কম দামে ভালো ফোন ২০২৩
প্রযুক্তির উন্নতির সাথে সাথে হাতের নাগালে চলে আসছে সকল পণ্য। এরই ধারাবাহিকতায় কম দামেই পাওয়া যাচ্ছে অসাধারণ সব কম দামে ভালো ফোন গুলো। প্রতিযোগিতা বেড়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। ফলস্বরূপ পাওয়া যাচ্ছে অল্প দামে ভালো স্মার্টফোন। এগুলো থেকে বেশি উপকৃত হচ্ছেন সাধারণ ক্রেতাগণ।
দেশের বাজারে অফিসিয়ালি বেশ কিছু কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে। এসব “ভ্যালু ফর মানি” ফোন এর ক্ষেত্রে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন এর দেখা মিলছে ডিভাইসগুলোতে। চলুন জেনে নেওয়া যাক সেরা কিছু কম দামে ভালো ফোন সম্পর্কে।
শাওমি রেডমি এ১ প্লাস কম দামে ভালো ফোন
বর্তমানে বাজারে সবথেকে কম দামে সেরা ফিচার দিচ্ছে শাওমির রেডমি সিরিজের এই ফোনটি। সুন্দর ডিজাইনের এই ফোনে আছে বেশ কিছু ভালো ফিচার। ৬.৫২ ইঞ্চির একটি ব্রাইট আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে সামনে। ফোনটির পিছনে একটি টেক্সচারড ডিজাইন ব্যবহার করা হয়েছে যা অন্যান্য ফোন থেকে আলাদা। পিছনে আছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।
আর সামনে পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি সেন্সর। এছাড়া পারফর্মেন্সের ক্ষেত্রে ফোনটিতে আছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে এই ফোন। আছে ৫০০০ মিলিএম্পের বড় একটি ব্যাটারি। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি ইত্যাদি নানা ফিচারেও ফোনটি স্বয়ংসম্পূর্ণ।
একনজরে শাওমি রেডমি এ১ প্লাস এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫২ ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২
- র্যামঃ ৩ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (৮ মেগাপিক্সেল + ০.০৮ মেগাপিক্সেল)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
- দামঃ ১১,৯৯৯ টাকা
স্যামসাং গ্যালাক্সি এম০২এস – কম দামে ভালো ফোন
স্যামসাং এর ফ্যানদের জন্য ১৩হাজার টাকার প্রাইসের মধ্যেই রয়েছে সারপ্রাইজ, স্যামসাং গ্যালাক্সি এম০২এস ডিভাইসটি। স্যামসাং এর অসাধারণ সফটওয়্যার অপটিমাইজেশনকে সাথে নিয়ে ফোনটির কার্যকর প্রসেসর এর পারফরমেন্স নিয়ে কোনো ধরনের ব্যবহারকারীর সমস্যা হওয়ার কথা নয়।
এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০২এস ফোনটিতে রয়েছে ভালো ক্যামেরা সেটাপ। ৪জিবি র্যাম এর কল্যাণে ফোনটিতে মাল্টিটাস্কিংয়েও কোনো সমস্যা পোহাতে হবেনা। কম দামে ভালো ফোন এর তালিকায় স্যামসাং এর এই ফোনটি অসাধারণ এক সংযোজন।
একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ১২,৪৯৯টাকা
রিয়েলমি নারজো ৩০এ কম দামে ভালো ফোন
রিয়েলমির নারজো সিরিজ মূলত কম দামে ভালো গেমিং ফোন ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরী। সেই সুবাদে ১৩হাজার টাকার ফোন, নারজো ৩০এ কম দামে ভালো ফোন এর এই তালিকায় স্থান করে নিয়েছে।
রিয়েলমি নারজো ৩০এ ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৮৫। যারা কম দামে ভালো গেমিং ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি অসাধারণ পছন্দ হতে পারে। কম দামে ভালো ফোন এছাড়াও যারা ভারি কাজে স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাদের জন্য এই ফোনের শক্তিশালী প্রসেসর দারুণ সুবিধা প্রদান করবে। সেই সাথে ফোনটির বিশাল ব্যাটারিও এর একটি প্লাস পয়েন্ট বলা চলে।
একনজরে রিয়েলমি নারজো ৩০এ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ৬৪জিবি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
- দামঃ ১২,৯৯০টাকা
সিম্ফনি জেড৪০
ব্যবহারের ফোনটি সুন্দর দেখতে হওয়া চাই, সাথে পারফরম্যান্স ও হওয়া চাই ব্যবহারযোগ্য – এমন যদি হয় আপনার পছন্দ, তাহলে সিম্ফনি জেড৪০ ফোনটি আপনাকে হতাশ করবেনা। কম দামে ভালো ফোন সিম্ফনি জেড৪০ ফোনটি নিঃসন্দেহে ১০হাজার টাকার মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ফোনগুলোর কাতারে এগিয়ে থাকবে।
তবে সৌন্দর্যের মধ্যেই শেষ নয় সিম্ফনি জেড ৪০ এর গল্প। ফোনটিতে রয়েছে বিশাল ৫০০০মিলিএম্প ব্যাটারি। এছাড়াও স্টক অ্যান্ড্রয়েডে চালিত বলে ৩জিবি র্যামের ফোন হলেও সাধারণ ব্যবহারে সিম্ফনি জেড৪০ নিয়ে কোনো সমস্যা হওয়ার অবকাশ নেই।
একনজরে সিম্ফনি জেড৪০ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ৯,৯৯০টাকা
টেকনো স্পার্ক ৬
১২হাজার টাকার ডিভাইসে ১২৮জিবি স্টোরেজ আবার সাথে ভালো প্রসেসর পেলে কেমন হয়? কথা বলছি টেকনো স্পার্ক ৬ ফোনটি সম্পর্কে। সবচেয়ে কম দামে ১২৮ জিবি স্টোরেজ প্রদান করার মাধ্যমে ফোনটি আমাদের কম দামে ভালো ফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।
তবে স্টোরেজ বেশি বলে অন্য ডিপার্টমেন্টে কমতি রাখেনি টেকনো। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারির পাশাপাশি ব্যবহারযোগ্য ক্যামেরা সেটাপ চোখে পড়বে। এছাড়াও ফোনটির প্রসেসর বর্তমানের যেকোনো অ্যাপ বা গেম চালাতে যথেষ্ট শক্তিশালী। টেকনো মোবাইলের দাম জেনে নিন।
একনজরে টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- মেইন ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ১১,৯৯০টাকা
ইনফিনিক্স হট ১২ প্লে
কম দামে সেরা ব্যাটারির ফোন বর্তমানে ইনফিনিক্স হট ১২ প্লে। ৬০০০ মিলিএম্পের বিশাল ব্যাটারি দিয়ে বাজেট রেঞ্জের বাজারে সকলের নজর কেড়েছে ফোনটি। বিশাল সাইজের এই ফোনটির ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি। কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন এখানে। শুধু তাই নয় ৯০ হার্টজের হাই রিফ্রেশ রেটও রয়েছে এই ডিসপ্লেতে।
এছাড়া পারফর্মেন্স দিচ্ছে অক্টাকোরের একটি প্রসেসর। ফোনটি পাবেন ৪ জিবি র্যামের সাথে। ডুয়াল ক্যামেরা সেটআপের ফোনে মূল ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের যা বেশ ভালো ছবি তুলতে সক্ষম। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড সহ বিভিন্ন বাড়তি সুবিধাও পাওয়া যাবে এই ফোনে। সব মিলিয়ে অসাধারণ একটি ফোন এটি।
একনজরে ইনফিনিক্স হট ১২ প্লে এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
- প্রসেসরঃ অক্টাকোর
- র্যামঃ ৪ জিবি
- স্টোরেজঃ ৬৪ জিবি
- মেইন ক্যামেরাঃ ডুয়াল ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ভিজিএ)
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০ মিলিএম্প
- দামঃ ১২,৯৯৯ টাকা