ইউপিএস কি | ups এর কাজ কি ?
ইউপিএস কি | ups এর কাজ কি ? এর সমস্ত বিবরণ দেখুন co bangla তে |
ইউপিএস কি? (What is UPS in Bengali/Bangla?)
ইউপিএস (UPS)-এর পূর্ণ নাম Uninterruptible Power Supply। এটি বিশেষ এক ধরনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে গৌণ সঞ্চয়ক কোষ বা ব্যাটারি যা বিদ্যুৎশক্তি জমা করে রাখে। ফলে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে এতে থাকা বিদ্যুৎ কম্পিউটারে বিদ্যুৎশক্তি সরবরাহ করে। সরবরাহ বন্ধ হওয়ার এক থেকে দুই মিলিসেকেন্ডের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
কম্পিউটারের সাথে ইউপিএস ব্যবহার করা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সাথে সাথে ইউপিএস-এ থাকা বিদ্যুতের সাহায্যে কম্পিউটার সচল থাকে। বাজারে বিভিন্ন সময়ের ব্যাকআপ সংবলিত ইউপিএস পাওয়া যায়। ফলে ব্যবহারকারীগণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর ইউপিএস-এর বদৌলতে পরিচালিত কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডেটাসমূহ এ সময়ের মধ্যে সংরক্ষণ করতে পারে।
স্বাভাবিক অবস্থায় কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহের জন্য সংযােগব্যবস্থা ইউপিএস-এর মধ্যে দিয়েই করা হয়, যেন সরবরাহ বন্ধ হওয়া মাত্রই ইউপিএস তার কাজ শুরু করতে পারে। বাজারে বিভিন্ন ক্ষমতার ইউপিএস পাওয়া যায়। এগুলাে ৫/১০ মিনিট থেকে শুরু করে কয়েক ঘণ্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে পারে।
Ups কি ।
ইইউপিএস হলো নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ডিভাইস যাতে একটি ব্যাটারি থাকে যেটির মাধ্যমে অল্প সময়ের জন্য কম্পিউটারকে চালাতে পারি।
Ups এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি বা electricity না থাকলে এটি কম্পিউটারে পাওয়ার সাপ্লাই প্রদান করে কিছুক্ষণের জন্য কম্পিউটার ব্যবহার করা যায়।
অনেক সময় কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়। এর ফলে আপনি যে কাজগুলো করছেন সমস্ত কাজ করা বৃথা হয়ে যায় কিন্তু যদি কম্পিউটারের সঙ্গে ইউপিএস এর কানেকশন থাকে তাহলে কম্পিউটারকে আপনারা অল্প সময়ের জন্য চালাতে পারবেন এবং যে কাজগুলো করছেন সেই কাজগুলো সেভ করে কম্পিউটারটাকে বন্ধ করতে পারবেন এবং পরবর্তীকালে আপনি যেখান থেকে কাজ করা শেষ করেছিলেন তারপর থেকে কিন্তু আপনি কম্পিউটার এ কাজ করতে পারবেন।
ইউপিএস কত প্রকার
ইউপিএস (ups) প্রধানত তিন প্রকারের হয়।
1. Standby UPS
2. Line Interactive UPS
3. Standby Online Hybrid UPS
1. Standby UPS : Standby UPS হলো নরমাল ইউপিএস। এই ধরনের ইউপিএস সাধারণত পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা হয়। Standby UPS কি অফলাইন ইউপিএস ও বলা হয়। এই ups ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে কম্পিউটার সিস্টেমকে চালু রাখতে সাহায্য করে।
2. Line Interactive UPS : বিদ্যুৎ বিভ্রান্তি ঘটলে বা লো ভোল্টেজ হলে সাধারণত এই ধরনের ইউপিএস ব্যবহার করা হয়। এর ডিজাইন অনুযায়ী battery to AC power converter সব সময় ইউপিএস এর আউটপুটের সঙ্গে যুক্ত থাকে।
3. Standby Online Hybrid UPS : Standby Online Hybrid UPS কে অনলাইন ইউপিএসও বলা হয়এটি টোপোলজি দেখে 10kVA এর নিচে অনেক UPS-এর জন্য ব্যবহার করা হয়েছে । AC power ব্যর্থতার সময় ব্যাটারি থেকে স্ট্যান্ডবাই কনভার্টার চালু করা হয়।
ইউপিএস এর কাজ কি
চলুন তাহলে ইউপিএস এর কাজ কী সেগুলোর নিচে আলোচনা করা যাক।
- ups প্রধান কাজ হল কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ইউপিএস কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ করে এর ফলে আমরা বেশ কয়েক মিনিট কম্পিউটার চালাতে পারে।
- ইউপিএস ভোল্টেজ regulate করে। যখন ভোল্টেজ ঘন ঘন পরিবর্তিত হয় অর্থাৎ ভোল্টেজ খুব বেশি হয় বা কম হয় তখন ইউপিএস ভোল্টেজ নিয়ন্ত্রক ভোল্টেজটিকে একটি নিরাপদ সীমার মধ্যে রাখে যাতে কম্পিউটারের সরঞ্জাম গুলি স্বাভাবিকভাবে কাজ করে।
- ups শর্ট সার্কিট (short circuit) সুরক্ষা প্রদান করে।
শেষ কথা
আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা ইউপিএস কি । Ups কিভাবে কাজ করে । ইউপিএস ব্যবহারের নিয়ম। Ups কত প্রকার ইত্যাদি বিষয় জানতে পারলেন।
ইউপিএস কাকে বলে নিয়ে আজকের আর্টিকেল টি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে থেকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ।
আরো পড়ুন: