বিটকয়েন কি ? বিটকয়েন কে তৈরি করেন?

Deal Score+2
Deal Score+2

বিটকয়েন কি কিছু মানুষ রয়েছে যারা “চাকরি নেব না, চাকরি দেব” এই মন্ত্রে বিশ্বাসী। আমার বন্ধু তাকী তাদেরই একজন। উদ্যেক্তা হিসেবে কিছু করার জন্য সে একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছে। তাই, সারাবিশ্বে বিটকয়েন নিয়ে তোলপাড় শুরু হবারও আগে থেকেই সে বিটকয়েন নিয়ে কিছু একটা করার জন্য খুব আগ্রহী ছিল। কিন্তু বিটকয়েন কী?-সেটা নিয়ে একটু পড়ালেখা করে সে বেশ বিচলিত হয়ে গেল!

বিটকয়েন নিয়ে আলোচনা, সমালোচনা এবং বিতর্কের কোন শেষ নেই! তাই, সে ধাপে ধাপে অগ্রসর হতে শুরু করল। প্রথমেই সে বুঝতে চাইল যে, বিটকয়েন আসলে কী? ১ বিটকয়েন সমান কত টাকা? বিটকয়েন কিভাবে কাজ করে? ইত্যাদি বিটকয়েন কি।

বিটকয়েন কি ?

বিটকয়েন কি ও কেন | বিটকয়েন কিভাবে কাজ করে ? (Bitcoin explain in bengali)  - MyTechnical Bangla

বিটকয়েন কী?-এ প্রশ্নটি অনেকের কাছেও শোনা যায়। তাকীর একই প্রশ্ন। সে ইন্টারনেট থেকে খুঁজে দেখল, বিটকয়েন কী। চলুন আমরাও জেনে নিই, বিটকয়েন কি সে সম্পর্কে। বিটকয়েন তৈরি করা হয় ২০০৯ সালে। সাতোশি নাকামোতো নামক এক ব্যক্তিকে বিটকয়েনের স্রষ্টা বলা হয়। কিন্তু তাকী আশ্চর্য হয়ে দেখল যে এখনো পর্যন্ত উনার পরিচয় রহস্যাবৃত! তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি! অবশ্য বিটকয়েন কি প্রশ্নের উত্তর পেয়ে, এরপর ১ বিটকয়েন সমান কত টাকা লিখে সার্চ করলো।

বিটকয়েনের দাম দেখে তাকীর উৎসাহ আরও বেড়ে গেল! সে নেট ঘেঁটে দেখতে পেল যে একটি বিটকয়েনের মূল্য ২,১৬১,০২২.৫১ ডলার। তবে, বিটকয়েন এর দাম অনেক ওঠানামা করে। এরপর তাকী জানতে চাইল যে বিটকয়েন আসলে কীভাবে তৈরি হয়। বিটকয়েন কিভাবে কাজ করে, সেটা জানতে গিয়ে সে দেখল যে বিটকয়েনের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে, এই মুদ্রা কাগজে ছাপা হয় না কিংবা সোনা, রূপা অথবা তামা দিয়েও এই কয়েন বানানো হয় না। বিটকয়েন কি প্রকৃতপক্ষে বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি যা দিয়ে শুধু অনলাইনেই বেচাকেনা করা যায়। বিটকয়েন আরও হরেক রকম দিক থেকে অনন্য।

সঞ্চয় ও বিনিয়োগের সঠিক গাইডলাইন পেয়ে জীবনের কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্যগুলো পূরণ করার যাত্রা সহজ করতে আজই এনরোল করুন এই কোর্সটিতে

কোন রাষ্ট্র বিটকয়েনের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয়, ফলশ্রুতিতে বিটকয়েনকে নিয়ন্ত্রণ করার জন্য কোন সর্বস্বীকৃত সংস্থাও নেই। তার মানে হচ্ছে কখন, কতগুলো বিটকয়েন বানানো হবে, বাজারে বিদ্যমান বিটকয়েন কোথায় রয়েছে অথবা বিটকয়েন জালিয়াতি দেখার জন্য কেউ নেই। বিটকয়েন কিভাবে কাজ করে সে সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়ার পর তাকীর মনে হল যে ঠিক কীভাবে বিটকয়েন বিনিময় হয়, বিটকয়েন বেচাকেনা শুরু করার আগে সেটাও জানা দরকার!

বিটকয়েন কে তৈরি করেন?

বিটকয়েন কি? কীভাবে ক্রয়-বিক্রয় করা হয় এই বিটকয়েন এবং কি ভাবে শুধু  বিটকয়েন ক্রয় বিক্রয় করেই মাসে 10000 টাকা থেকে 1 লাখ টাকা ইনকাম করবেন ...

বিটকয়েন কিভাবে কাজ করে – তা জানার আগে এটি তৈরির ইতিহাস সম্পর্কে জানা জরুরি। যদিওবা বিটকয়েন এর সৃষ্টিকর্তা নিয়ে অনেক খোঁজ চালানো হয়েছে, তবুও কে বা কারা বিটকয়েন তৈরি করেছেন তার পরিচয় অজানা থেকে গিয়েছে। ২০০৮সালে অনলাইনে প্রকাশিত একটি হোয়াইট পেপারে প্রথম বিটকয়েন কি প্রযুক্তির উল্লেখ পাওয়া যায়। সাতোশি নাকামোতো নামের কোনো এক ব্যক্তি বা গ্রুপ এই তথ্য অনলাইনে পোস্ট করে। উক্ত হোয়াইট পেপারে শুধুমাত্র ক্রিপটোগ্রাফি ও কম্পিউটার সাইন্স নয়, বরং কিভাবে ডিজিটালি পরিচয় গোপন রেখে অর্থ বা তথ্য আদানপ্রদান করা যার, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া ছিলা। ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন ছিলো কম্পিউটার সাইন্সের একটি নতুন অধ্যায়। ইন্টারনেটের মাধ্যমে অর্থ আদান প্রদানের নতুন একটি জগতের সৃষ্টি করে এটি। অর্থ আদান-প্রদানে ব্যাংক এর মত থার্ড পার্টির প্রয়োজন ঘুচিয়ে দেয় বিটকয়েন এর প্রযুক্তি।

বিটকয়েন সম্পর্কে মজার কিছু তথ্য বিটকয়েন কিভাবে কাজ করে ভিসা এর মতো পেমেন্ট নেটওয়ার্ক বা পেপাল এর মতো পেমেন্ট সার্ভিসের মতো প্রচলিত পদ্ধতিতে কাজ করেনা বিটকয়েন। বিটকয়েন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিশ্বের প্রথম মুক্ত পেমেন্ট নেটওয়ার্ক হলো বিটকয়েন, যেখানে যেকেউ অংশগ্রহণ করতে পারে। বিটকয়েন তৈরির পেছনে প্রধান উদ্দ্যেশই ছিলো ইন্টারনেট ব্যবহার করে একটি ডিসেন্ট্রালাইজড পেমেন্ট ব্যবস্থা তৈরি করা।

বিটকয়েন এর অন্যতম প্রধান উপাদান হলো ব্লকচেইন যা এর আদানপ্রদানের হিসাব রাখে। তবে বিটকয়েন ডিসেন্ট্রালাইজড হওয়ায় যেকেউ লেনদেনের তথ্য দেখতে পারে ও কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারেনা। চলুন আরো ভালোভাবে জানা যাক কিভাবে বিটকয়েন কিভাবে কাজ করে। “মাইনিং রিগ” নামে পরিচিত স্পেশাল কম্পিউটার প্রতিটি লেনদেনের তথ্য রেকর্ড ও ভেরিফাই করে। প্রথমদিকে সাধারণ যেকোনো কম্পিউটার ব্যবহার করেই বিটকয়েন মাইনিং করা যেতো।

বিটকয়েন: বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি বৈধ করার সময় এসেছে? - BBC News  বাংলা

তবে বর্তমানে বিটকয়েন মাইন করতে অনেক শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হয়। ২০১৯সালের তথ্য অনুসারে ২০০৯সালের বিটকয়েন এর চেয়ে বর্তমানে বিটকয়েন মাইনিং করতে ১২ট্রিলিয়ন গুণ কম্পিউটিং পাওয়ার প্রয়োজন। মূলত কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে মাইনিং এর মাধ্যমে বিটকয়েন মাইন করা যায়। বিটকয়েন মাইনিংকে অনেকটা লটারি বা রেসের সাথে তুলনা করা যায়। মূলত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে যেকেউ উক্ত রেস বা লটারির পুরস্কার পেতে পারে। এখানে পুরস্কার হলো বিটকয়েন। প্রতি লেনদেনে মাইনিং এর এই পুরস্কার পরিবর্তন হতে থাকে বিটকয়েন কি।

বিটকয়েন লেনদেনে সহায়তা করার জন্য এসব মাইনিং কম্পিউটার ব্যবহার করা হয়। যারা এই কম্পিউটারগুলোর মালিক তাদেরকে বিটকয়েন মাইনার বলা হয়। বিটকয়েন লেনদেনে সহায়তা করার পুরস্কারস্বরূপ তারা বিটকয়েন পেয়ে থাকে। তবে বর্তমানে এরকম বিটকয়েন মাইনিং আর আগের মত লাভজনক নেই। প্রথমদিকে বিটকয়েন এর কোনো মূল্যই ছিলোনা। ২০১৮সালে এসে এক বিটকয়েন এর মূল্য প্রায় ৭,৫০০ডলার ছিলো। তবে বিটকয়েন এর ক্ষেত্রে সম্পূর্ণ বিটকয়েন কিনতে হয়না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংকের বিটকয়েন এর মালিক হওয়া সম্ভব। বিটকয়েন এর ক্ষুদ্রতর অংশকে সাতোশি বলা হয়।

১০০মিলিয়ন সাতোশি মিলে তৈরি হয় এক বিটকয়েন। সাতোশি নাকামোতো এমনভাবে বিটকয়েন এর নেটওয়ার্ক স্থাপন করেন, যাতে ২১মিলিয়নের অধিক বিটকয়েন মাইন করা সম্ভব না হয়। বর্তমানে মাইন করার মত প্রায় ৩মিলিয়ন বিটকয়েন অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, ২১৪০সালের মধ্যে সকল বিটকয়েন কি মাইন করা হয়ে যাবে।

বিটকয়েন কি এর সুবিধা

বিটকয়েন অনেকটা প্রচলিত ডেবিট বা ক্রেডিট কার্ড এর মত ব্যবহার করা যায়। তবে ক্রেডিট কার্ড ইনফো প্রদানের বদলে বিটকয়েনের ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক কি ও পেমেন্ট এমাউন্ট প্রদান করতে হয়। চলুন জেনে নেওয়া যাক বিটকয়েন এর কিছু সুবিধাসমূহ সম্পর্কে।

  • বিটকয়েন একটি জনপ্রিয় অর্থব্যবস্থা, যার ফলে বিশ্বের যেকোনো দেশে যেকোনো সময় কোনো বাড়তি ফি ছাড়া বিটকয়েন ব্যবহার সম্ভব
  • বিটকয়েন ডিসেন্ট্রালাইজড হওয়ায় আদান-প্রদানের প্রক্রিয়া তৎক্ষনাৎ ঘটে। চিরাচরিত ক্রেডিট কার্ড এর মত বিটকয়েনের ক্ষেত্রে ট্রানজেকশন ডাটা রেকর্ড হতে সময় লাগেনা
  • বিটকয়েন ওপেন সোর্স প্রযুক্তি হওয়ায় যেকেউ লেনদেনের তথ্য দেখতে পারে, যার ফলে অর্থ ম্যানিপুলেশন এর কোনো সুযোগ নেই
  • বিটকয়েন প্রযুক্তি অত্যন্ত নিরাপদ যা হ্যাক করা প্রায় অসম্ভব বলা চলে
  • বিটকয়েন এখন পর্যন্ত সবচেয়ে উন্মুক্ত আর্থিক ব্যবস্থা।
  • ২৪ ঘন্টাই লেনদেন করতে পারবেন।
  • বিটকয়েনের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর দ্রুত ও সস্তা হতে পারে।
  • বিটকয়েন হল এমন সম্পদ যা আপনার কাছ থেকে জোর করে জব্দ করা যাবে না (যদি সঠিক সতর্কতা অবলম্বন করা হয়)।
  • বিটকয়েন একটি ছদ্মনামে পরিচালিত ব্যবস্থা এবং যে কেউ যাচাই বা ক্রেডিট ট্রেস ছাড়াই ইন্টারনেটে তাদের ওয়ালেট খুলতে পারে।
  • এটি বিশেষত দুর্বল ব্যাঙ্কযুক্ত অঞ্চল এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে উপকারী।
  • আপনি যেভাবে টাকা খরচ করেন বিটকয়েন সেভাবেই ব্যয় করতে পারবেন।
  • বিটকয়েন সহজে বহনযোগ্য সম্পদ।
  • অন্যান্য ক্রিপ্টোকারেন্সির তুলনায়, বিটকয়েনের সর্বোচ্চ স্বীকৃতি, জনপ্রিয়, লিউকুইড, সবচেয়ে উন্নত ইকোসিস্টেম ও সর্বোচ্চ গ্রহণযোগ্যতা আছে।
  • বিটকয়েন কোন সরকার, নির্দিষ্ট প্রতিষ্ঠান, প্রশাসন ও রাজনীতিবিদদের উপর নির্ভর করে না।
  • অর্থের একচেটিয়া দখলমুক্ত।

বিটকয়েন এর দাম

১ বিটকয়েন সমান কত ডলার?

নিঃসন্দেহে বলা যায়, বিটকয়েন অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করে দিয়েছে।

cobangla
We will be happy to hear your thoughts

Leave a reply

Tech Topic Cobangla
Logo
Register New Account