যবসার প্রসারের জন্য digital marketing এক্সপার্ট hire করতে না চান, তাহলে আপনার জন্য এই digital marketing শিক্ষা অতি অব্যসক।

digital marketing এর বর্তমান ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। আপনি digital marketing শিখে দেশ বা বিদেশের কোম্পানিতে অনেক ভালো জব করতে পারবেন।

এখন বর্তমান সময়ে digital marketing শিখার অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আপনি আপনার বাড়িতে বা ঘরে বসে যে কোন জায়গা থেকে রিমোট জব করতে পারবেন, এছাড়া আরো আপনারা ঘরে বসে বিভিন্ন ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলো থেকে ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এক্সপোর্ট দের বর্তমান সময়ে তাদের বেতন (salarry) বেশ ভালো। একজন digital marketing এক্সপার্ট digital marketing করে এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত তারা ইনকাম করতে পারে।

আপনি যদি এখন বর্তমান সময়ে কোন টাকা খরচ না করে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। digital marketing শেখার জন্য এখন বর্তমান সময়ে বেশি একটা টাকা খরচ করতে হবে না।

দিন দিন ডিজিটাল মার্কেটিং বেড়েই চলেছে ফলে এই ডিজিটাল মার্কেটিং শিখে চাকরি করার অনেক সুযোগ (opportunity) রয়েছে।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account