ওয়ার্ডপ্রেসে One Page SEO কিভাবে করবেন ?

Deal Score0
Deal Score0

ওয়ার্ডপ্রেসে One Page SEO কিভাবে করবেন ?

আসলে SEO মানে কি? এবং কিভাবে করবেন এই বিষয় নিয়ে আগে আমার এই ব্লগে বিস্তরিত ভাবে আলোচনা করছি। তবে, আজকে আমি আপনাদের বলবো One Page SEO কি? কিভাবে অন পেজ এসইও করবেন।

আজকের এই One Page SEO কি আর্টিকেলটি পড়ার পরে আপনারা নিজের ব্লগ বা ওয়েবসাইটে সঠিক ভাবে One Page SEO কিভাবে করতে হয় সেই সম্পর্ন ব্যাপারটা জেনে যাবেন। (One Page SEO bangla tips)

আসলে One Page SEO কি? এবং one page seo এর ব্যপারে কথা বললে ব্লগের আর্টিকেলে ব্যবহার করাটা যথেষ্ট না। মানে যখন One Page SEO techniques এর কথা বলা হয়, তখন সম্পর্ন ব্লগ বা ওয়েবসাইটের ব্যবহার করাটা কিন্ত অনেক জরুলি।

তাই আপনি যদি নিজের সফল ব্লগিং ক্যারিয়ার তৈরি করতে চান তাহালে এসইও (SEO) সম্পর্কে আল্প / আধা জ্ঞান রাখলে চলবে না। অন পেজ এসইও সম্পর্কে আপনাকে পূর্ন জ্ঞান রাখতে হবে যদি আপনি ব্লগে গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য কোনো সার্চ ইঞ্জিন থেকে অধিক পরিমানে ভিজিটর্স বা ট্রাফিক পেতে চান।

আপনি আমি সবাই জানি অন পেজ এসইও টেকনিক ব্যবহার করে আমরা নিজের বা বায়ানের ব্লগ বা ওয়েবসাইট এবং ব্লগের আর্টিকেল গুলো গুগল সার্চ ইঞ্জিন এর জন্য সুন্দর ভাবে অপটিমাইজ (optimize) করতে পারি। যার ফলে ব্লগ বা ওয়েবসাইটে প্রচুর পরিমানে ভিজিটর্স বা ট্রাফিক পাওয়ার সুযোগ থাকে।

One Page SEO কি?

বর্তমান এই প্রতিযোগিতার যুগে ব্লগিং এর জন্য সফল ক্যারিয়ার তৈরি করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়াছে। কারণ, বর্তমানে ইন্টারনেটে যেকোনো বিষয়, টফিক বা নিশ (niche) নিয়ে হাজার হাজার ভালো ভালো কনটেন্ট (content) সহজে পাচ্ছেন ভিজিটর্সরা।

এজন্য আপনি যদি search engine optimization এর সম্পর্কে সর্তক না হন তাহালে ব্লগে গুগল সার্চ থেকে ভিজিটর্স বা ট্রাফিক আসা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে।

তাই আপনি যদি কিওয়ার্ড রিচার্স করে ভালো ভালো ইউনিক কনটেন্ট লিখে সঠিক ভাবে এসইও টেকনিক গুলোর ব্যবহার করেন তাহালে গুগল সার্চ থেকে ভালো পরিমানে ট্রাফিক পেতে পারেন। মনে রাখবেন, One Page SEO যতো ভালো ভাবে করতে পারবেন ততো বেশি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর্স পাবার সম্ভবনা থাকবে।

মূলত অন পেজ এসইও এর কাজ হলো বিভিন্ন মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইটের কনটেন্ট গুলোকে সার্চ ইঞ্জিন গুলোর জন্য অপটিমাইজ করা। আর এই অপটিমাইজ টেকনিক গুলো শুধুমাএ ব্লগের মধ্যে সীমিত থাকে। আর এই ব্লগ বা ওয়েবসাইটের মধ্যে সীমিত থাকা সেই seo techniques  ব্যবহার করা যেতে পারে এবং সে গুলোকে বলা হয় One Page SEO techniques.

এর ফলে সার্চ ইঞ্জিন গুলো আপনার ব্লগের বিষয়, তথ্য এবং কনটেন্ট গুলোকে ভালো ভাবে বুঝতে পারে। আসলে এখানে One Page SEO কি? বা কাকে বলে সেটা আরো ভালো ভাবে জানার জন্য SEO মানে কি এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

এসইও (SEO) কি? (What is SEO bangla tutorial)

SEO কে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে এসইও হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যেকোনো ব্লগ বা ওয়েবসাইটে কিছু অপটিমাইজেশন টেকনিক ব্যবহার করে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ব্লগ বা ওয়েবসাইটে আসা ভিজিটর্স বা ট্রাফিক দের পরিমান বাড়িয়ে নিতে পারবেন।

সহজ ভাবে বললে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্লগ বা ওয়েবসাইটের কনটেন্ট গুলোকে এমন ভাবে অপটিমাইজেশন করা হয়, যাতে যেকোনো সার্চ ইঞ্জিন আপনার ব্লগ এবং ব্লগের আর্টিকেল গুলোর কিওয়ার্ড, বিষয় বা টফিক গুলো সহজে বুঝতে পারে।

যার ফলে, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো আপনার ব্লগের আর্টিকেল গুলো কখন এবং কোন কিওয়ার্ড ও সার্চ টার্মস (search terms) এর পরিবর্তে সার্চ ইঞ্জিনে দেখানে হবে সেটা সহজে বুঝতে পারে।

ফটোতে ALT Tags ব্যবহার করুন

আমরা ব্লগে যখন ফটো (photo) ব্যবহার করি তখন আসলে গুগল বুঝতে পারে না সে গুলোর ব্যাপারে। তাই আর্টিকেলের ফটো গুলো ব্যাপারে গুগলকে বুঝাতে হলে অবশ্যই ALT Tags ব্যবহার করতে হবে।

এতে গুগল সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে ছবিটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে। যার ফলে google search engine থেকে সহজে ভিজিটর্স বা ট্রাফিক পাওয়ার সম্ভবনা বেড়ে যায়। তাছাড়া one page seo এর জন্য ছবিতে alt tag ব্যবহার করাটা জরুলি।

আপনি যদি ছবির এই alt tag এর জায়গায় নিজের টার্গেট করা কীওয়ার্ডটি ব্যবহার করেন তাহালে আপানার আর্টিকেলটি আরো ভালো ভাবে seo optimize হয়ে যাবে।

ইন্টারনাল লিংক ব্যবহার করুন

আপনারা হয়তো আমার প্রতিটা আর্টাকেলে কিছু ইন্টারনাল লিংক (internal link) দেখছেন। একটি লক্ষ করলে এই আর্টিকেলের ভিতরে ও রয়েছে। নিজের আর্টিকেল লেখার সময় কীওয়ার্ড এর সাথে জড়িত অন্য আর্টিকেলের লিংক প্রক্রিয়া করাকে বলা internal linking of articles.

উদাহরণ,

মনে করুন, আপনি ব্লগিং নিয়ে একটি আর্টিকেল লিখেছেন। এখন ব্লগিং নিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইটে আগে যদি কোনো কনটেন্ট লেখা থাকে তাহালে সেই লিংকটা অবশ্যই এখানে দিতে পারেন। এতে ভিজিটর্সরা সহজে একই বিষয়ে আরো জ্ঞান নিতে পারবেন।

এসইও এর ক্ষেএে এভাবে আর্টিকেলে ইন্টারলিংকং করাটা অনেক জরুলি ও লাভজনক। এতে ব্লগের আর্টিকেলে থাকা পেজ গুলোর মধ্যে seo link juice pass হতে থাকে এবং ইন্টারনাল ব্যাকলিংক তৈরি করা হয়। এবার আশাকরি ইন্টারনাল লিংক কি এবং কিভাবে করতে হয় সহজে বুঝতে পারছেন।

নিয়মিত কনটেন্ট / আর্টিকেল পাবলিশ করুন

আপনি ব্লগ বা ওয়েবসাইটে মাসে কয়টি করে আর্টিকেল পাবলিশ করছেন সেটার দিকে ও কিন্ত আপনার ধ্যান দিতে হবে। কারণ, Google সব সময় পছন্দ করে যারা নিয়মিত ভাবে হাই-কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করেন তাদের।

এজন্য আমাদের চেষ্টা করতে হবে যাবে ব্লগে সপ্তাহে কমপক্ষে ৩ টা ভালো ভালো আর্টিকেল পাবলিশ করার জন্য। তাছাড়া যারা ব্লগে মাসে ৩-৪ টা কনটেন্ট পাবলিশ করে গুগল সেগুলোকে low quality ভাবে। এই ধরনের কম পোষ্ট করা ব্লগ গুলোকে গুগল তার SERP এ ভালো করে রেংক (rank) করায় না।

এজন্য আপনারা যদি google search engine থেকে ভালো পরিমানে ভিজিটর্স বা ট্রাফিক পেতে চান, তাহালে নিজের ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিতভাবে নতুন নতুন কনটেন্ট পাবলিশ করতে হবে। 

One page seo এর ব্যাপারে উপরের সকল বিষয় গুলোর ব্যাপারে অবশ্যই নজর দেওয়া জরুলি।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম ওয়ার্ডপ্রেস One Page SEO কি? কিভাবে অন পেজ এসইও করবেন এবং seo নিয়ে আরো অনেক কথা। 

মনে রাখবেন অন পেজ এসইও মানে হলো নিজের ব্লগের আর্টিকেল গুলোকে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন গুলোর জন্য ভালো করে অপটিমাইজ করা।

এর ফলে গুগল সার্চ ইঞ্জিন থেকে অধিক পরিমানে ট্রাফিক বা ভিজিটর্স পাবার সম্ভবনা বৃদ্ধি পায়। আমার লেখা আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহালে নিচে কমেন্টে জানান।


আরো পড়ুন:

  1. আই ফোন সারা পৃথিবীতে বিখ্যাত কোনো 
  2. প্রসেসর কি 
  3. বাংলাদেশে dslr ক্যামেরার দাম 
  4. সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং কি ?
  5. বিশ্বের সেরা 11টি জনপ্রিয় অনলাইন মোবাইল গেম
  6. নতুন গেমিং ল্যাপটপ 2022
  7. নতুন গেমিং পিসি 2022 |
  8. ২০ থেকে ৩০ হাজার টাকা দামের মধ্যে ভালো ফোন 
  9. কম্পিউটার ভাইরাস কি ? কম্পিউটারে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কি ?
  10. 10000-এর নীচে সেরা ফোন 

 

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account