১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ – 15000 সেরা স্মার্টফোন বাংলাদেশে

Deal Score0
Deal Score0

আপনি কি 15000 সেরা স্মার্টফোন খুঁজতেছেন। ১০ হাজার হতে ২০ হাজার টাকার মধ্যে যেসব স্মার্টফোন আছে সেগুলোকে সাধারণত আমরা নিম্ন মিডরেট বাজেটের ফোন বলে থাকি। আজকে আমরা নিম্ন মিডরেট বাজেট মানে ১৫ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব।

আশা করি এই ফোনগুলোর সমন্ধে জেনে আপনি বুঝতে পারবেন যে, আপনার জন্য কোন স্মার্টফোনটি সেরা হবে। তার আগে একটি কথা না বললেই নয় যে, আপনি কোন কোয়ালিটি ফোন চাচ্ছেন বা আপনি সেই স্মার্টফোনটি দিয়ে কি কাজ করবেন তা আগে নির্বাচন করুণ এবং সেই কাজের কর্মক্ষমতাসম্পূর্ণ স্মার্টফোনটি কিনবেন।

এই সমন্ধে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান। তবে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন। তো চলুন জেনে নেওয়া যাক, ১৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলোর সমন্ধে।

রিয়েলমি সি৩৩ – 15000 সেরা স্মার্টফোন রিয়েলমি

রিয়েলমি সি৩৩ এলো সুলভ দামে দুর্দান্ত ব্যাটারি নিয়ে

১৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলোর মধ্যে রিয়েলমির এই ফোনটি অন্যতম একটি স্মার্টফোন। ফোনটির লুকিং বলা বাহুল্য, কেউ ফোনটির লুকিং দেখে পছন্দ না করে থাকতে পারবে না। তাই এই দামে ফোনটির সৌন্দর্য প্রশংসানীয়।

এছাড়া স্মার্টফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটাপ। প্রাইমারি ক্যামেরা সেন্সরটি থাকিবে ৫০ মেগাপিক্সেল এ আই ক্যামেরা। ফলে ফোনটি দিয়ে বেশ ভালোমানের ছবি তুলা যাবে।

মাত্র ১৫ হাজার টাকার মধ্যে আপনি একটি ভালোমানের ক্যামেরাও পাচ্ছেন। তবে বাজেট কম হওয়ায় ফোনটিতে পারফর্মেন্স একটু কম। তবে কাজ চালিয়ে নেওয়ার মতো 15000 সেরা স্মার্টফোন।

এতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ইউনিসকের টি ৬১২ ক্ষমতাসম্পন্ন একটি প্রসেসর। যেহেতু ফোনটিতে এন্ট্রি লেভেলের প্রসেসর দেওয়া হয়েছে। তাই এই ফোনটি দিয়ে পাবজি, ফ্রী ফায়ার কিংবা হেবি গেমিং করা যাবে না। যারা গেমিং করতে এই ফোনটি নিতে চাচ্ছেন। তারা এই ফোনটি হতে বিরত থাকুন।

ফোনটির ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৫ হাজারেই পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য আছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি। যা দিয়ে সারাদিন অনায়াসে চালিয়ে নেওয়া যাবে।

রিয়েলমি সি৩৩ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ 6.5 ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২
  • মেইন ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি/ ৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • রিয়েলমি সি৩৩ এর বাংলাদেশ দামঃ
  • ৪জিবি+৬৪জিবিঃ ১৪,৯৯৯ টাকা।
  • ৩ জিবি+৩২জিবিঃ ১৩,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ – ১৫ হাজারে স্যামসাং মোবাইল

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এলো কম দামে গ্রাহকদের মন জয় করতে

15000 সেরা স্মার্টফোন মধ্যে স্যামসাং এ০৪ মোবাইলটি রয়েছে। এটি স্যামসাং এর কম দামি ফোন থাকলেও এই ফোনটির দাম অনুযায়ী পারফর্মেন্স অনেক ভালো।

এই ফোনটির ক্যামেরার দিকে আলাদা দৃষ্টি রাখা হয়েছে। ফোনটিতে ৬.৫ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।

স্যামসাং কোম্পানির ফোন হওয়ায় এই ফোন দিয়ে ভালোমানের ছবি তোলা যায়। এছাড়া ফোনটিতে ৫০০০ মিলিএম্প ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে র‍্যাম হিসেবে থাকবে ৩ জিবি এবং স্টোরেজ হিসেবে ৩২ জিবি। ১৫ হাজার টাকার মধ্যে সব মিলিয়ে বেশ ভালো ফোন এটি 15000 সেরা স্মার্টফোন।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ – এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৩৫
  • মেইন ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • আরও পড়ুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩ বাংলাদেশ
  • স্যামসাং গ্যালাক্সি এ০৪ এর বাংলাদেশ দামঃ ১২,৯৯৯ টাকা

রেডমি ১০সি – ১৫ হাজার টাকায় শাওমি রেডমি মোবাইল

শাওমি নিয়ে এলো রেডমি ১০সি | NTV Online

১৫ হাজার টাকার মধ্যে শাওমির অন্যতম একটি সেরা ফোন রেডমি ১০সি। এই দামের মধ্যে খুব ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে।

ফোনটি বেশ দ্রুত কাজ করে এবং ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই। সব মিলিয়ে বেশ ভারসাম্য রয়েছে এই ফোনে।

৬.৭১ ইঞ্চির বড় ডিসপ্লের ফোন এটি। ফোনটিকে পারফর্মেন্স দিতে এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। উপরের ফোনগুলো হতে এ প্রসেসর অনেক ভালো। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৬ নেনোমিটারের প্রসেসর যা এই দামে অন্য কোনো ফোনে ব্যবহৃত করা হয়নি 15000 সেরা স্মার্টফোন।

এছাড়া ফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ফোনটির পাওয়ার দেওয়ার জন্য এতে আছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

রেডমি ১০সি – এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৭১ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • মেইন ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • রেডমি ১০সি ৪জিবি+৬৪জিবি বাংলাদেশ দামঃ ১৪,৯৯৯ টাকা।

ইনফিনিক্স হট ১২ প্লে – 15000 ইনফিনিক্স মোবাইল

Infinix Hot 12 Play Review - বাজেটে কিলার?? - YouTube

বর্তমান বাজারে ইনফিনিক্স কোম্পানির ফোনগুলো মানুষের আকর্ষণ কেরে নিচ্ছে এবং দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে তাদের অন্যতম সেরা ফোন ইনফিনিক্স হট ১২ প্লে।

ফোনটির ডিজাইন বেশ স্টাইলিশ। ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। ফলে টুকটাক গেম খেলতে ফোনটি নিতে পারেন। গেম খেলার সুবিধার জন্য ১৮০ হার্টজ টাচ স্যামপ্লিং রেট দেয়া আছে।

৬.৮২ ইঞ্চির বড় ডিসপ্লে আছে এই ফোনে। ডিসপ্লে এর সাইজ বড় হওয়ায় এতে আপনি ছবি, ভিডিও গান, ভালোভাবে দেখতে পারবেন। ডিসপ্লের সবথেকে আকর্ষণীয় ফিচার 15000 সেরা স্মার্টফোন ৯০ হার্টজের রিফ্রেশ রেট যা এই বাজেটের আর কোন ফোনে নেই।

তাই ফোনটি বেশ স্মুথ কাজ করে। এছাড়া ফোনটিতে থাকছে ৬০০০ মিলিএম্প ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

ইনফিনিক্স হট ১২ প্লে – এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ১০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প
  • ইনফিনিক্স হট ১২প্লে ৪জিবি+৬৪জিবি বাংলাদেশ দামঃ ১২,৯৯৯ টাকা।

টেকনো স্পার্ক ৭ প্রো – কম দামে টেকনো মোবাইল

Tecno Spark 7 Pro Price And Specifications,Tecno Spark 7 Pro লঞ্চ হল খুবই  কম দামে, জানুন স্পেসিফিকেশনস - tecno spark 7 pro launched, check price and  specifications - eisamay

ইনফিনিক্স কোম্পানির মতই টেকনো কোম্পানি বাজারে নতুন নতুন প্রযুক্তির ফোন নিয়ে আসছে এবং মানুষের নজর কেড়ে নিচ্ছে দাম ও স্পেসিফিকেশনের মাধ্যমে। 15000 সেরা স্মার্টফোন টেকনোর স্পার্ক ৭ প্রো ফোনটিও বেশ আকর্ষনীয় একটি ফোন।

অসাধারণ ডিজাইন এর সাথে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আর ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চির ডিসপ্লে মিলিয়ে যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্য অসাধারণ একটি প্যাকেজ এই ফোনটি।

টেকনো স্পার্ক ৭ প্রো এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৩,৪৯০ টাকায়। অন্যদিকে ৬ জিবি র‍্যামের ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ১৪,৯৯০ টাকায়।

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে হেলিও জি৮০, যা বাজেটের মধ্যে অসাধারণ গেমিং পারফরম্যা

ন্স দিতে সক্ষম। এছাড়াও ৫০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে ফোনটিতে 15000 সেরা স্মার্টফোন।

টেকনো স্পার্ক ৭ প্রো – এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি ৮০
  • মেইন ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি/ ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • টেকনো স্পার্ক ৭ প্রো এর বাংলাদেশ দামঃ
  • ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৩,৪৯০ টাকায়।
  • ৬জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৪,৯৯০ টাকায়।

শেষ কথাঃ 15000 সেরা স্মার্টফোন এই ৫টি স্মার্টফোন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম টেকনোলজির যাবতীয় খবরা-খবর পেতে বাংলা টেকস্পট এর সাথেই থাকুন। ধন্যবাদ।

Tags:

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account