
কম দামে ভালো ফোন ২০২৩
কম দামে ভালো ফোন ২০২৩
ওয়ালটন প্রিমো আরএক্স৭ মিনি
- ডিসপ্লেঃ ৬.১ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও পি৬০
- র্যামঃ ৩ জিবি
- স্টোরেজঃ ৩২ জিবি
- মেইন ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩০০০ মিলিএম্প
- দামঃ ৯,৪৯৯ টাকা
ইনফিনিক্স হট ৯ প্লে – কম দামে ভালো ফোন
ইনফিনিক্স হট ৯ প্লে ফোনটি মূলত সাধারণ ব্যবহারীদের কথা মাথায় রেখেই তৈরী। ফোনটির বিশাল ব্যাটারি যেকোনো ধরনের ব্যবহারকারীর পছন্দ হবে। বিশেষ করে বড় স্ক্রিনে যারা মাল্টিমিডিয়া কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি আদর্শ পছন্দ।
এছাড়াও ফোনটির ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি মাত্র ৭,৯৯০টাকায় পাওয়া যাচ্ছে। বাজেট বাড়ানো সম্ভব হলে ফোনটির ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ক্রয় করাই বুদ্ধিমানের কাজ হবে।
একনজরে ইনফিনিক্স হট ৯ প্লে এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
- র্যামঃ ২জিবি/৪জিবি
- স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
- দামঃ ৭,৯৯০টাকা / ৯,৯৯০টাকা
সিম্ফনি জেড৪০
ব্যবহারের ফোনটি সুন্দর দেখতে হওয়া চাই, সাথে পারফরম্যান্স ও হওয়া চাই ব্যবহারযোগ্য – এমন যদি হয় আপনার পছন্দ, তাহলে সিম্ফনি জেড৪০ ফোনটি আপনাকে হতাশ করবেনা। সিম্ফনি জেড৪০ ফোনটি নিঃসন্দেহে ১০হাজার টাকার মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ফোনগুলোর কাতারে এগিয়ে থাকবে।
তবে সৌন্দর্যের মধ্যেই শেষ নয় সিম্ফনি জেড৪০ এর গল্প। ফোনটিতে রয়েছে বিশাল ৫০০০মিলিএম্প ব্যাটারি। এছাড়াও স্টক অ্যান্ড্রয়েডে চালিত বলে ৩জিবি র্যামের ফোন হলেও সাধারণ ব্যবহারে সিম্ফনি জেড৪০ নিয়ে কোনো সমস্যা হওয়ার অবকাশ নেই।
একনজরে সিম্ফনি জেড৪০ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
- র্যামঃ ৩জিবি
- স্টোরেজঃ ৩২জিবি
- মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ৯,৯৯০টাকা
টেকনো স্পার্ক ৬
১২হাজার টাকার ডিভাইসে ১২৮জিবি স্টোরেজ আবার সাথে ভালো প্রসেসর পেলে কেমন হয়? কথা বলছি টেকনো স্পার্ক ৬ ফোনটি সম্পর্কে। সবচেয়ে কম দামে ১২৮ জিবি স্টোরেজ প্রদান করার মাধ্যমে ফোনটি আমাদের কম দামে ভালো ফোন এর তালিকায় স্থান করে নিয়েছে।
তবে স্টোরেজ বেশি বলে অন্য ডিপার্টমেন্টে কমতি রাখেনি টেকনো। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারির পাশাপাশি ব্যবহারযোগ্য ক্যামেরা সেটাপ চোখে পড়বে। এছাড়াও ফোনটির প্রসেসর বর্তমানের যেকোনো অ্যাপ বা গেম চালাতে যথেষ্ট শক্তিশালী। টেকনো মোবাইলের দাম জেনে নিন।
একনজরে টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
- র্যামঃ ৪জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- মেইন ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ১১,৯৯০টাকা
শেষ কথা,
কম দামে ভালো ফোন এর উক্ত তালিকা থেকে আপনার পছন্দের স্মার্টফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে। ধন্যবাদ ।
আরো পড়ুন: